Beauty Of Bangladesh:অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি আমাদের এই বাংলাদেশsteemCreated with Sketch.

in Steem Bangladesh4 years ago

হ্যালো বন্ধুরা ,
আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন ।

বাংলাদেশ এর সৌন্দর্য

বাংলাদেশ হলো সুজলা সুফলা শস্য শ্যামলা। এই দেশ হলো সোনার দেশ। বলা চলে প্রকৃতির সৌন্দর্যের লীলাক্ষেত্র আমাদের দেশ। এই দেশ এর প্রকৃতির সৌন্দর্য মানুষের মনকে জয় করেছে। অনেক কবি আমাদের দেশ সম্পর্কে কবিতা লিখেছেন। কবি জীবনানন্দ দাশ লিখেছেন :


বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ

খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে

চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে ব'সে আছে

ভোরের দোয়েল পাখি- চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ

জাম-বট-কাঁঠালের-হিজলের-অশ্বত্থের ক'রে আছে চুপ;

ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে;

মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে

এমনই হিজল-বট-তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ

দেখেছিলো; বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে-

কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়-

সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায়,

শ্যামার নরম গান শুনেছিলো- একদিন অমরায় গিয়ে

ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়

বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিলো পায়।

Source

এই দেশের নদী , আকাশ , পাহাড় , পর্বত , সমুদ্র যা কিছু আমি দেখি সব কিছুতেই প্রকৃতির সৌন্দর্য অনুভব করি। আমাদের এই দেশ ৬ ঋতুর। প্রতিটি ঋতুর বৈশিষ্ট্য আলাদা আলাদা। আর এই ঋতু পরিবর্তনের সাথে সাথেই বাংলাদেশ এর প্রকৃতিও তার নানা রকম রূপ ধারণ করে। আমাদের দেশের ঋতু গুলো হলো গ্রীষ্ম , বর্ষা , শরৎ , হেমন্ত , শীত এবং বসন্ত। গ্রীষ্মকালে আমাদের দেশ অনেক গরম পরে যার ফলে নদীর পানি শুকিয়ে যায় এবং মাঠ ঘাটে ফাটল ধরে। এই সময় প্রকৃতি ভরে উঠে আম, কাঁঠাল , লিচুর মত ফলে। আবার বর্ষাকালে বৃষ্টির পানিতে মাঠ ঘাট পানিতে ভেসে উঠে। মাঝে মাঝে অতিরিক্ত বৃষ্টি তে আবার বন্যার সৃষ্টি হয়। এর পরে আসে শরৎকাল। এই সময়ে কাশ বন উজ্জ্বল হয়ে উঠে আর জ্যোস্নার আলোয় প্রকৃতিকে সাজিয়ে তোলে রুপালি রঙে। এর পর আসে হেমন্তকাল। এই সময় আমাদের কৃষকরা সোনালী ধান ঘরে তোলে। শীত কালে অনেক কুয়াশা পরে এবং বসন্তকালে আকাশ হয়ে উঠে উজ্জ্বল আর প্রকৃতি হয়ে উঠে রঙিন। আমি যেহেতু ঘুরে বেড়াতে পছন্দ করি তাই আমি প্রকৃতির কিছু ছবি তুলে ছিলাম।

IMG_20191108_070205.jpg

শাপলা ফুল

IMG_20190724_172558.jpg

বন্যায় যখন পানি হয়ে গেছিল অনেক

বাংলাদেশ হলো গ্রাম প্রধান দেশ। প্রতিটি গ্রাম প্রকৃতির এক অপূর্ব রঙ্গশালা। গ্রাম এর যে দিকেই তাকানো যায় সেদিকেই দেখা যাবে সবুজ মাঠ , ফুলে ফলে ভাড়া গাছপালা এবং শস্যখেত। গ্রাম এর বেশির ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা চালায়। কৃষকের মুখে হাশি তখনই দেখা যায় যখন তারা তাদের ফসল কেটে ঘরে নিয়ে আসে। ধান যখন পেকে যায় মনে হয় প্রকৃতি এক নতুন রূপ ধারণ করে।

IMG_20191108_070253.jpg

কৃষকের ধান কেটে আনার সময়

আমি প্রায় অনেক জায়গা ঘুরেছি বাংলাদেশের। আমার ইচ্ছা আছে পুরা দেশটা ঘুরে দেখা। আমাদের দেশেও ঘোড়ার অনেক জায়গা আছে। যেমন সুন্দরবন , কক্সবাজার , কুয়াকাটা, সিলেটের চা বাগান , কাপ্তাই লেক , পাহাড়পুর , টাঙ্গুয়ার হাওর ইত্যাদি আমি সর্বশেষ বেড়াতে গিয়েছিলাম সুন্দরবনে। সুন্দরবন হলো বাংলাদেশ এর প্রকৃতির এক অনন্য বিস্ময়। এই হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট যা বিচিত্র সব প্রাণীর সমাবেশ করেছে অপরূপ সুন্দর। বিদেশীরাও এই সব পর্যটন কেন্দ্র ঘুরতে আসে প্রতি বছর।

IMG-20200306-WA0009.jpg

টাওয়ার থেকে সুন্দরবনের ছবি তুলেছিলাম

আমাদের দেশের জাতীয় খেলা হলো হা ডু ডু খেলা। এছাড়াও বাংলাদেশ এ ক্রিকেট আর ফুটবল খেলাও অনেক জনপ্রিয়। এই সব খেলা আমাদের দেশ কে ফুটিয়ে তুলেছে। বাংলাদেশ নদী মাত্রিক দেশ।পদ্মা ,মেঘনা , যমুনা , ব্রহ্মপুত্র , কর্ণফুলী ইত্যাদি এই নদনদী গুলো সমভূমি এলাকাকে শস্য শ্যামল করে সোনার দেশ করেছে। আমি ব্রহ্মপুত্র নদে গিয়েছিলাম অনেক বার।

IMG_20191227_163736.jpg

ব্রহ্মপুত্র নদের তীর

IMG_4840.JPG

ব্রহ্মপুত্র নদ এর সন্ধ্যার আগের অবস্থা

আর এই সব নদী বাহিত পলিমাটিতেই আমাদের এই দেশ হয়েছে শস্য শ্যামল। নদী পথে নৌকা যখন রং বেরঙের পাল উড়িয়ে চলে তখন সেই দৃশ্য টা অনেক অপরূপ লাগে। এই সব বৈচিত্রের মাঝেই প্রকৃতি এই এই দেশ কে করেছে অনন্য। আমার মনে হয় , বাংলাদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্য মনে হয় আর কোনো দেশে এ নেই।

আসলে বাংলাদেশ এতো সুন্দর যে আসলে ভাষায় লিখে বোঝানো সম্ভব না। পরিশেষে আমি একটা উদাহরণ দেই, যে এই বাংলাদেশ হলো আমার মাতৃভূমি এবং আমার কাছে বাবা মার মতো। বাবা মার কাছে তার নিজের সন্তান যেমন সব থেকে সুন্দর, তেমনি সন্তানের কাছে তার বাবা মাই সব থেকে সুন্দর।তেমনি আমার দেশ আমার কাছে সব থেকে সুন্দর দেশ।

Sort:  

You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game


We Love Contests


One Percent For Everyone


Also join LUCKY 10S

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33