অনুপ্রেরণামূলক লেখা- জ্বলন্ত ইচ্ছাশক্তি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

০২ আগস্ট ২০২২, মঙ্গলবার

আসসালামু অলাইকু/নমস্কার

লেখা শুরুতে সবাই আমার সালাম ও আদাব গ্রহণ করবেন। প্রতি সপ্তাহে আমি অনুপ্রেরণামূলক কিছু লেখার চেষ্টা করি । এই লেখাগুলো আমার নিজের জন্য ও পাঠক বন্ধুদের জন্য। মাঝে মাঝে ইচ্ছাশক্তিতে অনেক ভাটা পড়ে যায় আমি যখন এই জ্বলন্ত দীপ্তিমান লেখাগুলো পড়ি তখন আমার মনের মধ্যে নতুন করে কাজ করার অনুপ্রেরণা পাই। কাজ করার নতুন শক্তি পাই পুনরায় উজ্জীবিত হয়ে কাজ করার উদ্যম পাই। এখানে আমি যে লেখাগুলো লিখছি তা আমার এসএসসি লাইফ থেকে আমি যত ধরনের লেখা পড়েছি তা সবকিছু নোট করে রেখেছি। তার মধ্য থেকে আমি সারসংক্ষেপগুলো নিজের মতো করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি দৃঢ় নিশ্চিতভাবে বিশ্বাস করি কেউ যদি মনোযোগ দিয়ে লেখাগুলো পড়েন তিনি আর বসে থাকতে পারবেন না। তিনি শুয়ে থাকলে উঠে বসবেন, বসা থাকলে দাঁড়িয়ে যাবেন আর দাঁড়িয়ে থাকলে কার্য উদ্যোগ গ্রহণ করবেন। তিনি যে কাজ করার পরিকল্পনা করছে সে কাজের দিকে তিনি নিশ্চিত ভাবে ধাবিত হবেন। তাকে এমন শক্তি যোগাবে এই লেখাগুলো । তাই ভূমিকা বিস্তারিত না বলে মূল লেখায় চলে যাচ্ছি।


2.png



১. দুর্বার ইচ্ছা শক্তি:

শুধু ইচ্ছা শক্তি বা আকাঙ্ক্ষা সাফল্য লাভের অন্যতম প্রধান শর্ত। তীব্র ইচ্ছাশক্তি এমন একটি গুণ যা থেকে সফলতা আসবেই। একটি প্রশ্ন আপনি এক ঘন্টায় শেষ করবেন না দু ঘন্টার মধ্যে মুখস্ত করবেন তা আপনার তীব্র ইচ্ছাশক্তির উপর নির্ভর করছে। একটি বিষয়কে খেয়াল করেছেন পরীক্ষার আগের রাত্রি আমরা যতটুকু ইচ্ছাশক্তি দিয়ে পড়াশোনা করি সারা বছর যদি এভাবে পড়াশোনা করতাম তাহলে আমাদের কত ভালো রেজাল্ট হতো। একজন মানুষের আশা-আকাঙ্ক্ষা যত বেশি প্রকট তার ইচ্ছা শক্তিটাও তত প্রবল । যার ইচ্ছাশক্তি যত প্রবল তার কর্মশক্তিও তত তীব্র ও জোরালো হয়। আপনার যখন মনে হয় এই কাজটি আপনার যেভাবেই হোক করতে হবে এ ধরনের দুর্বার ইচ্ছা শক্তি যখন জাগে তখন কাজটি কোনো না কোনোভাবেই সম্পন্ন হয়ে যায়। দুর্বার ইচ্ছা শক্তি আপনার দ্রুত সাফল্য এনে দেবে। কাজে যত পাহাড় সমান বাঁধাই থাকুক দুর্বার ইচ্ছা শক্তি থাকলে উপায় একটা নিশ্চিত ভাবে বের হবেই।


২. ব্যর্থতা হলো সফলতার ছায়া:

