দায়িত্ব নেবার আগে ভেবে দেখা উচিৎ সেটা পালনে আমরা কতটা সক্ষম।

in Incredible Indialast year (edited)
IMG_20230404_190507.png

প্রিয় বন্ধুরা,
আজকে পুনরায় বাংলায় লিখতে বসলাম, তার পিছনে দুটো কারণ আছে যার মধ্যে অন্যতম আমাদের এই কমিউনিটিতে অধিক সদস্যরা বাংলায় লেখা ভাগ করে নেন আমাদের সাথে।

আজকের লেখাটি বেশিরভাগ মানুষের কাছে পৌঁছনোর আশা নিয়ে বাংলায় লিখছি।

কোনো জায়গায় কাজ করতে করতে এক সময় সত্যি উপরে ওঠার ইচ্ছে সকলের মনেই জাগে, আর এটাই স্বাভাবিক।

ইচ্ছে যদি থাকে তাহলে সেটা পূরণের বাসনা থাকবে না, এটা তো হতে পারে না।
তবে সেই ইচ্ছে পূরণের স্বপ্ন দেখার আগে নিজেকে অবশ্যই যাচাই করে নেওয়া প্রয়োজন আমরা কতখানি সেই দায়িত্ত্ব পালনে সক্ষম।

বেশ কিছু সত্যি ঘটনা আপনাদের মাঝে আজ তুলে ধরছি বিষয়টিকে সহজে বোধগম্য করবার জন্য।

ঘটনাটি আমি খবরে দেখেছিলাম, একবার এক সাংবাদিক হটাৎ করেই এক স্কুলে গিয়ে উপস্থিত, এবং সেই মুহূর্তে একজন শিক্ষক তখন ক্লাস করাচ্ছিলেন।

স্কুলটি গ্রামে অবস্থিত, বিতর্কিত বিষয় এড়াতে জায়গার নাম এবং শিক্ষকের নাম উহ্য রাখলাম।
সাংবাদিক ক্লাস চলাকালীন সেই ক্লাসের শিক্ষক কে বেশ কিছু প্রশ্ন করেন, যার মধ্যে যেমন ছিল সেই দেশের রাজধানীর নাম, বেশ কিছু কবিতার লাইন বলে কবির নাম জানতে চাওয়া, সাথে অঙ্কের কিছু সহজ প্রশ্ন আর ইতিহাসের কিছু প্রশ্ন।

প্রতিটি প্রশ্নের উত্তর সেই শিক্ষক ভুল দিয়েছিলেন, এবং সেটাই সেই খবরের বিশেষত্ব ছিল।

কিন্তু এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে যে শিক্ষাটি দেয়, সেটি হলো ইচ্ছে পূরণের বাসনার চাইতে ইচ্ছে পূরণের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত।

IMG_20230404_233856.png
(গোটা বিশ্বে দায়িত্ব বোধ পালনের কদর করা হয়, সেটা চাকরি হোক, বা ব্যবসা)

ধরুন এমন তো অনেক সময় হয় একই অফিসে অনেক মানুষ কাজ করেন, কেউ প্রায় প্রতি মাসেই সাপ্তাহিক ছুটির পাশাপশি আরো বেশ কিছু ছুটি কাটাতে পছন্দ করেন;

প্রয়োজন আর অপ্রয়োজনের বিষয় যাবো না কারণ এমন অনেক মানুষকে সেই অফিসেই কাজ করতে দেখা যায় যারা বাড়তি উপার্জনের আশায় ছুটির দিনেও কাজ করে থাকেন।

তাহলে বিষয়টি কি দাড়ালো, যারা ছুটির দিনে কাজ করেন তারা ব্যাক্তিগত সমস্যা বহির্ভূত?
একেবারেই নয়, তারা ইচ্ছে পূরণের লড়াইটা চালিয়ে যাওয়াকে বেশি প্রাধান্য দেন।

ফলে উপার্জনের পাশাপশি সেই মানুষগুলোর দায়িত্ত্ব বোধ তাদেরকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় কোনো না কোনো সময়, এবং যখন তারা সফল হন একটা সময়;
তখন নিজেদের দৃষ্টান্তমূলক কাজকে অনুপ্রেরণা হিসেবে ছড়িয়ে দেন সেই সকল মানুষের মধ্যে যারা সত্যি জীবনে উপরে উঠতে চান।

