"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India2 months ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...xkzbSmMZop4uhwwDE7FcPLNtoxVmrQpeFTvA5JghDXuGyEDEGQUYCQ3GUyy3fUS43t6MRidaYVAkqbqPBW15EaeEDZj8iagGvqreTFKwzh3kivt7C6sG6SD7QA.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা অনেক ভালো কেটেছে।

আমার দিনটি খুব বেশি ভালো না হলেও, মোটামুটি কেটেছে। তবে আজকে আমি আমার সারাদিনের কার্যাবলী সংক্রান্ত পোস্ট নয়, বরং আপনাদের সাথে আমার সাপ্তাহিক রিপোর্ট শেয়ার করতে চলেছি।

যার মাধ্যমে কমিউনিটিতে আমার গতসপ্তাহের কার্যক্রম গুলো সংক্ষিপ্তাকারে তুলে ধরার চেষ্টা করবো। চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস"

IMG_20240523_014809.jpg

আজ ছিল আমাদের সপ্তাহের টিউটোরিয়াল ক্লাস। ম্যামের ব্যস্ততার কারণে আজ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ম্যাম নিজেই টিউটোরিয়াল ক্লাসে যোগ দিয়েছিলেন।

আজ অন্য সকলের মতন আমিও এসবিডি উইথ ড্র করার ব্যাপারে সঠিক তথ্য জানলাম। এতদিন পর্যন্ত আমি যে বিষয়টা জানতাম, সেটা আজ ক্লাসের মাধ্যমে সঠিকভাবে জানতে পারলাম। আর আজ আরও একবার বুঝতে পারলাম যে, এই টিউটোরিয়াল ক্লাসটা সত্যি কতটা গুরুত্বপূর্ণ।

যেটা আমি জানি না, সেটা স্বীকার করতে যেমন আমার কোনো সমস্যা নেই, ঠিক তেমন ভাবেই অন্য সকলেরও সমস্যা থাকা উচিত নয়। মানুষ মাত্রই ভুল হতে পারে ঠিক যেমনটা আজকে আমার হয়েছিলো।

এই রকম আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার পর, আমরা আমাদের এই সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস শেষ করেছিলাম। তবে কিছু ইউজারের অনুপস্থিতি আজও ছিলো, ঠিক যেমনটা প্রতি সপ্তাহেই থাকে।

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক হ্যাংআউট"

IMG_20240523_014935.jpg

গত সপ্তাহের ১৫ তারিখে আমাদের কমিউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাতা দিবস ছিলো। দু'বছর আগে এই মে মাসের ১৫ তারিখেই আমাদের অ্যাডমিন ম্যামের উদ্যোগে এই ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটি সৃষ্টি হয়েছিলো।

সকলের সাথে পথ চলতে চলতে ইতিমধ্যে আমরা দু'বছর অতিক্রম করেছি। গত সপ্তাহের হ্যাংআউটে আমরা কমিউনিটির জন্মদিন পালন করেছিলাম। সেই উপলক্ষ্যে উপস্থিত প্রতিটি ইউজারের কাছ থেকে আমরা কমিউনিটির সম্পর্কে তাদের নিজস্ব মতামত জানতে চেয়েছিলাম এবং সকলের স্বতঃস্ফূর্ত উত্তরে আমরা মুগ্ধ হয়েছিলাম। আশাকরি প্রত্যেকেই এই ভাবেই আমাদের সাথে আগামী আরো অনেকগুলো বছর পথ চলবেন।

1672344690977_010726.jpg

"কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzuDDVyywWgDho5ceDe2GJuHkV1655cmuTrp1G8NVotg2oQUeg9okYqKXcyQZKpDQurnXihX4x3FXUkJZU.png

ইতিমধ্যে আমাদের কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ শেষ হয়েছে, তার পাশাপাশি কমিউনিটিতে আয়োজিত মে মাসের প্রথম কনটেস্টও শেষ হয়েছে। আপনারা জানেন কমিউনিটি কর্তৃক বা অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্টের সমস্ত ডিটেলস বের করে, সেগুলো মেল করে অ্যাডমিন ম্যামকে পাঠানো আমার দায়িত্ব।

তাই গত সপ্তাহেও আমি কমিউনিটি কর্তৃক আয়োজিত মে মাসের প্রথম সপ্তাহের সমস্ত ডিটেইলস আমি ম্যামকে মেলের মাধ্যমে পাঠিয়েছিলাম এবং সেই অনুযায়ী তিনি উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছিলেন।

কমিউনিটি কনটেস্ট ইউনার অ্যানাউন্সমেন্ট

1672344690977_010726.jpg

"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzyrH4Z2MCqiW8L2NnpmSgGVWSN8TxmFwpEt3CKsK8whmmdnV1KFL3Xg1Rr4SheYAjSY7zBtMVzUbgnggW.png

