প্রতিযোগিতা -০৬ (বর্তমান অথবা বিলুপ্ত প্রায় স্থানীয় লোকসংস্কৃতির ঐতিহ্য শেয়ার করুন।)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


one.png


পৃথিবী বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় পৃথিবীতে নানা গৌত্র, ধর্ম, বর্ণ, জাতির মানুষের বসবাস। প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কিছু আলাদা লোকসংস্কৃতি এবং ঐতিহ্য । কিন্তু কালের বিবর্তনে নগরায়নের ফলে, আমাদের অনেক লোকসংস্কৃতি ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। অনেক ঐতিহ্য, লোকসংস্কৃতি আজ বিলুপ্ত প্রায়। আজ থেকে দশ-পনের বছর আগে আমাদের সমাজে, যে লোকসংস্কৃতি গুলোর প্রচলন ছিল সেগুলো এখন আর তেমন দেখা যায় না। আবার অনেক পুরনো লোকসংস্কৃতি কিছু কিছু অঞ্চলে এখনো প্রচলন রয়েছে। হয়তো এগুলোও কিছুদিন পর কালের গর্ভে হারিয়ে যেতে পারে। বর্তমান বিশ্বের তথ্য সংরক্ষণের অন্যতম একটি পদ্ধতি হল ব্লকচেইন প্রযুক্তি। ব্লকচেইন হলো এমন একটি স্থান যেখানে থেকে সহজেই কোন তথ্য মুছে ফেলা সম্ভব নয়। যেহেতু Steemit একটি ব্লকচেইন ভিত্তিক প্ল্যাটফর্ম। তাই আমরা আমাদের Steemit কমিউনিটিতে এমন একটি কনটেস্টের আয়োজন করতে যাচ্ছি, যেটাতে ইউজাররা তাদের স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য সম্বন্ধে লিখে সকলের কাছে তুলে ধরবে। এতে করে ইউজারদের লেখা লোকসংস্কৃতি-ঐতিহ্য সম্বন্ধে বিভিন্ন তথ্য গুলো steem Blockchain এ স্থায়ীভাবে থেকে যাবে। পরবর্তীতে যেকোনো সময় এই তথ্যগুলো দেখা যাবে। তাই আমাদের এবারের প্রতিযোগিতার বিষয়ঃ বর্তমান/বিলুপ্ত প্রায় স্থানীয় লোকসংস্কৃতির ঐতিহ্য শেয়ার করুন।


লোকসংস্কৃতি কি?


লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, তাদের চিন্তায় ও কর্মে।ঐতিহ্যনুসারে বৃহত্তর গ্রামীণ জনগোষ্টীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার-আচরণ ও অনুষ্ঠান, জীবন-যাপন প্রণালী, শিল্প ও বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে উঠা সংস্কৃতিকে সহজ ভাষায় লোকসংস্কৃতি বলা হয়।

-- তথ্যসূত্র উউইকিপিডিয়া


ঐতিহ্য কি?


ঐতিহ্য হচ্ছে এমন কিছু যা যুগ যুগ ধরে কোন জনগোষ্ঠীর মধ্যে টিকে রয়েছে, এটা হতে পারে কোন অভ্যাস, আচার-অনুষ্ঠান, প্রথা বা এমন কোন স্থাপনা যার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আর ইতিহাস হচ্ছে সময়ের পরিক্রমায় ঘটে যাওয়া বিভিন দেশ, জনপদ বা ভূখন্ডের গুরুত্বপূর্ন ঘটনা।

-- তথ্যসূত্র

নির্দেশিকাঃ


  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার স্থানীয় লোকসংস্কৃতি/ঐতিহ্যে নিয়ে কমপক্ষে ১০০ ওয়ার্ডের পোস্ট করবেন।
  • Plagiarism নিষিদ্ধ , Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।
  • আপনার পোস্টটিতে স্থানীয় লোকসংস্কৃতি/ঐতিহ্যের কমপক্ষে ৩ টি ফটোগ্রাফি যোগ করবেন।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • অংশগ্রহনের সময় সীমা ৯ ই সেপ্টেম্বর, ২০২১ ইং, দুপুর ১২টা পর্যন্ত। ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ইং পর্যন্ত।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-6 এবং #local-heritage এই দুটি ট্যাগ ব্যবহার করবেন।
  • বানান ভুলের ব্যাপারে সচেতন থাকুন।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার প্রতিযোগিতার পোস্টের লিংক টি এই পোস্টের নিচে কমেন্ট করে, আপনার আংশগ্রহন নিশ্চিত করবেন।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ১২ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ১০ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ৮ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ৬ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ৪ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking
@winklesAdmin India RegionAll administrative works in India region


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৯ই সেপ্টেম্বর , ২০২১ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৯ টায়, বাংলাদেশ সময় রাত ৯ঃ৩০ মিনিটে। আমাদের কমিউনিটির DISCORD CHANNEL এর voice Hangout এর মাধ্যমে।


আশা করছি আপনারা সবাই কনটেস্ট এ অংশগ্রহণ করবেন।

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Sort:  
 3 years ago 

এবারের প্রতিযোগিতার মাধ্যমে অনেক কিছু শিখতে পারব , জানতে পারবো। আশা প্রতিযোগিতাটি আনন্দদায়ক হবে।

 3 years ago 

প্রতিযোগিতায় আমার অংশ গ্রহণঃ https://steemit.com/hive-129948/@bidyut01/7jwzfn-bidyut01

 3 years ago 

অনেক চমৎকার ও সময়োপযোগী কন্টেস্ট ছিল। ধন্যবাদ।
আমার অংশগ্রহনের লিঙ্ক
https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-moribund-rural-culture-shy-fox

 3 years ago 

আমার অংশগ্রহণের পোস্ট লিঙ্ক-

https://steemit.com/hive-129948/@doctorstrips/or-or-moribund-rural-culture-or-or-or-or-doctorstrips

the-kremlin-3872941_640.jpg

 3 years ago 

আমার অংশগ্রহণ এর পোস্ট লিংক
https://steemit.com/hive-129948/@simaroy/2atfmh-10-benefiaciary-to-shy-fox

 3 years ago 

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগ কে ধন্যবাদ। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো।

 3 years ago 

এটি একটি আশ্চর্যজনক এবং খুব ভাল প্রতিযোগিতা, willingশ্বরের ইচ্ছায়, যদি কোন বাধা না থাকে তবে আমি এটি অনুসরণ করব।

ধন্যবাদ

🥰🥰

 3 years ago 

এই প্রতিযোগিতার মাধ্যমে যে শুধু কেও বিজয়ী হবে তা ই না। আমরা অনেক কিছু শিখতেও পারবো।অনেক অজানা ব্যাপার ও জানতে পারবো।মনে হচ্ছে খুব ভালোই হবে সবার পোস্ট।আর চেষ্টা করবো অংশগ্রহণ করার।যদিও কথা দিতে পারছিনা তবে চেষ্টা করবো।আর অপেক্ষায় রইলাম নতুন কিছু শিখার।

 3 years ago 

আশা করছি এবারও সকলের দারুণ অংশগ্রহন দেখতে পাবো।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.30
JST 0.047
BTC 100088.08
ETH 3890.52
USDT 1.00
SBD 3.67