You are viewing a single comment's thread from:

RE: দায়িত্ব নেবার আগে ভেবে দেখা উচিৎ সেটা পালনে আমরা কতটা সক্ষম।

in Incredible Indialast year

শিক্ষকের যে বিষয়টি আপনি তুলে ধরেছেন এটা অধিকাংশ ক্ষেত্রেই সঠিক কেননা এখন মানুষ শিক্ষার জন্য লেখাপড়া খুবই কমই অধ্যায়ন করে আর এজন্যই আজ শিক্ষার অধঃপতন এবং শিক্ষার নেই কোন মান।

বিশেষ করে মানুষ জন অন্যকে কি দোষ দেব আমরা নিজেরাই তো লোভের মধ্যে হাবুডুবু খাচ্ছি। কেননা যে বলে আমি যোগ্য নয় সে পথে আমি অব্যাহত থাকার জন্য চেষ্টা করি অথচ যোগ্য ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে না সততাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না।

আজ মানুষের মনুষত্ববোধ সততা ন্যয়নিষ্ঠা ধীরে ধীরে উঠিয়ে যাচ্ছে। তাইতো আপনি শিক্ষামূলক একটি কথা এখানে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে সেই একটি মেয়ে যে কিনা বীজ থেকে চারা উৎপাদন করতে পারেনি। অথচ বাকি ব্যক্তিরা চারা উৎপাদন করল।

কিন্তু এটা আদৌ সম্ভব নয় কেননা সেই বীজ ছিল মৃত। তাহলে এখানে সততার প্রমাণ হয় সেই মেয়েটি সঠিক ছিল যে কারণে তার ২০ থেকে চারা উৎপাদন হয়নি বাকিগুলোর উৎপাদন হয়েছিল কেননা তারা বীজ পরিবর্তন করে নিয়ে এসেছে এবং বীজ থেকে চারা উৎপাদন করে নিয়ে এসেছে।

ধন্যবাদ শিক্ষামূলক এমন ব্লগ আমাদের সাথে উপস্থাপন করার জন্য।

Sort:  
¡Congratulations! This comment has been upvoted through -steemcurator06. We support quality posts, and good comments anywhere, with any tags.
Congratulations!.png
Curated by :<<@loloy2020>>
 last year 

Thank you for your attention 😊

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 66293.76
ETH 3282.25
USDT 1.00
SBD 2.70