কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

26-05-2022

১২ জ্যৈষ্ঠ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। জৈষ্ঠ মাসে ফলমূল বেশি পাওয়া যায়। আপনারা হয়তো জানেন। আম, কাঠালঁ, লিচু সবই যেন পাওয়া যাচ্ছে। আমাদের গাছে আম ও কাঠাঁল ভালোই হয়েছে। কিছু গাছের আম এখনও পাকেঁনি। হয়তো জৈষ্ঠ মাসের শেষের দিকে পাকাঁ শুরু করবো। ও হ্যা! আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমাদের দিকে যেহেতু গ্রামের সাইড পরেছে। এজন্য এখনকার বেশিরভাগ মানুষজন জৈষ্ঠ মাসকে জেট মাস বলে। হাহাহা! ব্যাপারটা ইন্টারেস্টিংনা! আর আশ্বিন মাসকে আগুন মাস বলেই চিনে মানুষজন। গ্রামের সহজসরল মানুষজন এখন আধুনিকতার ছোঁয়ায় অনেক উন্নত হয়েছে।

যায়হোক, গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেনা এমন মানুষ পাওয়া বিরল! আমি ছোট থেকেই গ্রামে বড় হয়েছি সে সুবাধে গ্রামের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করার সুযোগ পেয়েছি । এখনও আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছি। গ্রামের আলো-বাতাস সবই যেন আমার চিরচেনা। যায়হোক, অনেকদিন ধরে গ্রামে আছি কিন্তু কোনো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই চলে এলাম কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

গতকাল বেরিয়েছিলাম কিছু ছবি তোলার জন্য। তখনও রোদ ছিল। আমাদের গ্রামের পাশে কিছু জায়গা আছে যেখানে আমি প্রায়ই যায় সেখানকার কিছু ফটোগ্রাফি করেছি। ফোন দিয়ে তুলেছি ছবিগুলে আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। দেখে আসা যাক ফটোগ্রাফিগুলো।

📸📸ফটোগ্রাফিঃ০১📸📸


IMG20220524172127.jpg

Device:Oppo A12
Date:25 May,2022
Edit:Lightroom App
what's 3 word location

সূর্য তখন পশ্চিম পার্শ্বে হেলে পড়ছিল। সাইকেল চালাচ্ছিলাম আর একদম মাথার শিরা বরাবর তাপ লাগতেছিল। তখন বাইপাসের এই জায়গাটিতপ এসে বসি। ঈদের পর আমরা বন্ধুরা সবাই মিলে এই মাজারটা সামনে বসে আড্ডা দিয়ে থাকি। এবার বৃষ্টি হওয়ার কারণে বন্ধুদের সাথে আড্ডা দেয়া হয়নি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

📸📸ফটোগ্রাফিঃ০২📸📸


IMG20220524165338.jpg

Device:Oppo A12
Date:25 May,2022
Edit:Lightroom App
what's 3 word location

এটা আটলেনের একটি রাস্তা। এখান দিয়ে ময়মনসিংহ হয়ে ঢাকা আবার জামালপুর, যমুনা সেতু এই জায়গাগুলো যাওয়া যায়। রাস্তা সবসময় বিজিই থাকে এটা। যেহেতে মহাসড়ক লেন এটি। সাইকেল সাবধানে চালাতে চালাতে যাচ্ছিলাম তখন এই ছবিটি তুলি।</sub)

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

📸📸ফটোগ্রাফিঃ০৩📸📸


IMG20220524170752.jpg

Device:Oppo A12
Date:25 May,2022
Edit:Lightroom App
what's 3 word location

গ্রামের একটি রাস্তার ভিতরে প্রবেশ করতেই লক্ষ্য করলাম এই গাড়িটি। মাটি খননের কাজে এ গাড়িটি ব্যবহার করা হয়ে থাকে। এ গাড়িটির নাম ছোট বেলা থেকেই রাক্ষস গাড়ি বলে চিনে আসছি। আপনারা এ গাড়িটি কি নামে চিনেন আশা করি জানাবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

📸📸ফটোগ্রাফিঃ০৪📸📸


IMG20220524171205.jpg

Device:Oppo A12
Date:25 May,2022
Edit:Lightroom App
what's 3 word location

গাভিটি আনমনে খড় খেয়ে যাচ্ছে। জমি কাটার পর গ্রামের কৃষকেরা এভাবে গরু জমিতে ছেড়ে দেয়। গরু স্বাধীনভাবে খড় আর ঘাস খেতে থাকে জমি থেকে। গ্রামের এ দৃশ্যগুলো সত্যি অসাধারণ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

