জীবনে সুখী হতে গেলে ০৭টি বিষয় মেনে চলুন

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ লেখার শুরুতে আপনাদের সকলকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। যারা ঈদে বাড়ি ফিরছেন সৃষ্টিকর্তা যেন তাদের সুস্থভাবে পরিবারের নিকট নিয়ে আসে এবং ঈদ উদযাপন শেষে সকলের জন্য সুস্থ ভাবে আবার যার যার কর্মস্থলে ফেরত আসতে পারে সেই দোয়া করছি। আজ আপনাদের নিকট উপদেশ মূলক কিছু লেখা শেয়ার করব যা আমি অনেক গল্প উপন্যাস বিভিন্ন অনুপ্রেরণামূলক লেখা থেকে পড়ে সংগ্রহ করেছি কিংবা শিখতে পেরেছি। জীবনে সুখী হওয়ার অসংখ্য উপায় আছে তার মধ্যে আমি ০৭টি বিষয় আপনাদের নিকট তুলে ধরা হল।

w3w_1652930596893.jpg

১. অল্পতে সন্তুষ্ট থাকা:

জীবনে সুখী হবার সবচেয়ে সহজ উপায় হলো অল্পতে সন্তুষ্ট থাকা। বিভিন্ন ধর্মগ্রন্থে এ বিষয়ে বিস্তারিত অনেক লেখা আছে এবং সকল ধর্মেই মানুষকে অল্পতে সন্তুষ্ট থাকার কথা বলে। চাওয়া পাওয়ার কোন শেষ নেই। ইসলাম ধর্মে বলা হয়েছে মানুষকে যদি দুই পাহাড়ের সমান স্বর্ণ অলংকার দেয়া হয় তারপরও তার চাওয়া পাওয়া শেষ হবে না তার তৃতীয় আরেকটি পাহাড় চাই। যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। সব সময় আপনার কি নেই এ নিয়ে অসন্তুষ্ট হবেন না বরং নিচের দিকে তাকান, দেখুন তার থেকে আপনি কত সুখী আছেন। আপনার আমার হাত-পা সব কিছু আছে তারপরও আমরা কেন অসুখী। অনেক মানুষ আছে যাদের এক হাত নেই দুই পা নেই বিভিন্ন রোগে অসুস্থ, প্রতিবন্ধী আমরা কেন তাদের কাছ থেকে শিক্ষা নেই না। জীবনে সুখী হওয়ার জন্য অল্পতে সন্তুষ্ট হওয়া ছাড়া আর কোন বিকল্প নাই। সব সময় আপনার নিচু স্তরের লোকদের দিকে তাকাবেন দেখবেন মনে আর কোন অসন্তোষ থাকবে না।

২. কখনো রাগ করবেন না:

আপনি কখনো রাগ করবেন না অন্যের উপর। রাগের বশবর্তী হয়ে ক্রোধে কোন কাজ করতে গেলে তা হিতে বিপরীত হয়। রাগের মুহূর্তের প্রতিটি কাজ পরবর্তীতে নিজের জন্য অশান্তি এবং ক্ষতি বয়ে আনে। রাগ দমন করা অনেক কঠিন কাজ। রাগ দমনের জন্য মেডিটেশন করা হয় আধ্যাত্মিকতার চর্চা করা হয়। আপনি রাগে ক্রোধে ফেটে যাচ্ছেন, রাগকে প্রশমিত করা কঠিন হয়ে পড়ে। আপনি তো জানেন রেগে গেলেন তো হেরে গেলেন। আমার হারতে চাই না। একবার এক লোক ইসলাম ধর্মের প্রাণপুরুষ মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর নিকট আসলো বলল হুজুর আমাকে উপদেশ দিন নবী সাঃ প্রতিউত্তরে বলল আপনি রাগ করবেন না লোকটি বারবার বলল আমাকে উপদেশ দিন এবং বারবার তাকে বললেন আপনি রাগ করবেন না আপনি রাগ করবেন না। আমরা বুঝতে পারছি রাগ মানুষের জন্য কত ক্ষতিকর তাই রাগ করা চলবে না। রাগের সময় ওই পরিবেশ ত্যাগ করবেন। আপনি আগে আগে মন থেকে শপথ করে ফেলুন যে যখনই আপনি রাগান্বিত হবেন তখন আপনি গোসল করবেন কিংবা পরিস্থিতি ত্যাগ করবেন কিংবা চুপ হয়ে থাকবেন একবারে চুপ। মুখে তালা দিয়ে ফেলুন এভাবেই আপনি আমার রাগ প্রশমিত করতে পারবেন।

