আফতাবগঞ্জ মেলায় দেখা কিছু খেলনার দোকান

in Steem For Traditionlast year

1000028125.jpg

যে কোন মেলায় বাচ্চাদের খেলনার দোকান থাকবে না তা কি হয়! খেলনার দোকান হল মেলার অন্যতম মূল আকর্ষণ। ফুলবাড়ির আফতাবগঞ্জ মেলাও এর ব্যতিক্রম নয়। এই মেলা আমার দেখা সব থেকে বড় মেলা। এই মেলায় অনেকগুলো খেলনার দোকান ছিল। এই দোকানগুলোতে প্লাস্টিকের খেলনাই বেশি ছিল। তবে মাটির খেলনা এবং কাঠের খেলনাও ছিল।

20230519_150600.jpg

বাচ্চারা এখন প্লাস্টিকের খেলনা এবং পুতুল নিয়ে খেলতে বেশি পছন্দ করে। তাই মেলার দোকানগুলোতে এ ধরণের খেলনাই বেশি ছিল। আমি যখন ছোটবেলায় মেলায় যেতাম তখন দেখতাম মেলায় কাঠের খেলনা এবং মাটির পুতুল এ ধরণের জিনিসপত্র বেশি উঠেছে। কিন্তু এখন প্লাস্টিক জাতীয় খেলনা বেশি পাওয়া যায়। আর কৃত্রিম পুতুলগুলো বাচ্চাদের খুব পছন্দ হয়।

20230519_150547.jpg

প্লাস্টিকের খেলনাগুলোর বিশেষত্ব হল এগুলো দীর্ঘস্থায়ী হয় এবং দামে কিছুটা সস্তা। তবে ব্যাটারি চালিত খেলনাগুলোর একটু দাম বেশি। সাধারণত লোকাল মার্কেটের তুলনায় মেলায় কিছুটা কম দামে খেলনা কিনতে পাওয়া যেতে পারে। কেননা মেলায় পাশাপাশি অনেকগুলো খেলনার দোকান থাকে এবং দাম মূল্যায়ন করার সু্যোগ থাকে। কিন্তু লোকাল মার্কেটে দু'একটা দোকান থাকে, যেখানে দাম মূল্যায়ন করার সুযোগ থাকে না, তাই খেলনাগুলোর দাম বেশি রাখা হয়।

20230519_152801.jpg

আমি ছোটবেলায় যখন মেলায় যেতাম তখন মাটির তৈরি কলা, তরমুজ ইত্যাদি ফলমূল কিনতাম। আফতাবগঞ্জ মেলায় অবশ্য মাটির তৈরি কলা, আপেল ইত্যাদি দেখিনি। যদিও পুরো মেলা ঘুরতে গিয়ে কিছু দোকান এড়িয়ে যেতে হয়েছে। সেই দোকানগুলোতে মাটির তৈরি এসব জিনিসপত্র থাকলেও থাকতে পারে।

20230519_152758.jpg

মেলায় বাচ্চাদের বিভিন্ন ধরণের খেলনা, ঘড়ি, পুতুল, টুপি ইত্যাদি দেখে বেশ ভালো লেগেছে। বাচ্চাদের খেলনার দোকানগুলো আসলে মেলার প্রাণ। বাচ্চারা যখন তাদের বাব-মার সাথে মেলায় খেলনা কিনতে আসে তখন তারা এই মুহূর্তকে উপভোগ করে। আমাদের জীবনে ছোটবেলার এরকম অনেক স্মৃতি আছে। ছোটবেলায় বাবা কিংবা মায়ের সাথে খেলনা কেনার এই স্মৃতিগুলোই আমাদের কাছে পরম আনন্দের এবং এই মুহূর্তগুলো পরবর্তীতে আমাদের স্মৃতিবিজড়িত শৈশবের কথা স্মরণ করিয়ে দেয়।

20230519_152752.jpg

20230519_150542.jpg

1000028118.jpg

1000028119.jpg

লোকেশনG2HP+8RH শাল ঘরিয়া
ডিভাইসস্যামসাং এস২১ আল্ট্রা
Sort:  
 last year 

গ্রামের মেলাগুলোতে এরকম অনেক খেলনার দোকান দেখা যায়।সেগুলোতে বিভিন্ন রকম খেলনা থাকে আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই দেখে অনেক ভালো লাগলো। আফতাব গঞ্জের মেলায় বেশ দারুন সময় কাটিয়েছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ রাহুল ভাই

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

মেলায় কাঠের তৈরি খেলনার চেয়ে তুলনামূলকভাবে প্লাস্টিকের তৈরি খেলনার সংখ্য অনেক বেশি দেখতে পাওয়া যায়। কাঠের বানানো খেলনার তুলনায় প্লাস্টিকের খেলনার টিকসই বেশি এবং তুলনামূলক দাম অনেক কম হয়ে থাকে। মেলায় পুতুল গুলো অনেক সুন্দর ছিলো।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

মেলায় মহিলা এবং ছোট বাচ্চাদের জন্য পন্যদ্রব্যের অভাব নেই। বিক্রেতাদের মূল আকর্ষণ হলো নারী এবং ছোট বাচ্চারা। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 last year 

মেলার মুল আর্কষণ হলো খেলনার দোকান। যেকোন মেলায় খেলনার দোকান দেখা যায়। কথাটা এমন যে মেলায় খেলনার দোকান থাকবে না এমন কি হয়? মেলায় ছোট ছোট বাচ্চাদের খেলনা প্রাণ বলা যায়। আফতাবগঞ্জের মেলায় কখনোই যাওয়া হয়নি।

 last year 

ধন্যবাদ

 last year 

আফতাবগঞ্জের মেলায় এবার যাওয়া হয়নি। প্রতিটি মেলায় আমরা ছোট বাচ্চাদের খেলনার দোকান দেখতে পাই।আসলে খেলনার দোকান থাকবে না মেলায় তায় কি হয়? আফতাবগঞ্জের মেলায় খেলনার দোকান নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বিভিন্ন মেলার মধ্যে এই খেলনার দোকানগুলো হলো অন্যতম আকর্ষণ। খেলনার দোকান ছাড়া মেলা কখনো পরিপূর্ণতা পায় না। আমি নিজেও অনেক আগ্রহ নিয়ে এসব খেলনার দোকানগুলো ঘুরে দেখি। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। শুভ কামনা রইল ভাই

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

বাচ্চাদের খেলনার দোকান না থাকলে মেলাটা জমে না। বাচ্চারা মেলায় গিয়ে এসব দোকানের খেলনা দেখে খেলনা কেনার বায়না ধরে। খেলনার দোকান নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

সবধরনের মেলাতেই এসব খেলনার দোকান বসে। ছোট বেলায় মেলাতে ঢুকে প্রথমেই যেতাম খেলনার দোকানে।আর আব্বুর কাছে বায়না করতাম খেলনা নেওয়ার জন্য আপনার প্রতিটি ফটোগ্রাফি দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া খেলনার দোকান নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 57975.44
ETH 2289.64
USDT 1.00
SBD 2.46