সাপ্তাহিক পোস্টগুলোর রিভিউ "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

প্রিয়,

আমার বাংলা ব্লগবাসী


আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।


এরই ধারাবাহিকতায় আজকে আমি আমার তৈরি করা রিভিউ পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এ সাপ্তাহের পোস্টগুলো নিয়ে আমার রিভিউ পোস্টটি সাজানো থাকছে।

সপ্তাহের প্রথম পোষ্ট

received_1118364199015999.jpeg

প্রথম পোস্টের লিংক

এ সপ্তাহে আমার প্রথম পোস্টে আমি একটি ক্রাফট সম্পন্ন করেছিলাম।আমার ক্রাফট পোস্টটি ছিল রঙিন কাগজ দিয়ে ব্যাঙের ছাতা তৈরি।আমি সচরাচর প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ক্রাফট পোস্ট রাখার জন্য। তারই ধারাবাহিকতায় প্রথম পোস্টে আমি ক্রাফট দিয়ে শুরু করেছিলাম। উপরে দেওয়া লিংকে ভিজিট করে পোস্টটি দেখে আসবেন।

সপ্তাহের দ্বিতীয় পোষ্ট

IMG-20220409-WA0007.jpgIMG-20220409-WA0003.jpg

দ্বিতীয় পোস্টের লিংক

আমার এ সপ্তাহের দ্বিতীয় পোষ্ট ছিল ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে আমি বেশ ভালোবাসি।যার ফলে কোথাও ঘুরতে গেলে ফটোগ্রাফি করে থাকি। রোজার শুরুতে সবজি সহ আরো কিছু খাবার-দাবার কেনাকাটা করার জন্য রংপুরের পার্ক রোড এর পাশের একটি বাজারে যাই। সে বাজার থেকে ফটোগ্রাফিগুলো সম্পন্ন করেছি। বাজার করার সেই ফটোগ্রাফিগুলো পর্ব আকারে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম।উপরের দেয়া লিংকে ভিজিট করে পোস্টটি দেখে আসবেন।

সপ্তাহের তৃতীয় পোষ্ট

তৃতীয় পোস্টের লিংক

সপ্তাহের তৃতীয় পোস্টটি ছিল গান কভার এর পোস্ট। ঈদের কেনাকাটায় এবং বিভিন্ন সময়ে ইফতার মাহফিল নিয়ে ব্যস্ত থাকার কারণে পুরনো একটি গান কভার করেছিলাম। গানটি ছিল "আসমানে যাইও নারে বন্ধু"। আশা করি এই গানটি আপনাদের ভালো লেগেছিল। উপরের দেওয়া লিঙ্ক থেকে ভিজিট করে কভার করা গানটি শুনে আসতে পারেন।

সপ্তাহের চতুর্থ পোষ্ট

received_7153580397987130.jpeg

চতুর্থ পোস্টের লিংক

সপ্তাহের চতুর্থ পোস্ট ছিল একটি আর্ট পোস্ট। আমি মাঝে মাঝে অবসর সময় পেলে চেষ্টা করি আর্ট করার জন্য। যার ফলে সাপ্তাহিক পোস্ট গুলোর মধ্যে একটি আর্ট পোস্টও রাখার চেষ্টা করি। আর আমার বেশিরভাগ আট পোস্ট গুলো সাধারণত পেন্সিল স্কেচ হয়। উপরের দেয়া লিংকে ভিজিট করে পোস্টটি দেখে আসতে পারেন।

সপ্তাহের পঞ্চম পোষ্ট

IMG20220411211633.jpg

পঞ্চম পোস্টের লিংক

সপ্তাহের পঞ্চম পোস্টটি ছিল একটি রেসিপি পোষ্ট। আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার শেয়ার করা পোস্ট গুলোর মধ্যে ভ্যারিয়েশন আনার জন্য। আর শেয়ার করা পোস্টগুলোতে ভেরিয়েশন আনতে গিয়ে আলু-করলা মিক্সড ভাজি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর ঐদিন অবশ্য আমার শরীর ভীষণ ব্যথা করছিল।আর এজন্যই করলা দিয়ে বানানো এই রেসিপিটি খাওয়া।

সপ্তাহের ষষ্ঠ পোষ্ট

received_352332136751049.jpegreceived_499899325067173.jpeg
received_640807007171423.jpegreceived_617452192655733.jpeg

ষষ্ঠ পোস্টের লিংক

গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করেছিলাম সপ্তাহের ষষ্ঠ দিনে। নিজের কিছু স্টাইলিশ ফটোশুট নিয়েই পোস্টটি সাজানো ছিল।জানিনা পোস্টটি আপনাদের কাছ থেকে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে পোস্টটি করে আমার বেশ ভালই লেগেছিল। কারন সবার আগে নিজেকে ভালোবাসা উচিত। নিজেই যদি নিজেকে মূল্যায়ন করতে না পারি, তাহলে তো আর মানুষের কাছে সঠিক মূল্যায়ন পাওয়া যায় না।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপনার পুরো সপ্তাহের পোস্ট গুলি একসাথে দেখতে পেয়ে আবারও ভালো লাগলো। বিশেষ করে আমার কাছে রঙিন কাগজের তৈরি ব্যাঙের ছাতার ক্রাফট পোস্ট বেশ ভালো লেগেছে। আপনি প্রতি সপ্তাহে একটি করে ক্রাপ্ট পোস্ট রাখেন জেনে ভালো লাগলো। আমাদের মাঝে এই রিভিউ পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ব্যাঙের ছাতা তৈরি করার এই পোস্টটি দেখছি সবারই অনেক পছন্দ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার সাপ্তাহিক পোস্টগুলোর রিভিউ দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

