আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা। My recipe post Review
|
---|
শুভ দুপুর #amarbanglablog পরিবার 🌄। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আশাকরি সবাই খুব ভালো আছেন, আমি আসলে দম ফেলার ফুরসত পাচ্ছিনা। আজ গায়ে হলুদের অনুষ্ঠান রয়েছে সন্ধ্যায়। সকাল থেকে ভীষণ ছুটাছুটি করছি এবং সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়ে এসেছি। একটু পরেই গায়ে হলুদের জন্য ঘর সাজানো শুরু করবো। যাক এক ফাঁকে পোস্ট লিখতে এলাম। 😊
আজ আবারো আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি।
রুই মাছের স্বাদে কাঁচা কলা রান্না|| স্বাদের সাথে পুষ্টি জরুরি 😋
কাঁচা কলা আমার ভীষণ পছন্দের একটি সবজি। বিভিন্ন মাছের সাথে মাঝে মাঝেই খাওয়া হয়। তবে যেভাবেই এই কলা রান্না করা হোক না কেন অসাধারণ লাগে খেতে। রুই মাছের সাথে সেদিন খেতে অসাধারণ লেগেছে। আমি চেষ্টা করেছি চমৎকার উপস্থাপনার মাধ্যমে রেসিপিটি পরিবেশন করতে। আপনি চাইলে দেখে আসতে পারেন পোস্টটি।
কচুর ছড়া এবং কাঁঠালের বিচির স্বাদে ছোট ইলিশ মাছ রান্না || পেট চুক্তি খাওয়া দাওয়া 😋
এই পোস্টে কচুর ছড়া এবং কাঁঠালের বিচি দিয়ে ছোট ইলিশ মাছ রান্না করে উপস্থাপন করেছিলাম। এই তরকারিটির স্বাদের তুলনা হয়না। বেশ তৃপ্তি সহকারে খেয়েছিলাম। ছোট ইলিশ মাছের ঘ্রাণ এবং স্বাদ দুটোই অটুট থাকে বলে খেতে দারুন। ঘুরে আসুন চমৎকার পোস্টটি, আর দেখে আসুন কিভাবে রান্না করলাম স্বাদের তরকারিটা।
বেগুন এবং লইট্টা শুঁটকি দিয়ে ডাটা রান্না রেসিপি।
শুঁটকি মাছ আমার প্রিয় এবং এর পুষ্টিগুণ অনেক। বেগুন দিয়ে শুঁটকি মাছ খায়নি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আমি কিন্তু এরকম তরকারি দিয়ে তৃপ্তি সহকারে খেতে পারি। কেউ যদি এরকম স্বাদের তরকারি রান্না করতে চান তাহলে ঘুরে আসতে পারেন এই চমৎকার পোস্টটি।
বেগুন 🍆 দিয়ে ছুড়ি শুঁটকি ভুনা 😋
এটি আরো একটি শুঁটকি রান্নার রেসিপি। ছুড়ি শুঁটকি ভর্তা কিংবা রান্না, সব রকম রান্না করেই খেতে ভালো লাগে। এখানে বেগুন দিয়ে রান্না করলাম আর বেশ তৃপ্তি সহকারে খেলাম। লোভনীয় তরকারি রান্নার রেসিপি ঘুরে আসতে পারেন।
চিংড়ি শুঁটকি 🍤 দিয়ে পুঁই শাকের সুস্বাদু রেসিপি || স্বাদটাই আলাদা 😋
আহা এটা সুস্বাদু একটি খাবার। এই তরকারিটির স্বাদের কোন তুলনা হয় না। অনেক পুঁইশাক এলার্জি জনিত সমস্যার কারনে খেতে পারেন না। তবে আমার এলার্জি থাকলেও দিব্যি খেয়ে ফেলি 😋 পুঁইশাক আর চিংড়ি মাছ দূরদান্ত একটি কম্বিনেশন আর খেতেও দারুন। চাইলে ঘুরে আসতে পারেন সুস্বাদু খাবারের রেসিপিটি থেকে।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা সবসময়ই করি আপনাদের ভালো কিছু উপহার দিতে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।
"Please support Bangla Witness"
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
আপনার রেসিপি গুলো এর আগে দেখা হয়নি। আজ সব একসাথে দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। সবগুলো রেসিপি খুবই সুস্বাদু মনে হচ্ছে। তবে আমার কাছে কাঁচা কলা রান্নার রেসিপি। কচুর ছড়া এবং কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপি ভালো লেগেছে। সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আপনার রেসিপি পোস্টগুলো দুর্দান্ত ছিল ভাইয়া।আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা। আপনার পোস্টগুলো আবারও পুনরায় দেখতে পেয়ে অনেক খুশি হলাম। সব পোস্টগুলো অনেক সুন্দর ছিল তার ভিতরে। চিংড়ি শুটকি দিয়ে পুঁইশাকের রেসিপিটা অসাধারণ ছিল।
অনেক ধন্যবাদ ভাই। চিংড়ি শুটকি দিয়ে পুঁইশাকের তরকারিটি আমার দারুন লেগেছে খেতে।
আপনার রেসিপি পোস্টের সংগ্রহশালা দেখে ভালো লাগলো। বিশেষ করে শুটকি মাছের রেসিপি যেটা আমাদের দিকে খাওয়ার প্রচলন নেই এবং পাওয়া যায় না অনেক ভালো লেগেছে আর রেসিপিগুলো।
ভাইয়া আপনি প্রতিনিয়ত ইউনিক রেসিপি পোস্ট শেয়ার করেন। আপনার প্রতিটা রেসিপি পোস্ট আমার কাছে ইউনিক লেগেছে। হয়তো সবগুলো দেখা হয়নি কিন্তু আজ সংগ্রহশালায় সবগুলো একসাথে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল যাতে সামনে আরো ইউনিক রেসিপি পোস্ট শেয়ার করতে পারেন।
https://twitter.com/emranhasan1989/status/1654412639114772480?t=Vfu4qZLP_5cgr7vIu0Z4fw&s=19
বাহ ভাইয়া একসাথে আপনার তৈরি করা অনেক গুলো রেসিপি আজ দেখতে পেলাম। প্রতিটি রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে। আমি আপনার বেশ কিছু রেসিপি দেখতে পারিনি আজ আবার নতুন করে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।
তাহলে তো আপনি অনেক ব্যস্ত আছেন গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে। আশা করি সবকিছু ভালোমতো সামলিয়ে নিতে পারবেন সেই কামনা করছি। এত ব্যস্ততার মাঝেও অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন সংগ্রহশালা পোস্ট। আপনার রেসিপি পোস্টের সংগ্রহশালা পোস্ট মানে তো রেসিপির সমাহার। কোনটা বাদ দিয়ে কোনটাকে প্রশংসা করব সেটা বুঝতে পারতেছি না। প্রতিটি রেসিপি এত লোভনীয় ছিল অনেক ভালো লেগেছে। সংগ্রহশালা পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনার রেসিপি পোস্টের সংগ্রহ শালা দেখে খুব ভালো লাগলো। যদিও আগে দেখেছি রেসিপিগুলো।তবে আজ একসাথে বেশকিছু রেসিপি দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।