আমার করা ৬ উপন্যাসের রিভিউ এক সাথে (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ2 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি আপনাদের সাথে আমার পূর্বের কিছু বুক রিভিউ একসাথে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার করা উপন্যাসের রিভিউগুলো পড়েননি তারা আজ একসাথে সবগুলো পড়তে পারবেন।
20220211_232006.jpg

siam,.png

বই পড়া অভ্যাস আমার সেই ছোটবেলা থেকেই। আমি এযাবত কালে অনেক উপন্যাস, নাটক পড়েছি। ক্লাস সেভেন- এইট থেকেই আমার উপন্যাস পড়ার অভ্যাস। উপন্যাস এমন একটি সাহিত্য যা আপনাকে সব সময় কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করবে। অন্যদিকে আপনি যদি প্রবন্ধ পড়াশোনা করেন তাহলে আপনার চিন্তা শক্তি বাড়বে আপনি যুক্তিশীল হবেন। আপনি যত বেশি বই পড়বেন আপনার জ্ঞানের চর্চা ও শব্দভাণ্ডার ততো মজবুত হবে। অনেক সময় দেখা যায় কেউ বক্তৃতা দিতে গেলে দ শব্দ খুঁজে পায়না। সঠিক জায়গায় সঠিক শব্দ চয়ন এবং নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে কিছু রুচিশীল গ্রহণযোগ্য শব্দচয়ন খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি যদি সাহিত্য চর্চা করেন তাহলে দেখবেন আপনার ভেতরে এমন কিছু শব্দ গেঁথে যাবে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আপনি যত বই পড়বেন আপনি তত সমৃদ্ধ হবেন। আমাদের সবার বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত।

সাতকাহন
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svB!ACH815xqqAkn3JUfZ3wi4TgHRLpVJCr8Kt3uQzAP4KsskJ8VdYzS9q8eAybK9BfS966Aj5dF8J5htAUGfhuMMLFJXERCmc6cn.jpeg

siam,.png

  • *
    সমরেশ মজুমদারের যতগুলো উপন্যাস আমি পড়েছি তার মধ্যে উত্তরাধিকার, গর্ভধারিনী, সাতকাহন। এখানে সাতকাহন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। কেননা এখানে দীপাবলি নামে একটি মেয়েকে সৃষ্টি করা হয়েছে। যে কিনা সমাজের একজন সত্যিকারের মেয়ে হিসেবে কিভাবে বেড়ে উঠতে হয় তা আমাদের দেখিয়েছে। সমাজের কুসংস্কার বাধা-বিপত্তিকে পাশ কাটিয়ে একজন নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেই লড়াইয়ে দীপাবলি ছিলেন এক অগ্রপথিক। দীপাবলি একটি মেয়ে যে তার ১১ বছর বয়সে বিয়ে হয়েছিল বিয়ের পরের দিন স্বামী মারা যায়। 11 বছর একটি মেয়ের শুরু হয় বিধবা জীবন। সেই থেকে শুরু হয় তার জীবনের সংগ্রামে নতুন পথ চলা। এই পথে চলতে তার সামনে আসে হাজার বাধা। উপন্যাসটি পড়লে আপনারা সমাজে একটি মেয়ে কতটা অসহায় থাকে এবং তাকে কতটা বাধার সম্মুখীন হতে হয় তা জানতে পারবেন।লিংক
দিবারাত্রির কাব্য
3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqUQ3MmqLAJnYgdFsZxKbp7CVqCWRbSkN7JDVXqTz66QRHN1kkjfF8mNys8oDX1Xn5rw1hYBq8MMjseQLhMkuX74.jpeg

siam,.png

  • *
    দিবারাত্রির কাব্য উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রূপক সামাজিক উপন্যাস। তিনি এই উপন্যাসটি কে তিনটি অংশে বিভক্ত করেছেন। উপন্যাসটি পড়লে আপনারা একটি সমাজের বাস্তব কিছু চিত্র বুঝতে পারবেন। ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই উপন্যাসের প্রতিটি পরতে পরতে রয়েছে অসাধারণ কিছু রোমাঞ্চকর কাহিনী। প্রধান চরিত্রে আছেন হেরম্ব। আশাকরি উপন্যাসটি পড়বেন অনেক ভালো লাগবে আপনাদের।লিংক
কবি
3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovu1512k2ZrGG9HBhPYPQzLQJ8tXo9wa9R3deHwiqAqcz8e9hSyjymoNSkXPqw2MSDoNkz6CYwpqfacJoLgnNYmxz.jpeg