রাত যত গভীর হয় প্রবাদ তত নিকটে আসে। ব্যর্থতা ও সফলতা দুটো কিন্তু মুদ্রার এপিট-ওপিট। একটি কথা আপনাকে দৃঢ়ভাবে মনে রাখতে হবে যে ব্যর্থতা আসে সফলতার সঙ্গে ছায়ার মত । মোদ্দা কথা হল কোন কাজে যদি আপনার তীব্র ইচ্ছাশক্তি কাজ করে থাকে তাহলে আপনি সফল হবেনই এ বিষয়ে আর কোন সন্দেহের অবকাশ নেই। আপনি আমি যে কেউ যদি মন প্রাণ দিয়ে কিছু পেতে চায় এবং চাওয়ার সঙ্গে আপন কর্মকে নিষ্ঠার সঙ্গে যুক্ত করতে পারে তবে সে অবশ্যই সফল হবেই হবে। আপনি কি জানেন আপনার ইচ্ছাশক্তিটা এতই প্রবল ও পছন্দ হতে পারে যে দুনিয়ার বহু অলৌকিক কাজ ও মানুষ ইচ্ছাশক্তি দ্বারা করতে পারে। আমাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষার মূল হলো তীব্র ইচ্ছা শক্তি।


৩. ইচ্ছে করলেই কি সবকিছু করা যায়?

আপনার আমার সবার মনে প্রশ্ন জাগে ইচ্ছে করলেই কি আমরা সব কিছু করতে পারি? না । তবে অনেক কিছু আমরা করতে পারি। বাস্তবতার সাথে মিল থাকতে হবে। আমার বাস্তব জীবনের একটি কথা বলি । আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি । আমার বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে ।কিন্তু গায়ে তীব্র জ্বর। কিভাবে পরীক্ষা দেব? কিন্তু যেহেতু আমি শ্রেণী কক্ষের প্রথম ছাত্র । তাই আমাকে পরীক্ষা মিস করা চলবে না। আমাকে যেভাবেই হোক পরীক্ষা অ্যাটেন্ড করতেই হবে। আল্লাহর কি রহমত। পরীক্ষার আগের রাত আমার জ্বর ভালো হয়ে গেল । এটা কিভাবে সম্ভব হয়েছে ? এটা কিন্তু তীব্র ইচ্ছাশক্তির ফল আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এ ধরনের অনেক অপ্রত্যাশিত ঘটনা রয়েছে। একথা নিশ্চিত অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা হচ্ছে সাফল্য লাভের প্রধান শর্ত। আল্লাহ কোরআন পাকের বিভিন্ন জায়গায় বলেছেন যারা সুদৃঢ় প্রত্যয় তারাই সফলকাম হয় নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। প্রবল মনোবাসনা ও দুর্নিবার ইচ্ছা শক্তি নিয়ে যেকোনো হাত দিলে সে কাজে সফলতা লাভ ত্বরান্বিত হয়।


৪. ইচ্ছা শক্তি অপরাজেয় বীর:

ইচ্ছা শক্তির চাইতে বড় কোনো আর বীর নেই। যার ইচ্ছাশক্তি দুর্বল তার পক্ষে পৃথিবীর যেকোনো সহজ কাজ করাও সম্ভব নয়। প্রবল ইচ্ছা শক্তি থাকলে যে কোন কঠিন অসম্ভব জিনিস সহজ হয়ে যাবে। সমস্ত উপায় উপকরণ আয়ত্তে চলে আসবে। বাধার সব পথ খুলে যাবে। তাই সমস্ত অজানাকে জানার জন্য সমস্ত কঠিন কে সহজ করার জন্য আপনার আমার সবার মাঝে সৃষ্টি করতে হবে অদম্য দুর্নিবার এক ইচ্ছা শক্তি। লিংকন বলেন কেউ যদি গভীরভাবে উকিল হওয়ার ইচ্ছে করে তবে তার ওকালতি পড়া অর্ধেকটা হয়ে যায় আর বাকি অর্ধেকটা তাকে বই পড়ে শিখতে হয়। এ বিষয়টি স্মরণে রাখো তুমি যদি ভালো থাকতে ইচ্ছে কর তবে চেষ্টা করলেই তা পারবে।

