এ সপ্তাহে করা আমার সবগুলো পোস্টের রিভিউ|| ১৫% এবিবি চ্যারিটি ও লাজুক শিয়ালকে
১২ মে,২০২২, বৃহস্পতিবার ।
আস সালামু অলাইকুম/নমস্বকার,
তার পরের পোস্ট টি ছিল গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে।
এ সপ্তাহে করা আমার সবগুলো পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম । আশা করি ভালো লাগবে ।
এ সপ্তাহে করা আমার পোস্টগুলো ধারাবাহিকভাবে নিম্নে দেওয়া হলোঃ
০১.পড়ন্ত বিকেল: আমার ঝরা কবিতার পাতা হতে
অস্তমিত সূর্যের আলোটা স্তিমিত হয়ে এলে
সুর্যের প্রচণ্ড তাপ দাহ শেষ হয়ে যায় যে,
সমস্ত দিন শেষে ব্যস্ততাকে ছুটি দিয়ে
পড়ন্ত বিকেলের আগমন হয় যে।
লাল আকাশের বুক চিড়ে জেগে উঠে সূর্যটা
দেখে যেন মনে হয় সাদা টিপে দাড়িয়ে বুড়িটা।
দলবেধে পাখি ফিরে যায় নীড়ে ।
ধান লয়ে, গম লয়ে, যব উঠিয়ে পড়ন্ত বিকেলে
ক্লান্ত কৃষাণীরা ঝাঁপিয়ে পড়ে হাটু জল পুকুরে।
সমস্ত দিনের ক্লান্তি শ্রান্তি ঘর্মাক্ত ধুয়ে মুছে ঘরে ফিরে,
কোমরে কলসি টেনে, খুলা চুলে দলবেঁধে সিক্ত কাপড়ে।
নাওয়া নিতে অন্য পাড়ার বধুরা আসে যত
পুকুর ঘাটে হয়ে যায় চেনা জানা কতো।
সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।
০২.তনুজা ম্যামের " চালাকের রাজত্ব " কবিতাটি আবৃত্তি ও কিছু অনুভুতির প্রকাশ
কবিতাঃ চালকের রাজত্ব
রচয়িতাঃ @tanuja
চালাকচতুর বিপরীতে সর্বস্বান্ত ফতুর,
যুগের হাওয়া বেশিরভাগ এমনি পাওয়া,
বোকা বানানোর খেলা চলছে খোলামেলা।
মিথ্যার আশ্রয় সত্য ধামাচাপা বিস্ময়,
আপ্রাণ চেষ্টা ভুরি ভুরি নির্লজ্জ প্রচেষ্টা,
চতুর্দিকে সর্বক্ষেত্রে বিরাজমান ছলনা দৃশ্যমান,
শিকারি ধরিবাজ শিকার হতভম্ব বিরাজ।
আত্মকেন্দ্রিক ভাবনা কৃত্রিম আচরণ যাতনা,
স্বার্থের আকণ্ঠ মনজুরে লিপ্সা।
চালাকির রাজত্ব ঠকানোর কার্যকলাপে বিরক্ত,
সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।
০৩.ভালোবাসি তোমায় আজো : আমার ঝরা কবিতার পাতা হতে
ক্যাম্পাসে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম,
কি যে হলো সেদিন তোমার প্রেমে পড়েছিলাম।
তোমার কাজলকাল চোখের ভাষা বুঝতে পারিনি তখন,
তোমার ঠোঁটে খেলে গিয়েছিল মুচকি হাসির স্ফোরন।
সে হাসির রহস্য,
যেন লিওনার্দোর মোনালিসার হাসির চেয়েও দুর্ভেদ্য।
কোন শিল্পী তার রং তুলির আচড়ে ফুটিয়ে তোলতে পারবেনা
কোন কবি তাকে শব্দ রূপে ছন্দ দিতে পারবে না
কোন লেখক তাকে গল্পে রূপ দিতে পারবে না।
শুধু এতটুকু বলবো আমার সমস্ত হৃদয়জুড়ে ঘটেছিল এক অদ্ভুত স্পন্দন,
যেন সেটা মহাসাগরে ঘটে যাওয়া ভয়ঙ্কর সুনামির চেয়েও অধিক আলোড়ন,
আমার শিরা-উপশিরা ধমনিতে সেকেন্ডের তরে থেমে গিয়েছিল রক্ত সঞ্চচালন ।
আমার সবকিছু লন্ডভন্ড হয়ে যায়
আমি হারিয়ে যাই কল্পনার অতল গহব্বরে
সে স্পন্দন আমার মস্তিস্কের স্নায়ুতে আজো জাগে তার শিহরণ ।
সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।
০৪.শব্দহীন প্রতিবাদ: আমার ঝরা কবিতার পাতা হতে
অসাহয় মানুষের নীরবতাকে তুচ্ছার্থে নিও না,
তাদের নীরব থাকা মানে দুর্বলতা না
তারা দিচ্ছে অবকাশ সেটা তোমরা বুঝনা।
তোমরা কি দেখনি সেদিন
মিশরের উত্তেজিত জনতার বিস্ফোরনে মোবারকের পলায়ন।
তারপরও কি তোমাদের টনক নড়বেনা।
নীরব জনতার কী অসীম শক্তি
তা তো অনুভব করেছ পূর্বে বহুবার;
তবু কেন তোমাদের দুঃশাসন থামেনা।
নীরবতা বড়ই ভয়ংকর,
ডেকে আনে ধ্বংস মহা প্রলয় প্রলয়ঙ্কর ।
উত্তাল সমুদ্র আকস্মিকভাবে হয়ে যায় নিস্তব্ধ নিরব
সুনসান সবকিছু, কোথাও নেই কোন কোলাহল
নেই পাখির কিচিরমিচির কলরব।
সাগরের বুকে মাছেদের অবাধ্য সাতার কাটা থেমে রয়,
