বুক রিভিউ- 📚দিবা রাত্রির কাব্য 📚 (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি শুরু করছি আমার প্রিয় একটি উপন্যাসের বুক রিভিউ। আমি সাধারণত আপনাদের আমার প্রিয় উপন্যাস গুলোর বুক রিভিউ দিয়ে থাকি তারই পরিপ্রেক্ষিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস রূপক ও বাস্তবধর্মী প্রেমের উপন্যাস দিবারাত্রির কাব্য। উপন্যাসের গল্প কাহিনী সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব।

উপন্যাস -দিবা রাত্রির কাব্য

20220110_194012.jpg

siam,.png

উপন্যাসের গুরুত্বপূর্ণ তথ্য
উপন্যাসদিবা রাত্রির কাব্য
লেখকমানিক বন্দ্যোপাধ্যায়
প্রথম প্রকাশ১৯৩৫
ধরণরুপক
পেজ১০৩
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
ISBN৯৭৮৯৮৪৯৩১০৫২৫

siam,.png

উপন্যাসের মূল কাহিনী

দিবারাত্রির কাব্য একটি সামাজিক রূপক ধর্মী প্রেমের উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের যতগুলি কালজয়ী উপন্যাস আছে তার মধ্যে দিবারাত্রির কাব্য একটি। তিনি সব সময় তার লেখনীর মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য উপন্যাস তিনটি ভাগে বিভক্ত করেছেন-

  • প্রথম ভাগ-দিনের কবিতা
  • দ্বিতীয় ভাগ- রাত্রির কবিতা
  • শেষ ভাগ- দিবারাত্রির কাব্য

দিবারাত্রির কাব্য আমরা যে প্রধান চরিত্র গুলো দেখতে পাব তার মধ্যে হেরম্ব, অশোক, অনাথ, সুপ্রিয়া আনন্দ,ও মালতি।

20220110_194126.jpg

siam,.png

উপন্যাসের প্রথম ভাগ দিনের কবিতার শুরুতেই আমরা দেখতে পাই হেরম্বর স্ত্রী উমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। উমা মারা যাওয়ার পর হেরম্ব তার প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়ার সাথে দেখা করতে যায় । এদিকে সুপ্রিয়ার পাঁচ বছর আগে অশোকের সাথে বিবাহ হয় । সুপ্রিয়া ভাবে তাদের প্রেমের কারনে হেরম্বর স্ত্রী উমা আত্মহত্যা করে। সুপ্রিয়া যখন হেরম্ব কে জিজ্ঞেস করে আমাদের প্রেমের কথা তোমার স্ত্রী জানতো? তখন হেরম্ব বলে না তো সে তো জানত না। কথাটি শুনে সুপ্রিয়া খুব কষ্ট পায় কেননা এতদিন ধরে সে যেন আসছিল তাদের প্রেমের কথা উমা জানে এবং এই ভেবে সে নিজেকে গর্বিত ভাবতো যে এখনো হয়তো হেরম্ব তাকে ভালোবাসে। অন্যদিকে সুপ্রিয়ার স্বামী অশোক এবং সুপ্রিয়ার সাথে হেরম্বর প্রেমের সম্পর্ক ছিল সে জানত।এই বিষয়টি নিয়ে অশোক সব সময় মনোবেদনায় থাকতো। এক পর্যায়ে অশোক সুপ্রিয়া ও হেরম্বর কথা কান পেতে শুনে যখন সুপ্রিয়া জানতে পারে যে অশোক জেনে গেছে তখন জ্ঞান হারিয়ে ফেলে। প্রথম ভাগের শেষের দিকে সুপ্রিয়া মধ্যরাতে এসে নিজেকে হেরম্বর হাতে তুলে দিতে চায় আজীবনের জন্য। কিন্তু হেরম্ব তা পারে না, ছয় মাসের সময় চেয়ে নিয়ে মধ্যরাতে পালিয়ে যায়। আর এইভাবে শেষ হয় প্রথম ভাগে।