এনগেজমেন্ট চ্যালেঞ্জ শেষ হলেও কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত মে মাসের দ্বিতীয় কনটেস্ট চলছে। বিষয়বস্তু হিসেবে তিনি খুব সুন্দর একটা টপিক নির্বাচন করেছেন।

আশা করছি ইতিমধ্যে আপনারা সকলেই সেই পোস্টটি পড়েছেন। আর সকলকে অনুরোধ করবো নিজস্ব মতামত ও অনুভূতিগুলি অবশ্যই এই কনটেস্টে অংশগ্রহণ করে পোস্টের মাধ্যমে আমাদের সকলের সাথে শেয়ার করবেন। আপনাদের সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো।

অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত মে মাসের দ্বিতীয় কনটেস্ট

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...XUjQx1pL4vKHctyQRHrrBbqt2dFgHqXJ89SVXUFjorpPkezNLW6CvkSopoS3DjshGYxy1hfEjz1UcFqrKMqQe9zdoCbrMSujco4ZQx62QeLYLZZ8nAJAdcVqSn.png

আপনারা প্রত্যেকে জানেন এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট পাবলিশ করার দিন পরিবর্তনের সাথে সাথে, আমরা এনগেজমেন্ট চেক করার লিঙ্কও পরিবর্তন করেছি। যেটি সম্পর্কে আপনারা অ্যাডমিন ম্যাম কর্তৃক উপস্থাপিত কিউরেশন রিপোর্টে পড়লেই জানতে পারবেন। সেখানে ম্যাম লিঙ্কটি শেয়ারও করেছেন। আশাকরি কমিউনিটিতে নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধির চেষ্টা আপনারা প্রত্যেকেই করবেন এবং আগামী সপ্তাহের রিপোর্টে আমরা তার ফলাফল নিশ্চয়ই দেখতে পাবো।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20240520_124926.jpg

বুমিং সংক্রান্ত কাজটি আমার প্রতিদিনের একটি দায়িত্ব, যেটাকে নির্ভুল করে করার সর্বোচ্চ চেষ্টা আমি করি। এই সপ্তাহে ম্যামের নির্দেশ অনুসারেই আমি কাজ করবো, কারণ এই কমিউনিটিতে ভালো পোস্ট লেখার পাশাপাশি এমন অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো সকলকে মেনে চলতে হবে। কারণ কমিউনিটিতে প্রতিটি ক্ষেত্রেই যে নিয়মগুলি করা হয়েছে, সেগুলো সবার ক্ষেত্রেই সমান, এমনকি আমাদের নিজেদের ক্ষেত্রেও তাই। নিয়মবহির্ভূত কোনো কাজ ইতিপূর্বে কমিউনিটিতে হয়নি এবং আগামীতেও হবে না।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

বর্তমানে পোস্ট ভেরিফিকেশন এর চাপ অনেকটাই কম।কারণ এনগেজমেন্ট চ্যালেঞ্জ ইতিমধ্যে শেষ হয়েছে। এনগেজমেন্ট চলাকালীন আমাদের অনেক রাত পর্যন্ত জেগে কাজ করতে হতো, কারণ তখন পোস্টের চাপ অনেক বেশি ছিলো।আয়োজি

তবে এখন কমিউনিটির কর্মরত সকল ইউজার এবং অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্টে অংশগ্রহণকারী কয়েকটি ইউজারের পোস্ট থাকে কমিউনিটিতে। সুতরাং ভেরিফিকেশনের চাপ ততটা নেই। তবুও সমস্তটাই আমরা সঠিক ভাবেই করার চেষ্টা সবসময় করেছি এবং আগামীতেও সেই চেষ্টাই থাকবে। কারণ ভেরিফিকেশনটা মডারেটর হিসেবে আমাদের সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

আমি বরাবর বলেছি কমিউনিটিতে আমি শুরুর থেকে একজন ইউজার ছিলাম এবং একজন ইউজারের দায়িত্বগুলো আমি বরাবর পালন করার চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। গত সপ্তাহে নিজের লেখা কি কি পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাই নীচে উপস্থাপন করলাম-

