বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশট: স্টার স্পোর্টস

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করবো। গতকালকের খেলাটা মনে হয় অনেকে দেখেছেন, কারণ বাংলাদেশের খেলা ছিল কালকে। এখন এশিয়া কাপ এর খেলা শুরু হয়ে গেছে আর বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে এটি দ্বিতীয় খেলা ছিল। আর এই খেলাটা শ্রীলংকার একটি মাঠে খেলা হয়েছে। যাইহোক, কালকের ম্যাচটা দুই টিমের অধিনায়কের টসের মধ্যে দিয়ে শুরু হয় এবং বাংলাদেশ আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে আমি যতবার বাংলাদেশের খেলা দেখেছি তারা বেশিরভাগ টার্গেটে ভালো খেলে, অনেক সময় না জিততে পারলেও ভালো খেলে শেষ পর্যন্ত। তবে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ বরাবরই আগে ভালো খেলে এসেছে আর ম্যাচও জিতেছে। ফলে আজকের ম্যাচটা ভেবেছিলাম ভালো খেলা হবে। তবে বাংলাদেশের প্রথম থেকে কিসব ব্যাটসম্যান নামালো ঠিক বুঝলাম না, এদের আগেও আমি দেখিনি খেলতে, যদিও অনেকদিন দেখা হয় না বাংলাদেশের খেলা।


স্ক্রিনশট: স্টার স্পোর্টস

তবুও এদের দেখে মনে হলো যেন একজনেরও তেমন কোনো এক্সপেরিয়েন্স নেই আগে খেলার। সত্যি বলতে প্রথম থেকে তাদের ব্যাটিং পারফর্মেন্স অনেক খারাপ ছিল, তেমন কোনো রানেই করতে পারছিলো না তারা। শান্ত একাই মোটামুটি একটু ধরে ধরে খেললো দেখলাম, তাও বেশিক্ষন টিকতে পারলো না শেষের দিকে । এমনিতেও এদের প্রথম দিকের খেলার ভাব দেখে একটা বিষয় বুঝেছিলাম যে রান ১৫০ এর বেশি হবে না যা অবস্থা। কারণ একেতো রান করতে পারছে না, আর তারপর উইকেট টিকিয়ে রাখতে পারছে না। মোটকথা এশিয়া কাপে তাদের দুই-একজন ছাড়া তেমন কোনো অভিজ্ঞ প্লেয়ার নেই। সেই অভিজ্ঞ দুইজনেই রান করতে পারলো না, তাহলে রান আর কি করে হয়। এমনিতেও শেষ ওভার পর্যন্ত কেউই খেলতে পারেনি, তার আগেই অলআউট হয়ে যায়। ৫০ ওভারের খেলায় ১৬৪ রান মানে খুবই শর্ট রান, যেটা বিপক্ষ টিমের কাছে ধরে ধরে খেললে টেনে তোলা যায়।


স্ক্রিনশট: স্টার স্পোর্টস

তবে আমি প্রথমে ভেবেছিলাম যে মনে হয় বোলিং পিচ আর তার জন্যই এই অবস্থা। তবে পুরোপুরি বোলিং পিচ না হলেও স্পিনে বেশ টাইড ছিল উভয়পক্ষের জন্য। শ্রীলঙ্কাও মোটামুটি বেশ একটা চাপের মধ্যে পড়ে যায় প্রথম থেকে, কিন্তু দুইজন ব্যাটসম্যান সেট হয়ে যায় আর ধীরে ধীরে রানের লক্ষ্যে পৌঁছাতে থাকে। তাদেরও এই রানের কাছে যেতে অনেকটা হিমশিম খেতে হয়েছে, তবে মোটামুটি একটা আন্দাজের উপর বলা যায় যে বাংলাদেশ যদি অন্তত ২০০ রান ক্রস করতে পারতো, তাহলে লাস্টের দিকে ভালো একটা কনটেস্ট বেধে যেত। এটা বলতে হয় যে, বাংলাদেশ ব্যাটে ভালো না করতে পারলেও বোলিং আর ফিল্ডিং বেশ ভালোই করেছে। যাইহোক, সবে একটি ম্যাচ খেলা হয়েছে, আশা করা যায় সামনের ম্যাচগুলো ভালো করতে পারবে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

দাদা, আপনি খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দাদা আপনার আন্দাজের সাথে আমি সহমত পোষণ করছি যে বাংলাদেশ ২০০ প্লাস রান করলে হয়তো খেলাটি আরো বেশি জমজমাট হয়ে উঠতো। যাহোক,যেটা হয়নি সেটা তো আর বলে লাভ নেই। আগামীতে বাংলাদেশ ভালো করবে এমনটাই প্রত্যাশা করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দাদা গতকালকের ম্যাচটি দেখে পুরোপুরি হতাশ হয়েছি। তবে আগে থেকেই আইডিয়া করেছিলাম,তেমন ভালো কিছু হবে না। কারণ আমাদের দেশের ক্রিকেট বোর্ডে রাজনীতি চলছে। দেশের স্বার্থ না দেখে, নিজেদের পকেট ভারী করছে। তাইতো ভালো খেলোয়াড়দের বাদ দিয়ে ফালতু খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে। মাহমুদউল্লাহ রিয়াদ এমন পরিস্থিতিতে দারুণ ব্যাটিং করে দলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। কিন্তু রিয়াদকেও দলে নেয়নি। এবারের বিশ্বকাপেও বাংলাদেশ মনে হচ্ছে বাজে পারফরম্যান্স করবে। তবে এটা ঠিক গতকালকে যদি বাংলাদেশ ২০০ রান করতে পারতো, তাহলে খেলাটা ফাইটিং হতে পারতো। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 last year 

