Better Life With Steem | The Diary game | (06 August ,2023)"My arrangement for the family today"

in Incredible India11 months ago

❤️ হ্যালো সবাইকে ❤️


প্রথমেই আমি 'Incredible India' সবাইকে জানাই অনেক শুভেচ্ছা💐 সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ইউজার আইডি @karobiamin71আমি গোপালগঞ্জ জেলা কোটালিপাড়া থানা অন্তর্ভুক্ত একটি গ্রাম থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ডেইলি ডাইরি গেম নিয়ে আজকে আমি সারা দিন, কি কি করছি সবকিছু নিয়ে।


725592e8-48cb-4869-b415-8acdecf72b9c.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

629bb35b-5d50-4b07-b6d9-ab1ca857f4d3.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVWiW3mjezc1nCAisbww4sYtHPgvEw.png

a37dbca3-1b91-4085-8106-7322209bc11a.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

আমার আজকে সকাল টা যে ভাবে শুরু হয়েছে :


প্রতি দিনের মতো সৃষ্টি কর্তার নাম স্মরণ করে সকালের ঘুম থেকে উঠলাম।এবং ফ্রেশ হয়ে নামাজ শেষ করে নিলাম।কারণ, সকালে নামাজ না পড়লে সারাদিন আমার ভালো লাগেনা।তারপর, সকালের সব কাজ শেষ করে নিলাম।এবং খেয়ে নিলাম গরম গরম এক কাপ দুধ চা,এর সাথে বিস্কুট , এই টা না হলে আমরা যেনে চলে এই না। এবং এর সাথে ছিলো ডিম, দুধ তৈরি পুডিং শশুর, শাশুড়ী , আমি এবং আমার মেয়ে, সবাই সকালে হালকা নাস্তা করে নিলাম।


838201f1-d81a-48d5-b941-46c4bd84b6fe.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

aebfbe6d-c0b4-4e10-b68a-b85e9deb407c.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVWiW3mjezc1nCAisbww4sYtHPgvEw.png

644c5ebd-da5c-4475-ba6e-41edf90b88b9.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

আজ দুপুরে আমার রান্না আয়োজন :


আজ আমার কলেজ ছিলো না। তাই আজ আমি বাড়িতে আছি। আজকে দুপুরের রান্না টা আমি করবো, অন্য দিন আমার শাশুরি রান্না করে থাকে। আজ আমার শশুরে বাড়িতে ছিলো, তাই সে পুকুর থেকে রই মাছ ধরে দিলো আমাকে রান্না জন্য। এর সাথে আমার শাশুড়ী আমাদের সবজি বাগান থেকে তাজা তাজা পুইশাক, ও কাঁচ কলা, নিয়ে এসে আমাকে দিলো মাছ দিয়ে রান্না জন্য। এর সাথে একটু শাপলা ভাজি করে নিলাম, আমি এভাবে রান্নাটা শেষ করলাম।দুপুরের সবাই একসাথে খেয়ে নিলাম। এবং খাবার শেষে আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম।,সাথে আমি দশ মিনিটের মতো রেস্ট করে নিলাম।

99831cb9-260b-4c3d-b5c8-278830edbab4.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

আজকে দিনে আমার পড়া লেখা:


মেয়ে ঘুমিয়ে আছে তাই,এই ফাঁকে আমি বেশ কিছু সময় বই পড়ে নিলাম, কারণ আমার দুই মাস পরে পরীক্ষা।পরীক্ষার আগে সময় বের করে, সব চ্যাপ্টার গুলো আমাকে শেষ করতে হবে। তাই আর শুয়ে থাকতে পারলাম না, একটু সময় পেলেই বই নিয়ে বসি।আমি সব সময় চাই সংসারের কাজকর্ম ভেতর দিয়েও নিজের পড়া লেখা টা কে ঠিক রাখার জন্য। এবং আমার পড়া শেষ হতে এই মেয়ে ঘুম থেকে উঠে গেল এবং বায়না ধরলো ও বই পড়বে তাই ওকে একটু বই পড়িয়ে দিয়ে দিলাম।


3a7b69dd-6a5a-4e10-8d9c-4e639fa4637e.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

b7faac06-76c8-4133-8fd6-ea0b4c6674e6.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVWiW3mjezc1nCAisbww4sYtHPgvEw.png

আজকে আমার বিকাল টা যেমন কেটেছে :


