অনেকদিন পর লেবেল ওয়ানের ক্লাস এবং মৌখিক পরীক্ষা নেয়ার অভিজ্ঞতা।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত কিছুদিন থেকেই কমিউনিটিতে নতুন মেম্বার আসার পরিমাণ অনেকটা বেড়েছে। বিশেষ করে এস বি ডি পেআউট চালু হওয়ার পর থেকেই এই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। অথচ কিছুদিন আগেও যখন স্টিমের দাম কম ছিলো তখন নতুন মেম্বার আসতো হাতেগোনা দু-একজন। যাইহোক বেশ কিছু নতুন মেম্বার আসার কারণে গত ২০ তারিখে লেভেল ওয়ানের ক্লাস নিয়েছিলাম। একটা সময় আমাদের এডমিন শুভ ভাই লেভেল ওয়ানের ক্লাসটা করাতো। তখন আমি তাকে সহযোগিতা করতাম। পরবর্তীতে লেভেল ওয়ান এর দায়িত্ব এসে পড়ল আমার ওপর। আমি বেশ কিছুদিন লেভেল ওয়ান এর দায়িত্বে ছিলাম। তারপরে এবিবি স্কুলে কিছু পরিবর্তন আসার কারণে আমাদের প্রাক্তন মডারেটর আইরিন আপু কে লেভেল ওয়ানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমাকে চলে যেতে হয়েছিলো লেভেল ফোরের দায়িত্বে।

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ২৮_20240328_130341_0000.png

ব্যানারটি ক্যানভা অ্যাপ দ্বারা তৈরি করা হয়েছে

তো আইরিন আপুর অনুপস্থিতিতে এখন আমরা তিনজন মডারেটর মিলে লেভেল ওয়ানের দায়িত্ব সামলাচ্ছি। সেই ফলশ্রুতিতে অনেকদিন পর আবার লেভেল ওয়ানের ক্লাস করাতে হয়েছিলো। বেশ কিছুদিন পর লেভেল ওয়ান এর বিষয়গুলো নিয়ে বলতে গিয়ে প্রথমে কিছুটা সমস্যা হচ্ছিলো। পরবর্তীতে অবশ্য সেটা কাটিয়ে উঠেছিলাম। যাইহোক ক্লাসটা মোটামুটি ভালোভাবেই সম্পন্ন হয়েছিলো। ক্লাসে লেকচারের দায়িত্বে ছিলাম আমি। আর বাদবাকি কাজগুলো মডারেটর @kingporos এবং @alsarzilsiam ভাই মিলে করেছিলো। যার ফলে আমাকে খুব একটা বেশি ঝামেলা পোহাতে হয়নি।


ক্লাস নেয়ার পরে মডারেটর @kingporos ঘোষণা দিয়েছিলেন লেভেল ওয়ান এর লিখিত পরীক্ষা দেয়ার জন্য। কারণ লেভেল ওয়ানের সিস্টেম হচ্ছে ক্লাসের পরে লিখিত পরীক্ষা দেবে ইউজাররা। তারপরে মৌখিক পরীক্ষা নেয়া হবে। আমাদের বাদবাকি তিনটা লেভেলে সিস্টেমটা কিছুটা অন্যরকম। যাই হোক তাদের লিখিত পরীক্ষা দেয়ার পরে মৌখিক পরীক্ষার ডেট জানিয়ে দেয়া হয়েছিলো। সেই হিসেবে গতকাল রাতে তাদের মৌখিক পরীক্ষা ছিলো। কিন্তু পরীক্ষা নিতে গিয়ে আমি খুবই হতাশ হয়েছি। কারণ আমি ক্লাসে লেকচার দেয়ার সময় বারবার করে বলে দিয়েছিলাম আমার বাংলা ব্লগের নিয়মাবলির সর্বশেষ আপডেট পোস্টটা খুব ভালোভাবে পড়তে। কারণ আমার বাংলা ব্লগে ভালোভাবে কাজ করতে চাইলে এই পোস্টটা ভালোভাবে জানা এবং বোঝার কোন বিকল্প নেই। আমার বাংলা ব্লগে কিভাবে আপনি টিকে থাকতে পারবেন বা ভালো ব্লগার হতে পারবেন সেটা জানতে হলে আপনাকে এই পোস্টটা অবশ্যই পড়তে হবে। নাহলে আপনি নানা রকম সমস্যার সম্মুখীন হবেন।