📸📸ফটোগ্রাফিঃ০৫📸📸


IMG20220524170357.jpg

Device:Oppo A12
Date:25 May,2022
Edit:Lightroom App
what's 3 word location

খড়ের স্তূপ। আমাদের দিকে এটিকে ফুঞ্জি বলে ডাকে। গরুর খাবার অনেকদিন ধরে সংগ্রহের জন্য এভাবে স্তূপ আকারে রাখা হয়।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

📸📸ফটোগ্রাফিঃ০৬📸📸


IMG20220524170531.jpg

Device:Oppo A12
Date:25 May,2022
Edit:Lightroom App
what's 3 word location

পাটশাক হয়তো আপনারা সবাই চিনেন। শাক খেতে এটা ভীষণ মজার। একটু তেতো টাইপের হলেও খেতে ভালো লাগে। আমার এ শাক খেতে ভীষণ ভালো লাগে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

📸📸ফটোগ্রাফিঃ০৭📸📸


IMG20220524170128.jpg

Device:Oppo A12
Date:25 May,2022
Edit:Lightroom App
what's 3 word location

গ্রামের মেঠোপথ। এ দৃশ্যটা অন্যরকম এক ভালোলাগা কাজ করে। জমির মাঝ দিয়েই তৈরি হয়েছে এ রাস্তাটি। মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই রাস্তাটি তৈরি হয়েছে।



আশা করি আজকের ফটোগ্রাফিগুলো আপনারা উপভোগ করতে পেরেছেন। আপনাদের কাছে ভালো লাগলেই আমার ফটোগ্রাফি করা স্বার্থক। এরকম আরও ফটোগ্রাফি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।



10% beneficary for @shyfox

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2022-02-19 at 00.53.52.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। খড়ের স্তূপের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর করে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গ্রামে নিশ্চয় এ দৃশ্যগুলো দেখে থাকেন। ধন্যবাদ আপনাকেও ভাইয়া

 2 years ago 

মাটি খননের কাজে ব্যবহৃত এই গাড়িটির আসল নাম আমিও জানিনা। আপনার সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আটলেনের রাস্তাটির ফটোগ্রাফি যখন করছিলেন তখন বোধহয় রাস্তাটি ফাঁকা ছিল, তাই এই ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে সেইসাথে আপনি প্রতিটি ফটোগ্রাফির খুব চমৎকার বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু খুব সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য 🥰

 2 years ago (edited)

ভাই আপনার কিছু রেনডম ফটোগ্রাফি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই চমৎকার দেখাচ্ছে আপনার রেনডম ফটোগ্রাফি গুলো। আপনার ফটোগ্রাফি গুলো আপনি অত্যন্ত দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। আপনার ফটোগ্রাফির দুই নম্বর ফটোগ্রাফিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এছাড়াও সবকটি ফটোগ্রাফি অতুলনীয় হয়েছে। খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

আপনার ছবিগুলো খুব দারুন ছিল।
বিশেষ করে আপনার ধানক্ষেতে ওঠানো ছবিগুলো অসাধারণ ছিল।
তাছাড়া অন্যান্য ছবিগুলো খুব দারুন ছিল।
শুভ কামনা রইল 🥀

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে 😍।

 2 years ago 

ভাই সবগুলা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক চমৎকার ভাবে ফটো তুলতে পারেন। তবে আমার কাছেও ধানক্ষেতের ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফোন দিয়ে তোলা ছবিগুলো ভাইয়া। চেষ্টা করেছি ভালো করে তোলার। ধন্যবাদ আপনাকে 😍

 2 years ago 

বরাবরই আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন আজও তার ব্যতিক্রম নয় আজকের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে ফটোগ্রাফি গুলো সম্পর্কে খুবই সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনি আমার থেকেও ভালো ফটোগ্রাফি করেন। শিখছি আপনাদের কাছ থেকে ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের সাথে তুলে ধরেছেন, যেটি প্রশংসনীয়। ধন্যবাদ আপনাকে যথাযথ বর্ণনার মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

কয়েকটি সুন্দর দৃশ্য নিয়ে আজকের এই ফটোগ্রাফি পর্বটি সাজিয়েছেন। ছবিগুলো একদম স্বচ্ছ এবং পরিষ্কার ছিল যার জন্য দেখতে অনেক ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 66765.98
ETH 3234.00
USDT 1.00
SBD 4.23