অবশেষে, ৯ টি ম্যাচই জিতে নিয়েছে ভারত

in আমার বাংলা ব্লগ11 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: astro cricket

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ভারতের সিরিজের শেষ ম্যাচ ছিল আর সেটি নেদারল্যান্ডস এর সাথে। নেদারল্যান্ডস যদিও এই বিশ্বকাপে তেমন কোনো ম্যাচ জিততে পারেনি, কিন্তু তারা বোলিং আর ফিল্ডিং মোটামুটি ভালোই করেছে তাও আবার ভালো ভালো টিমের বিপক্ষে। ভারত গতকালকের ম্যাচ ধরে সর্বমোট সবকয়টি ম্যাচ জিতেছে, যেটা একপ্রকার রেকর্ড ধরাও যায় বিশ্ব ক্রিকেট টিমের সামনে। গতকাল ম্যাচটি বেঙ্গালুরুতে হয়েছিল আর ইন্ডিয়া টসে জিতে ব্যাট করার অপশনটাই বেছে নিয়েছিল। আর এটা একপ্রকার ভালোই করেছিল, কারণ পরে ব্যাট করে নেদারল্যান্ডস এর সাথে তেমন মজাই আসতো না কম রানে খেলে। তার থেকে বেশি রান করে সেটাতে জেতার মধ্যে একটা আলাদা মজার ব্যাপার আছে।


স্ক্রিনশর্ট: astro cricket

গতকাল গিল আর রোহিত এসেই মোটামুটি প্রথম পাওয়ারপ্লে ওভারে একদম ফুল টি২০ ম্যাচ খেললো, ১০ ওভারেই ১০০ তুলে দিলো। তবে গিল বা রোহিত দুইজনের কেউই দাঁড়াতে পারেনি ৫০ করার পরে, বেশি উৎসাহিত হয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায়। এরপর কোহলি এসেও সেম হাফ সেঞ্চুরি করার পরেই বোল্ড আউট হয়ে যায়। গতকাল মোটামুটি ভেবে নিয়েছিলাম যে রোহিত আর গিল যে রান তুলে দিয়েছে আর কোহলি যদি এইবার টেনে দেয় তাহলে ৪৫০ রানের একটা স্কোর তৈরি হবে। আর যদিও সেটা হয়ে যেত, কারণ রান রেট প্রথম থেকে ১০ ছিল, তবে কোহলি আউট হয়ে যাওয়ার পরে ডাউন পজিশন আসলেও শ্রেয়াস আর রাহুল ৪ এবং ৫ নম্বর স্থানে এসে এতো ভালো খেলবে এটা ভাবাই যায়নি, বিশেষ করে শ্রেয়াস গতকাল অসাধারণ খেলেছে।


স্ক্রিনশর্ট: astro cricket

দুইজনেই সেঞ্চুরি। হাঁকিয়েছে সব থেকে খেলায় আসল মজা এসেছে লাস্ট ৭ ওভারে। লাস্ট ৭ ওভারে রান ১০০ ছাড়িয়ে গেলো। এই রান তো বলতে গেলে নেদারল্যান্ডস এর কাছে একটা ১০০০ ফুট উঁচুতে সিঁড়ি বেয়ে ওঠার মতো ছিল। তবে নেদারল্যান্ডস এর কিছু ব্যাটসম্যান বেশ ভালোই খেলেছে। যদিও ইন্ডিয়া আজকে তেমন কেউ হার্ড বল করিনি তাদের সামনে। আর আজকে যারা কখনো বল করে না তারাও বল করেছে, বিশেষ করে কোহলি, গিল, শ্রেয়াস আর রোহিতও করেছে। আসলে এইটা তাদের নিজেদের সুবিধার্থে একটু ঝালাই করে নিলো আর কি, কারণ সামনে বড়ো ম্যাচে প্রয়োজন পড়লে করাও লাগতে পারে তাদের।