৩. ধৈর্য্য ধরুন:

ধৈর্য্য তিক্ত তার ফল অনেক মধুর। ধৈর্যের ফল অসংখ্য কাটায় ভরা কিন্তু তার ভেতরে রয়েছে মধুর কিছু। সফল হতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে ইস্পাত সমান ধৈর্য। ধৈর্য্য ধরে অসফল হয়েছে এমন মানুষ জগতে খুঁজে পাওয়া যাবে না। জীবনে বিপদ এসেছে ধৈর্য্য ধরুন ইনশাল্লাহ বিপদ কেটে যাবে। সময়ের আবর্তনে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কিউ আপনাকে গালি দিয়েছে ধৈর্য্য ধরুন কেউ আপনাকে অপমান করেছে ধৈর্য্য ধরুন তার জবাব সে ঠিকই একদিন পাবে। নিজ থেকে কখনো প্রতিবাদ করতে যাবেন না । আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে সৃষ্টিকর্তা আপনার হয়ে তার উপর প্রতিশোধ নেবেন এবং সে প্রতিশোধটা হবে চরম প্রতিশোধ। পরিশ্র ম করতে গেলেও ধৈর্যের প্রয়োজন। বিপ্লব মানে প্রসব বেদনা

৪. নীরব থাকুন:

সব সময় নীরব থাকুন প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলবেন না। অপ্রয়োজনীয় কথাবার্তায় নিজের ব্যক্তিত্ব হালকা হয়। পাশাপাশি বেফাস কথা বললে অনেক বিপদ আপদ ডেকে আনে। হয় হুশ হয়ে কথা বলুন নতুবা গবাদি পশুর মত চুপ হয়ে থাকুন। জীবন নীরব থাকলে আপনি অনেক বিপদ আপদ থেকে বেঁচে যাবেন। Silence Is Golden. নীরবে চেষ্টা চালান এবং নিজের সফলতার মাধ্যমে আওয়াজ তুলুন।

৫. সময়ের অপচয় করবেন না:

সময়ের গুরুত্বের কথা আমাদের সবারই জানা আছে। সময় না দেয় চাষ তার দুঃখ বারো মাস। সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়। জীবনে সফলতার জন্য সময়কে খুব নির্মমভাবে কাজে লাগাতে হবে। প্রতিটি মুহূর্ত হ্যাঁ প্রতিটি মুহূর্ত কি সঠিক ভাবে কাজে। একটি মুহূর্তও অপচয় করা চলবে না। মুহূর্ত নিমেশকাল তুচ্ছ পরিমাণ রচে যোগ যোগান্তর অনন্ত মহান। সময়ের সঠিক ব্যবহারের জন্য আগে আগে সবকিছু পরিকল্পনা করে রাখতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে সবকিছু বাস্তবায়ন করতে হবে। সময়ের সদ্ব্যবহার করতে গেলে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে ।মাঝে মাঝে নিজের আনন্দ কে বিসর্জন দিতে হবে। বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো ফেসবুকে সময় নষ্ট করা ইউটিউব দেখি সময় নষ্ট করা করা চলবে না। প্রয়োজনের অতিরিক্ত একটি কাজও করা চলবে না।

৬ শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করা:

জীবনে বড় হতে হলে আপনাকে ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন ব্যতীত কোন কাজ করা যাবে না এ ব্যাপারে নিজের সাথে নিষ্ঠুর আচরণ করতে হবে। ডিসিপ্লিন ময় জীবন যাপন করতে গিয়ে হ্যাঁ হ্যাঁ নিয়মানুবর্তিতার বিষয়ে কম্প্রোমাইজ করা যাবে না। সময়ের কাজ যখন করতে হবে তখনই করতে হবে যে কোন প্রকারই হোক। তাহলে ইনশাআল্লাহ সফলতা পদে চুম্বন করবে।

৭. অধ্যবসায়ী হওয়া:

