"Diy"এসো নিজে করি-"উলের সুতা ও কাগজ দিয়ে বৃক্ষ তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি diy .সেটি হলো "উলের সুতা ও কাগজ দিয়ে বৃক্ষ তৈরি"।

IMG_20220116_053508.jpg

Diy হলো নিজস্ব মনের ভাবনা/ব্যক্তিসত্তা:

যা সম্পূর্ণ আমার মনের ভাবনা দিয়ে তৈরি করা।আসলে diy হলো নিজস্ব শিল্প বা ব্যক্তিসত্তা দিয়ে কিছু তৈরি করা ।যা নিজের ভাবনাগুলো ফুটিয়ে তোলার উত্তম মাধ্যম।নিজের ভাবনাগুলোকে নতুন আঙ্গিকে ফুটিয়ে তোলার চেষ্টা।তবে সেটি অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে যখন অন্যের diy দেখে কিছু করার চেষ্টা করার ক্ষেত্রে।সেটি হয়তো সময়,শ্রম ও কাজটি নিজেই করা হয় কিন্তু ভাবনা থাকে অন্যের।তাতে বেশি আনন্দ পাওয়া যায় না।তবে নিজের মস্তিষ্ক প্রসূত কিছু করার মধ্যে রয়েছে অফুরন্ত আনন্দ।তাই আমি সবসময় নিজে থেকে ভেবে কিছু করার চেষ্টা করি।আমি চেষ্টা করি সবসময় নতুন ও ভিন্ন কিছু উপহার দেওয়ার ও উপস্থাপনা করার।যাইহোক আজ ও তেমনি নিজের ভাবনা দিয়ে তৈরি করে ফেললাম একটি diy.তো চলুন শুরু করা যাক----

IMG_20220115_193526.jpg

উপকরণ:

◆উলের সুতা ( সবুজ রংসহ বিভিন্ন রঙের)
◆ফেভি গাম
◆কেচি
◆মার্কার পেন(কালো রঙের)
◆একটি কাগজ (চারকোনা)
◆বলপেন(নীল রঙের)

পদ্ধতিসমূহ:

পর্যায়: 1

IMG_20220115_192908.jpg

প্রথমে আমি diy তৈরির সব উপকরণগুলি নিয়ে নেব।

পর্যায়: 2

IMG_20220115_192939.jpg

এরপর চারকোনা সাইজের একটি সাদা পুরো কাগজ নিয়ে নেব।

পর্যায়: 3

IMG_20220115_193003.jpg

কালো রঙের মার্কার পেন দিয়ে কাগজের উপর গাছের গুঁড়ি একে নিলাম।

পর্যায়: 4

IMG_20220115_193025.jpg

এরপর সম্পূর্ণ গাছের বর্ডার একে নিলাম।

পর্যায়: 5

CollageMaker_20220115_205207151.jpg

এবারে সবুজ রঙের উলের সুতা নিয়ে নেব।সুতাটি গাছের মাপ করে কেচি দিয়ে কেটে নেব।তবে দুটি সুতা একটু বড় মাপের করে কেটে নেব।

পর্যায়: 6

CollageMaker_20220115_205454513.jpg

এরপর গাছের বর্ডারের মধ্যে আঠা লাগিয়ে সবুজ রঙের কেটে নেওয়া সুতা আটকে দেব।

পর্যায়: 7

IMG_20220115_193208.jpg

তো আমার সুতা আটকে নেওয়া হয়ে গেছে গাছের গায়ে।

পর্যায়: 8

CollageMaker_20220115_205748815.jpg

সবুজ রঙের সুতার টুকরোগুলি গাছের ডালের গায়ে আটকে নিয়ে কমলা রঙের সুতার টুকরো আটকে নেব।

পর্যায়: 9

IMG_20220115_193247.jpg

তো গাছের ডালসহ গাছটি আমার পুরোপুরি তৈরি করা হয়ে গেছে।এরপর গাছের রং বেরঙের পাতা তৈরি করে নেব।

পর্যায়: 10

CollageMaker_20220115_205850009.jpg

এরপর রংবেরঙের সুতা নিয়ে নেব উলের।কেচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব সুতাগুলি।