আমি আমার বাবা বাড়ি ফোন দিয়ে সবাই সাথে কথা বলে নিলাম। আমার প্রিয়তম সাথে ও কথা বললাম ভালো আছে সুস্থ আছে সুনে মন টা ও ভালো লাগলো,,, আমার হাজব্যান্ড কাজের ক্ষেত্রে বাইরে থাকে। আমি আমার শশুর শাশুড়ির সাথে আমি ও আমার মেয়ে নিয়ে শশুর বাড়ি থাকি। এর ভিতরে হঠাৎ করেই বাহিরে বৃষ্টি নামতে শুরু করলো, মেয়ে খেলনা দিয়ে খেলতে ছিল,আর আমি অন্য দিকে সবার জন্য বিকালের নাস্তা করতে ছিলাম ছোলার ডাল এবং বুটের ডালের বরা।কারণ, আমি জানি এই বৃষ্টির মধ্যে শশুর, শাশুড়ী কে যদি হালকা মুচমুচে খাবার বানিয়ে দিলে খুশি হবে। আর পরিবার কে খুশি রাখার দায়িত্ব টা আমার। এরপরে সবাই একসাথে মিলে বিকালে নাস্তা টা করে নিলাম।

ad3c85fa-60da-4dfa-b3db-2aecbc5700e3.jpg

4a2f1b28-6816-444a-bd0d-f20bda133ae4.jpg[Photo taken by smartphone: Redmi Note 9]

আজ কে steemit নিয়ে যে কাজ গুলো করেছি :


রাতে সবাই ঘুমিয়ে গেলে ও কিন্তুু আমি ঘুমিয়ে যায় নি। কারণ, স্টিমেট নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি প্রথমে, সুন্দর একটি পোস্ট রেডি করে নিলাম।পাওয়ার অফ করে নিয়েছি, এরপর পোস্ট করলাম।এখন আমার বন্ধুগণের পোস্ট গিয়ে কমেন্ট করেছি,ভোট দিয়েছি।স্টিমেটর সকল কাজ শেষ করে সবাই কে আজকে মত বিদায় জানিয়ে আমি আমার পিছি টা কে অফ করে দিলাম।এবার রাতে নামাজ টা শেষ করে আমি শুয়ে পড়লাম, সৃষ্টিকর্তার নাম স্মরণ করে,,এই ভাবে কেটে আমার আজকে দিন টা।

আমি আগে কখনো ডেইলি ডাইরি গেম লিখি নি আজকে প্রথম লিখেছি, জানিনা কেমন হয়েছে আপনাদের কাছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন,আর আমার পোস্টের মাধ্যমে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই পরিবার নিয়ে সুস্থ থাকুন এই কামনা করে আজ রাখছি।
DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVWiW3mjezc1nCAisbww4sYtHPgvEw.png

25% to @null to support #burnsteem25
10% of this payout for @meraindia

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVWiW3mjezc1nCAisbww4sYtHPgvEw.png


◦•●◉✿ Thank You ✿◉●•◦

Here are my Verified links:
Achievement -1
Achievement -2
Achievement -3
Achievement -4

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png

Sort:  
 11 months ago 

আপনি আপনার সারাদিনের কাজকর্ম সবকিছুই সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার বিয়ে হয়েছে, বাবু আছে, তারপরও আপনি এখনো পড়াশোনা করতেছেন এটা শুনে অনেক ভালো লাগলো। ইচ্ছাশক্তি থাকলে মানুষ অনেক কিছু করতে পারে।

 11 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট টা পড়া জন্য।

আমার পাশে থাকবেন, এই প্রত্যাশা করি
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 11 months ago 

আপনি এত চমৎকার ভাবে বর্ননা করেছেন সবকিছু যে আমার মনে হচ্ছিলো আমি আপনার সাথেই আছি।
ভালো আর সুস্থ থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 11 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট টা পড়া জন্য।

আপনার এত সুন্দর কমেন্ট করার দেখে আমি নিজেকে ধন্য মনে করি, আমাকে সাপোর্ট করবেন সব সময় আমার পাশে থাকবেন, এই প্রত্যাশা করি,
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Loading...
 11 months ago 

সারাদিনের কাজকর্ম সবকিছুই সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আপনার ডায়েরি গেম অনেক ভালো চমৎকার আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন।ভালো আর সুস্থ থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

 11 months ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আমার পোস্ট কমেন্ট করার জন্য।

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা

আপনার পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল। অনেক ভালো লাগলো আপনার সারাদিনের কর্মব্যস্ততা। আমাদের বাংগালী প্রায় সব মেয়েদের সাংসারিক ব্যস্ততা একই রকম। আপনার জন্য রইল দোয়া ভালো থাকেন সুস্থ্য থাকেন এবং পরিবারের সঙ্গে আনন্দে সাথে দিন কাটান।

 11 months ago 

আসসালামু আলাইকুম আপু,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট টা পড়ার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আপনি দিন শুরু করেছেন সৃষ্টিকর্তার প্রার্থনা করে এবং আপনার মনে হয় দিনটা যদি সৃষ্টি করা তার প্রার্থনা শুরু না করেন তাহলে আপনার দিন ভালো যাবে না। তারপর আপনি সকালে নাস্তা করে নিলেন। ফোনের মাধ্যমে আপনার বাবার বাড়ির সকলের খোঁজ খবর নিলেন। আপনি খুব সুন্দর একটা দিন ও কর্ম ব্যস্ততার মধ্যে পার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

আসসালামু আলাইকুম আপু,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট টা পড়া জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমাকে সাপোর্ট করার জন্য।
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64354.36
ETH 3507.50
USDT 1.00
SBD 2.54