সততা, পরিশ্রম, একাগ্রতা আর কাজের প্রতি ভালোবাসা না থাকলে সবসময় সব কাজকে বোঝা ছাড়া আর কিছুই মনে হবে না।

success-784357_1280.jpg

pixabay


চলুন আজকের কথাগুলো আরেকটি সত্যি ঘটনা দিয়ে তুলে ধরি আপনাদের মাঝে।

IMG_20230404_184843.jpg
(যারা সততার সাথে দৈনন্দিন লড়াইটা চালিয়ে যায়, একদিন তারাই সফল হয়, কেবল চাই শুধু ধৈর্য্য)

এই ঘটনাটি আমি আগেও লিখেছিলাম তবে সেটা ইংরিজিতে, আজ বাংলায় লিখছি বোঝার সুবিদার্থে।

একটি কোম্পানি ঠিক করলো বেশ কিছু যোগ্য মানুষদের মধ্যে থেকে একজনকে পদোন্নতি দিয়ে তাকে একটি সর্বোচ্চ পদে নিযুক্ত করা হবে।

সেইমত সকল যোগ্য সদস্যদেরকে ডাকা হলো মিটিং রুমে, এবং প্রত্যেকের কাছে একটি করে গাছের বীজ ধরিয়ে দিয়ে বলা হলো, আগামী ১৫ দিনের মধ্যে এই বীজ থেকে চারা বের করে নিয়ে আসতে হবে।

সেইমত একটি নির্দিষ্ট দিন ঠিক করা হলো একত্রিত হবার জন্য, সকলেই বাড়িতে গিয়ে উঠে পড়ে বীজের পরিচর্চা করলেন, কিন্তু তাদের মধ্যে একটি মেয়ের বীজ থেকে কোনো চারাই বের হলো না, এদিকে সঠিক দিন এসে উপস্থিত।

মেয়েটির মা, তাকে পরামর্শ দিলেন, যে অবস্থায় আছে বীজটি সেভাবেই সেটা অফিস নিয়ে যেতে।

যথারীতি অফিসে পৌঁছনোর পরে সে দেখতে পেল, সকলের হাতেই চারা গাছ কেবল তার টব শূন্য।

সঠিক সময় আবারও সকলকে ডাকা হলো, এবং সকলেই মহা খুশি এবং এক এক করে কিভাবে তারা বীজের যত্ন নিয়ে চারা গাছটিকে সযত্নে বাড়িয়ে তুলেছেন তার বর্ণনা করতে লাগলেন।

businessman-840623_1280.jpg

pixabay

সকলের পিছনে মন খারাপ করে দাড়িয়ে থাকতে দেখে সেই কোম্পানির উর্দ্ধতন ব্যাক্তি মেয়েটিকে ডাকলেন, এবং জানতে পারলেন মেয়েটি বীজ থেকে চারা উৎপন্ন করতে অক্ষম হয়েছে।

এরপর যখন নাম ঘোষণার পর্ব এসে উপস্থিত হলো, কে পাবে সেই সর্বোচ্চ পদ?

সবাই অধীর আগ্রহে অপেক্ষায়, কিন্তু নাম ঘোষণা করা হলো সেই মেয়েটির যে বীজ থেকে চারা উৎপন্ন করতে পারেনি।

সকলেই ফলাফলে অবাক, একি করে সম্ভব! শান্ত কণ্ঠে কোম্পানির মালিক জানালেন আমি আপনাদের সকলের হাতে মৃত বীজ দিয়েছিলাম, আপনারা সকলেই বীজ পরিবর্তন করেছেন কেবল এই মেয়েটি ছাড়া।

"ইনি নিজের সততার সাথে কোনো আপোষ করেন নি, কাজেই এরকম মানুষটি এই পদের সঠিক যোগ্যতা রাখে।"

এই ঘটনাও আমাদের শিক্ষা দেয় লোভ নয়, সততাই ইচ্ছে পূরণের চাবিকাঠি।
নিজেকে আগে কাজের যোগ্য করে তবেই ইচ্ছে পূরণের আশা করা উচিত বা তার জন্য কোনো পথে এগোনো উচিত।

