Diy-এসো নিজে করি|"উলের সুতা দিয়ে কিউট পুতুল তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো ও সুস্থ আছেন।
আজ আমি আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় @rme দাদা আয়োজিত সপ্তাহব্যাপী diy প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।সেটি হলো -"উলের সুতা দিয়ে কিউট পুতুল তৈরি"।

CollageMaker_20211118_141217626.jpg

সবসময় নতুন কিছু আমাদের মনে আনন্দ দেয়,কিন্তু তা যদি নিজের হাতে তৈরি করা যায় তাহলে সেই আনন্দ বেড়ে দ্বিগুণ হয়ে যায়।আর সেই কাজের ফলস্বরূপ কেউ যদি প্রশংসা করে তাহলে সেই আনন্দ দ্বিগুণ থেকে বেড়ে গিয়ে শতগুনে পরিণত হয়।এটি কিন্তু আমার বেশ মনে হয়, জানি না অন্যদের কাছে কেমন মনে হয়।তবে কারো মুখে আমার কাজের প্রশংসা শুনলে আমার বেশ আনন্দ হয়।

CollageMaker_20211118_141139692.jpg

প্রয়োজনীয় সামগ্রী:

1.বিভিন্ন রঙের উলের সুতা(হলুদ, মেরুন ও গাড় ব্লু রং)
2.একটি নতুন মাস্ক
3.আঠা
4.কেচি
5.কালো ও লাল রঙের মার্কার পেন
6.ছোট ও বড় সাইজের সুই
7.সাদা রঙের মোটা দড়ি
8.বিভিন্ন রঙের সুতোর টুকরো

পুতুল তৈরির পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20211118_134902.jpg

●প্রথমে আমি পুতুল তৈরির জন্য বিভিন্ন রঙের উলের সুতা ও উপকরণ গুলি নিয়ে নিলাম।

ধাপঃ 2

CollageMaker_20211118_140355473.jpg

●এবার একটা নতুন মাস্ক নিলাম নীল রঙের।মাস্কটি কেচি দিয়ে মাঝবরাবর কেটে নিয়ে পুনরায় গোল করে কেটে নিলাম।

ধাপঃ 3

CollageMaker_20211118_140442366.jpg

●একটি সুই ও সুতা নিয়ে গোল অংশটি সেলাই করে নিলাম, তারপর একটি থলির মতো করে তৈরি করলাম।

ধাপঃ 4

CollageMaker_20211118_140500714.jpg

●এরপর বিভিন্ন রঙের সুতোর টুকরো থলির ভিতর ঢুকিয়ে দিয়ে শক্ত করে বেঁধে নিলাম ।এটি পুতুলের মাথা তৈরি করে নিলাম।

ধাপঃ 5

CollageMaker_20211118_140550239.jpg

●এরপর মেরুন রঙের সুতো( 14 cm )100 বার ঘুরিয়ে নিয়ে একটি সুতোর মাধ্যমে মাঝবরাবর বেঁধে নিলাম তারপর কেচি দিয়ে সমান করে এক পাশে কেটে নিলাম।

ধাপঃ 6

CollageMaker_20211118_140618427.jpg

●একইভাবে ব্লু রঙের সুতা নিয়ে একটি( 10 cm )20 বার ঘুরিয়ে ও অন্যটি( 10 cm)25 বার ঘুরিয়ে বেঁধে কেচি দিয়ে একপাশ কেটে সমান করে নিলাম।

ধাপঃ 7

CollageMaker_20211118_140701138.jpg

●এরপর একটি সুই দিয়ে মেরুন রঙের সুতোর সঙ্গে পুতুলের মাথাটি সেলাই করে যুক্ত করে নিলাম।

ধাপঃ 8

IMG_20211118_135226.jpg

●পুতুলের মাথা দিয়ে মিডিয়াম সাইজের দুটি সুতো বের করলাম।

ধাপঃ 9

CollageMaker_20211118_140739316.jpg

●ওই সুতোটি ফাঁকা করে 20 বারের ঘুরিয়ে কেটে নেওয়া সুতোটি মাথায় বেঁধে নেব।

ধাপঃ 10

IMG_20211118_135308.jpg

●তো এটি পুতুলের মাথার চুল ।

ধাপঃ 11

CollageMaker_20211118_140816328.jpg

●এরপর মাথার পিছন দিকে আঠা লাগিয়ে 25 বারের ঘুরিয়ে নেওয়া ব্লু রঙের সুতো আটকে নেব।

ধাপঃ 12

IMG_20211118_135340.jpg

●তো পুতুলের জামাসহ চুল তৈরি হয়ে গেল।

ধাপঃ 13

CollageMaker_20211118_140900771.jpg

●এইবার একটি সাদা রঙের মোটা দড়ি (18 cm)নিয়ে কেটে নিলাম কেচি দিয়ে।মেরুন রঙের সুতো কিছুটা উঁচু করে আঠা দিয়ে দড়িটি আটকে নিলাম।তারপর দড়ির দুই প্রান্ত একটি গিট দিয়ে নিলাম।

ধাপঃ 14

IMG_20211118_135457.jpg

●তো এটি পুতুলের দুইহাত তৈরি হয়ে গেল।এরপর একটি মেরুন রঙের আলাদা সুতো দিয়ে পুতুলের জামার কিছু অংশ বেঁধে নিলাম শক্ত করে।

