গত একমাসে আমার তৈরি করা সকল DIY পোষ্টের রিভিউ
আজ - ২৩ই, ফাল্গুন, ১৪২৮ , বঙ্গাব্দ | মঙ্গলবার | বসন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আর হ্যাঁ আপনারা জানাবেন আপনাদের কার কোন DIY টি সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত জানতে পেরে আমি সত্যিই খুব খুশি হব।
তো চলুন বিগত এক মাসে আমরা সকল DIY পোস্ট এর রিভিউ -
ডিমের খোসা দিয়ে পেঙ্গুইন তৈরি।
যখন এই পেঙ্গুইনটি তৈরি করেছিলেন তখন দেখতে খুবই সুন্দর লাগছিল। কয়েকদিন খুব যত্ন করে এই পেঙ্গুইনটিকে রেখে দিয়েছিলাম কিন্তু একদিন হঠাৎ করে হাত থেকে পড়ে পেঙ্গুইনটি ভেঙে যায় । আসলে ডিমের খোসা খুবই পাতলা হাওয়াই নিচে পড়ার সাথে সাথে ভেঙে গেছে। সাধারণত সাদা রংয়ের ডিমের খোসা দিয়ে পেঙ্গুইন তৈরি করলে দেখতে আরো অনেক সুন্দর হতো। কিন্তু আমাদের এখানে সাধারণত সাদা রঙের ডিম খুব কম পাওয়া যায় অন্য রঙের ডিম ব্যবহার করেছি।
অনেক সময়ই অপ্রয়োজনীয় যেকোনো জিনিস আমরা ফেলেদি। কিন্তু মাঝে মধ্যে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে খুব সুন্দর জিনিস তৈরি করা যায় আর ডিমের খোসা দিয়ে পেঙ্গুইন তৈরি তার জলজ্যান্ত প্রমাণ।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি।
এই ছাতাটি ছবিতে যত বড় লাগছে বাস্তবে কিন্তু অনেকটাই ছোট। আমি চেয়েছিলাম ছোট সাইজের একটি ছাতা বানানোর জন্য। কিন্তু এটি যে এত ছোট হয়ে যাবে তা আমি বানানোর সময় একদমই বুঝতে পারিনি। আসলে আমার প্রথমদিকে কাগজের মাপ নেওয়াতে ভুল ছিল। যাইহোক ছোট হলেও ছাতাটি দেখতে বাস্তবে খুবই সুন্দর হয়েছিলো।
এই ছাতাটি দেখতে আমার কাছে কিছুটা ব্যাঙের ছাতার মত লাগে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
নারকেলের খোসা দিয়ে গুবরে পোকা তৈরি।
দূর থেকে দেখতে তেমন একটা বুঝা যাচ্ছেনা এটি যে নারকেলের খোসা দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আমার তৈরি করা সব থেকে সহজ DIY হচ্ছে এটি। এই গুবরে পোকাটি তৈরি করতে আমার সর্বোচ্চ ১০ মিনিটের মত সময় লেগেছে। আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পেরেছেন এটি তৈরি করাটা কতটা সহজ ।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
আইসক্রিম স্টিক এর সাহায্যে মোবাইল স্ট্যান্ড তৈরি।
এটি হচ্ছে কালকে তৈরি করা সেই মোবাইলের স্ট্যান্ডটি। আসলে কয়েকদিন ধরে আমার একটি মোবাইলের স্ট্যান্ড এর খুবই প্রয়োজন ছিল। কিন্তু বাহিরে যেতে না পারায় মোবাইলের স্ট্যান্ড কিনা হচ্ছে না।
তাই আইসক্রিম স্টিক দিয়ে চেষ্টা করেছি মোবাইলের স্ট্যান্ড বানানোর। এই স্ট্যান্ড তৈরিতে আমি দুই দিকে দিয়ে লাভবান হয়েছে। প্রথমত এটি নিয়ে একটি DIY পোস্ট তৈরী হয়েছে। এবং এই স্ট্যান্ড টি আমার কাজে আসছে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
নারকেলের খোসা দিয়ে খরগোশ ও কচ্ছপ তৈরি।
বাসায় পিঠা বানানোর কারণে অনেকগুলো নারকেলের খোসা হয়ে গিয়েছিল। কিন্তু আমি এই নারকেলের খোসা গুলোকে আমি ফেলে দিই নি। কেননা আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম এগুলো দিয়ে কিছু তৈরি করার। তাই যেমন ভাবনা তেমন কাজ। এই নারকেলের খোসা দিয়ে আমি তিনটে জিনিস তৈরি করেছি। গুবরে পোকা, খরগোশ আর কচ্ছপ। খরগোশ আর কচ্ছপ তৈরিটি আমি একটি পোস্টে শেয়ার করেছিলাম। আর গোবর পোকা তৈরিটি আমি অন্য পোস্টে শেয়ার করিছি।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার ড্রাই প্রজেক্টগুলো আমার অনেক ভালো লাগে। বিশেষ করে আপনার প্রতিটি প্রজেক্ট একদম ইউনিক ও আকর্ষনীয়। এখানে নারিকেলের খোসা দিয়ে গোবরে পোকা আর ছাতাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে প্রতিটি প্রজেক্ট ছিলো ১০০% কোয়ালিটি সম্পন্ন আমার দৃষ্টিতে। 💞💞
