এ সপ্তাহের পোস্টের রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

27-05-2022

১৩ জ্যৈষ্ঠ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন তাহলে? শুরুতেই সবাইকে জুম্মা মোবারকবাদ জানাচ্ছি। আজকে ছুটির দিন অর্থাৎ শুক্রবার। সপ্তাহের এ দিনটাতে কর্মব্যস্ত মানুষগুলো একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারে। তো চলে এলাম আপনাদের সাথে সপ্তাহের পোস্টগুলোর রিভিউ শেয়ার করার জন্য। আমি সবসময় চেষ্ট করি পুরো সপ্তাহে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে পোস্ট করার জন্য। তারই ধারাবাহিকতায় ধীরে ধীরে আগাচ্ছি।

20220527_104531_0000.png

এ সপ্তাহের পোস্টগুলো জেনারেল রাইটিং,নাটক রিভিউ, পাওয়ার আপ আর ফটোগ্রাফি পোস্ট দিয়ে সাজিয়েছিলাম। আশা করি পুরো সপ্তাহের পোস্টগুলো আপনাদের শেয়ার করলে আপনারা আমার যে পোস্টগুলো এখনও পড়তে পারেননি সেগুলো সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে একনজরে দেখে নেয়া যাক।

১ম পোস্ট

Screenshot_2022-05-21-18-26-22-13.jpg

পোস্ট লিংক

সপ্তাহের শুরুটা করেছিলাম একটি নাটক রিভিউ দিয়ে। নাটকটি বের হওয়ার পর থেকে দর্শকজনপ্রিয়তা পেয়েছিল। নাটকটির নাম ছিল এক জনমে। জোভান আর কেয়া পায়েল নাটকটিতে অভিনয় করেছে। নাটকটি দেখে না থাকলে দেখতে পারেন। আশা করি উপভোগ করতে পারবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

২য় পোস্ট

IMG20220522142904.jpg

পোস্ট লিংক

গ্রামের পাশেই বিয়ে হচ্ছিল আর আমাদের দাওয়াত দিয়েছিল। সম্পর্কে আমার চাচাতো বোন বলা চলে। বিয়ে খাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। গ্রামে অনেকদিন পরে বিয়ে খেয়েছিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

৩য় পোস্ট

Screenshot_2022-05-23-23-26-24-86.jpg

পোস্ট লিংক

ইউটিউব এ দেখলাম নাটকটি। সঙ্গে সঙ্গে আপনাদের সাথে রিভিউ টা লিখে শেয়ার করেছিলাম। আসলে নাটকের রিভিউ লিখা সময়সাপেক্ষ ব্যাপার। নাটক দেখা, লেখা তারপর পোস্ট করা। এই নাটকটির নাম ভেলকি। নাটকের গল্পটি আমার কাছে ভালো লেগেছিল। তাই আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। এখনও না দেখে থাকলে, দেখতে পারেন নাটকটটি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

৪র্থ পোস্ট

IMG20220524173557.jpg

পোস্ট লিংক

সপ্তাহের এই পোস্টটিতে অনেক আবেগ জড়ানো। ছোটবেলার সেই প্রাইমারী স্কুলে গিয়েছিলাম। প্রাইমারী স্কুলের সাথে অনেক স্মৃতি জড়িত। তাই কিছু কথা আপনাদের সাথেও শেয়ার করে নিয়েছিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

৫ম পোস্ট

20220525_160030_0000.png

পোস্ট লিংক

লক্ষ্য যখন আকাশ ছোয়াঁর তখন ধীরে ধীরে লক্ষ্যের দিকে না আগালে কি হয়! সপ্তাহে পাওয়ার আপ পোস্ট করার চেষ্টা আর একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এ সপ্তাহে বেশি করতে পারেনি স্টিম পাওয়ার। ১২ স্টিম পাওয়ার আপ করেছিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

