দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে সাউথ আফ্রিকার সফলতা

in আমার বাংলা ব্লগ7 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: WILLOW

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ছিল। তবে ওয়ানডে ম্যাচ তেমন জমছে না আসলে বলতে গেলে। প্রথম ওয়ানডে ম্যাচটা যদিও আমি তেমন একটা দেখার সময় করে উঠতে পারেনি, কিন্তু যতটুকু দেখেছিলাম, তাতে খেলা যেন ঝিমিয়ে গিয়েছে মনে হলো। সাউথ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্যাচে একদম গো হারা হেরেছে, ১০০ রানও করে উঠতে পারেনি। গতকাল যে খেলাটা হয়েছে তাতে মনে করেছিলাম ইন্ডিয়া জিতে যাবে, কারণ সাউথ আফ্রিকা টসে জিতলেও যে পিচে খেলা হয়েছে তাতে বোলারদের জন্য ভালো সুযোগ ছিল, তবে এটা উভয় টিমের বোলারদের জন্যই সুবিধাজনক পিচ। আর এটা ইন্ডিয়ার ব্যাটিং এর সময়েও আন্দাজ করতে পেরেছিলাম।


স্ক্রিনশর্ট: WILLOW

ইন্ডিয়া ব্যাটে এসে তেমন সুবিধাজনক খেলাটা শুরুই করতে পারেনি, সাউথ আফ্রিকা প্রথম ওভারেই সফলতা পেয়ে যায়। আর প্রথম ওভারেই সফলতা পেয়ে গেলে বোলারদের মনেও মনোবলটা আরো দৃঢ় হয়ে যায়। তবে সুদর্শন বেশ ভালোই খেলে গিয়েছে ধরে ধরে। তবে এতটাও সহজ ব্যাপার ছিল না এই পিচে বোলারদের সামনে। বল যেমন ভালো লেন্থ তেমন আবার স্পিনও সমস্যা করেছে। রান উঠেছে খুবই স্লো, কিন্তু উইকেট দ্রুত পড়ে গিয়েছে। আসলে মেইন সমস্যাটা এখানে হয়ে দাঁড়িয়েছে যে, একজন ব্যাটসম্যান যতই ধরে খেলুক বা ডিফেন্স খেলুক, সাথে আরেকজনের পার্টনারশীপ খুবই জরুরি হয়ে পড়ে, নাহলে রান তোলা খুবই মুশকিল হয়ে যায়। তিলক এর সাথেও রানটা বিল্ড আপ করার আগেই আউট হয়ে যায়। তিলক রান তো করতে পারেনি, কিন্তু বল নষ্ট করে গিয়েছে খানিকটা। রাহুল একমাত্র একটু সুদর্শন এর সাথে ভালো পার্টনারশীপ দাঁড় করায়, মোটামুটি অনেক্ষন ধরে ধরে দুইজনের টোটাল স্কোর ১১৮ রানের একটা ভালো রান হয়।


স্ক্রিনশর্ট: WILLOW

কিন্তু দুইজনের এই রানে কি আর ম্যাচ ধরে রাখা যায়! বাকি একজনও দাঁড়াতে পারেনি এসে, টুকটাক খেলে আউট হয়ে গিয়েছে। রাহুল যদিও যদি শেষ পর্যন্ত খেলতো, তাহলে একটা মানানসই রানের আশা ছিল। তবে বোলারদের মধ্যে আজকে অর্শদীপ ভালো খেলেছে, দেখে মারুক বা না দেখে মারুক ৪/৬ মেরে গিয়েছে। রান ২০০ হওয়াও মুশকিল ব্যাপার হয়ে গিয়েছিলো শেষে, টেনেটুনে ২০০ রান ক্রস করে। তবে এই পিচে যেহেতু বোলারদের জন্য উইকেট নেওয়ার একটা সাহায্যজনক ব্যাপার ছিল, সে ক্ষেত্রে ২১১ রান এর টার্গেট একেবারে খারাপ ছিল না। কিন্তু সাউথ আফ্রিকা এইরকম খেলবে এটাই আশা করা যায়নি কালকে, কারণ ইন্ডিয়ান ব্যাটসম্যানদের যেভাবে উইকেট পড়েছে, তাতে এদেরও উইকেট পড়ার কথা ছিল এই পিচে, কিন্তু উইকেটই ফেলতে পারেনি এরা, এক টনি না কে, একাই ম্যাচটা বের করে নিয়ে গেলো। তবে সাউথ আফ্রিকাও প্রথমে রান করতে পারছিলো না, উইকেট না পড়লেও রান চেপে রেখেছিলো। আর ওপেনের দুই ব্যাটসম্যানও যা মনে হলো বুদ্ধি করে একটা টার্গেট নিয়ে খেলেছে, কারণ ৫০ ওভারে ৪ রান করে নিলেই ম্যাচ বেরিয়ে যাচ্ছে আরামে।


