এ সপ্তাহে করা আমার সবগুলো পোস্টের রিভিউ|| ১৫% এবিবি চ্যারিটি ও লাজুক শিয়ালকে

in আমার বাংলা ব্লগ3 years ago

১২ মে,২০২২, বৃহস্পতিবার ।

আস সালামু অলাইকুম/নমস্বকার,

প্রিয় আমার ব্লগ কমিউনিটির সদস্যরা প্রথমে আপনাদের প্রতি আমার দোয়া ও শুভেচ্ছা রইল।এ সপ্তাহে আমার করা পোস্টগুলোর একটি সারসংকক্ষেপ আপনাদের প্রথমে দিচ্ছি। আমার পোস্ট শুরু করি একটি কবিতা লিখে। কবিতাটির শিরোনাম ছিল " পড়ন্ত বিকেল " । পড়ন্ত বিকেলে সাধারণত যে সকল দৃশ্য কিংবা মানুষের কার্যাবলী পরিলক্ষিত হয় তা আমি কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একটা কবিতাটি দেখতে পারেন ভালো লাগবে, ঠিক বিকেলের আমেজ টি দেখতে পাবেন।
দ্বিতীয় পোস্ট ছিল তনুজা ম্যামের " চালাকের রাজত্ব" কবিতাটি কে ঘিরে। কবিতাটি আমার নিকট অসম্ভব ভালো লেগেছিলো তাই আমি কবিতাটি আবৃত্তি করি ও কিছু অনুভূতির প্রকাশ করে আপনাদের মাঝে শেয়ার করি।
আমার তৃতীয় পোস্ট টি ছিল আর আরাএমই দাদার একটি কবিতা ঘিরে। দাদার কবিতাটি ছিল " ভালোবাসো আমায় তুমি একটুখানি" । দাদারে কবিতাটি আমার কাছে এত ভালো লাগে যে আমি নিজের মাঝে যেন একজন কবির অনুভুতি খুজে পাই। অনেকগুলো লেখা তখন আমার মাঝে মাখায় ঘুরপাক খায়। তখন সে লেখাগুলো আমি কবিতার ভাষায় রূপ দেয়ার চেষ্টা করি । আমার কবিতার শিরোনাম ছিল " ভালোবাসি তোমায় আজো" কবিতাটি পড়ুন আপনাদের অনেক ভালোলাগবে । পুরনো ভালোবাসার স্মৃতি আপনাকে টানবে ।
এর পরের পোস্টে ছিল আমার একটি কবিতা ঘিরে। কবিতাটির মূল বিষয়টি ছিল নীরবতাকে ঘিরে। নীরবতার মাঝে রয়েছে প্রশান্তি। নীরবতা অনাবিল শক্তির উৎস। নীরবতা মানে দুর্বলতা নয়। নীরবতা যখন প্রতিবাদ রূপে আবির্ভূত হয় তখন দিয়াশলাইয়ের কাঠির নেয় সবকিছু ধুলিস্যাৎ করে দেয়। আশা করি " শব্দহীন প্রতিবাদ" শিরোনামে লেখা এ কবিতাটাও আপনাদের ভালো লাগবে।

তার পরের পোস্ট টি ছিল গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে।

এর পরের পোস্টে ছিল আমার একটি কবিতা ঘিরে। মনে হয় এ পর্যন্ত লেখা আমার কবিতাগুলোর মধ্যে এটা আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ কবিতা। কবিতাটি পড়ে আমার নিজের কাছে অনেক ভাল লেগেছে। কবিতাটির মূল বিষয়টি ছিল সামাজিকতাকে ঘিরে। দুষ্ট সামাজিকতার নিপীড়নে অতিষ্ঠ আজ সমাজ। অন্ধ সামাজিতায় আজ আচ্ছন্ন সমাজের দর্পন। তাই " নষ্ট সামাজিকতার নিপীড়ন " শিরোনামে লেখা এ কবিতাটাও আপনাদের ভালো লাগবে।

এ সপ্তাহে করা আমার সবগুলো পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম । আশা করি ভালো লাগবে ।

Review-45 week.JPG

এ সপ্তাহে করা আমার পোস্টগুলো ধারাবাহিকভাবে নিম্নে দেওয়া হলোঃ

০১.পড়ন্ত বিকেল: আমার ঝরা কবিতার পাতা হতে

022.jpeg
সোর্স

অস্তমিত সূর্যের আলোটা স্তিমিত হয়ে এলে
সুর্যের প্রচণ্ড তাপ দাহ শেষ হয়ে যায় যে,
সমস্ত দিন শেষে ব্যস্ততাকে ছুটি দিয়ে
পড়ন্ত বিকেলের আগমন হয় যে।
লাল আকাশের বুক চিড়ে জেগে উঠে সূর্যটা
দেখে যেন মনে হয় সাদা টিপে দাড়িয়ে বুড়িটা।

