টাকা দিয়ে কি সুখ কেনা যায়/সুখের জন্য টাকায় কি সবকিছু।

in Incredible Indialast year

ছোটবেলা থেকেই একটি কথা মানুষের মুখে মুখে শুনে আসছি যার কাছে টাকা আছে তার সব আছে। টাকা দিয়ে নাকি বাঘের চোখ ও কিনা যায়, এটা সেই ছোটকাল থেকেই শুনে আসছি কিন্তু এটা আসলেই কি বাস্তব এটা বাস্তবে কি সম্ভব টাকায় কি সবকিছু উৎস।

আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য মূলত এই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়বেন এবং অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে।

যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা হল ধনসম্পদ টাকা পয়সা এগুলো সম্পর্কে আপনার ধারণা কেমন টাকায় কি সব সুখের মূল।

love-g61b3b4179_1920.jpg
Src

যাইহোক কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন এবং আপনাদের দোয়াতে আমি অনেক ভাল আছি বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চলেছি অবশ্যই আপনারা পড়বেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন।

সুখ চাইলেই কি পাওয়া যায়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

সাধারণত আমরা মানুষের মুখোমুখি শুনে থাকি যে টাকা দিয়ে নাকি সবকিছু কেনা যায়। কিন্তু কেউ এই কথাটা কয় না যে টাকা দিয়ে সুখ কেনা যায় কেন সুখ কেন কিনা যায় না।।

সুখ নামের ওই পাখিটি সবার কাছে ধরা দেয় আপনার কাছে অনেক ধনসম্পদ থাকতে পারে কিন্তু আপনি যদি সুখী না হন তাহলে ওই ধন-সম্পাতের কোন মূল্যই নেই ওই ধনসম্পদ পুরো অর্থহীন।

আপনি হয়তো দালান কোথায় বাস করছেন কিন্তু আপনার দালান কোঠার নিচে একজন ভাঙ্গা ঘরে বাস করছে কিন্তু সে ওই ভাঙা ঘরে থেকে অনেক খুশি অনেক আনন্দে আছে।

কিন্তু আপনি দালানকোঠায় বসে সেই আনন্দ পাচ্ছেন না কেন আপনার কাছে তো টাকার অভাব নাই তাহলে কেন আপনি সুখী নন।

তাই শুধু টাকা-পয়সাই থাকলে সুখী হওয়া যায় না টাকা-পয়সায় সবকিছুর উষ্ণ সবকিছু টাকা পয়সা দিয়ে বিবেচনা করলে সেটা সম্পূর্ণ ভুল হবে।

man-gc78994f7d_1920.jpg
Src

সাধারণত একটি উদাহরণ দেই আপনাদের মাঝে আমার বাড়ির পাশেই এক কথায় বলা যায় আমাদের সম্পর্কে দাদা হয়। ওই দাদার এত সম্পত্তি রয়েছে এত টাকা পয়সা রয়েছে যেটা আসলে গুনে শেষ করা যাবে। এক কথায় বলা যায় আমাদের এলাকায় স্বনামধন্য একজন ব্যক্তি যার অনেক সম্পদ রয়েছে।।

কিন্তু সত্যিকার অর্থে তার মত দুঃখী মানুষ আমার মনে হয় না আমাদের এই অত্র এলাকায় কেউ নেই কারণ সে একপর্যায়ে বুড়ো হয়ে মরার পথে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পায়নি বাবা ডাকটি শুনতে পাইনি।

তাহলে বোঝেন তার এত অর্থ থাকা সত্ত্বেও সে কিন্তু বাবা ডাকটি শুনতে পারছে না সে কি চাইলেই পারবে পারবে না কারণ এটা উপরওয়ালার ইচ্ছা তাই ধনসম্পদ সব কিছু নয় ধন-সম্পদ দিয়েই সবকিছু হয় না এমন কিছু সম্পর্ক রয়েছে যেটা ধন-সম্পদের বাইরে হয়ে থাকে।

people-g86991ae62_1920.jpg
Src

তাই আমার মতে টাকা দিয়ে কখনোই সুখ কেনা যায় না আর টাকাই সবকিছু নয়। যদি টাকাই সবকিছু হতো তাহলে আমাদের সমাজে যে সকল ধনী ব্যক্তিরা আছে তারা সবাই সুখী হতো আপনি তলে তলে খবর নিয়ে দেখেন যাদের এত ধন-সম্পদ রয়েছে তাদের ভেতরে হয়তো দুই এক জন হাতে গোনা একটু সুখী হতে পারে।