শেখার সুযোগ এখন প্রচুর আছে কিন্তু আগ্রহ বৃদ্ধির কোনো মেশিন এখনও আবিষ্কৃত হয়নি সেটা এখনও আমাদের ইচ্ছেশক্তির উপরেই নির্ভরশীল।

চলুন তাহলে আজ আর বেশি কথা না বাড়িয়ে পালাই, এরপর জ্ঞান দিচ্ছি ভেবে বিরক্ত হয়ে যাবেন আপনারা।

ভালো থাকুন আর অন্তত উপরিউক্ত বিষয়গুলো একবার যাচাই করে নেবেন নিজের ক্ষেত্রে।

h1cixij7HAiSq1otNd (1).gif
Sort:  
 last year 

শিক্ষকের যে বিষয়টি আপনি তুলে ধরেছেন এটা অধিকাংশ ক্ষেত্রেই সঠিক কেননা এখন মানুষ শিক্ষার জন্য লেখাপড়া খুবই কমই অধ্যায়ন করে আর এজন্যই আজ শিক্ষার অধঃপতন এবং শিক্ষার নেই কোন মান।

বিশেষ করে মানুষ জন অন্যকে কি দোষ দেব আমরা নিজেরাই তো লোভের মধ্যে হাবুডুবু খাচ্ছি। কেননা যে বলে আমি যোগ্য নয় সে পথে আমি অব্যাহত থাকার জন্য চেষ্টা করি অথচ যোগ্য ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে না সততাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না।

আজ মানুষের মনুষত্ববোধ সততা ন্যয়নিষ্ঠা ধীরে ধীরে উঠিয়ে যাচ্ছে। তাইতো আপনি শিক্ষামূলক একটি কথা এখানে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে সেই একটি মেয়ে যে কিনা বীজ থেকে চারা উৎপাদন করতে পারেনি। অথচ বাকি ব্যক্তিরা চারা উৎপাদন করল।

কিন্তু এটা আদৌ সম্ভব নয় কেননা সেই বীজ ছিল মৃত। তাহলে এখানে সততার প্রমাণ হয় সেই মেয়েটি সঠিক ছিল যে কারণে তার ২০ থেকে চারা উৎপাদন হয়নি বাকিগুলোর উৎপাদন হয়েছিল কেননা তারা বীজ পরিবর্তন করে নিয়ে এসেছে এবং বীজ থেকে চারা উৎপাদন করে নিয়ে এসেছে।

ধন্যবাদ শিক্ষামূলক এমন ব্লগ আমাদের সাথে উপস্থাপন করার জন্য।

¡Congratulations! This comment has been upvoted through -steemcurator06. We support quality posts, and good comments anywhere, with any tags.
Congratulations!.png
Curated by :<<@loloy2020>>
 last year 

Thank you for your attention 😊

@waqarahmadshah and @josevas217, As I mentioned and displayed in my own post a couple of days ago, my post was shown with 40–50 words (out of over 1000 words) as AI-generated. I cross checked the comment by moderator, and that long comment was detected by the same tool as 100% AI generated. I have responded to the moderator's comment displaying them the result but I got no answer. And this is second time when a top user who is an admin, and moderator in several communities asked me to justify why a few words resulted as AI generated. I did a thorough research and gave them the reason. He accepted it and withdrew his comment and cleared my post. In fact his own post resulted in 100% fake result.

I got no answer, though, and I am disappointed since I have never used any AI tool. Now I am checking a number of posts by admins and moderators and finding their posts to be 100% AI generated. I guess the site would have to use either manual outlook or a perfect method with genuine AI detectors. I won't be surprised if you check my comment and find it to be an AI generated one.

And mind you, the languages have nothing to do with this so I guess moderators should use common sense before declaring a post as AI generated.

Here is my post
https://steemit.com/hive-120823/@dove11/steem-engagement-challenge-s10-w1-or-i-do-believe-in-god-and-evil-power-exists#@waqarahmadshah/rvv59e

So, the thing is that there isn’t any AI-detector available yet that can be called “genuine”. I don’t think there will be one either because of the reason you mentioned in one of your comments. Let me quote your words.