পর্যায়: 11

CollageMaker_20220115_210213967.jpg

IMG_20220115_193359.jpg

এরপর গাছের উপরের অংশে আঠা লাগিয়ে বিভিন্ন রঙের সুতা আটকাতে থাকবো।

পর্যায়: 12

IMG_20220115_193427.jpg

IMG_20220115_193455.jpg

তো এভাবে আমি ধীরে ধীরে সব স্থান সুতায় আটকে নেব আঠা দিয়ে।

পর্যায়: 13

IMG_20220115_193543.jpg

IMG_20220115_193741.jpg

তো তৈরি হয়ে গেল আমার বৃক্ষ /গাছ তৈরি উলের সুতা দিয়ে।সবশেষে নীচে আমার নামটি লিখে দেব।

পর্যায়: 14

IMG_20220115_193658.jpg

IMG_20220115_193726.jpg

এটিই সর্বশেষ পর্যায়।তো আমি তৈরি করে ফেললাম "উলের সুতা ও কাগজ দিয়ে বৃক্ষ"।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

সকলেই ভালো ও সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2


অভিবাদন্তে: @green015


Sort:  
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

সুতা ও কাগজ দিয়ে আপনি চমৎকার ভাবে একটি বৃক্ষ তৈরি করেছেন। আমার কাছে এটি বেশ ইউনিক প্রজেক্ট মনে হয়েছে। আসলে এখানে আপনার সৃজনশীলতার অনেক প্রকাশ ঘটেছে। আশা করি সব সময় আমাদের মাঝে এই রকম ইউনিক প্রজেক্ট শেয়ার করার চেষ্টা করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনুপ্রেরণা পেলাম।আমি অবশ্যই চেষ্টা করবো ভাইয়া আরো নতুন কিছু উপহার দেওয়ার আপনাদেরকে। ভালো থাকবেন😊

 3 years ago 

আপু আপনার কাগজ এবং উল দিয়ে তৈরি করা গাছটি চমৎকার হয়েছে। একেবারে ইউনিক হয়েছে আপনার আজকের ডাইটি। গাছের কালার এর কারনে গাছটি আরও বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। তাছাড়া আপনি এটি তৈরির ধাপ গুলো খুব সহজেই উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কাছে diy টি খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।অনেক ধন্যবাদ আপনাকে,ভালো থাকবেন😊

 3 years ago 

দিদি আপনি উলের সুতা ও কাগজ দিয়ে বৃক্ষ তৈরি করেছেন দারুন হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দেখে অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

উলের সুতা ও কাগজ দিয়ে চমৎকার একটি বৃক্ষ আপনি তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন। আপনার এই পোস্টটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। কেননা এমন পোষ্ট সচরাচর দেখা যায়না ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনুপ্রেরণা পেলাম।ভালো থাকবেন।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

 3 years ago 

Thank you 💝💝.

আপু অনেক সুন্দর করে রুলের সুতা ও কাগজ দিয়ে বৃক্ষ তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ নিখুঁত ভাবে তৈরি করে স্যার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনার কাছে diy টি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে ও শুভেচ্ছা রইল💐

 3 years ago 

অনেক সুন্দর একটি জিনিস তৈরি করেছেন আপু। উলের সুতা দিয়ে তৈরি বৃক্ষ টি অনেক সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে বিভিন্ন রংয়ের উলের সুতা ব্যবহার করায় জিনিসটি আরো বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

|সত্যিই দিদি এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার । উলের সুতা এবং কাগজ দিয়ে আপনার তৈরি গাছটি সুন্দর হয়েছে । ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এমন ক্রিটিভিটি পোস্ট আরো দেখতে চাই দিদি ।|

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া,এটি খুবই সময়সাপেক্ষ ব্যাপার।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

এমন ক্রিটিভিটি পোস্ট আরো দেখতে চাই দিদি

আমি অবশ্যই চেষ্টা করবো ভাইয়া আরো নতুন কিছু উপহার দেওয়ার আপনাদেরকে।
 3 years ago 

ওয়াও আপু উলের সুতা এবং কাগজ দিয়ে খুব সুন্দর একটি গাছ তৈরি করেছেন। গাছ তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে diy টি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।অনেক ধন্যবাদ আপনাকে😊

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপু,আপনি অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন এই কাজ গুলোতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং অনেক ধৈর্য্য নিয়ে করতে হয়।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া,এটি খুবই সময়সাপেক্ষ ব্যাপার।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56442.36
ETH 2405.22
USDT 1.00
SBD 2.32