এশিয়া কাপের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করল বাংলাদেশ। বাংলাদেশ যে ব্যাটিং লাইন আপনি এশিয়া কাপ খেলতে এসেছে তাতে প্রত্যেকটা ম্যাচ হারবে এমনটাই বলা যায়। প্রথম দিক থেকে শ্রীলঙ্কা যেভাবে চেপে ধরেছিল শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের স্কোর বড় করতে পারল না। তাই শ্রীলংকার কাছে ৫ উইকেটে তাদের প্রথম ম্যাচে হার। আমার মনে হয় এ রাউন্ডেই তারা বাড়িতে আসবে।

Posted using SteemPro Mobile

 last year 

এশিয়া কাপের বাংলাদেশের প্রথম ম্যাচ পরাজয় বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক৷ বাংলাদেশ যখন প্রথমেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল তখন শাকিব আল হাসানের মুখে হাসি ছিল। সেই হাসি দেখে বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশে আজকে খুবই ভালো খেলা দিবে। তবে যখন দেখলাম বাংলাদেশ অল্প কিছু রান করার পরে অলআউট হয়ে গেল তারপর খুবই খারাপ লাগল। পরে খেলা দেখাই বন্ধ করে দিলাম। তখন এমনিতেই বোঝা যাচ্ছিল বাংলাদেশ হেরে যাবে।

 last year 

অনেক আশা করে খেলা দেখতে বসেছিলাম কিন্তু বাংলাদেশের ক্রিকেট দল সেই আশাটা নষ্ট করে দিল। সবথেকে খারাপ লেগেছে যখন শান্ত ৮৯ রানে আউট হয়ে গিয়েছিল। যেহেতু রান কম ছিল তাই সহজেই শ্রীলঙ্কা দল জয়লাভ করে গিয়েছে।

 last year 

দাদা আমাদের বাংলাদেশেরে টিম ম্যানেজমেন্ট অনেক পাকনা। তারা সবসময় নিজের আত্নীয়,চাচা,খালুর আত্নীয়দের আগে প্রাধান্য দেয়। কার অভিজ্ঞতা আছে না আছে সেটা তাদের দেখার বিষয় না। কাকে অপেনার হিসাবে খেলতে দিছে আমি নিজেও জানি না। নতুন খেলোয়ার কিভাবে শ্রীলংকার সাথে অপিনিং করলো বুঝলাম না। যায়হোক বাংলাদেশের খেলোরদেরে থেকে এর থেকে বেশি আশা করি না। তারা জনগনের টাকা খরচ করে বিদেশ ভ্রমন করতে গেছে। ধন্যবাদ দাদা।

 11 months ago 

দাদা, যদিও আমার খেলা দেখা একেবারেই হয় না, তবে আপনার খেলা বিষয়ক পোস্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। অন্যান্য দিনের মতো আজকেও অনেক সুন্দর একটা খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্টটা পড়ে আমি অনেক কিছুই বুঝতে পেরেছি। বাংলাদেশের এবং শ্রীলংকার খেলাটা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক সুন্দর ভাবে। বাংলাদেশ তাহলে ভালোভাবে খেলতে পারেনি। মানে ওভার শেষ হবার আগে অলআউট হয়ে গিয়েছিল। এটা সত্যি হতাশাজনক একটা ব্যাপার। তারা যদি কোন রকম ২০০ রানের উপরে নিয়ে যেত তাহলেও ভালো হতো। তারা যদি ২০০ রান করতে পারতো তাহলে খেলাটা অনেক বেশি জমজমাট হতো তা বুঝতেই পারছি দাদা। সম্পূর্ণটা এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি পরবর্তীতেও এরকম সুন্দর একটা খেলার রিভিউ দেখতে পাবো। সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম।

 11 months ago 

দাদা আজকেও খেলা বিষয়ক একটা পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেন। আসলে খেলা দেখতে আমি অনেক বেশি পছন্দ করতাম আগে। তবে এখন ব্যস্ততার জন্য খেলা দেখা হয় না। আগে তো রাত জেগেও খেলা দেখতাম সব সময়, এর জন্য প্রচুর বকাবকিও শুনেছি। তবে এখন খেলা না দেখলেও আপনার খেলা বিষয়ক পোস্টগুলো পড়ে থাকি যা আমার অনেক ভালো লাগে। আজকে বাংলাদেশ এবং শ্রীলংকার ম্যাচটি আমাদের মাঝে শেয়ার করেছেন। বাংলাদেশ ২০০ রান ক্রস করতে পারলে খেলাটা অনেক ভালো পর্যায়ে যেত। আর তখন খেলাটা দেখতেও অনেক বেশি ভালো লাগতো সবার কাছে। বাংলাদেশের খেলোয়াড়দের এই খেলাটা সত্যি অনেক হতাশা জনক ছিল দর্শকদের কাছে। আশা করছি পরবর্তী ম্যাচগুলো অনেক বেশি সুন্দর হবে। আর আপনার রিভিউর মাধ্যমে সেগুলো দেখার অপেক্ষায় থাকলাম দাদা। আশা করছি খুব শীঘ্রই শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46