"আমার তৈরি করা সমস্ত উলের সুতার পোষ্টের রিভিউ"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আমার তৈরি করা কয়েকটি উলের সুতার কাজ শেয়ার করবো আপনাদের সঙ্গে।অনেক কষ্টে একত্রে করে সেই diy পোষ্টগুলির রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

CollageMaker_20220426_110729330.jpg

বন্ধুরা, এই পর্যন্ত আমি নানাধরনের অনেক diy পোষ্ট শেয়ার করেছি।তাই আজ আমি diy পোষ্টের একটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি।আসলে আমি আমার সমস্ত উলের সুতা দিয়ে তৈরি diy পোষ্টগুলি রিভিউ করতে চলে আসলাম। অনেক দিন ধরে আমার ইচ্ছে পোষ্টগুলি রিভিউ করবো।যাতে পরবর্তীতে আমি আমার পছন্দের সমস্ত উলের সুতার কাজগুলিকে একত্রে পাই।আমার প্রত্যেকটি রিভিউ করা diy পোষ্টের লিংক নীচে দেওয়া রয়েছে।চাইলে আপনারা দেখে নিতেও পারবেন।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

কিউট পমপম টেডি বিয়ার

IMG_20220426_110449.jpg
পোষ্টের লিংক
আমি একটি টম বা সহজ ভাষায় বলতে গেলে কিউট কুকুরের টেডি বিয়ার তৈরি করেছিলাম উলের সুতা দিয়ে।কারণ আমার মনে হয়েছিল বিভিন্ন ধরনের জীবজন্তুর টেডিবিয়ার থাকলেও কুকুর ছানার টেডিবিয়ারগুলি মানুষ বেশি পছন্দ করেন অর্থাৎ বাচ্চা থেকে বয়স্ক সবাই।তাছাড়া এটি তৈরির শেষ মুহূর্তে যখন আমি কালো পুঁতি দিয়ে টমের নাক ও চোখ তৈরি করে দিয়েছিলাম।তখন এই টমের নাক ও চোখ দেখেই আমার মনে হয়েছিল আমি টেডিবিয়ারটি তৈরি করতে সফল হয়েছি।মনে মনে অদ্ভুত ভালোলাগা কাজ করছিল,আসলে নিজের হাতে কিছু তৈরির আনন্দটাই অন্যরকম।

পমপম মুরগির বাচ্চা

IMG_20220426_110331.jpg
পোষ্টের লিংক
আমার জীবনের প্রথম উলের সুতার কাজ এটি।আমাদের সকলের প্রিয় দাদা যখন সপ্তাহব্যাপী diy প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তখন প্রথম আমিই এই পমপম মুরগির বাচ্চাটি তৈরি করেছিলাম।জীবনের প্রথম সুতার কাজটি করতে পেরে এবং কমিউনিটির সকলের কাজ থেকে অনেক উৎসাহ, অনুপ্রেরণা,প্রশংসা ও ভালোবাসা পেয়ে সত্যিই খুশিতে আমার মন ভরে গিয়েছিল।আর এটি দেখতে সত্যিকারের মুরগির বাচ্চার মতোই হয়েছিল।

কিশোর লাজুক খ্যাক

IMG_20220426_110348.jpg
পোষ্টের লিংক
আমাদের প্রিয় লাজুক খ্যাক শিশু থেকে ধীরে ধীরে যখন বড়ো হচ্ছিল অর্থাৎ শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছিল তখন আমি এটি তৈরি করেছিলাম।সবে লাজুক খ্যাক তখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উত্তীর্ণ হয়েছে।আমাদের কমিউনিটির কল্যানে এবং কমিউনিটির স্বচ্ছতার কাজে লাজুক খ্যাক ব্যাপক কাজ করে চলেছে প্রতিনিয়ত।এটি আমাদের জন্য একাধারে গর্ব ও আনন্দের বিষয়।এই কারনে প্রিয় লাজুক খ্যাককে ভালোবেসে আমি এটি তৈরি করেছিলাম।তবে এটির চোখ তৈরির সময় ভারী মুশকিলে পড়তে হয়েছিল আমার।তবুও শেষমেশ আমি দ্বিতীয়বার সফল হয়েছিলাম প্রিয় ও ভালোবাসার কিশোর লাজুক খ্যাক তৈরি করতে।

বন্ধু বৃক্ষ

IMG_20220426_110429.jpg
পোষ্টের লিংক
উলের সুতা দিয়ে বৃক্ষ তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছিল।কারণ এটি দেখে সহজ মনে হলেও এটি আমার জন্য বেশ কঠিন কাজ ছিল।প্রথমে সুতাগুলিকে কুচি কুচি করে কেটে তারপর একটা একটা টুকরো নিয়ে আলাদা আলাদা করে সাজিয়ে আঠা দিয়ে আটকানো ভারী মুশকিল ছিল।তবুও কোনো কাজ শুরু করলে শেষ তো করতেই হবে তাইনা!তাই বানিয়ে ফেললাম একটি বড় বৃক্ষ।কিছুটা বট বৃক্ষের মতো দেখতে।

