"এক জনমে " নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ2 years ago

21-05-2022

৭ জ্যৈষ্ঠ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আপনারা। কয়োকদিন ধরে বেশ বৃষ্টিপাত হচ্ছে সাথে প্রবল বেগে বাতাসও বইছে। প্রবল বাতাসের কারণে গ্রামের অনেক বাড়িঘর,গাছপালা উড়িয়ে নিয়ে যাচ্ছে। ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। তারই মাঝে বিদ্যুৎ বিভ্রাট আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাত থেকে আজ সারাদিন কারেন্ট ছিল না। এজন্য অবশ্য বিপাকে পড়ে যায়। ফোনে চার্জও ছিল না। যায়হোক, চলে এলাম আপনাদের সাথে একটি নাটক রিভিউ শেয়ার করতে। ঈদেই নাটকটি রিলিজ হয়েছিল। মিফতা আনানের পরিচালনায় নির্মিত নাটক এটি। নাটকের নাম হচ্ছে এক জনমে। রোমান্টিক ধাচের একটি নাটক। নাম শুনেই হয়তে বুঝতে পারছেন। যায়হোক, আশা করি নাটকের রিভিউটি আপনাদের কাছে ভালো লাগবে।

WhatsApp Image 2022-05-21 at 6.26.44 PM.jpeg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামএক জনমে ।
গল্প ও পরিচালকমোহাম্মাদ মিফতাহ আনান ।
প্রযোজকহারিস মোহাম্মদ ।
অভিনয়েফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, পাপরি পায়েল, শাহবাজ সানি, সজিব সরকারসহ আরও অনেকে। ।
দৈর্ঘ্য৪৮ মিনিট ৫১ সেকেন্ড ।
মুক্তির তারিখ১১ই মে, ২০২২ ইং
ধরনকাল্পনিক , রোমান্টিক ।
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ

মূল চরিত্রেঃ-

রকি→ ফারহান আহমেদ জোভান ।
রিধি→ কেয়া পায়েল ।


কাহিনী সারসংক্ষেপ


image.png

নাটকের শুরুতে দেখা যায় রকি নামের একটি ছেলের বিরুদ্ধে র‍্যাগিং করার জন্য নোটিশ আসছে। এজন্য রকিকে প্রিন্সিপাল স্যার ডেকেছে তারঁ সাথে দেখা করার জন্য। গিয়ে দেখে রকি যাদের সাথে র‍্যাগিং করেছে তারা সবাই প্রিন্সিপাল স্যারের রুমে উপস্থিত। প্রিন্সিপাল স্যার রকিকে বলে সবার কাছে ক্ষমা চাওয়ার জন্য। রকি প্রিন্সিপাল স্যারের কথা মতো সবার কাছে ক্ষমা চাই। ।

image.png

ঠিক পরেরদিন আবার রকি তার দুই সহপাঠীকে নিয়ে কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে র‍্যাগিং এর মাধ্যমে চাঁদা সংগ্রহ করে। রকির সহপাঠী বন্ধু যে মেয়েকে ভালো লাগে তাকে নাম্বার দিতে বলে। ঠিক তখনই আসে রিধি নামের মেয়েটি। মেয়েটি সহজ-সরল । সানি এবং রকির দুজনেরই কাছে রিধিকে ভালো লেগে যায়। কিন্তু রকি রিধিকে ভালোবেসে ফেলে। রিধিকে র‍্যাগিং হিসেবে বলে একশজন ছেলেকে প্রপোজ করার জন্য। প্রপোজ করার পাশাপশি ছবি তুলে দেয়ার জন্য। তো প্রপোজ করা শুরু করা রিধি। তখন কলেজে একজন বখাটে ছেলে সজিবের কাছে প্রপোজ করে, সজিব প্রপোজ পেয়ে অবাক হয়ে যায়। কারন এরকম একটা ছেলে কে-ই বা প্রপোজ করবে! সজিব রিধির হাত ধরে টানাটানি করে আর ছবি যখন রকির ফোনে আসে তখন তাড়াতাড়ি এসে সজিবের হাত থেকে রিধির হাত সরায় নেই। তারপর রিধির একশতম প্রপোজ রকির মাধ্যমে শেষ হয়। রকি মন থেকেই ভালোবেসে ফেলে রিধিকে। কিন্তু রিধি তা তখনও বুঝতে পারেনি।

