You are viewing a single comment's thread from:

RE: দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে সাউথ আফ্রিকার সফলতা

in আমার বাংলা ব্লগ7 months ago

দাদা আজকের পোষ্টের মাধ্যমে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে সাউথ আফ্রিকার সফলতা পাওয়ার অনেক গুলো কারন উল্লেখ করলেন। যেহেতো মাঠ,পিচ আফ্রিকার নিজেদের তাই তারা একটু বাড়তি সুবিধা পাবে সেটা স্বাভাবিক। আফ্রিকার বোলাররা যেভাবে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের চেপে ধরেছিল সেটা দেখে অনুমান করা গেছে যে,পিচটি বোলিং পিচ। কিন্তুু ভারতের বোলাররা যখন বোল করলো তখন সেটা মনে হয়নি। তাছাড়া ২১২ রানের টার্গেট বোলারদের মনে তেমন শক্তি যোগার করতে পারেনি। ভারতের মধ্যে রাহুল একমাত্র একটু সুদর্শন এর সাথে ভালো পার্টনারশীপ দাঁড় করায়, মোটামুটি অনেক্ষন ধরে ধরে দুইজনের টোটাল স্কোর ১১৮ রানের একটা ভালো রান হয়। যার ফলে লড়াই করার মতো একটি স্কোর হয়েছিল। তবে সেটা আফ্রিকার সাথে লড়াই করার জন্য যতেষ্ট ছিল না। আবার অন্যদিক দিয়ে চিন্তা করলে বোঝা যায় গোল বলের খেলা কখন কি হয় বুঝা যায় না। অপর দিকে আফ্রিকার জোরজি খুব ভালো খেলেছে ১০৮ বলেই তার নিজের শত রান পূর্ণ করে ফেলেছে। যদি ভারতীয় বোলাররা জোরজিকে আউট করতে পারতো তাহলে আফ্রিকা হয়তো কিছুটা চাপে থাকতো। এখন দেখা যাক সিরিজ কার পক্ষে যায়। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57440.82
ETH 3108.89
USDT 1.00
SBD 2.42