আইসক্রিম স্টিক এর সাহায্যে মোবাইল স্ট্যান্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ২২ই, ফাগুন | ১৪২৮ , বঙ্গাব্দ | সোমবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কিভাবে আইসক্রিম স্টিক এর সাহায্যে মোবাইল স্ট্যান্ড তৈরি করা যায় তা শেয়ার করব।




1646629741131.jpg

আজ আমি আপনাদের সাথে খুবই প্রয়োজনীয় একটি জিনিস তৈরি করা শিখাবো। বেশ কয়েক বছর ধরেই ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল-কলেজ বন্ধ থাকায় অনলাইনে ক্লাস হচ্ছে। সকলেরই সামর্থ্য নেই যে কম্পিউটারে বসে ক্লাস করার। তাই বেশিরভাগ মানুষই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ক্লাস করে থাকে। আর ক্লাসের সময় মোবাইল ফোন ধরে রাখে তা সত্যিই খুব কষ্টের অথবা মোবাইল কোথাও রাখা হলে তা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা বেশিরভাগ মানুষই অনলাইন ক্লাসের সময় মোবাইল স্ট্যান্ড ব্যবহার করি।

আর এই মোবাইল স্ট্যান্ড আমরা সাধারণত বাইরে থেকে কিনে থাকে। কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আইসক্রিমের কাঠির সাহায্যে বাসায় মোবাইল স্ট্যান্ড তৈরি যায়।

তো চলুন শুরু করি -

প্রয়োজনীয় উপকরণঃ


  • আইসক্রিমের কাঠি।
  • আঠা।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথমে বেশ কয়েকটি আইসক্রিমের কাঠি নিব।

IMG_20220306_174830__01.jpg

ধাপ- ২ঃ


  • এরপর চারটি আইসক্রিমের কাঠি নিব।

IMG_20220306_174856__01.jpg

ধাপ- ৩ঃ


  • এরপর তিনটি আইসক্রিমের কাঠি নিব।

IMG_20220306_175223__01.jpg

ধাপ- ৪ঃ


  • কাঠি গুলোকে একসাথে লম্বা করে আঠা দিয়ে জুড়ে দিব । ঠিক নিচের ছবির মত করে।

IMG_20220306_175537__01.jpg

ধাপ- ৫ঃ


  • এবার দুইটি কাঠিকে নিচের ছবির মত করে বসিয়ে দিব।

IMG_20220306_180048__01.jpg

ধাপ- ৬ঃ


  • এরপর কাঠির মধ্যবর্তীস্থানে চারটি কাঠি বসিয়ে দিব। এরপর অন্য পাশে তিনটি কাঠি বসিয়ে দিব।

IMG_20220306_180353__01.jpg

ধাপ- ৭ঃ


  • এরপর ছোট করে দুটি কাঠি কেটে নেব।

IMG_20220306_184316__01.jpg

ধাপ- ৮ঃ


  • ছোট কাঠের দুটিকে নিচের ছবির মত করে আঠা দিয়ে লাগিয়ে দিব।

IMG_20220306_184438__01.jpg

ধাপ- ৯ঃ


  • ব্যাস এই ভাবে তৈরি হয়ে গেলে আইসক্রিম কাঠির সাহায্যে মোবাইল স্ট্যান্ড।

IMG_20220306_194244.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 
একেই বলে ক্রিয়েটিভ মাইন্ড। খুবই ভালো লাগলো, আমরা তো সবাই আইস্ক্রিম খাওয়ার পর এগুলো ফেলে দেই চিন্তাও করি না এই ফেলে দেওয়া জিনিস দিয়ে এতো সুন্দর কাজের জিনিস বনানো যায়। আসলে এই স্ট্যান্ড গুলো ক্রিকেট খেলা দেখার সময় সেই কাজে দেয়। আমি তো খেলা দেখার জন্য ২৫০ টাকা দিয়ে ট্রাইপড পট কিনে আনছি। কিছু আগে এই পোস্টটা দেখলে ২৫০ টাকা বেঁচে যেতো। 😬
 2 years ago 

প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি ভাইয়া আপনার দক্ষতার প্রশংসা করার মত ভাষা আমি হারিয়ে ফেলেছি। এক কথায় অসাধারণ হয়েছে মোবাইলের স্ট্যান্ড। আইসক্রিমের স্টিকের সাহায্যে মোবাইল স্ট্যান্ড তৈরির আইডিয়া দেখে আমি অবাক হয়েছি। মোবাইলের স্ট্যান্ড সকলের জন্য অনেক উপকারী। আমরা যদি আমাদের ক্রিয়েটিভ আইডিয়ায় নিত্য প্রয়োজনীয় সব জিনিস তৈরি করি তাহলে খুবই ভালো হয়। সত্যিই ভাইয়া আপনার এই আইডিয়া আমার কাছে দারুণ লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুণভাবে মোবাইলের স্ট্যান্ড তৈরীর পদ্ধতি আমাদেরকে শেখানোর জন্য ও শেয়ার করার জন্য।