image.png

পরেরদিন রকি রিধিকে বলে বাসা থেকে খাবার নিয়ে আসার জন্য। কিন্তু রিধি রান্না করতে পারেনা। পরে ভয়ে রকির জন্য রান্না করে নিসে আসে। কিন্তুু যা রান্না করে নিয়ে আসে তা খাওয়ার মতো ছিল না। কারণ লবণের পরিমাণ অনেক বেশি ছিল। এদিকে রকিকে এভাবে খাওয়াই দেয় তা সজিব দেখে। তারপর সজিব রিধির সাথে খারাপ আচরণ করতে থাকে। এক পর্যায়ে রকি সজিবকে এসে মাইর দেয়। রিধি তা সহ্য করতে না পেরে বলে ঝগড়া থামাইতে। তখন রিধি বলে এসব করতেছে কেন? রকি বলে তখন তার মনের কথা যে সে রিধিকে ভালোবাসে। এতোদিন যা করেছে তা রিধির ভালোবাসা পাওয়ার জন্য। রিধি তখন বাসায় চলে যায়। রকির বন্ধু সানি রিধিকে বাসা পর্যন্ত আগায় দিয়ে আসে।

image.png

এদিকে রিধিও রকিকে ভালোবেসে ফেলে। রিধি আর রকি সারাক্ষণ কলেজে খুনসুটিতে মেতে থাকে। তখন তাদেরকে নিয়ে একটা অশালীন ভিডিও ভাইরাল হয়ে পড়ে। রিধি তখন কান্নাকাটি শুরু করে দেয়। বাসায় ব্যাপারটা জানা জানি হয়ে যায়। রিধির মা বাবা রিধিকে আরেক ছেলের সাথে বিয়ে দিতে চাই। তখন রকি ও রিধি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে রিধি আর রকি বাসা থেকে পালিয়ে যায়। তখন রিধিকে একটি ছাত্রী হোস্টলে থাকতে বলে আর রকি তার বন্ধুর সাথে একটি রুমে থাকতে থাকে। তাদের দুজনের ভালোবাসা দিনকে দিন বাড়তে থাকে। তারপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দুই বন্ধুর সহায়তায় তারা দুজন বিয়ে করে ফেলে। রকি টিউশন করিয়ে কিছু টাকা জমিয়েছিল সে টাকা দিয়ে তারা একটি নতুন বাসায় উঠে। আর এভাবেই তাদের সংসার চলতে থাকে। তারপর তাদের ঘরে আসে নতুন মুখ। তাদের সন্তানের মুখ দেখেই কষ্ট দূর হয়ে যায়। আর এভাবেই একজনমের একটি ভালোবাসা গল্পের সমাপ্তি ঘটে।

শিক্ষনীয় দিক

নাটকটি রোমান্টিক টাইপের হলেও কিছুশিক্ষণীয় ব্যাপার ছিল। আসলে এক জনমে বেচেঁ থাকতে হলে এতো কিছুর দরকার হয়না। শুধু প্রয়োজন হয় একজোড়া হাত ভরসা রাখার মত। যাকে নিঃসন্দেহে ভরাস রেখে আজীবন কাটিয়ে দেয়া যাবে। ভালোবাসা সুন্দর যদি সেটা হয় সঠিক মানুষের সাথে।


ব্যক্তিগত মতামত


আমার কাছে ব্যক্তিগতভাবে নাটকটি ভালোই লেগেছে। নাটকের কাহিনীটা কাল্পনিক হলেও জুভান বরাবরই রোমান্টিক নাটকের জন্য ভালো অভিনয় করে আসতেছে। আর কেয়া পায়েলও ভালো অভিনয় করে আসছে। যারা একটু রোমান্টিক টাইপের মানুষ আশা করি নাটকটটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে।

