You are viewing a single comment's thread from:

RE: টাকা দিয়ে কি সুখ কেনা যায়/সুখের জন্য টাকায় কি সবকিছু।

in Incredible Indialast year

ভালোভাবে বেঁচে থাকার জন্য যতটুকু টাকা পয়সার প্রয়োজন ততটুকু পেলেই যথেষ্ট- এমন মানসিকতার মানুষ গুলোই কেবলমাত্র আজীবন সুখে থাকে। কারন তাদের লোভ বড়ো কম, চাহিদা বড় সামান্য।

কিন্তু বর্তমানে এই ধরনের মানসিকতার মানুষদের একশ্রেণীর মানুষ বোকা বলে গণ্য করো। কারন কিছু মানুষের জীবনের লক্ষ্য হলো শুধু অর্থ উপার্জন করা। আর সেই লক্ষ্য পূরন করতে গিয়ে তারা যেকোনো পথ অবলম্বন করতে পারে। আর সেই কারনেই তারা বাঁচাতে ভুলে যায়। শুধু পয়সার পিছনে ছুটতে গিয়ে অনেক কিছু পিছনে ফেলে দেয়।

অথচ তারা যাদের বোকা বলে, সেই মানুষগুলো সাধারণ ভাবে বেঁচে থেকে, একটা অসাধারণ জীবন উপভোগ করে। যেখানে তারা জীবনকে জীবনের মতো করে বাঁচে।

জীবনে বাঁচার জন্য টাকার প্রয়োজন আছে, কিন্তু যখনই কেউ টাকার জন্য বাঁচা শুরু করবে, সে বাঁচতে ভুলে যাবে। এটাই চিরন্তন সত্যি। আমিও এটাই বিশ্বাস করি।

Sort:  
 last year 

অনেক সুন্দর মন্তব্য করেছেন দিদি আপনি আপনার পুরো কথার ভেতরে একটা মাধুর্য আছে একটা কিন্তু আছে এবং অবশ্যই আপনি সত্য কথাই বলেছেন অনেক ভালো লাগলো আপনাকে আমার পোস্টে দেখে ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65265.67
ETH 3326.63
USDT 1.00
SBD 2.63