You are viewing a single comment's thread from:

RE: টাকা দিয়ে কি সুখ কেনা যায়/সুখের জন্য টাকায় কি সবকিছু।

in Incredible Indialast year
  • গবেষণায় দেখা যায়, যাদের অগাথ টাকা পয়সা আছে, বেশিরভাগ তাদেরই অসুখ বেশি। তাদের সুখ বলতে না-ই ক্যা। তাহলে কি সুখ টাকা দিয়ে কেন যায়? নাহ.. একদমই না।

  • আমাদের এলাকায় একজন বিত্তবান লোক আছেন, তার একটা ছেলে ও একটা মেয়ে আছে। ছেলেটা আমার সমান, বলতে পারেন আমার বন্ধু ছোটবেলার। তার ছোট তার বোন, মানে আমার থেকে ৪-৫ বছরের ছোট। মা বাবার আদরের দুই সন্তান, তার বাবা সরকারি প্রশাসনিক উর্ধতন কর্মকর্তা ছিলেন। এখন রিটার্ন পেয়ে অনেক টাকার মালিক, এবং বর্তমানে বাজারে সবচেয়ে বড় দোকান রয়েছে। তিনি সেই অঢেল টাকা দিয়ে গ্রামে ৪ তলা বিশিষ্ট একটা বিল্ডিং করেছেন। বিল্ডিং করার কয়েকদিন পরেই তার মেয়েটি অন্য এক ছেলের সাথে পালিয়ে গেছেন এবং বিয়েও করে ফেলেছেন। ২+ বসর হয়ে গেলো। এখন পর্যন্ত তার মা বাবার সাথে কোন যোগাযোগ নাই৷ মেয়েটি কিন্তু পাশের গ্রামেই থাকে। তবুও কোন যোগাযোগ নাই। তাহলে ৪ তলা বিল্ডিং দিয়ে কী হলো? যদি তার একমাত্র মেয়েই তাদের সাথে এমন কাজ করে বসে৷ তাহলে কি টাকা পয়সায় সুখের মুল? তাদের সব কিছুই আছে কিন্তু সুখ নামক জিনিসটা হারিয়ে গেছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59996.99
ETH 2531.73
USDT 1.00
SBD 2.48