ফর রিভিউ পোস্ট সহ যাবতীয় সকল পোস্ট আমি এরকম সাজানো-গোছানো ভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার সাপ্তাহিক পোস্ট রিভিউ দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। প্রতিটি পোস্ট দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে প্রথম পোস্ট অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সবগুলো পোষ্ট একসাথে করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

প্রথম পোষ্ট অর্থাৎ ব্যাঙের ছাতার ক্রাফটি সবার অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

বরাবরই আপনি খুব সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে তুলে ধরেন এ সপ্তাহের পোস্টগুলা চমকপ্রদক ছিল বিশেষ করে রঙিন পেপার দিয়ে মাশরুম প্রস্তুত করা এই পোস্টটি সবথেকে বেশি ভাল লেগেছিল আমার কাছে

 3 years ago 

রঙিন পেপার দিয়ে মাশরুম তৈরি দেখছি সবাই পছন্দ করছে। আর সুন্দর এই পোস্টটিতে ভোট পড়েনি। ধন্যবাদ ভাই।

 3 years ago 

এই সপ্তাহে করা আপনার করা পোস্ট এর রিভিউ অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। আপনি খুবই দক্ষতার সাথে এই পোস্টগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো আপনার পোস্ট এর রিভিউ। আমাদের মাঝে আনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রিভিউ পোস্টগুলো আপনাদের ভাল লাগলে আমি এই ধরনের পোস্ট শেয়ার করার জন্য অনুপ্রেরণা পাই। ভালো লাগার বিষয়টি জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই সত্যি বলতে আপনার একটা পোস্টও আমি গত সপ্তাহে দেখতে পারিনি সেই জন্য কমেন্ট করা হয়নি তবে আপনার আজকে রিভিউ পোস্ট এর মাধ্যমে সবগুলো পোস্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনার গত সপ্তাহের পোস্ট গুলোর মধ্যে রঙিন কাগজ দিয়ে বানানো ক্রাপটটি খুবই চমৎকার হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে গত সপ্তাহে পোষ্টগুলো রিভিউ আকারে শেয়ার করার জন্য

 3 years ago 

রিভিউ পোস্ট এর এই সুবিধাটা আমাকে সব সময় রিভিউ পোস্ট করার জন্য আগ্রহী করে তোলে। একটি পোষ্টের মাধ্যমে অনেকগুলো পোস্ট দেখা সম্ভব হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রিভিউ পোস্ট দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার সবগুলো রিভিউ পোস্ট আমার পছন্দ হয়েছে। করলা ভাজি গুলো দেখতে খুবই তরতাজা মনে হচ্ছে। এক কথায় সব মিলিয়ে অসাধার। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

করলা ভাজি রেসিপি টা মূলত শরীরে প্রচন্ড ব্যথা হওয়ার কারণে খাওয়া। সবগুলো পোষ্ট সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম।ধন্যবাদ আপু।

 3 years ago 

পুরো সপ্তাহের পোস্টগুলো রিভিউ আকারে দেওয়ার কারণে আমরা আবার আপনার পোস্টগুলো দেখতে পারলাম। বিশেষ করে সর্বপ্রথম পোস্ট টি ইউনিক ছিল। আমি এর আগেও এটি দেখেছিলাম। সপ্তাহের পোস্ট এর রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সর্বপ্রথম পোস্টটি ইউটিউব দেখে ইউনিক ভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি।সকলের প্রশংসা শুনে বেশ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার করা সাপ্তাহিক পোস্টের রিভিউ দেখে অনেক ভালো লাগলো ভাই। যদিও এর মধ্যে প্রায় সবগুলো পোস্ট আমি এর আগে দেখেছি।আপনার করা ক্রাফটের কাজ গুলো আমার কাছে বেশ ভালো।বিশেষ করে আপনার নিজের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ ভাই আপনাকে এই রকম সবগুলো পোস্ট এর রিভিউ আমাদের সামনে তুলে ধরার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সবগুলো পোস্ট দেখার পাশাপাশি রিভিউ পোষ্টটি দেখেছেন জেনে খুব ভালো লাগলো।এরকম ভাবে সব সময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সাপ্তাহিক পোস্ট গুলো একসাথে দেখতে পেয়ে খুব ভালো লাগলো আমার কাছে সবথেকে মাশরুমের ছবিগুলো ভালো লেগেছে মানে কাগজ দিয়ে মাশরুম বানানো। আপনি আপনার প্রতিটি পোস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর পোস্ট একসাথে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মাশরুম বানানোর পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99331.95
ETH 3298.98
USDT 1.00
SBD 3.05