স্ক্রিনশর্ট: astro cricket

নেদারল্যান্ডস জিততে না পারলেও ২০০ রানের স্কোর পার করেছে, এটাও ভালো। নেদারল্যান্ডস হাল ছাড়েনি বলতে গেলে কোনো ম্যাচে, জেতার জন্য অনেক প্রচেষ্টা করেছে, তার ফলস্বরূপ সাউথ আফ্রিকার মতো একটা বড়ো টিমকেও হারাতে সক্ষম হয়েছিল। যাইহোক, এই ম্যাচের সাথে সিরিজ শেষ হলো, আর এখন হবে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ অর্থাৎ সেমী-ফাইনাল। প্রথমটা ভারতের সাথে নিউজল্যান্ড এর আছে, যেটা খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে আশা করা যায়। এখানে কেউ কাউকেই ছেড়ে কথা বলবে না।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 11 months ago 

এবার বিশ্বকাপে প্রায় প্রতিটা ম্যাচ আমি দেখেছি ভারতের খেলা এবার দারুন হচ্ছে। তারা যেন ছন্দে রয়েছে। যেমন ব্যাটিংয়ে তেমন বোলিংয়ে, যার কারণে কোন দলই ভারতের কাছে কোন পাত্তাই পাচ্ছে না। অবশেষে নয়টি ম্যাচ ধরেই ভারত জিতে গেল এবং অনেক ভালোভাবে জিতে গিয়েছে। আশা করছি আরো ভালো কিছু হবে এবার। আপনি দাদা খুবই সুন্দর ভাবে আজকের পোস্টটি শেয়ার করেছেন। পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, ভারতের প্রত্যেকটা খেলোয়াড় ব্যাটিং করছে যেমন তেমন বোলিংয়ে এগিয়ে আছে।যার কারণে কোন দলই ভারতের কাছে টিকে থাকতে পারছে না। দেখা যাক আগামীকাল ম্যাচ গুলোতে কি হয়। সেই অপেক্ষায় আছি দাদা।

 11 months ago 

বিউটি অফ ভারত! টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত সবাই ভালো ব্যাট করেছে। এই ভারতকে কেউ আটকাতে পারবে বলে আমার মনে হয় না। এবারের বিশ্বকাপটা ভারতের হাতে যাওয়ার সম্ভাবনা বেশি।

 11 months ago 

দাদা ভারত অবশেষে ৯ টি ম্যাচ জিতে গিয়েছে, এটা শুনেই আমার কাছে অনেক বেশি আনন্দ লাগছে। নেদারল্যান্ডস এর সাথে ভারতের সিরিজের শেষ ম্যাচ ছিল, এটা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আসলে দাদা খেলা আমার খুব একটা দেখা হয় না। যার কারণে এই ম্যাচটাও আমার দেখা হয়নি। আসলে আগে প্রচুর পরিমাণে খেলা দেখা হতো। তবে এখন ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছে যে খেলা দেখার সময়ই হয়ে ওঠেনা। এরপর পরবর্তী ম্যাচটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ দাদা। সেমি ফাইনাল ম্যাচ রয়েছে পরবর্তীতে এটা ভাবতেই ভালো লাগছে। ভারতের সাথে নিউজল্যান্ড এর খেলা হবে এটা সত্যি খুব ভালো লাগছে শুনে। আমি চেষ্টা করব এই ম্যাচটা দেখে নেওয়ার। আমার মনে হচ্ছে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে। যদি দেখা না হয় তাহলে আশা করছি আপনার রিভিউ পোস্টের মাধ্যমে হলেও পড়তে পারব। এত সুন্দর করে এই ম্যাচটার রিভিউ আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 11 months ago 

বিশ্বকাপ ক্রিকেট বিষয়ক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট দল। প্রথম রাঊন্ডের ৯টি ম্যাচ বিজয়ী হয়ে পয়েন্ট তালিকার শীর্ষে। আশাকরি সেমিফাইনাল ও ফাইনালেও টীম ইন্ডিয়া জয়ের ধারা অব্যহত রেখে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। টীম ইন্ডিয়ার জন্য শুভ কামনা।

 11 months ago 

এই ম্যাচের শুরুতেই ভেবেছিলাম ভারত ৪০০+ রান করবে। অবশেষে ৪১০ রান করেছিল ভারত। নেদারল্যান্ডকে বিশাল ব্যবধানে হারালো। এতে করে ৯ টি ম্যাচ খেলে সব ম্যাচ জিতে নিলো ভারত। এটা অবশ্যই একটি রেকর্ড। আশা করি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও জিতে নিবে ভারত। এতে করে ভারত তৃতীয় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে ওয়ানডে ক্রিকেটে। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

