দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১ )

in আমার বাংলা ব্লগ10 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু আলোকচিত্র শেয়ার করবো। এই আলোকচিত্রগুলি দূর্গা পুজোর, আজকে পাড়ার কিছু প্যান্ডেল আর প্রতিমার আলোকচিত্র শেয়ার করবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

Photo by @winkles

Photo by @winkles

এইটা সবুজ সংঘ নামের একটি ক্লাব এর পুজো। এখানে মূলত প্রতিবছরই বলতে গেলে একই ধাঁচের প্রতিমা আর প্যান্ডেল তৈরি করে থাকে। তেমন কোনো পরিবর্তন দেখিনি গতবারের থেকে। যদিও এদিকের পাড়ার দূর্গা পুজোগুলোতে তেমন গুরুত্ব দিয়ে করে না। শুধু অঞ্জলি দেওয়ার হিসেবে করে থাকে। তবে প্রতিমাটা মোটামুটি ভালো এনেছে দেখলাম, আর দেখতেও অনেক ভালো লাগছে প্রতিমাটা। ষষ্ঠির দিন পাড়ার পুজো দেখতে বেরিয়েছিলাম আর তখন এইটা প্রথম তুলেছিলাম।

Photo by @winkles

এই পুজোটা রাস্তার একটি ধারে কোনোরকম প্যান্ডেল তৈরি করে করা হয়েছে। এটিও একটি ক্লাব এর পুজো, তবে এটি যেহেতু রাস্তার পাশে তাই রাস্তার উপরেই করে থাকে আর প্রতিবছর এর মতো এইবারও সেটাই করেছে। তবে তারা খুবই ছোট করে করে থাকে, মানে বলতে গেলে পয়সা নেয় ঠিকই কিন্তু একটু ভালো করে প্যান্ডেল সাজায় না। তবে প্রতিমা ছোট বা বড়ো সেটা ম্যাটার করে না, দেখতে ভালো হলেই হলো। তবে এই প্রতিমার গঠনের দিকে দেখলে সিংহের দৃশ্যটা একটু খারাপ হয়েছে বলতে গেলে।

Photo by @winkles

একটি ছোট খাটো প্যান্ডেলের মধ্যে এই প্রতিমাটা অনেক ভালো করেছে। তবে এখানে একদম শুনশান, সকালে অঞ্জলীর পরে আর এখানে কাউকে দেখা যায় না। যদিও এটি রেলের একদম সাইটে একটি ফাঁকা জায়গায়। এই প্যান্ডেলে সাধারণত কোনো বছর যাওয়া হয়না বলতে গেলে, কারণ এই লাইনটায় যাওয়া আশা করা হয় না তেমন। তবে এইবার এই লাইন দিয়ে যাওয়ার সময় ভাবলাম একবার দেখে যাই আসলাম যখন, প্যান্ডেল ভালো না সাজালেও প্রতিমাটা ভালো কিনেছে তারা।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এইটা বিবেক সংঘের একটি ক্লাব এর পুজো মণ্ডপ। এই প্যান্ডেলটি ভালোই সাজিয়েছে। দূরের থেকে লাইটিং দেখে বেশ ভালোই লাগছে। আসলে এখানে কালী পুজোটা করে না, তাই দূর্গা পুজোর সময় মোটামুটি একটা ভালো সাজানোর চেষ্টা করে তারা। চারিদিকে লাইটিং দিয়ে মোটামুটি ভালোই তুলে ধরেছে ডিজাইন। প্যান্ডেলটি একটি মন্দিরের ডিজাইনে তৈরি করেছে। প্যান্ডেলের ভিতরটাও বেশ ভালো বড়ো করেছে আর প্রতিমাটাও দারুন এনেছে, দেখলেই বোঝা যাচ্ছে সেটা। সব দিক থেকে একটা মোটামুটি ভালো পারফেক্ট ডিজাইনে পরিণত করেছে।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনবনমালিপুর
তারিখ২০ অক্টোবর ২০২৩


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 10 months ago 

বিবেক সংঘের পুজো মন্ডপের আলোকসজ্জা, ডেকোরেশন ও প্রতিমা দেখতে বেশ ভালো লেগেছে, ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