৬ষ্ঠ পোস্ট

IMG20220524172127.jpg

পোস্ট লিংক

বাড়িতে আসার পর থেকে গ্রামের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তার জন্য বেরিয়ে পড়েছিলাম ফটোগ্রাফি করার উদ্দেশ্যে। আর সে ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আশা করি ফটোগ্রাফি উপভোগ করতে পেরেছিলেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

যায়হোক, এই ছিল সপ্তাহের পুরো পোস্টের রিভিউ। আশা করি আপনারা পোস্টের রিভিউটি পড়বেন এবং কোনো পোস্ট না পড়ে থাকলে পড়ে আসতে পারবেন। আপনাদের মতামতে আশা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম।



10% beneficary for @shyfox

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2022-02-19 at 00.53.52.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

আপনার প্রতিটি পোস্ট আমি পড়েছি।
আবারো সবগুলো একসাথে দেখে ভীষণ ভালো লাগলো ☺️
ভীষণ দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছেন আপনি।
দোয়া রইল 🥀

 3 years ago 

শুনে খুব খুশি হলাম ভাইয়া। আপনাদের দোয়া পেয়েই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। 😍

 3 years ago 

বরাবরই আপনি অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে তুলে ধরেন পুনরায় রিভিউ আকারে সবগুলো পোষ্ট একত্র করে আমাদেরকে আবারো দেখার সুযোগ করে দিলেন খুবই ভালো লাগলো

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য 😍

 3 years ago 
 3 years ago 

ভাইয়া এসাপ্তাহের প্রতিটি পোস্ট আমার খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর পোস্ট করেছিলেন, আর ভেলকি নাটকটি আমিও দেখেছিলাম ভাইয়া, সেই মজা পাইছি, আপনি অনেক সুন্দর করে নাটকটির রিভিউ দিয়েছেন, এতো সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্যধন্যবাদ, সেই সাথে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।

 3 years ago 

জেনে খুশি হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ঠিক বলেছেন আজ আমাদের সবার জন‍্যই একটা ভালো দিন। একটু বিশ্রাম নিতে পারি। পোস্ট গুলো দারুণ ছিল। দুইটা নাটক রিভিউ আরও অন‍্যান‍্য পোর সমন্বয়ে সপ্তাহ টা পার করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার এই সপ্তাহের সবগুলো পোষ্ট জাষ্ট অসাধারণ হয়েছে।সাথে করে আপনার উপস্থাপনকৃত বিষয়াবলীসূমহ ছিলো বেশ ভালো।

 3 years ago 

অনেক ভাল লাগল ভাই সবগুলো পোস্টের রিভিউ এভাবে একসাথে আমাদের সামনে তুলে ধরার জন্য। যদিও এরমধ্যে আমি সবগুলো পোস্ট ইতিমধ্যে দেখে ফেলেছি। আমার কাছে আপনার পোস্টগুলো বেশ ভাল লেগেছে ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জেনে খুশি হলাম ভাইয়া আপনি সবগুলো পোস্টে দেখেছেন। আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

প্রথম পোস্ট টি বাদে সবগুলো পোস্ট আমি আগেই। এই রিভিউ পোস্ট থেকে প্রথম পোস্ট টিও দেখা হয়ে গেল। আপনার সবগুলো পোস্ট ই আমার ভালো লেগেছে। গুছিয়ে রিভিউ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জেনে খুশি হলাম আপু। আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

অনেক সুন্দর ছিল ভাইয়া আপনার প্রতিটি পোস্ট। ভাইয়া আমি আপনার মাত্র দুটি পোস্ট দেখেছি। বাকিগুলো আমার দেখার সৌভাগ্য হয়নি। আজ আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে এসব গুলো একত্রে দেখতে পেলাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্টে মন্তব্য করার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

যাক দেখতে পেরেছেন তাহলে। আপনাকেও ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.039
BTC 94309.43
ETH 3309.61
USDT 1.00
SBD 3.28