স্টিফেন হকিংসের নাম আমরা সবাই শুনেছি । মনের শক্তি দিয়ে যে রোগ ও দৈত্যকেও জয় করা যায় তার প্রমাণ হলেন স্টিফেন হকিং। একটি বিষয় ভেবে দেখেছেন যে লোকটি লিখতে পারেনা কথা বলতে পারে না দুরারোগ্য ব্যাধিতে ক্রমান্বয়ে নিঃশ্বেসের পথে এগিয়ে যেতে যেতেঝ তিনি রচনা করে ফেললেন জগৎবিখ্যাত 'এ ব্রিফ হিস্টরি অফ টাইম'



৫. ইচ্ছা শক্তি হলো ভয়ংকর ক্ষুধা

অল্প আলোতে কম উত্তাপ আসে তেমনি স্বল্প ইচ্ছা শক্তিতে দুর্বল সফলতা আসে। মানুষের কর্মক্ষমতার মূলে থাকে ইচ্ছাশক্তি । ইচ্ছাশক্তির দ্বারা কর্মশক্তি পরিচালিত হয়। ক্ষুধা বেশি থাকলে বেশি খাওয়া যায় এ কথা স্বাভাবিক । ঠিক তেমনি আপনার সফলতার জন্য যখন ভয়ঙ্কর ক্ষুধা কাজ করবে তখন বড় সফলতা লাভ করা সম্ভব হবে। এক সাধু বলেছেন আমরা যা হতে চাই তাই পারি এই হতে চাওয়ার ইচ্ছা দিল এবং কঠিন হওয়া চাই। অসম্ভব বিশ্বাস ও দৃড় ইচ্ছাশক্তির সম্মুখে যে কোন কাজ সম্ভব হয়। ভয়ংকর ইচ্ছা শক্তির জোরে অনেক মানুষ জীবনে সফলতা লাভ করেছে এটা রেডিয়ামের মতোই আলো এবং শক্তি ছড়ায়। সাফল্য লাভের কোন গোপন কোন সূত্র নেই কোন কাজ সুন্দরভাবে শেষ করতে হলে শুরু করতে হবে একটি জ্বলন্ত ইচ্ছা শক্তি নিয়ে। সাফল্য লাভের চালিকা শক্তি আসে জ্বলন্ত ইচ্ছা আকাঙ্ক্ষা হতে।


আজকে আজকে আর বিশেষ কিছু লিখলাম না। এই লেখাগুলো পড়ুন আপনার সমাজব্যক্তি ও রাষ্ট্র জীবনে অনেক উপকারে আসবে। মাত্র ২ মিনিটের জন্য পড়ুন আপনার আবেগের মন-মানসিকতা ইতিবাচক পরিবর্তন আসবে।



ভাল লাগবে আমার লেখা পূর্বের অনুপ্রেরণামূলক লেখাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।



অনুপ্রেরণামূলক লেখাশিরোনাম
০১ .মানুষকে মর্যাদা দিন
০২ .কেবল আজকের জন্য বাঁচুন
০৩ .জীবনে সুখী হতে গেলে ০৭টি বিষয় মেনে চলুন
০৪ .অলস মনটারে সর্বদা কাজ দিয়ে রাখুন

ব্যানার.PNG

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি আপনার ইচ্ছা শক্তির বিষয়বস্তুগুলো খুব সুন্দর করে লিখেছেন। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন পরিশ্রম আপনাকে বলে দেবে আপনার সফলতা কতটুকু। আর সফলতা এবং ইচ্ছে শক্তি মুদ্রার এপিঠ ওপিঠ। অলসতা ব্যর্থতা বয়ে আনে, কঠোর পরিশ্রম সফলতা অর্জন করা সম্ভব। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার লেখাটি পড়ার জন্য আসলে লেখাগুলো আমাদের সবার করা প্রয়োজন আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67011.69
ETH 2366.74
USDT 1.00
SBD 2.32