দাদা আপনার শেয়ার করা পোস্টগুলো পড়তে সত্যি অনেক ভালো লাগে। এর আগেও খেলাধুলা বিষয়ক পোস্ট গুলো পড়েছি। আপনার পোস্টগুলো পড়ে ভারতের বিভিন্ন ম্যাচের জয় সম্পর্কে জানতে পেরেছি। ভারত ৯ টি ম্যাচ জিতে নিয়েছে এটা সত্যিই অনেক আনন্দের। আসলে ভারতের এই সাফল্য দেখে সত্যিই ভালো লেগেছে দাদা। একের পর এক বিজয় সবার মনে আরও বেশি আনন্দ এনে দিয়েছে। ভারতের প্রত্যেকটি প্লেয়ার দারুন খেলেছে। এক একটি ম্যাচ যেন একেক রকমের উত্তেজনা ছিল। আর নেদারল্যান্ডস এর সাথে এবারের ম্যাচটিও দারুন ছিল। যদিও নেদারল্যান্ড এর আগে খুব একটা বিজয়ী হয়নি। তবে প্রত্যেকটি ম্যাচেই তাদের পারফরম্যান্স ভালোই ছিল। আর ভারতের সাথে তাদের পারফরম্যান্সও বেশ ভালোই ছিল। তারা বিজয়ী হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। নেদারল্যান্ডস ম্যাচ জিততে না পারলেও ২০০ রানের স্কোর করেছে এটাও কিন্তু বিশাল ব্যাপার দাদা। আপনি অনেক সুন্দর করে খেলাধুলার রিভিউ তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

আসলে দাদা খেলা তেমন একটা দেখা হয় না। যদিও অনেক আগে একটা সময় খেলার জন্য অনেক বেশি পাগল ছিলাম। তবে ইদানিং একটি ম্যাচও দেখা হয়নি।তবুও আমাদের কমিউনিটিতে যারা স্পোর্টস এর পোস্ট করে কিছু আপডেট দেয়, তখন কিছুটা হলেও বুঝতে পারি খেলা কোন পর্যায়ে আছে । যেমন আপনার মাধ্যমে জানতে পারলাম যে নয়টি ম্যাচ জিতে নিয়েছে ভারত। ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

নেদারল্যান্ডস ক্রিকেটে নতুন আসলেও তাদের এই হাল ছেড়ে না দেওয়ার ব‍্যাপার টা আমার কাছে দারুণ লাগে। শুভমান গিল গতকাল ভালো খেলছিল কিন্তু একটা ভুল শর্ট সিলেকশন এবং ক‍্যাচ। যেটা একেবারে অনাকাঙ্খিত। তবে ভারতের রান এগুলো গেছে থেমে থাকেনি। সবমিলিয়ে ভারতের নয়ে নয় জয়। যেটা একেবারেই অনবদ্য বলা যায়।

Posted using SteemPro Mobile

 11 months ago 

দাদা প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, খেলা বিষয়ক আরেকটা পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হওয়ার জন্য। আপনি অনেক সুন্দর করে আজকেও একটা খেলা বিষয়ক পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন, যেটার মাধ্যমে এই ম্যাচটার সম্পর্কে জানতে পারলাম। ভারত সবশেষে নয়টা ম্যাচই জিতে নিয়েছে, এটা ভাবতেই আমার কাছে অনেক বেশি আনন্দ লাগছে দাদা। নেদারল্যান্ড জিততে না পারলেও ২০০ রানের স্কোর পার করেছিল দেখছি। কোহলি, গিল, শ্রেয়াস ও রোহিত বল করেছিল দেখছি। তবে সেমিফাইনাল টা অনেক বেশি ভালো হবে এটা মনে হচ্ছে। আশা করছি ওখানে গেলে অনেক বেশি ভালো খেলবে ভারত। দেখা যাক কি হয় সেমিফাইনালে। আপনার ওই পোস্টটা পড়ার অপেক্ষায় থাকলাম দাদা। অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি আমাদের সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 59696.83
ETH 2363.30
USDT 1.00
SBD 2.55