The fact is all the content in the internet world is created using 26 alphabets and they will match at one point or other and this will be the ultimate result that will bring humiliation to content creators and discourage them to post.

By the way, I’d like to know what @patjewell and @irawandedy think about this matter.

I very interesting thing happened yesterday on https://www.zerogpt.com/
I was reviewing a post and I informed the curator that I detected AI content and he must just check the post. On reply he answered me that he got 0% AI content and send me the screenshot.
I took a screenshot on my side showing clearly that there is AI content. Same post, same tool, but different results. After checking the post with the same tool numerous times he eventually also got AI content BUT, not the same percentage as mine.
NONE of these tools can be trusted is my humble opinion.

image.png

@irawandedy @dove11

I have a feeling that Microsoft is out to drive Google away and is therefore trying to prove everything is its own creation. I am afraid the day is not far off when MS will declare, "I'm the god. "Thank God, I was able to prove my point on both occasions because I checked their content on the same tool, which proved to be AI-generated. Now they know that this zerogpt thing is nothing but zero in itself.

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

Loading...
 last year 

আমাদের জীবনে সততা এবং পরিশ্রমের কোনো বিকল্প কিছু নেই। আমরা যদি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে চায়, তাহলে আমাদের সেই রাস্তাটা আগে সুন্দর ভাবে তৈরি করে নিতে হবে। রাস্তা সহজ হলে চলতে ও সহজ হবে।

আর এর জন্য প্রয়োজন আদম্য ইচ্ছে শক্তি, সততা, এবং কঠোর অধ্যবসায় কেননা কোনো দায়িত্ব আসলে সেই দায়িত্ব আমরা পালন করতে কতটুকু নিজেদের ভিতর শক্তি, জ্ঞান, দক্ষতা আছে সেগুলো আমাদের ভেবে নেওয়া উচিত।

আর আমাদের মাঝে কয়েকটি সত্য গঠনা তুলে দরেছেন এখন থেকে আমাদের অনেক শিক্ষা নেয়ার আছে। আপনি আমাদের মাঝে একটি স্কুল কিছু কথা বলেছেন।

বর্তমানে অধিকাংশ শিক্ষক, শিক্ষিকা এমন অবস্থা যারা কিনা যোগ্যতা, অভিজ্ঞতা, এদের মধ্যে তেমন না থাকার কারণে আজ তাদের সাংবাদিক এর সম্মুখে এমন অবস্থায় পড়তে হয়েছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি শিক্ষা মূলক পোস্ট করার জন্য।

#miwcc

 last year 

এই ঘটনাও আমাদের শিক্ষা দেয় লোভ নয়, সততাই ইচ্ছে পূরণের চাবিকাঠি।
নিজেকে আগে কাজের যোগ্য করে তবেই ইচ্ছে পূরণের আশা করা উচিত বা তার জন্য কোনো পথে এগোনো উচিত।

আপনার এই পোস্ট থেকে শিক্ষা নেওয়ার আছে অনেক কিছুই। সবারই মন চায় পদমর্যাদায় উত্তীর্ণ হতে। তবে অনেকেই ভাবে না যে সেই পদে তার কাজ করার যোগ্যতা আছে কিনা!

উচ্চ পদমর্যাদায় উত্তীর্ণ হওয়ার আগ্রহ জাগলে নিজেকে একবার ঝাঁকিয়ে নেয়া উচিত যে, আমি উক্ত পদের কাজ অনুযায়ী যোগ্য কিনা।

#miwcc

 last year 

আমাদের সমাজ দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে দিদি। এর কোন সমাধান আমাদের কাছে আছে কি না আমরা আদো জানি না। তবে পৃথিবীতে কিন্তু এখনো অনেক সৎ লোক বিদ্যমান। ঠিক আপনার লিখা ঐ মেয়েটির মত। তা না হলে সব কিছু কবেই ধ্বংস হয়ে যেত।

যাই হোক দিদি আপনার উপদেশ গুলো নিজের জীবনে ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করবো। আশা রাখবো সামনের দিনগুলোতে আরো এমন পোষ্ট আমাদের মাঝে উপহার দিবেন।

