Kacchi at 50 taka

in #esteem7 years ago

~ ৫০ টাকার এক প্লেট কাচ্চি কিংবা সুখ ~

জ্বি হ্যাঁ , ঠিক ৫০ টাকাতেই এক প্লেট কাচ্চি। ঠিক ৫০ টাকাতেই যেই পরিমাণ আশা করা সম্ভব ঠিক সেই পরিমাণ জিনিসই এখানে পাই। Road side বিরিয়ানির দোকান গুলোতে ঠিক যেই পরিবেশ ভাবছেন এখানে ঠিক তেমন পরিবেশই আছে।

🌍 Place : মোঃ পুর জেনেভা ক্যাম্প , সাহাদ বিরিয়ানি হাউজ , ক্যাম্পের ভেতর একটু এগিয়ে সামনে গেলে বোবা বিরিয়ানি পাবেন তার ঠিক একটু সামনে সাহাদ।

💵 প্রতি হাফ প্লেট কাচ্চির মূল্য : ৫০৳

🍉 কাচ্চিটা গরুর। রাইসটার কারণে আর আলুর কারণে আমার এই কাচ্চিটা খুব পছন্দের। হাফ প্লেট কাচ্চিতে তিন পিস মাংস পাবেন। মাংসটা আমি ম্যাক্সিমাম সময়ই শক্ত পাই। তবে ৫০ টাকায় পেট ভরে খাওয়ার মতন বেশ ভালো একটা কাচ্চি ♥

🎬 এই জেনেভা ক্যাম্পে ৫০ টাকায় আপনি অনেক জায়গায় কাচ্চি পাবেন। যেমনঃ কামাল , বোবা, মামা ইত্যাদি। সব জায়গাতেই দাম এক। সব জায়গাতেই খাওয়া হয়েছে একাধিকবার। কিন্তু , এই সাহাদের কাচ্চিই কেন জানি আমার খুব ভালো লাগে। তবে কামালের কাচ্চিটাও ভালো। ♥

Sort:  

sneaky-ninja-sword-xs.jpg

Sneaky Ninja Attack! You have just been defended with a 1.75% upvote!
I was summoned by @sectionshankar. I have done their bidding and now I will vanish...


woosh

A portion of the proceeds from your bid was used in support of youarehope and tarc.


Abuse Policy
Rules
How to use Sneaky Ninja
How it works
Victim of grumpycat?

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.039
BTC 95803.39
ETH 3334.91
USDT 1.00
SBD 3.31