দলবেধে পাখি ফিরে যায় নীড়ে ।
ধান লয়ে, গম লয়ে, যব উঠিয়ে পড়ন্ত বিকেলে
ক্লান্ত কৃষাণীরা ঝাঁপিয়ে পড়ে হাটু জল পুকুরে।
সমস্ত দিনের ক্লান্তি শ্রান্তি ঘর্মাক্ত ধুয়ে মুছে ঘরে ফিরে,
কোমরে কলসি টেনে, খুলা চুলে দলবেঁধে সিক্ত কাপড়ে।
নাওয়া নিতে অন্য পাড়ার বধুরা আসে যত
পুকুর ঘাটে হয়ে যায় চেনা জানা কতো।

সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।

০২.তনুজা ম্যামের " চালাকের রাজত্ব " কবিতাটি আবৃত্তি ও কিছু অনুভুতির প্রকাশ

তনুজা ম্যামের  -চালাকের রাজত্ব- কবিতাটি আবৃত্তি ও কিছু অনুভুতির প্রকাশ.JPG

কবিতাঃ চালকের রাজত্ব
রচয়িতাঃ @tanuja

চালাকচতুর বিপরীতে সর্বস্বান্ত ফতুর,
যুগের হাওয়া বেশিরভাগ এমনি পাওয়া,
বোকা বানানোর খেলা চলছে খোলামেলা।
মিথ্যার আশ্রয় সত্য ধামাচাপা বিস্ময়,
আপ্রাণ চেষ্টা ভুরি ভুরি নির্লজ্জ প্রচেষ্টা,
চতুর্দিকে সর্বক্ষেত্রে বিরাজমান ছলনা দৃশ্যমান,
শিকারি ধরিবাজ শিকার হতভম্ব বিরাজ।
আত্মকেন্দ্রিক ভাবনা কৃত্রিম আচরণ যাতনা,
স্বার্থের আকণ্ঠ মনজুরে লিপ্সা।
চালাকির রাজত্ব ঠকানোর কার্যকলাপে বিরক্ত,
সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।

০৩.ভালোবাসি তোমায় আজো : আমার ঝরা কবিতার পাতা হতে

pexels-photo-11938209.jpeg
সোর্স

ক্যাম্পাসে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম,
কি যে হলো সেদিন তোমার প্রেমে পড়েছিলাম।
তোমার কাজলকাল চোখের ভাষা বুঝতে পারিনি তখন,
তোমার ঠোঁটে খেলে গিয়েছিল মুচকি হাসির স্ফোরন।

সে হাসির রহস্য,
যেন লিওনার্দোর মোনালিসার হাসির চেয়েও দুর্ভেদ্য।
কোন শিল্পী তার রং তুলির আচড়ে ফুটিয়ে তোলতে পারবেনা
কোন কবি তাকে শব্দ রূপে ছন্দ দিতে পারবে না
কোন লেখক তাকে গল্পে রূপ দিতে পারবে না।
শুধু এতটুকু বলবো আমার সমস্ত হৃদয়জুড়ে ঘটেছিল এক অদ্ভুত স্পন্দন,
যেন সেটা মহাসাগরে ঘটে যাওয়া ভয়ঙ্কর সুনামির চেয়েও অধিক আলোড়ন,
আমার শিরা-উপশিরা ধমনিতে সেকেন্ডের তরে থেমে গিয়েছিল রক্ত সঞ্চচালন ।
আমার সবকিছু লন্ডভন্ড হয়ে যায়
আমি হারিয়ে যাই কল্পনার অতল গহব্বরে
সে স্পন্দন আমার মস্তিস্কের স্নায়ুতে আজো জাগে তার শিহরণ ।

সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।

০৪.শব্দহীন প্রতিবাদ: আমার ঝরা কবিতার পাতা হতে

অসাহয় মানুষের নীরবতাকে তুচ্ছার্থে নিও না,
তাদের নীরব থাকা মানে দুর্বলতা না
তারা দিচ্ছে অবকাশ সেটা তোমরা বুঝনা।
তোমরা কি দেখনি সেদিন
মিশরের উত্তেজিত জনতার বিস্ফোরনে মোবারকের পলায়ন।
তারপরও কি তোমাদের টনক নড়বেনা।
নীরব জনতার কী অসীম শক্তি
তা তো অনুভব করেছ পূর্বে বহুবার;
তবু কেন তোমাদের দুঃশাসন থামেনা।

