আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২৪ || ফেলে আসা জীবনের বন্ধুত্বের স্মৃতি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Contest-Cover_Ann-24.png
ব্যানার ক্রেডিট: @hafizullah

জীবনের সময় গুলো কত দ্রুত চলে যায় । একটু যদি পিছনে ফিরে জীবনের ফেলে আসা সময় গুলোর দিকে তাকানোর চেষ্টা করি , তাহলে মনে হয় শুধুই আবেগঘন কিছু অতীত দেখা যাবে । হয়তো সেই সময় গুলোতে বেশ কিছু মানুষের সঙ্গে আমাদের পরিচয় ছিল ।

এখন হয়তো কর্মের জন্য নতুবা জীবনের গতিপথের পরিবর্তনের জন্য নতুবা বিভিন্ন কারণে হয়তো সেই মানুষগুলোর সঙ্গে আর হয়তো আগের মত করে দেখা সাক্ষাৎ নেই । যে মানুষগুলো একটা সময় জীবনের অনেকটা বড় অংশ জুড়ে ছিল, সেই মানুষগুলোর সঙ্গে ক্রমশ দূরত্ব তৈরি হয়ে গিয়েছে । হয়তো এটাই মনেহয় জীবনের গোলকধাঁধা ।

সেই স্কুল জীবন থেকে শুরু করে, কলেজ জীবন নতুবা বিশ্ববিদ্যালয় জীবন নতুবা কর্মক্ষেত্রে, কত মানুষের সঙ্গেই তো বন্ধুত্ব হয়েছিল । আবার সেই সম্পর্কগুলো নিয়ে বেশ আবেগঘন মুহূর্তে জমে আছে জীবনে । চাইলেও আসলে সেই সম্পর্ক গুলোকে কোনভাবেই মুছে ফেলা যায় না । যায় না অতীতটাকে আবারও বাস্তবে রুপান্তরিত করার জন্য । তবে চেষ্টা করলেই কিন্তু সেই আবেগঘন অতীতগুলোকে লেখনীর মাঝে তুলে ধরা যায় ।

আশাকরি বন্ধুরা , আপনারা আমার উপরোক্ত কথাগুলো পড়ে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন, আমি আসলে কি বলতে চাচ্ছি । এটা একদম সঠিক কথা, আমার বাংলা ব্লগ এবার এমন একটি কনটেস্ট আয়োজন করতে যাচ্ছে, যেখানে আমরা জানতে চাই , আপনার ফেলে আসা জীবনের বন্ধুত্বের স্মৃতি ।

যেহেতু আমার বাংলা ব্লগ , প্রতিনিয়ত বিশ্বাস করে পজিটিভ চিন্তাভাবনা গুলোকে প্রাধান্য দেওয়ার জন্য, ঠিক সেই চিন্তাধারা থেকেই আমরা এবারের টপিকটা নির্বাচন করেছি । আশাকরি আমরা এই কনটেস্টের মাধ্যমে জানতে পারবো , আপনাদের ফেলে আসা জীবনের প্রিয় বন্ধু গুলোর কথা । আমরা কিন্তু আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অপেক্ষায় থাকছি । তো বন্ধুরা, দেরি না করে ঝটপট লিখে ফেলুন ।

স্মৃতি ধরে রাখা যেত, সেটার ভিতরে কিন্তু ব্যাপক একটা উৎসাহ কাজ করতো । তাছাড়াও মোবাইলকে কেন্দ্র করে অনেক স্মৃতিমধুর ব্যাপারগুলো তো ছিলই । সেটা হয়তো ব্যক্তিগত বা একটু মজার । ব্যাপারগুলো অনেকটাই আবেগের । আমি হয়তো বোঝাতে পেরেছি আপনাদেরকে একটু হলেও যে, প্রথম মোবাইল সেই সময় হাতে পাওয়ার পরে অন্যরকম একটা অনুভূতি কাজ করতো নিজের ভিতরে । আমরা আসলে আপনাদের ঠিক সেই অনুভূতিটাই জানতে চাই, এবারের প্রতিযোগিতার মাধ্যমে । কেমন ছিল সেই সময়কার দিনগুলো ।

প্রতিযোগিতার বিষয়ঃ

শেয়ার করো তোমার জীবনে ফেলে আসা বন্ধুত্বের স্মৃতি

নির্দেশিকাঃ

  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।

  • আপনার স্মৃতিচারণ কমপক্ষে ৩০০ শব্দের ভিতরে থাকতে হবে।

  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল করা হবে।

  • আপনার স্মৃতিচারণ গুলো শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গুলোর উপর ভিত্তি করেই লিখতে হবে ।

  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।

  • অংশগ্রহনের সময় সীমা ১৩ অক্টোবর ২০২২ ইং , দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বিবেচনায় নেওয়া হবে না।

  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abb-contest24 এবং #friendship-memories এই দুটি ট্যাগ ব্যবহার করতে হবে।

  • ১০% এর বেশী বানান ভুলের কারণে অংশগ্রহণ বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং পোস্টে বেনিফিট দিতে হবে ।

  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।

  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে আংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ

প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
চতুর্থ স্থান অধিকারী - ১০ স্টিম
পঞ্চম স্থান অধিকারী - ১০ স্টিম
ষষ্ঠ স্থান অধিকারী- ৫ স্টিম
বিশেষ পুরস্কার- ১০ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ

@rme
Founder
Infrastructure development & all programming works

@blacks
Executive Admin
All administrative works

@winkles
Admin India Region
All administrative works in India region

@rex-sumon
Admin Quality Controller
Control the quality of entire community

@hafizullah
Admin Bangladesh Region
All administrative works in Bangladesh region

@moh.arif
Admin Bangladesh Region
All administrative works in Financial field of steemit in Bangladesh region

@shuvo35
Admin Bangladesh Region
All administrative works in Social Networking

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১৩ অক্টোবর ২০২২ ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।

প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।

ধন্যবাদ সবাইকে

Banner-3.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ:(https://steemit.com/hive-129948/@rupaie22/or-or)

 2 years ago 
 2 years ago 

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@mayedul/4ducuk-or-or

 2 years ago 

বরাবরের মতোই এবারও আমার বাংলা ব্লগ খুবি চমৎকার একটি কনটেস্ট এর আয়োজন করেছে।এ থেকে ফেলে আসা অনেক স্মৃতিচারণ আবারও সামনে আসবে।সেই আবেগঘন মুহূর্ত গুলো আবারো উপলব্ধিতে শিহরণ জাগাবে।এত চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ♥♥

 2 years ago 

আমার অংশগ্রহণঃ https://steemit.com/hive-129948/@nirob70/5rgm5c-or-or

 2 years ago 
প্রতিযোগিতায় আমার অংশগ্রহন

Polish_20221010_192125227.jpg

https://steemit.com/hive-129948/@limon88/79swrc-or-or

 2 years ago 

বন্ধুদের নানা স্মৃতিগুলি কখনো ভোলা যায় না ,তাই এইবারের প্রতিযোগিতার বিষয়টি খুবই সুন্দর হয়েছে।অনেক সুন্দর সুন্দর স্মৃতি পড়তে পারবো আশা করি, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বন্ধুদের সাথে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই স্মৃতিগুলো এই প্রতিযোগিতার মাধ্যমে শেয়ার করতে পারব এবং জানতে পারবো। প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগলো আমি অবশ্য অংশগ্রহণ করব।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62937.86
ETH 3092.40
USDT 1.00
SBD 3.87