You are viewing a single comment's thread from:

RE: দায়িত্ব নেবার আগে ভেবে দেখা উচিৎ সেটা পালনে আমরা কতটা সক্ষম।

in Incredible Indialast year

বর্তমানে মনুষ্যত্ব বোধের খুব অভাব। কোনটা ভালো কোনটা খারাপ অনেক সময় লোভে পরে মানুষ খারাপ টাকেই বেছে নিচ্ছে। এজন্য আমাদের উচিৎ কষ্ট হলেও নিজের মনুষ্যত্ব বোধটাকে জাগ্রত করার। এমন কোনো কাজ না করা যেটায় আমাদেরকে ঈশ্বরের সৃষ্টির সেরা জীব বলতেই খারাপ লাগে।

বর্তমান সমাজ ব্যবস্থাটাই এমন হয়েছে যে, যেভাবেই হোক উপরে উঠতে হবে। হোক সেটা সৎ পথে বা অসৎ পথে। কিন্তু অসৎ পথটাই আমরা কেমন যেনো বেশি ব্যবহার করছি। কারণ সৎ পথে তো বাধা বেশি, সৎ পথের আয় উপর্জন ও কম। কিন্তু দিন শেষে আমরা নিজেদের কাছেই ছোট হয়ে যাচ্ছি। আমাদের উচিৎ সৎ পথে থেকে , দায়িত্ব পালন করার। যার যেমন ক্ষমতা তেমন টাই দায়িত্ব নেওয়ার। কারণ অতি লোভে তাতি নষ্ট হয়।

ধন্যবাদ দিদি এত সুন্দর করে বাস্তব দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে আমাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য। আপনার কথাগুলো পালন করবো। ভালো থাকবেন এবং এভাবেই আমাদের সঠিক পথ দেখাবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 66293.76
ETH 3282.25
USDT 1.00
SBD 2.70