 2 years ago 

আইসক্রিম স্টিক এর সাহায্যে মোবাইল স্ট্যান্ড তৈরি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে এই মোবাইলের স্ট্যান্ড তৈরি করেছেন। আপনি একদম ঠিক বলেছেন অনলাইন ক্লাস চলাকালীন সময়ে মোবাইল স্ট্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার দক্ষতার দারুণভাবে এই মোবাইলের স্ট্যান্ড তৈরি করেছেন। আপনার তৈরি করা মোবাইলের স্ট্যান্ডটি দেখতে খুবই সুন্দর হয়েছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনি সবসময় প্রয়োজনীয় সব জিনিস গুলো নিজে নিজে তৈরী করেন দেখে খুবই ভালো লাগে। ভাইয়া দারুন একটি মোবাইল স্ট্যান্ড তৈরির পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আমার দেখা সব থেকে ইউনিক একটি পোস্ট। অসাধারণ হয়েছে ভাইয়া। আমাদের যাদের মোবাইল স্ট্যান্ড দরকার তারা সকলেই এটি তৈরি করে নিতে পারবে৷ ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন৷

 2 years ago 

এক কথায় অসাধারণ ভাই। আসলে আপনি দেখেছেন যে কোনো জিনিসই ফেলার জন্য না। আপনি খুব সুন্দর করে আইসক্রিমের স্টিক ব্যবহার করে একটি মোবাইল স্ট্যান্ড তৈরি করেছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার আইডিয়াটি। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছে। এরকম সুন্দর একটি নতুন ধরনের আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

অও, দারুণ আইডিয়া।অসাধারণ হয়েছে ভাইয়া, কম উপকরন দিয়ে খুবই প্রয়োজনীয় জিনিস তৈরি করেছেন।মোবাইল এখন প্রত্যেকটি মুহুর্তে দরকারি
স্ট্যান্ডটি খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। ভালো লাগলো দেখে,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আমার একটি মোবাইল স্ট্যান্ড খুব প্রয়োজন ছিল তাই বানালাম। ধন্যবাদ আপু।

অসাধারণ আইডিয়া ভাইয়া। কিছুদিন ধরে ভাবতেছি মোবাইল রাখার ওই স্টান্ড কিনব। কিন্তু আমাদের এই বাজারে অনেক দোকানে খুজলাম কিন্তু পারছিলাম না। আপনার আইডিয়া দেখে এখন খুব সহজে সেটি তৈরি করতে পারব। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা আইডিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আইসক্রিম স্টিক এর সাহায্যে মোবাইল স্ট্যান্ড তৈরি
খুবই সুন্দর হয়েছে। আসলে আপনি দক্ষতার সাথে তৈরি করলেন। আমরা এই আইসক্রিমের স্টিক ফেলে দেয়। সেই ফেলে দেওয়া স্টিক দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে এই ড্রাইটি তৈরি করলেন।আপনার ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম। পরবর্তীতে আমি তৈরি করব।

 2 years ago 

আসলে কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস দিয়ে কাজের জিনিস তৈরি করা যায়। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার এই স্ট্যান্ড আপনার পছন্দ হয়েছে জেনে খুব খুশি হয়েছি।

 2 years ago 

আইসক্রিমের কাঠি দিয়ে সুন্দর ভাবে মোবাইল স্টান বানানোর প্রক্রিয়াটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। যা দেখে যে কেউই সহজে মোবাইল স্ট্যান্ড বানাতে পারবে।

 2 years ago 

এ মোবাইলের স্ট্যান্ড বানাতে বেশি কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র আইসক্রিম স্টিক আর আঠা থাকলে হবে।

 2 years ago 

অপ্রোজনীয় জিনিস গুলো ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি মোবাইল স্ট্যান্ড তৈরি করেছেন ভাইয়া । আগে কখনো এই রকম ভাবে মোবাইলের স্টান তৈরি করা দেখিনি' । তবে আপনার টা দেখে আমিও কোন একদিন এই ভাবে তৈরি করব ।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 61674.06
ETH 3067.94
USDT 1.00
SBD 3.81