এ জীবনে সফলতার জন্য সাধনা এবং সাধনার জন্য চাইনিষ্ঠা ও একাগ্রতা। বারবার কোন কাজে ব্যর্থতার গ্লানি মুছে ফেলে নিজকে সফলতার দ্বারে পৌঁছে দেয়ার জন্য যে প্রচেষ্টা তারই নাম অধ্যবসায়। জীবনে চলার পথে ব্যর্থতা আসবে কিন্তু ব্যর্থতার ভয়ে পিছু হটা চলবে না। বারবার আঘাত করে ব্যর্থতার দেয়াল ভেঙে ফেলতে হবে। মানুষ যার কাছে মানুষ করবে অন্যের পারলে আপনিও পারবেন। শুধু প্রচেষ্টা চালান নীরবে নিভৃতে সাধনা করে যান।

w3w_1652932259751.jpg

Sort:  
 2 years ago 

অনেক মনোমুগ্ধকর ওয়েতে সাতটি বিষযয়ের ব্যাখ্যা দিয়েছেন আপনি। যদিও এই সাতটি বিষয় আগে থেকে জানা ছিল, তবে আজকে আপনার ব্যক্তিগত বিশ্লেষনের মাধ্যমে আরো কিছু জানা গেল। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন এবং এই রকম শিক্ষনীয় পোস্ট আরো শেয়ার করবেন এই কামনা করি।

 2 years ago 

আসলে এই বিষয়গুলো আমাদের সবারই জানা। আমি নিজেও সবগুলো বিষয় অনুশীলন করতে পারি না। তারপরও যখন এসব বিষয়ে পড়ি এবং শুনি তখন মনটা নতুনভাবে চাঙ্গা হয়। দাঁড়ালো ইস্পাত যেমন কাজ না করলে ভোতা হয়ে যায় তেমনি অনুপ্রেরণামূলক কথা না পড়লে মনটাও ভোতা হয়ে যায়। এ বিবেচনা করে শেয়ার করা মূলত

 2 years ago 

অনেক ভালো লাগলো ভাই আপনার এই বিষয়গুলো আবার পুনরায় পড়তে পেরে। আসলে একেকজনের থিওরি এক এক রকম যার কারণে আপনারটিও পড়ে অনেক ভালো লাগলো। শিক্ষার কোন শেষ নেই তাই আপনার এই পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা জানাই।
আপনি এখানে যে সাতটি বিষয় উল্লেখ করেছেন ভাইয়া এর মধ্যে দুটি বদ অভ্যাস আমার মধ্যে আছে 😔😔।‌‌ যাদের ফ্রি তাদের সাথে একটু বেশি বকবক করে ফেলি। মানে একটু বেশি কথা বলি আমি। আর রাগ দেখানো অভ্যাসটিও আমার মধ্যে আছে। চেষ্টা করব এই দুটি বদ অভ্যাস নিয়ন্ত্রণে আনতে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য শুভকামনা জানাই।

 2 years ago 

জি আপু জীবনে সুখী হতে গেলে একটু কথা কম বলাই উচিত তা ব্রেনের জন্য খুব ভালো ‌‌।
পাশাপাশি রাগ কে সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ রাগ ক্ষতি ছাড়া আর কিছুই দিতে পারে না।

 2 years ago 

আপনার এত সুন্দর জনসচেতন মূলক পোস্ট আমাকে মুগ্ধ করেছে। তবে দুঃখের বিষয় এ জাতীয় পোস্টগুলো অনেক মানুষ পড়তে চাই না। সামনে পেলেই এড়িয়ে চলার চেষ্টা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য।

 2 years ago (edited)

আসলে বিষয়গুলো আমাদের সবারই জানা এ কারণে হয়তো অনেকে পড়তে চায় না। মনে রাখা দরকার জমিতে শুধু একবার নিড়ানি দিলেই ফসল ভালো হয় না লাগানোর সময় একবার নিড়ানি দিতে হয় মাঝখানে একবার নিরানি দিতে হয় সর্বশেষ আরেকবার নিড়ানি দিতে হয় কমপক্ষে তিনবার নিরামি দিতে হয় তারপর ভালো ফসল পাওয়া যায় ‌।একবার নিড়ানী দিয়ে যদি ভালো ফসলের আশা করি তাহলে কিন্তু আর ভালো ফসল পাওয়া হয় না। কারণে বারবার পড়তে বলা হয়।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66541.28
ETH 3559.45
USDT 1.00
SBD 3.05