# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ব্যাঙের ছাতা তৈরী) "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

প্রিয়,

আমার বাংলা ব্লগবাসী


আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।


এরই ধারাবাহিকতায় আজকে আমি আমার তৈরি করা ক্রাফট পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার ক্রাফট পোষ্টের টপিক হলো রঙিন কাগজ দিয়ে ব্যাঙের ছাতা তৈরী।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ব্যাঙের ছাতার ছবি শুরুতে দেখানো হলো:


received_1118364199015999.jpeg

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png

প্রয়োজনীয় উপকরণ:


  • রঙিন কাগজ।
  • মোটা কাগজ।
  • আঠা।
  • কাচি।
  • সুতা।

প্রথম ধাপ:


received_282986164000759.jpegreceived_657287442006860.jpeg

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png

প্রথমে একটি মোটা কাগজকে গোল করে মুড়িয়ে নিয়েছিলাম।

দ্বিতীয় ধাপ:


received_514548756787019.jpegreceived_1374319306346593.jpeg
received_293302049634441.jpeg

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png

এ পর্যায়ে মোটা কাগজটিকে রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম।

তৃতীয় ধাপ:


received_1397816084020079.jpegreceived_521075496311122.jpeg

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png

এ পর্যায়ে কিছু রঙিন কাগজ নিয়ে সেগুলোকে থানকুনি পাতা ও ব্যাঙের ছাতার আকৃতিতে কেটে নিয়েছিলাম ।

চতুর্থ ধাপ:


received_1084520912097092.jpeg

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png

এই পর্যায়ে রঙিন কাগজ মুড়িয়ে কয়েকটি দন্ড তৈরী করে নিয়েছিলাম।

পঞ্চম ধাপ:


received_504949817848910.jpegreceived_468289308379264.jpeg

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png

এই পর্যায়ে সবুজ দন্ডগুলোকে সবুজ থানকুনি পাতার সাথে সংযুক্ত করে নিয়েছিলাম।

ষষ্ঠ ধাপ:


received_1011199162828988.jpegreceived_1153920808771219.jpeg

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png

এই পর্যায়ে সাদা দন্ডগুলো কে সাদা কোনাকার কাগজ গুলোর সাথে সংযুক্ত করেছিলাম।

সপ্তম ধাপ:


received_525368968973561.jpegreceived_321270823432559.jpeg

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png

এ পর্যায়ে তৈরীকৃত পাতা ও ব্যাঙের ছাতার আকৃতির দন্ড গুলোকে পূর্বে তৈরীকৃত গোলাকার ঝুড়িতে বসিয়ে দিয়েছিলাম।

অষ্টম ধাপ:


received_273861551617836.jpeg

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png

এ পর্যায়ে কিছু ব্যাঙের ছাতার উপর জলরং দিয়ে রং করে নিয়েছিলাম।

নবম ধাপ:


received_1118364199015999.jpeg

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png

চূড়ান্ত পর্যায়ে অর্নামেন্টাল ব্যাঙের ছাতা তৈরী হল।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আমি আমার রঙিন কাগজের ক্রাফটি সম্পন্ন করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন আমাদের সবারই পোস্ট ভেরিয়েশন আনাটা খুবই জরুরী তা না হলে একঘেয়ে হয়ে যায় ।আপনি আজকে যে ব্যাঙের ছাতাটি তৈরি করেছেন সত্যিই আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি এত সুন্দর লাগছে ব্যাঙের ছাতা। একেবারে সত্যি সত্যি ব্যাঙের ছাতা মনে হচ্ছে একেবারে নিখুঁত করে আপনি তৈরি করেছেন আসলেই অনেক ভালো হয়েছে।

 2 years ago 

একঘেয়েমি দূর করার জন্য আমাদের সকলের উচিত প্রতি সপ্তাহের ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার প্রতি আগ্রহী হয়ে ওঠা। পোস্টটা আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে পার্সোনালি রঙিন কাগজ দিয়ে ব্যাঙের ছাতা বানানোর আইডিয়া টা ভালো লেগেছে ।আপনার প্রতিটা ধাপের শুরুতে যে ডিজাইন দিয়েছেন সেটি অনেক সুন্দর ।ভবিষ্যতে আরও এরকম ক্রিয়েটিভ পোস্ট আমার বাংলা ব্লগের দিয়ে এই কমিটিউনিটি কে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি

 2 years ago 

আমার বাংলা ব্লগ এর সকল মেম্বারদের সুন্দর সুন্দর এবং ক্রিয়েটিভ পোস্টগুলো আমাদের কমিউনিটিকে সমৃদ্ধ করবে। আমার বানানো ক্রাফটের আইডিয়াটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ব্যাঙের ছাতা টি সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া ।আমার কাছে তো বেশ ভালো লেগেছে ।অসাধারণ একটি কাজ আপনি করে দেখিয়েছেন ।এটি করতে আপনার প্রচুর সময় ও ধৈর্য্যের প্রয়োজন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ।তার পরেও অবশেষে এটি যখন সম্পন্ন হয়েছে তখন খুবই সুন্দর দেখাচ্ছে ।দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত বেশ সুন্দর করে আমাদের সামনে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর এবং প্রশংসা মূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন আপু। পরবর্তী সময়ে আরও সুন্দর সুন্দর ক্রাফট আপনাদের মাঝে উপহার দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ব্যাঙের ছাতা দেখতে অসাধারণ লাগছে। দেখতে একদম ই অরজিনাল ব্যাঙের ছাতা মনে হচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর এবং নিখুঁত ভাবে ব্যাঙের ছাতা তৈরি করার চেষ্টা করেছি। আপনার সুন্দর মন্তব্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি প্রথমত ভাবলাম আপনি এটা কিনে এনেছেন তারপর দেখছি আপনি নিজেই তৈরি করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে ব্যাঙের ছাতা। সত্যিটা দুর্দান্ত ছিল। এই কাজটির জন্য আপনার প্রশংসার দাবিদার। দারুণ দক্ষতায় কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ছবিতে দেখে এরকম অসাধারণ মনে হচ্ছে। তবে বাস্তবে ক্রাফটি খুবই সাধারণ এবং সিম্পল ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ব্যাঙের ছাতা তৈরি দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আসলে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি খুবই সুন্দর ভাবে এই ব্যাঙের ছাতা তৈরি করেছেন।

 2 years ago 

ক্রাফট আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। আমি সব সময় রঙিন কাগজের এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে ব্যাঙের ছাতা তৈরি করেছেন।
সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ক্রাফট সুন্দরভাবে সম্পন্ন করা এবং ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করা এই দুটো মিলিয়ে মূলত ক্রাফট পোষ্টের সৌন্দর্য নির্ভর করে। দুটি আপনার কাছে যে ভালো লেগেছে তা শুনে খুব খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটি সত্যিই অনেক ইউনিক ছিল। আমার কাছে অসাধারণ লেগেছে আপনার এই আইডিয়া টা। এতো আইডিয়া যে কোথায় পান আপনারা। আপনার অনেক দক্ষতা রয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ইউটিউবে আমার অনেক সুন্দর সুন্দর ক্রাফট বানানোর পদ্ধতি দেয়া আছে আপু। ইউটিউব দেখেই মূলত আইডিয়াটি পেয়েছিলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমিও ভাইয়া আপনার মত পোস্টে ভেরিয়েশন আনার জন্য কখনো ডাই, কখনো ফটোগ্রাফি, কখনো রেসিপি, কখনো আর্ট পোস্ট করি। আপনার আজকের ব্যাঙের ছাতা তৈরি টি খুবই চমৎকার হয়েছে। এটি শোপিস হিসেবে সাজিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগবে । খুব ভাল লেগেছে আপনার ডাইটি আমার কাছে।

 2 years ago 

আমাদের সম্পন্ন করা প্রতিদিনের পোস্টে ভেরিয়েশন আনা দরকার। এতে করে আপনাদের পোষ্ট গুলো পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। ঠিক বলেছেন আপু ব্যাঙের ছাতা টি শোপিস হিসেবে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ব্যাঙের ছাতা তৈরি করেছেন। আসলে এই আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর আইডিয়াটা কিন্তু একদমই নতুন। খুব সুন্দর লাগছে

 2 years ago 

সবার কাছেই একাত্তরের আইডিয়াটা অনেক ভালো লাগছে। ভালোলাগার বিষয়ে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 59036.72
ETH 2970.23
USDT 1.00
SBD 3.73