siam,.png

  • *
    কবি উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি অমর কীর্তি। এই উপন্যাসের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন একজন গ্রামের গরিব ছেলের কবি হয়ে ওঠার গল্প। যে কিনা গরিব পরিবারের সন্তান যার বাবা সহ পরিবারের সবাই ছিলেন ডাকাত। গ্রামের মানুষদের রক্ত চক্ষুর আড়ালে থেকে তার মেধা, প্রজ্ঞা দিয়ে কিভাবে তিনি একজন কবি হয়ে ওঠে জীবনে মাত্র একটি সুযোগকে কাজে লাগিয়ে যখন তাদের গ্রামে একটি গানের আসর বসে। সুযোগ না পাওয়া সেই গানের আসরেও তিনি হঠাৎ একটি সুযোগ পান সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি হয়ে ওঠে কবি। এর মাঝে ঘটে যায় অনেক কিছু যা আপনারা জানতে পারবেন উপন্যাসটি পড়লে। আমার অনেক ভালো লেগেছিল উপন্যাসটির প্লট।লিংক
পুতুল নাচের ইতিকথা
3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUd4U7sssPC1YbunKucuzBNpJ4Kur6expPeCYTHhN2v3QagrFcgwyyYQwBemoRG5tjXEj1Hm3Cm9LbuwNEE1LfYr.jpeg

siam,.png

  • *
    আমার যতগুলো লেখক আছে তার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় একজন। তার লেখাগুলোতে সাধারণত মধ্যবিত্তদের জীবন গাঁথা এবং তিনি সাধারণ মানুষদের জীবন নিয়ে লিখতে পছন্দ করেন। তার বিশ্লেষণ ধর্মী উপন্যাস গুলো আপনাকে মুগ্ধ করবে। সেই রকম একটি উপন্যাস হচ্ছে পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা একটি সামাজিক বিশ্লেষণ ধর্মী উপন্যাস। উপন্যাসের মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় গ্রামের মধ্যবিত্তদের জীবন ,তাদের স্বপ্ন, তাদের নিত্যদিনের জীবন গাঁথা কে কাব্য হিসেবে ফুটিয়ে তুলেছেন যেখানে আমরা প্রধান চরিত্র হিসেবে দেখতে পাবো শশীকে ।যে কিনা গ্রামের একজন ব্যবসায়ীর ছেলে। একজন সুদ ব্যবসায়ী ছেলের ডাক্তার হয়ে ওঠার গল্প ।লিংক
হাজার বছর ধরে
3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovVxqcnxdqvNkhVm279FWycuLP1BJ8kxhaEJV3aJfKdP9MnDTYFg3TH7QvxPzb5SmfNmNbupHuFn9sxCVhwcLNgAA.jpeg

siam,.png

  • *
    হাজার বছর ধরে উপন্যাস সম্পর্কে আসলে আপনাদের বলার কিছু নাই। আমরা সবাই এই উপন্যাসের সাথে অতি পরিচিত। জহির রায়হান হাজার বছর ধরে উপন্যাসের গ্রামের আবহমান জীবনধারাকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। যেখানে প্রধান চরিত্র হিসেবে ছিলেন তিনি মকবুল, টুনি ও মনটু। এই উপন্যাস সম্পর্কে আপনারা সবাই জানেন তাই সবকিছু আলোচনা আর করলাম না। উপন্যাসটি আমার জীবনের পড়া প্রথম উপন্যাস।লিংক
দ্যা আলকেমিস্ট
3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovZQkofVhfeFGiTFMLVsyDsBkfPhfTGKParUaiRkAcGL8kXZd1oioWjM5ZsVK3VE5ZGwG9y14F3C77nm47844sAxE.jpeg