কিন্তু সবাই নয় সবারই কারো না কারো এমন কিছু কমতি রয়েছে এমন কিছু রয়েছে যেটার জন্য সে সবসময় দুঃখী থাকে সে সুখী হওয়ার আশাটাও ছেড়ে দিয়েছে।

যাইহোক বন্ধুরা আপনাদের মাঝে বেশ কিছু কথা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লাগে এবং কেমন মনে হয় যে টাকায় কি সবকিছু।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে কষ্ট করে আমার এই ছোট্ট পোস্টটি পড়ার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামতটি শেয়ার করবেন ধন্যবাদ।

Best regards

@mamun123456

Join incredible India discord community

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr.jpg

Sort:  
 last year 

ভালোভাবে বেঁচে থাকার জন্য যতটুকু টাকা পয়সার প্রয়োজন ততটুকু পেলেই যথেষ্ট- এমন মানসিকতার মানুষ গুলোই কেবলমাত্র আজীবন সুখে থাকে। কারন তাদের লোভ বড়ো কম, চাহিদা বড় সামান্য।

কিন্তু বর্তমানে এই ধরনের মানসিকতার মানুষদের একশ্রেণীর মানুষ বোকা বলে গণ্য করো। কারন কিছু মানুষের জীবনের লক্ষ্য হলো শুধু অর্থ উপার্জন করা। আর সেই লক্ষ্য পূরন করতে গিয়ে তারা যেকোনো পথ অবলম্বন করতে পারে। আর সেই কারনেই তারা বাঁচাতে ভুলে যায়। শুধু পয়সার পিছনে ছুটতে গিয়ে অনেক কিছু পিছনে ফেলে দেয়।

অথচ তারা যাদের বোকা বলে, সেই মানুষগুলো সাধারণ ভাবে বেঁচে থেকে, একটা অসাধারণ জীবন উপভোগ করে। যেখানে তারা জীবনকে জীবনের মতো করে বাঁচে।

জীবনে বাঁচার জন্য টাকার প্রয়োজন আছে, কিন্তু যখনই কেউ টাকার জন্য বাঁচা শুরু করবে, সে বাঁচতে ভুলে যাবে। এটাই চিরন্তন সত্যি। আমিও এটাই বিশ্বাস করি।

 last year 

অনেক সুন্দর মন্তব্য করেছেন দিদি আপনি আপনার পুরো কথার ভেতরে একটা মাধুর্য আছে একটা কিন্তু আছে এবং অবশ্যই আপনি সত্য কথাই বলেছেন অনেক ভালো লাগলো আপনাকে আমার পোস্টে দেখে ধন্যবাদ আপনাকে

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year (edited)

@jswit Off

Loading...
 last year 

জীবনের অন্যতম চাবি হলো টাকা ৷ টাকা দিয়ে এখন সব কিছু হচ্ছে ৷ টাকার জন্য মানুষ কত কিছুই না করতেছে ৷ ভালো কাজ থেকে খারাপ কাজ পর্যন্ত টাকা দিয়ে সম্ভব করতেছে ৷ টাকা থাকলে মানুষের কাছে সম্মান পাওয়া যায় ৷ এই হলো টাকার মূল্য ৷ যাই হোক অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ৷ ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ভালো থাকবেন ৷

 last year 

আমি আপনার কথার সাথে একমত আছি ভাই জীবনের চাবি হল টাকা টাকা নাই কোন কিছু নাই কিন্তু আমি আমার পোস্টে এটা বলতে চেয়েছি টাকা দিয়ে আপনি সবকিছুই কিনতে পারবেন টাকা দিয়ে কি আপনি সুখ কিনতে পারবেন এটা কি কখনো সম্ভব আপনার মতে কি মনে হয়

 last year 

টাকা আমাদের জীবনে অনেক প্রয়োজন কিন্তু সুখ কখনোই টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসা কিনতে হলে সুন্দর একটি মনের প্রয়োজন যে মনটি সবার ভেতরে থাকে না।