No.DateTitleThumbnail
01.15-05-2024"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...xkzbSmMZop4uhwwDE7FcPLNtoxVmrQpeFTvA5JghDXuGyEDEGQUYCQ3GUyy3fUS43t6MRidaYVAkqbqPBW15EaeEDZj8iagGvqreTFKwzh3kivt7C6sG6SD7QA.png
No.DateTitleThumbnail
02.16-05-2024পোড়া আমের‌ শরবত (Roasted Raw Mango Chilled Drink)7ynYBCHn3PDVgQ43YaC2yVhHDTXKKaWwdDSStfC4eRrVUAeouBff1HG485Q4wuqsXGw4tdgGQPVcVqgZVKvWnLc1wtJGbtsjb42yUZboSDdMC4SVFYbpQQYCVwDKCdasrQDab48mDzXmLPTaM3feqDk59Q9XYFE1t9sy3cFnZD3uEiJu1MoXfRf7Dr52LJ87EWfhujKMRUNZHkecgb6KeiBtS9xbq6AK19Q.png
No.DateTitleThumbnail
03.17-05-2024Better life with steem-The Diary Game-16th May, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y6fDgiyqjWWvfCNtnmPF9QkKyBr7ZTr6tcKkXCn8caK6QDgMENq47jnhcCEsXzhgt9v78Uhbc1RtGQwhYJiJ9vx65i3Ee.jpeg
No.DateTitleThumbnail
04.19-05-2024Better life with steem-The Diary Game-18th May, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y6bc8Wrddfczo8zwnPSbTbyRWvPWsJZKjG3QYnAFs4wjn1APJ66mYSkqUTn7fPZGw6YKbrZ7Q3hZpGGwoLoB43cTjPXhG.jpeg
No.DateTitleThumbnail
05.20-05-2024SEC-17/W6-Do you believe history repeats itself?aiVb1SUiufHHkh3xGs2bSRnh2RG2R16igFNq41UwyQ9JacgWvmGpfojQpzr1qu8NBSR6KXGv6bYgvqBmB4pqbgfPQgSZwj1trWWhkoCV53...9Vp2TBi6E1GEmrVFpWfyf4aaCXXDPZGXvRixrze1FfDxzGSNYGSonQoZGGUFrpKV9G42twNiEMDvYisCMNkxfbaBSwZW1XpXG62NnGpoLdfnTRKPJJg8zZSEpe.png
No.DateTitleThumbnail
06.21-05-2024"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
07.22-05-2024Better life with steem-The Diary Game-20th May, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yuNGHqrCUBZoPtC9RMMSYiqs3q5YmoVxt2AxL6E87herB3M6ipQnhcMvEGVC8Dz9LKCMTA7rA5apJfZWeU19PXuYkMRuG.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিল আমার এই সপ্তাহের সপ্তাহিক কার্যাবলী। যেটি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আশা করি রিপোর্টটি পড়ে আপনারা প্রত্যেকেই সাপ্তাহিক কার্যক্রম সম্পর্কে আন্দাজ করতে পারবেন এবং আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইলো। সকলের ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
 2 months ago 

আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে গত সপ্তাহের কার্যক্রম উপস্থাপন করেছেন। তবে দুর্ভাগ্যবশত আমি গতকালকের ক্লাসে উপস্থিত হতে পারিনি, নিজের কিছু সমস্যার কারণে। আশা করি আগামী ক্লাসে অবশ্যই উপস্থিত হওয়ার চেষ্টা করব। আপনি যেমন কমিউনিটির কাজগুলো আমাদের সাথে উপস্থাপন করেছেন। ঠিক তেমনি আপনি প্রতিদিনের পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাল থাকবেন।

 2 months ago 

হ্যাঁ আপনার অনুপস্থিতি দেখে একটু অবাকই হলাম। আরও আশ্চর্য হলাম কোনো কিছু না জানিয়েই আপনি ক্লাস অফ করেছেন দেখে। আপনারা যারা কমিউনিটির পুরোনো সদস্য তারাই যদি নিয়ম না মানেন, তাহলে তো সমস্যা। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 
  • দিদি, আপনাকে অনেক ধন্যবাদ আজ আপনি এই সপ্তাহের কার্যাবলীগুলো উপস্থাপন করেছেন। ঠিকই বলেছেন, সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারি।

  • আপনার পাশাপাশি আমিও এসবিডি উইথড্র করার ব্যপারে জানতে পেরেছি। এ সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করেছিলেন যেটার মাধ্যমে আমরা আমাদের সারা সপ্তাহের সক্রিয়তা সম্পর্কে অবগত হতে পারি।

  • বুমিং সংক্রান্ত কার্যাবলী আপনার প্রতিদিনের রুটিনের মধ্যে পড়ে গেছে আর এটা খুব দায়িত্বসহকারে সম্পন্ন করেন। সেই সাথে দৈনন্দিন পোস্ট ভেরিফিকেশন তো রয়েছে।

  • আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে সব কিছু উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

আমিও এসবিডি সম্পর্কে একটা তথ্য এতোদিন ভুল জানতাম। এদিনের টিউটোরিয়াল ক্লাসে সেটা সঠিক ভাবে জানতে পারলাম। বুমিং এর দায়িত্বটা আসলেই বেশ সচেতনতার সাথে পালন করতে হয়। আপনাকে ধন্যবাদ নিজের এনগেজমেন্ট এতোটা বৃদ্ধি করার জন্য। এই ভাবেই এগিয়ে চলুন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