20220110_194109.jpg

siam,.png

এই উপন্যাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ রাত্রির কবিতায় আমরা দেখতে পাই হেরম্ব সুপ্রিয়া কাছে থেকে চলে আসে মালতি বৌদির সাথে দেখা করতে। মালতি বৌদির মেয়ের নাম ছিল আনন্দ। আনন্দকে দেখে হেরম্বর খুব পছন্দ হয়। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক রাতে আনন্দ নিজেকে হেরম্বর কাছে উজাড় করে দেয় সেই রাতের কাহিনী নিয়েই চলতে থাকে রাতের ভাগ। একদিন হেরম্ব এবং আনন্দ আড্ডা দিচ্ছিল সেখানে মালতি বৌদি এসে বলে কিলো ছুরি তুই এখানে কি করছিস? আনন্দ বলে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি। মালতী বৌদি বলে ওমা এ কি বলিস হেরম্ব তোর গুরুজন। শ্রদ্ধার পাত্র বন্ধু কিলো! তখন আনন্দ বলে ওঠে কেন বন্ধু কি শ্রদ্ধার পাত্র হতে পারে না?

এই ভাবেই চলতে থাকে তাদের প্রেমালাপ এক পর্যায়ে আনন্দ হেরম্ব কে জিজ্ঞেস করে-

আচ্ছা প্রেম কতদিন বাঁচে? তখন হেরম্ব বলে প্রেম! সে তো একদিন! বড়জোর এক সপ্তাহ! এর চেয়ে যদি বেশি বাঁচে তাহলে এক মাস! এর বেশি কখনোই না। তখন আনন্দ অনেক কষ্ট পেয়ে বলে মোটে এক মাস? তাহলে তারপরে কি থাকে? তখন হেরম্ব বলে প্রেম ছাড়া সবই থাকে। সংসার থাকে, কাজ থাকে, বাচ্চা থাকে, ঘর থাকে, আত্ম সান্তনা থাকে শুধু প্রেম থাকেনা।

এই ভাবেই গম্ভীর কথার মধ্য দিয়ে শেষ হয় রাত্রির ভাগ।

20220110_194118.jpg

siam,.png

উপন্যাসের শেষ ভাগ অর্থাৎ দিবারাত্রির কাব্য ত্রিমুখী প্রেমের গল্প চলতে থাকে একদিকে আনন্দ অন্যদিকে সুপ্রিয়া। এইদিকে হেরম্ব উভয়দণ্ডে পরে যায়। একদিকে আনন্দের সাথে গভীর প্রেম অন্যদিকে সুপ্রিয়ার সাথে দীর্ঘ প্রেম। একপর্যায়ে হেরম্ব সুপ্রিয়া সাথে দেখা করতে যাই সুপ্রিয়া তার সাথে নদীর তীরে দেখা করে। সুপ্রিয়া হেরম্ব কে বলে চলো আমরা পালিয়ে যাই । তখন হেরম্ব বলে আমার টাকা পয়সা তো সব আনন্দের কাছে। পালিয়ে যেতে হলে তো টাকার দরকার! এই বলে সে মজা করে। অন্যদিকে সুপ্রিয়া বলে তাতে কি আমার অনেক গহনা আছে। সুপ্রিয়া তার স্বামী সন্তান ছেড়ে হেরম্বর সাথে যেতে রাজি কিন্তু অন্যদিকে হেরম্ব তাকে নিয়ে মজা করছে...........

এভাবে চলতে থাকে উপন্যাসের কাহিনী কিন্তু একপর্যায়ে এসে আপনাকে স্তব্ধ করে দেবে ,একটা ধাক্কা পাবেন , কয়েক মুহুর্তের জন্য আপনি থমকে দাঁড়াবেন। এই ধরনের উপন্যাসগুলোর বিশেষত্ব হলো আপনাকে ভাবুক করে গড়ে তুলবে আর এতেই উপন্যাসের সার্থকতা ।এখানে কি সেই উত্তেজনাকর কাহিনী জানতে হলে আপনাকে অবশ্যই পড়তে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দিবারাত্রির কাব্য।