কিউট পুতুল

IMG_20220426_110412.jpg
পোষ্টের লিংক
পুতুল সকলের খুবই প্রিয়।এটি তৈরি করতে আমি মাস্কের ও ব্যবহার করেছিলাম।ঘুমন্ত পুতুলের বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস আমাকে তৈরি করতে হয়েছিল।যেমন পুতুলের জামা,হাত,পা,চুল, ওড়না ও মাথায় লাগানো সুন্দর ফুল।সবশেষে পেন দিয়ে একে দিয়েছিলাম পুতুলের মুখের গঠন যেটি করার পর একটা মিষ্টি পুতুলে রূপান্তরিত হয়েছিল এটি।

তো এই ছিল আমার তৈরি করা সমস্ত উলের সুতার কাজ।আশা করি আমার উলের সুতা দিয়ে তৈরি diyগুলির রিভিউ আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপনার পোষ্টগুলো রিভিউ দেখে একদম ভালো লেগেছে আপু। প্রত্যেকটা পোস্ট এর কোয়ালিটি সর্বোচ্চ মানের হয়েছে। প্রতিনিয়ত আপনার পোস্ট গুলো আমার খুব ভালো লাগে। এভাবে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমি চেষ্টা করি ভাইয়া, সবসময় সর্বোচ্চ মানের পোষ্ট করার।ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

দিদি মনি আপনার তৈরি করা প্রতেকটি পোস্ট অসম্ভব সুন্দর হয়েছে, সব থেকে কিউট পমপম টেডি বিয়ার আমার খুবই ভালো লেগেছে, তাছাড়াও সব পোস্ট গুলোই অনেক সুন্দর ছিলো, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এত প্রশংসার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার উলের সুতার রিভিউ পোস্ট গুলো দেখে আমি তো অবাক হয়ে গেলাম। উলের সুতা দিয়ে এত দারুন দারুন জিনিস তৈরি করা যায় আপনার পোস্টটা দেখে জানতাম না। কিউট পমপম টেডি বিয়ার এবং পমপম মুরগির বাচ্চাকে দেখতে খুবই কিউট লাগছে।আপনার হাতের কাজ খুবই ভালো তাই প্রশংসা না করে পারছি না। ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল

 2 years ago 

উলের সুতা দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় আপু,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি অসাধারণ ছিল আপনার প্রত্যেকটি ডাই পোস্ট। আপনি অনেক দক্ষতার সাথে এই কাজগুলো করে থাকেন। আমার কাছে কিশোর লাজুক খ্যাক, পমপম মুরগির বাচ্চা টেডি বিয়ার সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক কিউট লাগছে তাদের দেখতে। আপনাকে ধন্যবাদ দিদি রিভিউ পোষ্টের মাধ্যমে আমাদের আবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

লাজুক খ্যাক সকলের প্রিয়,ভালো তো লাগবেই।ধন্যবাদ আপু।

 2 years ago 

উলের সুতার পোষ্টের রিভিউ দেখে খুব ভালো লাগলো। আসলে আমাদের এই দিকে উল সুতা দেখায় যায় না‌। আগে ঘরে ঘরে উল সুতা তৈরি হতো বা পাওয়া যেত এখন এ ধরনের উলের সুতা খুঁজে পাওয়া খুব মুশকিল । আপনি খুব সুন্দর করে উলের সুতা দিয়ে বিভিন্ন ধরনের পুতুল, মুরগি, খেকশিয়াল তৈরি করেছেন অসাধারণ হয়েছে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

কি বলেন ভাইয়া, যেকোনো কাপড়ের দোকানে গেলেই উল সুতা খুঁজে পাবেন।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

উলের সুতা দিয়ে তৈরি প্রত্যেকটি পুতুল আমার খুবই ভালো লেগেছে। আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন কার্যক্রম দেখে আমি মুগ্ধ হয়েছি। আশা করি আরও সুন্দর সুন্দর উল সুতার পুতুল বা নকশা আমাদের মাঝে উপহার দিবেন।

 2 years ago 

আপনাদের মুগ্ধতা আমার কাজের উদ্দীপনা যোগায় ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও কী অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি পুতুল তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার দক্ষতা দেখে আমি অবাক।কী চমৎকার হয়েছে সব গুলা। আপনার এই রিভিউ পোস্ট গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে, চমৎকার মন্তব্যের জন্য ভাইয়া।

 2 years ago 

ওরে বাবা এ কি দেখালেন, ওলের সুতা দিয়ে আপনি অনেক সুন্দর কয়েকটি পুতুল ও গাছ তৈরি করেছেন। এর আগে আমি আপনার ওলের সুতা দিয়ে তৈরি এই পুতুল গুলো দেখিনি। আজ আপনার পোস্টের মাধ্যমে প্রথম দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ওলের সুতার তৈরি পুতুল এর রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু,এই উলের সুতার কাজ তেমন কেউ করেনা,আমি করি কমিউনিটিতে বেশি।ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার তৈরি করা উলের সুতার পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে উলের সুতা দিয়ে তৈরিকৃত কিশোর লাজুক খ্যাক এবং কিউট পমপম টেডিবিয়ার টি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে উলের সুতা দিয়ে তৈরিকৃত হাতের কাজগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হাতের কাজগুলো সত্যিই অনেক ভালো লাগে দেখতে, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74