নারকেলের খোসা দিয়ে খরগোশ ও কচ্ছপ তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ১৮ই, মাঘ | ১৪২৮ , বঙ্গাব্দ | মঙ্গলবার | শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




IMG_20220131_230311.jpg

গতকাল আপনার নিশ্চয়ই দেখেছেন আমি নারকেলের খোসা দিয়ে গুবরে পোকা বানিয়েছিলাম। ওটা বানানোর পর আরো অনেকগুলো নারকেলের খোসা রয়ে গিয়েছিল আর সেগুলো দিয়ে আমি আরো দুটি জিনিস বানিয়েছে একটি হচ্ছে খরগোশের মুখ আর অন্যটি হচ্ছে কচ্ছপ। এগুলো বানানটা তেমন কঠিন কোন ব্যাপার না তবে বেশ সময় সাপেক্ষ। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি আমি এগুলো কিভাবে বানিয়েছি -

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • আঠা।
  • কাঁচি।
  • এক্রেলিক কালার।
  • নারকেলের খোসা।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথমে একটি নারকেলের মালা নিব এবং ভালোভাবে খোসাটিকে পরিষ্কার করে নেব।

IMG_20220129_173320__01.jpg

ধাপ- ২ঃ


  • এর পর নারকেলের মালাটিতে সম্পূর্ণ সবুজ রং করে নিব।

IMG_20220129_173926.jpg

ধাপ- ৩ঃ


  • এরপর কালো রঙ করে নিব নিচের ছবির মত করে।

IMG_20220129_174813.jpg

ধাপ- ৪ঃ


  • সম্পূর্ণ রং করা শেষে এরকম দেখতে হয়েছে।

IMG_20220129_175049__01.jpg

ধাপ- ৫ঃ


  • এরপর একটি গোলাপি রঙের কাগজ নিব।

IMG_20220131_195119__01.jpg

ধাপ- ৬ঃ


  • কাগজটিকে ভাঁজ করে নিচের ছবির মত করে একে নেব।

IMG_20220131_195608__01.jpg

ধাপ- ৭ঃ


  • এরপর কাজটিকে কেটে নেব।

IMG_20220131_195827__01.jpg

ধাপ- ৮ঃ


  • এরপর কাগজটিতে নিচের ছবির মত করে তিনটি দাগ একে নিব।

ধাপ- ৯ঃ


  • সাদা কাগজ দিয়ে দুটি চোখ বানিয়ে নিব।

ধাপ- ১০ঃ


  • এরপর চোখদুটি মুখের মধ্যে বসিয়ে দিব।

ধাপ- ১১ঃ


  • এরপর পূর্বের তৈরি করে হাত-মুখ ও নারকেলের খোল দিয়ে নিছের ছবির মত তৈরি করে নেব। ব্যাস এইভাবে তৈরি হয়ে গেলে নারকেলের খোসা দিয়ে কচ্ছপ তৈরি।

IMG_20220131_202403.jpg


🐰🐰নারকেলের খোসা দিয়ে খরগোশ তৈরি🐰🐰


ধাপ- ১২ঃ


  • প্রথমে নারকেলের খোসাটিকে পুরোপুরি সাদা রং করে নেব।

ধাপ- ১৩ঃ


  • এরপর সাদা রঙের একটি কাগজ কেটে নিচের ছবির মতো করে একে নেব।

IMG_20220131_203335__01.jpg

ধাপ- ১৪ঃ


  • এবার কাগজটিকে কেটে নিব।

IMG_20220131_203441__01.jpg

ধাপ- ১৫ঃ


  • এরপর কাগজটিকে রং করে নিবে নিচের ছবির মত করে।

ধাপ- ১৬ঃ


  • এরপর সাদা কাগজ দিয়ে দুটি চোখ তৈরি করে নিব।

IMG_20220131_204644__01.jpg

ধাপ- ১৭ঃ


  • এবার আঠা দিয়ে চোখ এবং কান দুটি নারকেলের খোসায় লাগিয়ে দিব নিচের ছবির মত করে।

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল নারকেলের খোসা দিয়ে সুন্দর একটি খরগোশের মুখ।

ধাপ- ১৮ঃ


IMG_20220131_230311.jpg

IMG_20220131_230256.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

নারকেলের খোসার সর্বোত্তম ব্যবহার। ফেলে দেয়া জিনিস দিয়ে যে এত সুন্দর শোপিস বানানো সম্ভব ধারণাই ছিল না। খরগোশ, কচ্ছপ আর পোকা প্রত্যেকটিই অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি। দেখতে ভারী চমৎকার লাগছে। শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