স্ক্রিনশর্ট: WILLOW

অনেকক্ষন ধরে ধরে দুইজন টুকটাক করতে করতে ভালোমতো সেট হয়ে যায়, বিশেষ করে এই টনি। প্রতি ওভারেই লাস্টের দিকে ৬ আর ৪ মারতে লাগলে কতক্ষন এই রানে আর টিকিয়ে রাখা যায়। সাউথ আফ্রিকা যদিও এই ম্যাচটা জিতেছে এই টনির কারণে, এই পিচে সেঞ্চুরি হাঁকিয়ে দেওয়াটাও কম ব্যাপার না। সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার মধ্যে একটা ব্যাপার হলো, সাউথ আফ্রিকার পিচে এর আগে একবার খেলায় হোয়াইটয়াশ করেছে, মোটামুটি পাল্লাটা তাদেরই ভারী ছিল। এই ম্যাচটাও আপাতত টাই হয়ে আছে এখন। লাস্ট ওয়ানডে ম্যাচটা এখন যেকোন একজনের জন্য অপেক্ষা করছে, কিন্তু সেই ওয়ানডে সিরিজের কাপটা কাদের শিবিরে যাচ্ছে সেইটা দেখার বিষয়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 7 months ago 

যদিও সাউথ আফ্রিকা বেশ ভালো খেলে, তবুও আমার মনে হয় ভারতের চেয়ে নয়। আর যদিও এই খেলাটি আমার দেখা হয়নি, তবুও আপনার পোস্ট থেকে আজ জানতে পারলাম যে সাউথ আফ্রিকা নিজেদের সেরাটা দিয়েইি ইন্ডিয়ার মত টিম কে হারাতে পেরেছে। ধন্যবাদ দাদা এত সুন্দর করে খেলার রিভিউটি করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

আসলে দাদা সেদিন দক্ষিণ আফ্রিকার টনি প্লেয়ারের খেলাটা বেশ চমকপ্রদ ছিল। বেশ দেখেশুনে খেলছিল টনি। এক সময় তার খেলা দেখে মনে হচ্ছিল যেন তিনি ক্রিকেট বলটি ফুটবলের মতো দেখছিলেন। যাহোক আমি আশা করি পরবর্তী ম্যাচে ইন্ডিয়া টিম দুর্দান্ত একটি জয় তুলে নিবে।

 7 months ago 

ক্রিকেট খেলা আমার বরাবরই ভালো লাগে। খেলাটা আমি উপভোগ করেছি।সুন্দর একটি ম্যাচ ছিলো। ধন্যবাদ আপনাকে আপনি এতো সুন্দর ভাবে এটিকে উপস্থাপন করেছেন।

 7 months ago 

ম্যাচটি দেখা হয়নি। আপনার রিভিউ পড়ে বুঝলাম, ব্যাটসম্যানদের জন্য কঠিন পিচ ছিল। কিন্তু সাউথ আফ্রিকার বোলাররা সাফল্য পেলেও ভারতের বোলাররা টনির কাছে হেরে গেছে। টনির সেঞ্চুরি জিতিয়ে দিয়েছে সাউথ আফ্রিকাকে। আগামি ম্যাচ ফাইনাল হিসেবে দারূণ জমবে আশাকরি। পোস্টটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

 7 months ago 

দাদা অন্যদিনের মতো আপনি আজকেও আমাদের মাঝে একটা খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেছেন দেখে, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সাউথ আফ্রিকা তো দেখছি একেবারে প্রথম ওভারে সফলতা পেয়ে গিয়েছে দাদা। আমি তো অপেক্ষায় ছিলাম ইন্ডিয়ার সফলতার কথা শোনার জন্য। কিন্তু এখন তো দেখছি সাউথ আফ্রিকা সফলতা অর্জন করেছে। সাউথ আফ্রিকা দেখছি এই টনির কারণেই ম্যাচটা জিতেছে। এখন লাস্ট ওয়ানডে ম্যাচের রিভিউ টা পড়ার জন্য অপেক্ষায় থাকলাম দাদা। দাদা আপনি প্রতিনিয়ত ম্যাচগুলোর রিভিউ আমাদের মাঝে সুন্দর করে তুলে ধরেন দেখেই, খেলা বিষয়ক অনেক কিছুই জানতে পারি। আর আমি তো সবসময়ই অপেক্ষায় থাকি, আপনার খেলা বিষয়ক পোস্টগুলো পড়ার জন্য। আশা করছি পরবর্তী ম্যাচের রিভিউ টাও আপনি খুব শীঘ্রই সবার মাঝে ভাগ করে নিবেন। আশা করছি পরবর্তী ম্যাচের রিভিউটা শীঘ্রই পড়তে পারব। দাদা আমি খেলা দেখি না, এমনকি খেলা দেখতে ভালো লাগে না। কিন্তু রিভিউগুলো পড়তে ভালো লাগে। এখন কাপটা কাদের শিবিরে যাচ্ছে এটা দেখার অপেক্ষায় থাকলাম।