দাদা গত বছর তো পূজা শুরু হওয়ার সাথেই পূজা সম্পর্কে আপনার অনেক গুলো পোষ্ট পেয়েছিলাম। কয়েকদিন আগে থেকেই আমি চিন্তা করছি যে দাদা এবছর কোন পূজার ফটোগ্রাফি বা পোষ্ট শেয়ার করছে না। অবশেষে আজকে দেখতে পেলাম। পূজা শেষ হয়ে গেছে। আপনি সব কিছু জমা করে রাখলেন। এখন ধীরে ধীরে শেয়ার করুন। প্রথমেই সাদা মাটা একটি পূজা মন্ডপ দেখলাম যেটা সবুজ সংঘ তৈরী করেছে। মোটামুটি ভালোই করেছে। নিজেদের সাদ্যমত সাজানোর চেষ্টা করেছে। এগুলো তো প্রচুর খরচ অর্থ খরচ হয়। আর শেষের দিকে দেখলাম বিবেক সংঘের মন্ডপ। তারা আবার কিছু অর্থকড়ি খরচ করেই সুন্দর ভাবে সাজিয়েছে। এটা দুর থেকেই বুঝা যাচ্ছে। মূতি গুলোর মধ্যে তাকালে বুঝা যায় শিল্পীর নিঁখুত আর্ট। কোথায় পা কোথায় হাত এগুলো দাড় করিয়ে রাখাটাই চ্যালেন্জ। দেখলাম ভালো ভাবেই সেটিংটা করেছে। গহনা দিয়ে সুন্দর ভাবেই সাজিয়েছে। গুলো করতে অনেক সময় লাগে। যারা শিল্পী তারা মনে হয় ছয় মাস আগে থেকেই এগুলো তৈরী করা শুরু করে দেয়। দাদা আমার একটি প্রশ্ন হলো এই মূর্তি গুলো কি কিনে আনে না কি..? না কি সবাই নিজেদের মত করে বানিয়ে নেয়। ধন্যবাদ দাদা।

 10 months ago 

দাদা আমার একটি প্রশ্ন হলো এই মূর্তি গুলো কি কিনে আনে না কি..? না কি সবাই নিজেদের মত করে বানিয়ে নেয়।

অনেক আগে থেকে অর্ডার দেওয়া থাকে যারা তৈরি করে তাদের কাছে, কারণ প্রতিমা তৈরি করতে অনেক সময় লাগে আর প্রচুর অর্ডার থাকে তাদের। তৈরি হয়ে গেলে পরে পুজোর আগেরদিন বা ২-১ দিন আগে সেগুলো কিনে নিয়ে আসে তাদের কাছ থেকে।

 10 months ago 

দাদা আমরা ইনশাল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? পাড়ার পুজোর মন্ডপ হতে বেশ সুন্দর অনেকগুলো পূজোর প্রতিমা আমাদের সাথে শেয়ার করলেন। আপনার শেয়ার করা আজকের প্রতিটি আলোকচিত্র যেন ফুটে উঠেছে । তার সাথে দাদা আপনি বিস্তারিত অনেক কিছু আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ দাদা আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

পুজো মানেই পাড়ায় পাড়ায় সব দারুন আয়োজন। পূজা মন্ডপ দেখতে সত্যি অনেক ভালো লাগে। আর প্রতিমা ছোট হোক কিংবা বড় আনন্দটাই অন্যরকম। আর অনেক সময় প্রতিমা ছোট হলেও দেখতে আকর্ষণীয় লাগে। সিংহের দৃশ্যটা আমার কাছে যেন কেমন লেগেছে। বিশেষ করে মুখের দিকটাতে আমার কাছে কেমন জানি লেগেছে। তবে যাই বলুন না কেন দাদা কিছু কিছু পূজা মণ্ডপ আছে যেগুলো ছোট পরিসরেও বেশ ভালো আয়োজন করে। বিবেক সংঘ ক্লাবের আয়োজিত পূজা মন্ডপ দেখতে সত্যিই অনেক ভালো লেগেছে। প্রতিমাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি লাইটিং গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তবে ঘুরে ঘুরে পুজো মন্ডপের প্রতিমা গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। ছোটবেলায় অনেক প্রতিমা দেখতাম। আমার যারা বান্ধবী ছিল তাদের অনেকেই হিন্দু ধর্মাবলম্বী ছিল। আর সবার সাথে ঘুরে ঘুরে পুজো মন্ডপ দেখতে ভালো লাগতো। যদিও এখন আর সেভাবে যাওয়া হয় না। তবে আজকে আপনার পোস্ট করে অনেক ভালো লেগেছে দাদা।