অসংখ্য ধন্যবাদ বড় ভাইয়া আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 last year 
  • গবেষণায় দেখা যায়, যাদের অগাথ টাকা পয়সা আছে, বেশিরভাগ তাদেরই অসুখ বেশি। তাদের সুখ বলতে না-ই ক্যা। তাহলে কি সুখ টাকা দিয়ে কেন যায়? নাহ.. একদমই না।

  • আমাদের এলাকায় একজন বিত্তবান লোক আছেন, তার একটা ছেলে ও একটা মেয়ে আছে। ছেলেটা আমার সমান, বলতে পারেন আমার বন্ধু ছোটবেলার। তার ছোট তার বোন, মানে আমার থেকে ৪-৫ বছরের ছোট। মা বাবার আদরের দুই সন্তান, তার বাবা সরকারি প্রশাসনিক উর্ধতন কর্মকর্তা ছিলেন। এখন রিটার্ন পেয়ে অনেক টাকার মালিক, এবং বর্তমানে বাজারে সবচেয়ে বড় দোকান রয়েছে। তিনি সেই অঢেল টাকা দিয়ে গ্রামে ৪ তলা বিশিষ্ট একটা বিল্ডিং করেছেন। বিল্ডিং করার কয়েকদিন পরেই তার মেয়েটি অন্য এক ছেলের সাথে পালিয়ে গেছেন এবং বিয়েও করে ফেলেছেন। ২+ বসর হয়ে গেলো। এখন পর্যন্ত তার মা বাবার সাথে কোন যোগাযোগ নাই৷ মেয়েটি কিন্তু পাশের গ্রামেই থাকে। তবুও কোন যোগাযোগ নাই। তাহলে ৪ তলা বিল্ডিং দিয়ে কী হলো? যদি তার একমাত্র মেয়েই তাদের সাথে এমন কাজ করে বসে৷ তাহলে কি টাকা পয়সায় সুখের মুল? তাদের সব কিছুই আছে কিন্তু সুখ নামক জিনিসটা হারিয়ে গেছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।

 last year (edited)

টাকা দিয়ে সুখের উপকরণ পাওয়া যায়।টাকা না হলে তাও পাওয়া যায় না।
সম্পর্ক কতদিন থাকবে সেটা নির্ভর করে পরস্পরের বোঝাপড়ার উপর।একজন চাইলে হবে না।,দুই জনকেই চাইতে হবে।
তাই সুখ ও শান্তি পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল। আর ভাই সুখ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাই আমাদেরকে আল্লাহতালাকে সব সময় স্মরণ করতে হবে কারণ আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। তাই আল্লাহকে আমরা কখনো ভুলে যাব না। তাহলে আমরা সুখে শান্তিতে থাকবো। কারণ সুখ হলো আল্লাহ প্রদত্ত জিনিস। তাই পরিশেষে বলা যায় যে টাকা থাকলেই সুখি হওয়া যায় না। সুখি হতে হলে আল্লাহর রহমত লাগে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই

 last year 

আমার কাছে মনে হয় আমাদের জীবনে ঠিক ততটুকু টাকার প্রয়োজন যতটুকু টাকা হলে আমরা এই পৃথিবীতে সুন্দর ভাবে বসবাস করতে পারবো।

অতিরিক্ত টাকা মানুষকে কখনোই সুখ দেয় না বরং আমি মনে করি অতিরিক্ত টাকা হলে মানুষ অহংকারী হয়ে ওঠে।

যখনই মানুষের অতিরিক্ত টাকা হয় মানুষ ঠিক তখনই তার ব্যবহারটা অনেক বদলে দেয়।

টাকা মানুষকে কখনোই সুখ দেয় না সুখী হওয়ার জন্য একটা সুন্দর মন আর ছোট্ট একটা পরিবার পরিবারের মানুষগুলোকে নিয়ে ভালোভাবে বসবাস করার মত একটা স্থান এটুকুই যথেষ্ট।

আপনি খুবই মূল্যবান একটা বিষয় আমাদের সাথে তুলে ধরেছেন আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65761.91
ETH 3385.70
USDT 1.00
SBD 2.62