নীরবতা বড়ই ভয়ংকর,
ডেকে আনে ধ্বংস মহা প্রলয় প্রলয়ঙ্কর ।
উত্তাল সমুদ্র আকস্মিকভাবে হয়ে যায় নিস্তব্ধ নিরব
সুনসান সবকিছু, কোথাও নেই কোন কোলাহল
নেই পাখির কিচিরমিচির কলরব।
সাগরের বুকে মাছেদের অবাধ্য সাতার কাটা থেমে রয়,
অবাক প্রকৃতি নিসর্গে নির্বাক তাকিয়ে রয়
পেয়ে গেছে তারা আসমানী সমাচার
নিস্তব্ধতাকে ভেঙ্গে শুরু হয়ে যায় ধ্বংসলীলা মহা প্রলয়

সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।

০৫. গ্রামবাংলার কিছু রেনডম ফটোগ্রাফি

9 (1).jpg

কেমন আছেন আমার বাংলা বক পরিবারের প্রিয় বন্ধুরা ? ভালো আছে নিশ্চয়ই। এর আগে বেশ কয়েকটি পোস্টে আমি কবিতা আবৃত্তি ও আমার স্বরচিত কিছু কবিতা আপনাদের নিকট শেয়ার করেছি। আজ আপনাদের নিকট অন্য ধরনের একটা পোস্ট নিয়ে হাজির হলাম। গ্রামীন নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব।

সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।

০৬. স্বরচিত কবিতা " নষ্ট সামাজিকতার নিপীড়ন "

pexels-photo-4570678.jpeg
সোর্স

একি আজব দুনিয়ায় বাস করছি আজ,
নির্লজ্জ সামাজিকতার ভয়ে আড়ষ্ট আজ ঘুনে ধরা সমাজ।
সকল কাজে অদৃষ্ট দেয়াল, অন্যে কি ভাবে মানসিকতা,
সকল কাজে ভয় না জানি পাছে লোক কি বলে
থাাকে শম্কা না জানি মানুষ কি মনে করে
এ কোন সমাজে বসবাস করছি আমরা
এ কোন সভ্য জাতি
এ কোন আধুনিকতা
নষ্ট এ সমাজ, খাচাঁয় আবদ্ধ আজ মানুষের চিন্তার স্বাধীনতা।

সম্পূর্ণ পোস্টটি দেখতে হলে এখানে ক্লিক করুন।

Sort:  
 3 years ago 

এ সপ্তাহে আপনার করা প্রত্যেকটা পোস্টে খুবই সুন্দর ছিল। তবে আপনার এই পোস্টগুলো দেখার সুযোগ আমার হয়েছিল না তবে এখন আপনি আবার আমাদের মাঝে সেই পোস্ট তুলে ধরার জন্য সব পোস্ট গুলো দেখে নিলাম খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এবং প্রতিনিয়ত এভাবে সাপোর্ট দিয়ে পাশে থাকার জন্য ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

ভাই এই সপ্তাহে আপনার দুইট পোস্ট আমি আগে দেখছি,আজকে সব দেখতে পেয়ে অনেক ভালো লাগল।আপনার পোস্ট গুলোই খুবিই সুন্দর হয়েছিল। প্রতিটা পোস্ট আমার অনেক ভালো লাগছে।ধন্যবাদ সব এক করে দেখানোর জন্য

 3 years ago 

আপনার গোছানো মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাই।

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে আপনার সবগুলো প্রশ্নের রিভিউ একসাথে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এই সপ্তাহে পোস্টগুলো অসাধারণ ছিল। এত সুন্দর ভাবে আপনার পোস্টগুলো একসাথে পেয়ে অনেক ভালো লাগছে। এত সুন্দর সুন্দর পোস্ট ধারাবাহিক ভাবে আমাদের মাঝে উপস্থাপন করে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার এত সুন্দর এবং গোছানো মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাইয়া।ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

এ সপ্তাহে আপনার করা প্রত্যেকটা পোস্ট একত্রে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের মাঝে আপনার করা এই সপ্তাহের প্রত্যেকটা পোস্ট আবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অনেক সুন্দর ভাবে প্রশংসা করেছেন ভাই।আপনাকে স্বাগতম

 3 years ago 

আপনার কবিতার প্রতি আলাদা একটা টান আছে। আপনার পোস্ট গুলো বেশিরভাগ কবিতা কেন্দ্রিক। আপনার কবিতা গুলো আমি পড়েছি। দারুণ লিখে থাকেন। এবং কবিতা টা ভালো আবৃত্তি করেছেন। এবং আপনার গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো ভালো ছিল। আপনার পোস্ট গুলো অনেক ভালো এবং মানসম্পন্ন ছিল।।

 3 years ago 

গঠনমূলক ও সুন্দর প্রশংসার মাধ্যমে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমেই বলব আপনার জন্ম সচেতনমূলক পোষ্ট বা শিক্ষনীয় পোস্ট গুলো আমাকে মুগ্ধ করে। সামনের সপ্তাহে আপনি এমন সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন আশা রাখলাম।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার ভাবে প্রশংসা করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111152.00
ETH 4304.17
USDT 1.00
SBD 0.83