20220110_194053.jpg

siam,.png

ব্যক্তিগত মতামত
মানিক বন্দ্যোপাধ্যায় এর যতগুলো উপন্যাস পড়েছি তার মধ্যে দিবারাত্রির কাব্য আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে সমাজের বাস্তব চিত্র গুলো ফুটিয়ে তুলেছেন । আমাদের এই সমাজে কত রকমের কাহিনী ঘটে থাকে, কত প্রেম কাহিনী,কত বেদনা কষ্ট লুকায়িত থাকে প্রতিটি ঘরে ঘরে। তিনি তা কাল্পনিক ভাবে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। যেমন একপর্যায়ে হেরম্ব এবং সুপ্রিয়ার মধ্যে প্রেম ছিল কিন্তু হেরম্ব সুপ্রিয়াকে কৌশলে অশোকের সাথে বিয়ে দেয় এইদিকে সুপ্রিয়া এবং হেরম্বর প্রেম কাহিনী জেনে উমা আত্মহত্যা করে ।অন্যদিকে আনন্দ ও হেরম্বর প্রেম চলতে থাকে মালতি বৌদির স্বামী অনাথ বিষয়টি জানতে পারে। এইভাবে বিভিন্ন ত্রিমুখী কাহিনী আমাদের সমাজে ঘটে থাকে হয়তো কিছু বিষয় আমরা জানি আর কিছু বিষয়ে আমাদের অজানাই থেকে যায়।এই বিষয়গুলি নিয়ে তিনি সুন্দরভাবে আমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছেন। উপন্যাসটি পড়ে সত্যি আমার খুব ভালো লেগেছে বাস্তবধর্মী কাল্পনিক একটি উপন্যাস।

siam,.png

ব্যক্তিগত রেটিং-৪.৫/৫

উপন্যাসের পিডিএফ এখানে

রিভিউ-@abidatasnimora

ধন্যবাদ

siam,.png


break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

দিবারাত্রির কাব্য মানিক বন্দোপাধ্যায়ের উপন্যাসটি পড়ে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, সমাজ জীবনের বাস্তব চিত্র ফুটে ওঠে উপন্যাসের মধ্যে। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে মানিক বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় একটি উপন্যাসিক।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার বুক রিভিউ আমার কাছে খুব ভালো লাগলো। আপনি মানিক বন্দ্যোপাধ্যায় এর দিবা রাত্রির কাব্য বইটি খুব সুন্দর ভাবে রিভিউ করেছেন। যদিও খুব একটা বই পড়ার সময় পাই না। তবুও আপনার রিভিউ পড়ে বইটা অনেক ভালো লাগলো। সময় পেলে বইটা অবশ্যই কিনবো এবং পড়বো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি বুক রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

আশা করছি আপনি বইটি কিনে পড়বেন অনেক ভালমানের বই। ধন্যবাদ আপনাকে।

আচ্ছা প্রেম কতদিন বাঁচে? তখন হেরম্ব বলে প্রেম! সে তো একদিন! বড়জোর এক সপ্তাহ! এর চেয়ে যদি বেশি বাঁচে তাহলে এক মাস! এর বেশি কখনোই না। তখন আনন্দ অনেক কষ্ট পেয়ে বলে মোটে এক মাস? তাহলে তারপরে কি থাকে? তখন হেরম্ব বলে প্রেম ছাড়া সবই থাকে। সংসার থাকে, কাজ থাকে, বাচ্চা থাকে, ঘর থাকে, আত্ম সান্তনা থাকে শুধু প্রেম থাকেনা।

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের যে যে অংশ আপনি তুলে ধরেছেন তা ভারি অর্থবহ। যানিনা ঔপন্যাসিক এখানে কি বুঝাতে চেয়েছে কিন্তু বাস্তব কথা বলেছেন কয়েক লাইনের মাঝে। ধন্যবাদ আপু সুন্দর একটা বই রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনি বিষয়টি লক্ষ্য করেছেন দেখে ভাল লাগল সত্যিই এই কয়টি লাইন এর অর্থ অনেক বিশাল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একসময় বই পড়ার অনেক নেশা ছিল। মনে আছে আমি আমার পাঠ্যবই এর মধ্যে গল্প আর উপন্যাসের বই লুকিয়ে নিয়ে পড়তাম। আসলে পাঠ্যবইয়ে আমি মজা পেতাম না আমার থ্রীলার আর রোমাঞ্চকর সব গল্প পড়তে ভালো লাগতো। এখন আর সময় পাইনা বই পড়ার। যাক আপনার দিবা রাত্রি কাব্যটির বিস্তারিত পড়ে ভীষণ ভালো লাগলো ♥️ দেখি চেষ্টা করবো বইটা পড়ার। অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইল 🥀

 3 years ago 

ভাইয়া বইটি পড়বেন আশা করছি । একটা সুন্দর রূপক কাহিনী নিয়ে রচিত। আপনি সুন্দর মন্তব্য করেছেন।

  • আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57337.14
ETH 2342.62
USDT 1.00
SBD 2.35