ব্যক্তিগত রেটিং


৭.৫/১০





নাটকটির লিংক


সবগুলো ছবির স্ক্রিনশট এখান থেকে নেয়া


আশা করি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে। নাটকটি দেখে না থাকলে লিংকে প্রবেশ করে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ নাটকের রিভিউটি পড়ার জন্য। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।



10% beneficiary for @shyfox❤️



ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

আপনার নাটকের রিভিউ দেখে ভীষণ ভালো লেগেছে ভাই। জোভানের নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। আপনি খুব চমৎকারভাবে এই নাটকের রিভিউটি করেছেন। দেখে মনে হচ্ছে খুবই সুন্দর একটি নাটক। সময় করে দেখার চেষ্টা করব ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য এর মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য

 2 years ago 

জোভানের নাটক আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। এরকম রোমান্টিক নাটক হলে তো কথাই নেই। খুবই ভালো লাগলো নাটকটির কাহিনি পড়ে। আমি অবশ্যই সময় করে নাটকটি দেখবো। ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই নাটকের রিভিউটি পড়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

অসাধারণ ছিল এক জনমে নাটকের রিভিউ। ভাইয়া খুবই ভালো একটা নাটক আমাদের মাঝে উপস্থাপন করেছে। যদিও নাটক তেমন একটা দেখা হয় না। তবে ওয়ার্ল্ডের মধ্যে আমাদের দেশের নাটক খুবই বিখ্যাত সেটা জানি। এবং যদিও মাঝের মধ্যে দেখা হয় তবে এতটা মন দিয়ে দেখা হয় না। আপনার মতামত এবং আপনার ভাললাগা সত্যিই অসাধারণ ছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

জোভানের নাটক খুবই জনপ্রিয়। আপনি এই নাটকটির শেয়ার করেছেন এটি এখনও আমার দেখা হয়নি। আমি মাঝেমাঝে জোভান ও পায়েলের নাটক দেখি। তারা খুবই ভাল একটি জুটি। আপনার নাটকটির কাহিনী বেশ ভালই লেগেছে সুযোগ পেলে দেখে নেব।

 2 years ago 

জি আপু নাটকটি উপভোগ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

নাটকটি এর আগে দেখা হয়নি, তবে আপনার রিভিউ এর মাধ্যমে খুব শীঘ্রই দেখার ইচ্ছা পোষন করছি। কেননা আপনি খুব সুন্দর ভাবে রিভিউটি আমাদের সাথে তুলে ধরেছেন। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 2 years ago 

জি ভাইয়া ভালো লাগলো জেনে। আপনি উপভোগ করতে পারবেন আশা করি। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

জোভানের নাটক আমি একটু খুব কম দেখি। আমার কাছে কেমন জানি লাগে। তবে আপনার নাটকের রিভিউ আমার কাছে ভালো লেগেছে ভাই অনেক। খুব সুন্দর করে বর্ণনা করেছেন আপনি সবকিছু। যা দেখে বেশ ভালই লাগলো আমার কাছে। কারণ আপনি খুব সুন্দর করে সবকিছু উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য এর মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। যদিও এখন পর্যন্ত এই নাটক দেখা হয়নি তবে আপনার নাটকটি দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই নাটকটি দেখতে হয়। সংক্ষিপ্ত আকারে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি নাটকে রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।

আসলে এক জনমে বেচেঁ থাকতে হলে এতো কিছুর দরকার হয়না। শুধু প্রয়োজন হয় একজোড়া হাত ভরসা রাখার মত।

এই নাটকের কনসেপ্টে আমার কাছে অনেক ভালো লেগেছে। কেননা ভালবাসার ক্ষমতায় এতটাই বেশি যা মানুষকে একত্রিত ভাবে রাখতে পারে অনায়াসে। তাদের ওপর নির্ভর করে কাটিয়ে দেয়া যায় জীবনের সবটুকু সময়।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। যার প্রতি বিশ্বাস আছে তার সাথে আজীবন কাটিয়ে দেয়া যায়

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69774.83
ETH 3620.03
USDT 1.00
SBD 3.72