ভাইয়া আপনার করা ডাই মানেই হচ্ছে অসাধারণ কিছু। আপনার ক্রিয়েটিভ আইডিয়া এবং নিখুঁত হাতের কাজ সবকিছুই মিলেমিশে দারুন কিছু তৈরি করে। আপনি এত ধৈর্য সহকারে ও সময় নিয়ে সুন্দর সুন্দর ডাই গুলো তৈরি করেন ও আমাদের মাঝে শেয়ার করেন যা দেখে খুবই ভালো লাগে। মাঝে মাঝে যখন আমি নিজে ডাই তৈরি করি তখন বারবার ভাবি আপনি কি করে এত নিখুঁত ভাবে আপনার ডাইগুলো উপস্থাপন করেন। অনেক সময় নিয়ে নিশ্চয়ই কাজগুলো করেন। সে জন্যই এত সুন্দর ও দেখতে ভালো হয়। ছোট ডিমের খোসার উপর পেঙ্গুইন অংকন আসলেই খুবই দক্ষতার কাজ। অনেক দক্ষতা না থাকলে আসলে এত ছোট ডিমের খোসার উপর এত সুন্দর একটি পেইন্টিং করা সম্ভব হতো না। বাকি যে পোস্টগুলো এর আগে আমরা দেখেছি সেগুলো অনেক সুন্দর ছিল। সবকিছু মিলিয়ে আবারও এই রিভিউ পোস্ট শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে আমার। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার দারুন কিছু ক্রাফট সকলের মাঝে আবারো শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় ।
অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া আপনার করা প্রত্যেকটি ডাই অসাধারণ হয়েছে। আসলে ভাইয়া আপনার কাজগুলো এত নিখুঁত ভাবে করেন যে দেখে মুগ্ধ হয়ে যাই। সত্যি ভাইয়া আপনার এই পোস্ট গুলো দেখে আমিও অনুপ্রেরণা পাই নতুন কিছু তৈরি করার জন্য। কালকে যেই মোবাইলের স্ট্যান্ড তৈরি করে শেয়ার করেছেন সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়া বাকি যেই ডাই গুলো শেয়ার করেছেন সেগুলোও খুবই সুন্দর। ভাইয়া আপনার এই পোস্টগুলো দেখে আমিও অনুপ্রেরণা পাই নতুন কিছু তৈরি করার জন্য। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডাই পোস্ট এর রিভিউ শেয়ার করার জন্য। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। 💓💓💓💓
এভাবেই সব সময় পাশে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনার কাজ গুলো যে অসাধারণ এতে কোনো সন্দেহ নেই। প্রতিটি কাজ অনেক নিখুঁতভাবে করেন। আর কোন রিভিউ পোস্ট গুলো সত্যি বলতে খুব ভালো লাগে। আগের কাজগুলো ফিরে দেখা যায় এবং পরবর্তীতে আরো ভালো কাজের উৎসাহ পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।
ভাইয়া,আপনার ড্রায়া পোস্ট গুলো সবগুলোই সুন্দর। তবে আমার কাছে ডিমের খোসা দিয়ে পেঙ্গুইন বানানোটা আমার কাছে বেশি ভালো লেগেছে।এটা অনেক কিউট লাগছে।ধন্যবাদ আপনাকে।
আমার ও এই পেঙ্গুইন টি বেশ পছন্দের এবং বানানোর সময় বেশ ইনজয় করেছিলাম। আপনাকে ও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।
আপনার করা ডাই প্রজেক্টের সবগুলো পোস্ট ভালো ছিল। বেশ সুন্দর এবং ইউনিক কিছু জিনিস তৈরি করেছিলেন। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল ডিমের খোসা দিয়ে পেঙ্গুইন এবং নারিকেলর খোলা দিয়ে গুবরে পোকা টা। এবং এই সপ্তাহের মোবাইল স্ট্যান্ড টাও অসাধারণ ছিল।
ধন্যবাদ ইমন ভাই।
💖💖
বাহ ভাইয়া দারুণ। আপনার সব গুলো DIY পোস্ট দারুণ হয়েছে। আমার কাছে সব গুলোই ভালো লেগেছে৷ ডিমের খোসা দিতে পেংগুইন তৈরি টি আমার কাছে খুবই ভালো লেগেছে, পেংগুইনটি খুবই কিউট হয়েছিলো। আর মোবাইলের স্টান্ডটির কথা কি বলবো খুবই দরকারী একটি জিনিস৷ ধন্যবাদ ভাইয়া আপনার সব গুলো DIY পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য। শুভ কামনা রইলো।
পেঙ্গুইনটি ও আমার বেশ পছন্দের ছিল তবে ভেঙ্গে গিয়েছে।
অসাধারন কিছু জিনিশ বানিয়েছিলেন ভাই। খুব ভালো লাগলো। মোবাইল এর স্ট্যান্ড টা তো খুবই কাজের। আর পেঙ্গুইন এর কথা না বলে পারলাম না। অনেক কিউট লাগতেছে পেঙ্গুইন টাকে। খুব সুন্দর করে বানিয়ে রঙ করেছেন। শুভেচ্ছা রইলো ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার প্রত্যেকটা ড্রাই প্রজেক্ট অসাধারণ লেগেছিল ভাইয়া। আজকে সবগুলো একসাথে দেখে আরো বেশি ভালো লাগতেছে। রঙিন কাগজের তৈরি ছোট্ট ছাতাটা অনেক ভালো লাগলো। তার সাথে নারিকেলের খোসা উপরে আর্ট করা বিষয়গুলো আরও অসাধারন ছিল। আবারও আরেকবার দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই আপনার গত একমাসে আমাদের কমিউনিটিতে শেয়ার করা ক্রাফটগুলোর রিভিউ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে রঙিন কাগজ দিয়ে বানানো কচ্ছপ এবং ছাতার রং বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ক্রাফট গুলোর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।