নারিকেলের খোসা দিয়ে যে এতো সুন্দর সুন্দর জিনিস বানানো যায় আপনার পোস্ট দেখার আগে আমার জানা ছিলো না। আপনার তৈরি করা কচ্ছপ ও খরগোস অনেক সুন্দর হয়েছে। দেখেই বুঝা যাচ্ছে আপনি কতটা যত্ন করে তৈরি করেছেন।
আপনি কচ্ছপ ও খরগোস তৈরির প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার উপস্থাপনা স্কিল অনেক ভালো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago (edited)

খরগোশ আর কচ্ছপ টাকে তো অনেক কিউট দেখাচ্ছে। অসাধারণ ভাবে তৈরি করলেন আমি তো দেখি পুরাই অবাক হয়ে গেলাম 😲😲 অনেকেই এরকম জিনিসগুলো কঠিন মনে কোরে তৈরি করতে চায়না। কিন্তু আপনি নারকেলের খোসার উপরে অনেক সুন্দর ভাবে কচ্ছপ আর খরগোশ টাকে তৈরি করে নিলেন। আপনার তৈরি করা প্রত্যেকটা জিনিস আমার কাছে অসাধারণ লাগে। আজকের এটাও অনেক সুন্দরভাবে তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিলেন।😍😍

 3 years ago 

নারকেলের খোসা দিয়ে খরগোশ ও কচ্ছপ তৈরি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনার প্রখর বুদ্ধি সবকিছুকে হার মানায়। আপনার এই প্রখর বুদ্ধির জন্য আপনি সব সময় অনেক কিছু তৈরি করেন। ফেলে দেওয়া নারিকেলের খোসা কাজে লাগিয়ে অনেক সুন্দর ডাই তৈরি করছেন ভাইয়া। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি।

 3 years ago 

দাদা আপনার এক একটা আইডিয়া দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। কি চমৎকার সবগুলো কাজ। কচ্ছপ টা বেশি মজার লাগছে 😊। এমন সুন্দর সাজানো কচ্ছপ এই প্রথম দেখা।

 3 years ago 

নারিকেলের খোসা দিয়ে খরগোশ এবং কচ্ছপের আইডিয়া আমার ভীষণ পছন্দ হয়েছে ভাইয়া। আপনিতো একজন অসাধারণ সৃজনশীল ব্যক্তি তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। কচ্ছপ এবং খরগোশ আপনি এত নিখুত ভাবে বানিয়েছেন যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনি খুব নিখুঁতভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ভাই আপনি তো দেখি খুবই অসাধারণ ও ক্রিয়েটিভ একটা ডাই তৈরি করলেন আমার কাছে বেশ ভালো লেগেছে। নারিকেলের মালা দিয়ে খখরগোশ ও কচ্ছপ তৈরিটা ধাপে ধাপে শেয়ার করেছেন সেগুলো অনেক অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনাকে ক্রিয়েটিভিটি দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কালকে দেখলাম গোবরে পোকা আর আজকে ওই একই জিনিস ব্যাবহার করে খরগোশ কচ্ছপ।খুবই দারুন হয়েছে আজকেও গুলও। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

  • ভাইয়া খরগোশটি দেখতে আমার খুবই ভালো লেগেছে। নারিকেলের খোসা দিয়ে এত সুন্দর একটি খরগোশ শেয়ার করেছেন। আমিও এটি তৈরি করতে চেষ্টা করব। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে।
 3 years ago 

ভাইয়া আপনার দক্ষতা যত দেখছি, তত মুগ্ধ হয়ে যাচ্ছি। গতকাল আপনার নারিকেলের খোসা দিয়ে গোবর পোকার ড্রাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকে আবার নারিকেলের খোসা দিয়ে খুবই সুন্দরভাবে খরগোশ ও কচ্ছপ তৈরি করলেন। সত্যিই অসাধারন আপনার এই ড্রাই তৈরি করার উপস্থাপন দেখে আমারও খুব ইচ্ছা হচ্ছে নারিকেলের খোসা দিয়ে এত সুন্দর সুন্দর ড্রাই তৈরি করতে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 89752.15
ETH 3297.99
USDT 1.00
SBD 3.02