আসলে জানার কোনো শেষ নেই। আপনি এত কিছু জানেন তবুও এটা আপনার অজানা ছিলো যেটা টিউটোরিয়াল ক্লাস থেকে জেনে নিয়েছেন। এজন্য টিউটোরিয়াল ক্লাস আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। হ্যা দিদি, চেষ্টা করছি নিজের সক্রিয়তা বৃদ্ধি করার। ধন্যবাদ আপনাকে।

আপনার পোস্ট পড়েই বোঝা যাচ্ছে প্রত্যেকটা সপ্তাহ আপনার তুমুল ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। হ্যাংআউট দারুন এনজয় করেছিলাম তবে এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে আমি জয়েন করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত।

 2 months ago 

দায়িত্ব থাকলে ব্যস্ততা থাকবেই। আর এই কারনেই সারা সপ্তাহ বেশ ব্যস্ততার মধ্যে কাটে। আর এই ব্যস্ততা আমি পছন্দ করি, আর করি বলেই এতোদিন পর্যন্ত দায়িত্ব গুলো পালন করার চেষ্টা করে চলেছি। সেদিন টিউটোরিয়াল ক্লাসে আপনি উপস্থিত থাকতে পারবেন না এটা জানানোর সাথে সাথেই ম্যাম রিপ্লাই করেছিলেন, যদিও তারপরেও আপনি যোগ দিতে পারেন নি। তবে বেশকিছু বিষয়ে সেদিন কথা হয়েছিল যেগুলো আপনার জানা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। যাইহোক, ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

আমি ডিসকর্ডে আপনাকে মেসেজ করেই সাথে সাথে লিভ নিয়েছিলাম কারণ ঠিক সাড়ে আটটার সময় আমার নতুন ভাড়াটিয়ার সাথে এগ্রিমেন্ট করার কথা ছিল। ম্যামের মেসেজটা আমি পরে রাতে ডিসকর্ডে প্রবেশ করে দেখতে পাই। আমার দুর্ভাগ্য যে জরুরী বিষয়গুলো আমার জানা হলো না।

 2 months ago 

আপনি আপনার গত সপ্তাহের কার্যক্রমের ডিটেলস আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহের কনটেস্টের বিষয়টি আমার চোখে পড়েছে এবং আমার দ্রুতই করার ইচ্ছা রয়েছে।
সারা সপ্তাহ জুড়েই আপনি সাংসারিক দায়িত্ব এর পাশাপাশি কমিউনিটির দায়িত্বও খুবই চমৎকারভাবে পালন করে যাচ্ছেন।
এ সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
এসবিডি সম্পর্কে আমি খুব ভালো একটা জানতাম না কিন্তু গত টিউটোরিয়াল ক্লাসে আমিও অনেকের মতোই এই বিষয়ে পরিস্কার একটা ধারণা পেয়েছি।
ধন্যবাদ এত সুন্দর করে রিপোর্ট টা আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ভালো এবং সুস্থ থাকবেন সব সময়।

 2 months ago 

অবশ্যই দ্বিতীয় সপ্তাহের কনটেস্টে অংশগ্রহণ করুন। বিষয়বস্তু সত্যিই অনেক বেশি আকর্ষণীয়। সংসারের দায়িত্ব তো পালন করতেই হবে। তবে কমিউনিটির কাজ আমার ভালোলাগার অংশ। আমার ও এসবিডি সম্পর্কে একটু ভুল ধারণা ছিল, তবে টিউটোরিয়াল ক্লাসে সঠিক ভাবে জানলাম। অবশ্যই এই টিউটোরিয়াল ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

কমিউনিটিতে আপনার একটি সপ্তাহের কার্যক্রম খুবই সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমরা সবাই জানি আপনি এবং আপনারা সবাই অনেক পরিশ্রম করেন এবং তার পাশাপাশি ব্যক্তিগত জীবন তো আছে। সাপ্তাহিক হ্যাংআউট এ অনেক মজা আমরা সবাই করেছিলাম কিন্তু টিউটোরিয়াল ক্লাসে আমি উপস্থিত থাকতে পারিনি নিজের ব্যক্তিগত একটু সমস্যার জন্য।

 2 months ago 

আজকে আপনার সাথে কথা বলার সুবাদে টিউটোরিয়াল ক্লাসে আপনার অনুপস্থিতির কারন জানতে পারলাম। কমিউনিটিতে কাজ করলে কিছু দায়িত্ব তো পালন করতেই হবে। ব্যক্তিগত জীবন তো সকলেরই আছে, তবে কর্মজীবনে আলাদা দায়িত্ব সকলকে পালন করতে হয়।আসলেই গত সপ্তাহের হ্যাংআউটটা একটু অন্যরকম ছিলো, কারন সেদিন ছিলো আমাদের প্রিয় কমিউনিটির জন্মদিন। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51