 7 months ago 

প্রতিটা খেলায় হার-জিত থাকবে এটাই বড় কথা। ইন্ডিয়া প্রথম ম্যাচে বড় জয় লাভ করে, এবং দ্বিতীয় ম্যাচে এসে তারা হেরে যায়। যেহেতু সিরিজের সমতা সেহেতু সিরিজের ফাইনাল ম্যাচটি বেশ মজা লাগবে দেখতে। আর দাদা আপনি দারুন ভাবে রিভিউ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

দাদা ওয়ানডে সিরিজটা কেমন যেন জমছে না। প্রথম ম্যাচে তো একেবারেই রান হয়নি, এই ম্যাচে ও তেমন রান হলো না। প্রথম ম্যাচ ভারত ৮ উইকেটে জয়লাভ করেছে এবং দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকা ৮ উইকেটে জয়লাভ করেছে। এদিক দিয়ে বেশ মিল রয়েছে দুই দলের। পরবর্তী ম্যাচটি অঘোষিত ফাইনাল। দেখা যাক কোন টিম সিরিজ জয়লাভ করে। আশা করি পরবর্তী ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ক্রিকেট খেলা সম্পর্কে ততটা ধারণা ছিল না দাদা।তবে আপনার পোষ্টগুলি পড়ে বেশ ধারণা পাচ্ছি।আসলে কথায় আছে-ঝিমানো সাপও ফোঁস করে ওঠে।তেমনি সাউথ আফ্রিকা প্রথম ম্যাচে গো হারা হেরে গিয়েও এই ম্যাচে জিতে গেছে।নিজের দেশের হার টা আসলেই মেনে নেওয়ার নয়।আশা করি পরবর্তী ম্যাচে অবশ্যই আমাদের ভারত জিতবে, ধন্যবাদ দাদা।সুন্দর বিষয় উপস্থাপন করেছেন,ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

দাদা আজকের পোষ্টের মাধ্যমে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে সাউথ আফ্রিকার সফলতা পাওয়ার অনেক গুলো কারন উল্লেখ করলেন। যেহেতো মাঠ,পিচ আফ্রিকার নিজেদের তাই তারা একটু বাড়তি সুবিধা পাবে সেটা স্বাভাবিক। আফ্রিকার বোলাররা যেভাবে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের চেপে ধরেছিল সেটা দেখে অনুমান করা গেছে যে,পিচটি বোলিং পিচ। কিন্তুু ভারতের বোলাররা যখন বোল করলো তখন সেটা মনে হয়নি। তাছাড়া ২১২ রানের টার্গেট বোলারদের মনে তেমন শক্তি যোগার করতে পারেনি। ভারতের মধ্যে রাহুল একমাত্র একটু সুদর্শন এর সাথে ভালো পার্টনারশীপ দাঁড় করায়, মোটামুটি অনেক্ষন ধরে ধরে দুইজনের টোটাল স্কোর ১১৮ রানের একটা ভালো রান হয়। যার ফলে লড়াই করার মতো একটি স্কোর হয়েছিল। তবে সেটা আফ্রিকার সাথে লড়াই করার জন্য যতেষ্ট ছিল না। আবার অন্যদিক দিয়ে চিন্তা করলে বোঝা যায় গোল বলের খেলা কখন কি হয় বুঝা যায় না। অপর দিকে আফ্রিকার জোরজি খুব ভালো খেলেছে ১০৮ বলেই তার নিজের শত রান পূর্ণ করে ফেলেছে। যদি ভারতীয় বোলাররা জোরজিকে আউট করতে পারতো তাহলে আফ্রিকা হয়তো কিছুটা চাপে থাকতো। এখন দেখা যাক সিরিজ কার পক্ষে যায়। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57824.98
ETH 3133.87
USDT 1.00
SBD 2.42