siam,.png

  • *
    প্রত্যেক বইপ্রেমীদের সবথেকে প্রিয় একটি বই হচ্ছে পাওলো কোয়েলহো এর আলকেমিস্ট। এটি এমন একটি অনুপ্রেরণামূলক বই যারা পড়েননি বুঝতে পারবেন না। একজন মেষপালকের স্বপ্নপূরণের দীর্ঘ যাত্রাকে নিয়ে তিনি সুন্দরভাবে উপন্যাসটি লিখেছেন। এই বইটি পড়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন স্বপ্নের পেছনে ছুটতে গেলে কিভাবে বারবার পরাজিত হতে হয় তবুও হাল না ছেড়ে ধৈর্য ধরে একাগ্রতার সহিত লক্ষ্যে পৌঁছানো যায়। আপনি আপনার লক্ষ্য অর্জনে যদি সৎ থাকেন তাহলে কখনই আপনাকে পথচ্যুত করা সম্ভব নয়। তাছাড়াও আপনি বুঝতে পারবেন দৃঢ় বিশ্বাস আপনাকে জীবননাশের মত বিপদ থেকে বাঁচিয়ে আনবে। তাই নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখতে উপন্যাসটি পড়া দরকার।লিংক

siam,.png

ধন্যবাদ

@abidatasnimora


break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

সাতকাহন উপন্যাস খুবই ভালো একটি উপন্যাস সমরেশ মজুমদার এতো সুন্দর করে আমাদের জন্য লিখে গেছেন উপন্যাস না পড়লে কেউ বুজতে পারবে না।হাজার বছর ধরে এই উপন্যাস দিয়েই আমার উপন্যাস জগতে হাতেখড়ি ছিল। আপনি খুবই সুন্দর করে রিভিউ দিছেন দেখে খুবিই ভালো লাগলো।শুভ কামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।সাতকাহন সত্যি অসাধারণ। বাকি গুলো পড়ে দেখবেন। ভালো লাগবে।

 2 years ago 
আপু আপনি প্রতিটি উপন্যাসের নিজেও খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সময় স্বল্পতার কারণে এবং ব্যস্ততা মুখে জীবনযাত্রার দরুন বই পড়া হয়ে ওঠে না। তবে যারা বই পড়তে খুব বেশি পছন্দ করেন এবং নিয়মিত বই পড়েন তারা এই বইগুলো অবশ্যই পড়া উচিত বলে আমি মনে করি।
 2 years ago 

কি আর করার বলেন। তবুও চেষ্টা করবেন।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

🥰🥰🥰❤️❤️🌹

 2 years ago 

আপু আপনার মতো আমিও অনেক উপন্যাস পরতে ভালো লাগে আসলে বই আমাদের জ্ঞানের পরিধি কে বাড়িয়ে দেয়।আমার প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম,হুমায়ূন আহমেদ,রবিন্দ্রনাথ ঠাকুর এবং শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় এদের বই গুলো পরা হয় দারুন লাগে।

আপনার রিভিউ পোস্ট অনেক সুন্দর হয়েছে গুল্প গুলো খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন।।শুভ কামনা রইলো

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার প্রতিটি বুক রিভিউ অনেক সুন্দর হয়েছে। আপনার প্রতিটি বুক রিভিউ আমি পড়ি। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়। আশা করি এই সপ্তাহেও ভালো কিছু রিভিউ দেখতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।শুভকামনা রইল।

 2 years ago 

আপনার উপন্যাসগুলোর রিভিউ আমি মাঝে মাঝে সময় পেলে পড়ি খুবই ভালো লাগে আমার কাছে।

 2 years ago 

শুনে খুব ভালো লাগল ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু একদম বাস্তব কথা বলেছেন।উপন্যাস পড়লে কল্পনা শক্তি এবং প্রবন্ধ পড়লে সৃজনশীলতা বৃদ্ধি পায়।আপনি অনেক ছোটবেলা থেকেই বই পড়েন।যার ফলে আপনার শব্দ চয়ন অনেক ভালো।উপন্যাসগুলোর সুন্দর সুন্দর রিভিউ আমাদের সঙ্গে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57886.34
ETH 3104.72
USDT 1.00
SBD 2.54