ধাপঃ 15

CollageMaker_20211118_140945304.jpg

●এরপর হলুদ রঙের সুতো নিয়ে বেনুনি করে নিলাম।

ধাপঃ 16

CollageMaker_20211118_141027900.jpg

●বেনুনিটি পুতুলের কোমরে বেঁধে দিলাম শক্ত করে।

ধাপঃ 17

IMG_20211118_135750.jpg

●এরপর আরেকটি বেনুনি করে পুতুলের মাথায় আঠা দিয়ে আটকে দিলাম।

ধাপঃ 18

CollageMaker_20211118_141108025.jpg

●এরপর লাল সুতোই গিট দিয়ে আঠা লাগিয়ে হলুদ বেড়ির উপর আটকে দিলাম।মেরুন রঙের সুতো কিছুটা উচু করে আঠা লাগিয়ে আবারো মোটা দড়ি মাপ করে কেটে নিয়ে আটকে নিলাম।

ধাপঃ 19

IMG_20211118_135856.jpg

●এবার দড়ির এক প্রান্ত করে গিট দিয়ে পুতুলের দুই পা তৈরি করে নিলাম।

ধাপঃ 20

IMG_20211118_135906.jpg

●কালো রঙের মার্কার পেন দিয়ে পুতুলের ভ্রু ও বন্ধ চোখ একে নিলাম।তারপর লাল রঙের পেন দিয়ে ঠোঁট একে দিলাম পুতুলের মুখে।

ধাপঃ 21

IMG_20211118_135927.jpg

IMG_20211118_135954.jpg

●তো তৈরি করা হয়ে গেল আমার "উলের সুতা দিয়ে কিউট পুতুল" ।

আশা করি আপনাদের কাছে পুতুলটি ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

আপনার পোস্টগুলোতে এমনিতে অনেক ভেরিয়েশন থাকে। রেসিপি,ডাই-পোস্ট, চিত্রাংকন, কবিতা ও গল্প থেকে শুরু করে সব দিকে আপনার দক্ষতা রয়েছে। আজকের পুতুলের কাজটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ডাই কাজ।আপনার সুন্দর পোস্ট গুলোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।😊

 3 years ago 

অসাধারন একটি পোস্ট করেছেন দিদি। পুতুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। পুতুলটি আসলেই অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে পুতুলের গায়ের জামা টি খুব সুন্দর হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক ধর্য্য আছে তোমার বলতে হবে। অনেক সময় নিয়ে পুতুল টি তৈরি করেছো। অনেক সুন্দর হয়েছে হাতের কাজটি। অনেক শুভ কামনা রইলো বোন।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা।😊

 3 years ago 

21 টি ধাপে অনেক অসাধারণ ভাবে পুতুলটি তৈরি করেছেন। দেখতে আসলেই অনেক কিউট। আমার অনেক পছন্দ হয়েছে ☺️☺️ । অনেক গুছিয়ে লিখেছেন যে কেউ এটা দেখে তৈরি করতে পারবে আমার মনে হয়। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

 3 years ago 

উল সুতা দিয়ে খুবই সুন্দর একটি পুতুল তৈরি করেছেন। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার সুন্দর উপস্থাপনা অনেক ভাল লেগেছে। আপনার শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হলাম।

 3 years ago 

আপনার তৈরি করা উলের পুতুলটা অনেক সুন্দর হয়েছে আপু। পুতুল তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই সুন্দর ভাবে উলের সুতা দিয়ে মনমুগ্ধকর দেখার মত কিউট কিউট পুতুল তৈরি করেছেন। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।

আপনি অসাধারণ প্রতিভাবান। আপনার প্রতিভার প্রশংসা করতেই হয় সেই সাথে আপনার ধৈর্যের ও প্রশংসা করতে হয়। এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দেখে মনে হচ্ছে একটি পুতুল কিন্তু এটি আপনি অনেকগুলো ধাপ পেরিয়ে সম্পন্ন করেছেন। এবং সেই ধাপগুলো অনেক গুরুত্ব সহকারে যত্ন নিয়ে করেছেন। আপনার এই কাজটি সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আগামীর জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

বোন এক কথায় অসাধারণ হয়েছে আপনার তৈরী উলের সুতা দিয়ে কিউট পুতুল টি। এগুলো তৈরী করে বাচ্চাদের মনোরঞ্জন করা যায়। বাচ্চারা এই ধরনের পুতুল খুব পছন্দ করে। আপনার বুদ্ধির তাফির করতে হবে। ধন্যবাদ এত সুন্দর ভাবে এই প্রজেক্ট টি ধাপে ধাপে বোঝানোর জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন দাদা।বাচ্চারা পুতুল খুবই ভালোবাসে।কিন্তু মাঝে মাঝে বড়দের মন ও বাচ্চাদের মতো কোমল ও নরম হওয়া জরুরি।যাতে মন খারাপ থাকলে দ্রুত ভালো হয়ে যায়।অসংখ্য ধন্যবাদ আপনাকে,আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 3 years ago 

ওয়াও দিদি, উলের সুতা দিয়ে পুতুল সত্যিই আপনি প্রশংসার যোগ্য।আপনি এত সুন্দর একটি পুতুল তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন। উলের সুতা দিয়ে আপনি খুবই সুন্দর একটি পুতুল তৈরি করেছেন দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি।নিখুঁত এবং দক্ষতার সাথে আপনি উলের সুতা দিয়ে পুতুল তৈরি করেছেন। দিদি, পুতুল তৈরি করার প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে বর্ণনাসহ করে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পুতুল তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মূল্যবান মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57605.40
ETH 3085.50
USDT 1.00
SBD 2.31