অবাক প্রকৃতি নিসর্গে নির্বাক তাকিয়ে রয়
পেয়ে গেছে তারা আসমানী সমাচার
নিস্তব্ধতাকে ভেঙ্গে শুরু হয়ে যায় ধ্বংসলীলা মহা প্রলয়
সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।
০৫. গ্রামবাংলার কিছু রেনডম ফটোগ্রাফি
কেমন আছেন আমার বাংলা বক পরিবারের প্রিয় বন্ধুরা ? ভালো আছে নিশ্চয়ই। এর আগে বেশ কয়েকটি পোস্টে আমি কবিতা আবৃত্তি ও আমার স্বরচিত কিছু কবিতা আপনাদের নিকট শেয়ার করেছি। আজ আপনাদের নিকট অন্য ধরনের একটা পোস্ট নিয়ে হাজির হলাম। গ্রামীন নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব।
সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।
০৬. স্বরচিত কবিতা " নষ্ট সামাজিকতার নিপীড়ন "
একি আজব দুনিয়ায় বাস করছি আজ,
নির্লজ্জ সামাজিকতার ভয়ে আড়ষ্ট আজ ঘুনে ধরা সমাজ।
সকল কাজে অদৃষ্ট দেয়াল, অন্যে কি ভাবে মানসিকতা,
সকল কাজে ভয় না জানি পাছে লোক কি বলে
থাাকে শম্কা না জানি মানুষ কি মনে করে
এ কোন সমাজে বসবাস করছি আমরা
এ কোন সভ্য জাতি
এ কোন আধুনিকতা
নষ্ট এ সমাজ, খাচাঁয় আবদ্ধ আজ মানুষের চিন্তার স্বাধীনতা।
সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।
এ সপ্তাহে আপনার করা প্রত্যেকটা পোস্টে খুবই সুন্দর ছিল। তবে আপনার এই পোস্টগুলো দেখার সুযোগ আমার হয়েছিল না তবে এখন আপনি আবার আমাদের মাঝে সেই পোস্ট তুলে ধরার জন্য সব পোস্ট গুলো দেখে নিলাম খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
অনেক অনেক ধন্যবাদ এবং প্রতিনিয়ত এভাবে সাপোর্ট দিয়ে পাশে থাকার জন্য ভালো থাকবেন সবসময়।
ভাই এই সপ্তাহে আপনার দুইট পোস্ট আমি আগে দেখছি,আজকে সব দেখতে পেয়ে অনেক ভালো লাগল।আপনার পোস্ট গুলোই খুবিই সুন্দর হয়েছিল। প্রতিটা পোস্ট আমার অনেক ভালো লাগছে।ধন্যবাদ সব এক করে দেখানোর জন্য
আপনার গোছানো মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাই।
আপনি খুব সুন্দর ভাবে আপনার সবগুলো প্রশ্নের রিভিউ একসাথে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এই সপ্তাহে পোস্টগুলো অসাধারণ ছিল। এত সুন্দর ভাবে আপনার পোস্টগুলো একসাথে পেয়ে অনেক ভালো লাগছে। এত সুন্দর সুন্দর পোস্ট ধারাবাহিক ভাবে আমাদের মাঝে উপস্থাপন করে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার এত সুন্দর এবং গোছানো মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাইয়া।ভালো থাকবেন সবসময়।
এ সপ্তাহে আপনার করা প্রত্যেকটা পোস্ট একত্রে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের মাঝে আপনার করা এই সপ্তাহের প্রত্যেকটা পোস্ট আবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য শুভকামনা রইল আপনার জন্য
অনেক সুন্দর ভাবে প্রশংসা করেছেন ভাই।আপনাকে স্বাগতম
আপনার কবিতার প্রতি আলাদা একটা টান আছে। আপনার পোস্ট গুলো বেশিরভাগ কবিতা কেন্দ্রিক। আপনার কবিতা গুলো আমি পড়েছি। দারুণ লিখে থাকেন। এবং কবিতা টা ভালো আবৃত্তি করেছেন। এবং আপনার গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো ভালো ছিল। আপনার পোস্ট গুলো অনেক ভালো এবং মানসম্পন্ন ছিল।।
গঠনমূলক ও সুন্দর প্রশংসার মাধ্যমে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
প্রথমেই বলব আপনার জন্ম সচেতনমূলক পোষ্ট বা শিক্ষনীয় পোস্ট গুলো আমাকে মুগ্ধ করে। সামনের সপ্তাহে আপনি এমন সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন আশা রাখলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার ভাবে প্রশংসা করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।