#miwcc

 last year 

দায়িত্ব এমন একটা জিনিস যা সবাই আমরা পালন করতে পারি না ৷ চেষ্টা করলে কিন্তু সব কিছুই সম্ভব কিন্তু আমরা চেষ্টা না করে সফলতার পথ খুজে বেরাই ৷ সেটা কি আর হয় ৷

মনে রাখতে হবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ৷ পরিশ্রম সততা ছাড়া কোন কাজই সাফল্য আসবে না ৷ তার সাথে রয়েছে ধর্য্য ৷

ছোট কাজ হোক আর বড় কাজ হোক একটি কাজেই লেগে থাকতে হবে ৷ তাহলে দেখবেন জীবন আপনার জন্য কি অপেক্ষা করে আছে ৷

তার জন্য আমাদের যে কোন কাজই দায়িত্ব নেবার আগে আমাদের দায়িত্ববোধ ধরে রাখতে হবে ৷

যাই হোক দিদি এতো সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

#miwcc

 last year 

বর্তমানে মনুষ্যত্ব বোধের খুব অভাব। কোনটা ভালো কোনটা খারাপ অনেক সময় লোভে পরে মানুষ খারাপ টাকেই বেছে নিচ্ছে। এজন্য আমাদের উচিৎ কষ্ট হলেও নিজের মনুষ্যত্ব বোধটাকে জাগ্রত করার। এমন কোনো কাজ না করা যেটায় আমাদেরকে ঈশ্বরের সৃষ্টির সেরা জীব বলতেই খারাপ লাগে।

বর্তমান সমাজ ব্যবস্থাটাই এমন হয়েছে যে, যেভাবেই হোক উপরে উঠতে হবে। হোক সেটা সৎ পথে বা অসৎ পথে। কিন্তু অসৎ পথটাই আমরা কেমন যেনো বেশি ব্যবহার করছি। কারণ সৎ পথে তো বাধা বেশি, সৎ পথের আয় উপর্জন ও কম। কিন্তু দিন শেষে আমরা নিজেদের কাছেই ছোট হয়ে যাচ্ছি। আমাদের উচিৎ সৎ পথে থেকে , দায়িত্ব পালন করার। যার যেমন ক্ষমতা তেমন টাই দায়িত্ব নেওয়ার। কারণ অতি লোভে তাতি নষ্ট হয়।

ধন্যবাদ দিদি এত সুন্দর করে বাস্তব দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে আমাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য। আপনার কথাগুলো পালন করবো। ভালো থাকবেন এবং এভাবেই আমাদের সঠিক পথ দেখাবেন।

#miwcc

image.png

image.png

What can you say about the results of the audit?

These tools give a lot of wrong information. We see a lot of misinformation especially in languages other than English.

In some cases it is necessary to try to understand with common concepts. If you look carefully at the style of writing, starting, presentation, finishing, you can understand whether the writing is original or not. Some writing is like sharing your experience or describing an incident that happened to you, it would be silly if we mark that post as AI generated content. For this, first one has to get an idea about the type of content, then check with various detector tools and then come to a decision.

Notice the picture below. This article is written by me. But here it is identified as AI generated content.

11111111111.PNG

Thank you very much for researching this topic @rme .

Loading...
 last year 

Nothing but lol! You need to learn first how to detect gpt in the case of various languages and also need to utilise some brain @bambuka.

Besides taking the help of AI we should utilities our intellectual abilities.
I can understand you do not get time because while working various platforms it is not possible to use brain.
Lastly, I would say abuse watcher is there to detect everything.

@steemcurator01
@rme
@pelon53

 last year (edited)

@abuse-watcher, @rex-sumon plz handle this case. Now-a-days, to detect AI contents is a huge problem. And maximum time it returns wrong results, specially for languages other than English.

Update : I'm personally checking https://openai-openai-detector.hf.space/

It's a 100% bogus AI detector. It detects any Bengali Text as AI generated texts.

I've just written a few lines in Bengali in the box & the faulty detection engine shows it as 99% AI content. How funny !

Untitled.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57207.57
ETH 2995.57
USDT 1.00
SBD 2.26