 10 months ago 

বেশ চমৎকার চমৎকার মুহূর্ত আপনি উপভোগ করলেন। তাছাড়া আলোকচিত্র গুলো আপনি চমৎকার নিয়েছেন। বিভিন্ন ক্লাবের পুজো গুলো আপনি আমাদের সাথে তুলে ধরলেন ফটোগ্রাফির মাধ্যমে। সেই সাথে বর্ণনা ও অসাধারণ ছিল। অনেক ভালো লেগেছে দাদা আপনার শেয়ার করা আলোচিত্র গুলো। অনেক ধন্যবাদ আমাদের সাথে মুহূর্ত গুলো তুলে ধরার জন্য।

 10 months ago 

দূর্গা পূজোতে খুব সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো।আপনি বিভিন্ন ক্লাবের পূজোগুলো ঘুরে ঘুরে দেখে আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। এর সাথে বর্ননাগুলো পড়ে আরো বেশী ভালো লাগলো। পূজোতে ঘুরে ঘুরে বিভিন্ন পূজো মন্ডপে গিয়ে প্রতিমা দেখার আনন্দই অন্যরকম। ধন্যবাদ দাদা অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 10 months ago 

দাদা আপনি অনেক সুন্দর করে পাড়ার কিছু প্যান্ডেল আর প্রতিমার আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন যেগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছি পূজোতে বেশ ভালো সময় কাটিয়েছিলেন এবং এই মুহূর্তটা খুবই ভালো কেটেছিল। আমার কাছে কিন্তু অন্য সবগুলোর থেকে বিবেক সংঘের একটি ক্লাবের পূজো মণ্ডপ এর প্যান্ডেলটা সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। দাদা আপনাদের পুজোতে আপনারা অনেক ভালো সময় কাটিয়ে থাকেন এবং অনেক আনন্দ করে থাকেন নিশ্চয়ই ? দাদা আপনি প্রত্যেকটা প্যান্ডেল এবং প্রতিমার আলোকচিত্র গুলো করে আমাদের মাঝে ভাগ করে নেওয়ার কারণে, আজকে এত সুন্দর সব প্যান্ডেল এবং প্রতিমার আলোকচিত আমরা দেখতে পেলাম। এই মূর্তিগুলো অনেক সময় নিয়ে এবং নিখুঁতভাবে তৈরি করা হয় নিশ্চয়ই? ধন্যবাদ দাদা এত সুন্দর করে ফটোগ্রাফি করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য এবং বিস্তারিত আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 10 months ago 

দাদা আজকেও আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন, যেগুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। পাড়ার বিভিন্ন প্যান্ডেল এবং প্রতিমার আলোকচিত্র অনেক সুন্দর করে এই পোস্টে তুলে ধরেছেন আপনি। সবুজ সংঘ নামের এই ক্লাবের পূজোর প্যান্ডেলটার আলোকচিত্র সর্বপ্রথমেই শেয়ার করেছেন এবং ষষ্ঠির দিন এই ফটোগ্রাফি টা করেছিলেন এটা জেনে ভালো লাগলো। এর পরবর্তীতে রাস্তার ধারের প্যান্ডেলটার ফটোগ্রাফিটা করেছেন এবং দ্বিতীয় নাম্বারে এই ফটোগ্রাফি টা ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো। তার পরবর্তীতে ছোটখাটো প্যান্ডেলের প্রতিমার ফটোগ্রাফিও অনেক সুন্দর ভাবে করেছেন। একেবারে শেষের ফটোগ্রাফি গুলোতে আপনি বিবেক সংঘের প্রতিমা এবং প্যান্ডেলের ফটোগ্রাফি শেয়ার করেছেন, এই ফটোগ্রাফি গুলো অসম্ভব দারুন লেগেছে। বলতে গেলে শেষের প্যান্ডেলটা সবচেয়ে বেশি দারুন ছিল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59347.70
ETH 2534.40
USDT 1.00
SBD 2.47