You are viewing a single comment's thread from:

RE: শিবম এবং যাইস্বল এর বিশেষ অবদানে ইন্ডিয়া টিমের অতি দ্রুত সফলতা

in আমার বাংলা ব্লগ9 months ago

টিম ইন্ডিয়া আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি খেলা জিতবে সেটা মোটামুটি শিউর দিয়ে বলা যায়। তাছাড়া প্রথম টি-টোয়েন্টি খেলাটি ইন্ডিয়া অলরেডি জিতে আত্মবিশ্বাস বেড়ে গেছে। ২০২৩ সালের বিশ্বকাপ খেলার পর থেকে দেখতেছি বিরাট কোহেলি এবং রোহিত শর্মা প্রায় অনেক খালার মধ্যেই বিশ্রামে থাকে। আমার মনে হয় তারা নতুনদেরকে সুযোগ দিতে চাচ্ছে। যার ফলে গত মাসে সাউথ আফ্রিকার সাথে ওয়ানডে এবং টিফিন টি সিরিজে তারা খেলিনি। শুধু তারা দুইজন টেস্ট খেলার জন্য সাউথ আফ্রিকা গিয়েছিল। তবে আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টিতে দুজনকেই দেখলাম। ইন্ডিয়া টস জিতে ব্যাটিং না করে টার্গেট নিয়ে খেলার চিন্তা করেছে। যার ফলে তারা আফগানিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানাই। আফগানিস্তানের মধ্যে গুলবাদিন সব সময় খুব ভালো খেলে। সে যতক্ষণ মাঠে থাকে ততক্ষণ ভালোই চার ছক্কা মারে। এ মাসের মধ্যেও সে প্রথম থেকেই ম্যাচটিকে ধরে রেখেছে। তার উপর নির্ভর করেই আফগানরা ১৭২ রান করতে পেরেছে। তাছাড়া মোটামুটি আফগানিস্তানের খেলোয়াড়রাই টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে। অপর পাশে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তেমন ভালো করতে না পারলেও তারা খেলা জেতার ফাউন্ডেশন তৈরি করে দিয়ে গেছে। আর শিবম ও যাইস্বল দুইজন বাকি কাজটা করে দিয়েছে। এই খেলায় এই দুইজনের অবদানি সব থেকে বেশি। যাই হোক মোটামুটি খুব সহজভাবেই দ্বিতীয় টি-টোয়েন্টি টিম ইন্ডিয়া জিতিয়েছে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67801.51
ETH 2617.25
USDT 1.00
SBD 2.72