এই পোস্টটাতে আমার বাংলা ব্লগের সমস্ত নিয়মাবলী দেয়া রয়েছে। কিন্তু পরীক্ষা নিতে গিয়ে বুঝতে পারলাম এই পোস্টটি তারা ভালোভাবে পড়েনি। যার ফলে সর্বমোট ৬ জন পরীক্ষার্থীর ভেতরে মাত্র দুজন পাস করেছিলো। বাদবাকি চারজনকে পরবর্তীতে আবার পরীক্ষা দিতে বলা হয়েছে। ক্লাস শেষে আমি বারবার ইউজারদেরকে বলে দিয়েছি তাদেরকে কি করতে হবে। পরীক্ষা নেয়ার সময় আমরা চেষ্টা করেছি তাদেরকে সাহস দেয়ার। তারা যাতে ভয় না পাই এই বিষয়টা আমরা বারবার নিশ্চিত করার চেষ্টা করেছি। কারণ কয়েকজন ইউজারকে মনে হয়েছিলো তারা কিছুটা নার্ভাস। তবে আমার বাংলা কমেন্ট ব্লগ কমিউনিটির অত্যাবশ্যকীয় পালনীয় যে নিয়মগুলো রয়েছে সেগুলো না পারলে আমরা কাউকে পাশ করাইনি। কারণ এই সমস্ত নিয়ম না জানলে পরবর্তীতে তারা কখনোই ভালো ব্লগার হতে পারবে না। যারা পাশ করতে পারেনি তাদের জন্য আমরা আরেকটা সুযোগ দিয়েছি। আগামীকাল শুক্রবার আরো একবার তাদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। তাদেরকে বারবার করে বলে দিয়েছি যাতে তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে আসে। আর এভাবেই শেষ হয়েছিলো এবারের লেভেল ওয়ানের মৌখিক পরীক্ষা।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সে অনেক দিন আগে লেভেল ওয়ান এর মৌখিক পরীক্ষা দিয়েছি আজকে আপনার পোস্টের মাধ্যমে সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। আসলে লেভেল ওয়ান এর মৌখিক পরীক্ষা দেওয়ার সময় প্রায় সবাই একটু নার্ভাস ফিল করে। যেমনটা আমিও করেছিলাম। আসলে শুধু লেভেল অন বললে ভুল হবে আমি তো প্রায় প্রতিটা ক্লাসের পরীক্ষা দিতে গিয়েই নার্ভাস হয়ে যেতাম। দেখা যাচ্ছে আমি অন্য একজনের কাছে সব কিছু সুন্দর মত উত্তর দিতে পারছি কিন্তু যখন মেন পরীক্ষা দিতে যাচ্ছি তখনই সব ভুলে যাচ্ছি। আসলে যাদের বাইরে চলাফেরা কম অচেনা মানুষদের সাথে কথাবার্তা কম হয় তারপর আবার এরকম ভাইবা দেওয়ার কোন অভিজ্ঞতা নেই তারা একটু নার্ভাস হবে এটাই স্বাভাবিক। তবে যারা স্কুল কলেজে ভালো পড়ালেখার পাশাপাশি অনেক চঞ্চল ভাবে চলাফেরা করে তাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। যাই হোক ধন্যবাদ আপনাকে অনেকদিন পর লেভেল ওয়ান এর মৌখিক পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা টা আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

আসলে পরীক্ষার নাম শুনলে আমরা সকলেই কম বেশি নার্ভাস হয়ে যায়। পরে অবশ্য সেটা কেটেও যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনি এমবিবি স্কুলের লেভেল ওয়ানের মৌখিক পরীক্ষা নিতে গিয়ে হতাশ হয়েছেন জানতে পারলাম ভাই। আপনি একদম ঠিক বলেছেন ভাই আসলে আমার বাংলা ব্লগের সর্বশেষ আপডেট পোস্টি প্রত্যেক ইউজারের জন্য জানার এবং বুঝার কোন বিকল্প নেই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার বাংলা ব্লগ এর নিয়মাবলির সর্বশেষ আপডেট এই পোস্টটি টি ভালোভাবে না পড়লে আমার বাংলা ব্লগে কাজ করতে খুব সমস্যা হতে পারে। এই জন্য আমি বারবার এই পোস্টটা ভালোভাবে পড়ার পরামর্শ দেই।

 last year 

আমার বাংলা ব্লগ এ ভালো ব্লগার হতে গেলে যে আমার বাংলা ব্লগ এর সর্বশেষ নিয়মাবলী সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে তাতে কোনো সন্দেহ নেই। আশা করছি বাকি ৪ জন কালকের মধ্যে সেই নিয়মাবলী গুলো সম্পর্কে অবগত হবে। আর আপনাকে ধন্যবাদ ভাইয়া , উজারদের এতো সুন্দর ভাবে গাইড করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার গঠন মূলক মন্তব্যের জন্য।

 last year 

শুরুর দিকে আপনি এবং শুভ ভাইয়া অনেক সুন্দর ভাবে লেভেল 1 এর ক্লাস নিতেন। আমি আপনাদের ক্লাস অনেকবার করেছি। যেহেতু অনেকদিন পর আবারো লেভেল 1 এর ক্লাস এর দায়িত্ব পালন করছেন তাইতো একটু অসুবিধায় পড়তে হয়েছে ভাইয়া। আপনার অভিজ্ঞতার কথা জেনে ভালো লাগলো ভাইয়া।

যেকোনো কাজ অনেকদিন পর করতে গেলে প্রথমে কিছুটা অস্বস্তি হয়। সেটাই হয়েছি আর কি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আমি যখন লেভেল ওয়ানে ছিলাম, তখন শুভ ভাই এবং আপনি ক্লাস করিয়েছিলেন। আবার আমি যখন লেভেল ফোরে ছিলাম,তখনও ক্লাস নিয়েছিলেন আপনি। যাইহোক অনেক দিন পর তাহলে লেভেল ওয়ান ক্লাসের লেকচার দিয়েছেন আপনি। তারা যদি আমার বাংলা ব্লগের নিয়মাবলীর সর্বশেষ আপডেট পোস্টটি পড়তো,তাহলে হয়তোবা সবাই পাশ করতে পারতো। যাইহোক তাদের জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

ওই পোস্টটি ভালোভাবে না পড়লে আমি সহজে কাউকে পাশ করাই না। কারণ নিয়মাবলির আপডেট পোস্টটি না করলে পরে নানা রকম সমস্যা হতে পারে।

 last year 

"আমার বাংলা ব্লগে" কাজ করতে গেলে লেভেল ওয়ান টা ভালোভাবে জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ দাদা। তার জন্য "আমার বাংলা ব্লগের" নিয়মাবলির সর্বশেষ আপডেট পোস্টটা খুব ভালোভাবে পড়তে হয়। কিন্তু নতুন যারা রয়েছেন লেভেল ওয়ানে, তারা হয়তো ভালোভাবে ব্যাপারটা পড়েন নি। এই জন্য হয়তো সর্বমোট ৬ জন পরীক্ষার্থীর ভেতরে মাত্র দু'জন পাস করেছে। তবে তাদের যেহেতু আবার নতুন করে সুযোগ দেওয়া হয়েছে, আশা করি তারা পাস করে যাবে পরের ক্লাসে।

আমিও সে আশাই করছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111993.97
ETH 4296.20
SBD 0.84