এলোমেলো আলোকচিত্র - #০৭

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোকচিত্রগুলো।

Photo by @winkles

প্রথম আলোকচিত্রটি একটি ফুলের। তবে এই ফুলগুলো বন্য প্রকৃতির, কারণ এই ফুলের উদ্ভিদগুলো যেকোনো স্থানে জন্মাতে পারে। যেমন এই উদ্ভিদটিকে আমি তুলেছিলাম একটি রাস্তার সাইড থেকে ঠিকই কিন্তু একপ্রকার বলা যায় তার পাশে হয়ে থাকা বন-বাদাড়ের মধ্যে থেকে তোলা। এই উদ্ভিদগুলোর জন্মানোর স্থানই এইরকম, যেকোনো পরিবেশে আর যেকোনো অবস্থায় উদ্ভিদটি টিকে থাকতে পারে। এই উদ্ভিদগুলো ক্যারোলিনা প্রজাতির অন্তর্গত একধরণের উদ্ভিদ। তবে এটি সাধারনভাবে স্যান্ড ব্রিয়ার নামে বেশি প্রচলিত। এই উদ্ভিদ বন্য টাইপ এর হলেও কিন্তু আবার অনেক ক্ষেত্রে এটিকে ভেষজ উদ্ভিদ হিসেবেও কাজে লাগে। উদ্ভিদটিতে প্রচুর কাঁটা থাকে, বড়ো বড়ো আর হুলযুক্ত। পাতাগুলোও দেখতে অনেক বড়ো বড়ো আর পুরো শেডের হয়। এর ফলগুলো দেখতে বেশ দারুন হয়, ছোট ছোট আর গোলগাল। কিন্তু এই ফল খুবই বিষাক্ত, হয়ে থাকে। আবার এই উদ্ভিদগুলোর ফুল খুবই সাদা হয়ে থাকে আর আকর্ষণীয় বটে।

Photo by @winkles

দ্বিতীয় আলোকচিত্রটি বুঝতে পারছেন কিসের হতে পারে। আসলে একদিন একটি লেকের পাশ দিয়ে বিকেলে একজন আইসক্রিমওয়ালা তার ভ্যান নিয়ে যাচ্ছিলো, ভাবলাম লোকটার একটা ছবি তুলি। ছবি তোলার পরে লোকটি বলে ভালোভাবে তুলেছো!? হা হা। এই লোকগুলো কত পরিশ্রমী সেটা দেখলেই বোঝা যায়, সারাদিন বাকেট ভর্তি আইসক্রিম বিক্রি করার জন্য কোথার থেকে কোথায় কিভাবে এই প্রচন্ড গরমের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় ভাবাও যায় না, আমরাতো একটু গরম সহ্য করতে পারছিনা আর প্রকৃতির হাওয়া খেতে বিকেলে বা সন্ধ্যায় কোথাও গ্রামের সাইটে চলে যাচ্ছি হাওয়া খেতে। আর তাদের সেটিরও সময় নেই, কারণ তাদের এটি বিক্রি করেই সংসার চালাতে হয়। যাইহোক, ছবি তোলার পরে লোকটি একটি মৃদু হাসি দিয়েছিলো যেটা আসলে ভালো লেগেছিলো আমার কাছে ।

Photo by @winkles

Photo by @winkles

তৃতীয় আলোকচিত্রটি তুলেছিলাম ওইরকম একটি লেকের পাশ থেকে। এই ছবিটি তুলেছিলাম গোধূলিবেলায়, ছবিটি আসলে তুলতে চেয়েছিলাম সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটাকে, কিন্তু একদম অন্তিম পর্যায়ে ফোন বের করতে করতেই সূর্য মামা ডুবে গেলো হা হা। যাইহোক, তাও ফোনটা বের করেছিলাম যখন তখন একটা তুলেই নিয়েছিলাম। এই লেকটা অনেক বড়ো একটি লেক, আর এখান দিয়ে অনেক বড়ো বড়ো টাওয়ার বসানো, কিন্তু এক্সাক্টলি আমি জানিনা এইগুলো আসলে কিসের টাওয়ার বসানো। তবে এইগুলো বেশিদিন হয়নি বসিয়েছে, নতুন বসানো লেকের উপর দিয়ে।

Photo by @winkles

Photo by @winkles

চতুর্থ আলোকচিত্রটি দেখতে পাচ্ছেন একটি পোকার। তবে এই পোকাটাকে আমি আগে দেখিনি, বলতে গেলে এটি আমার কাছে নতুন প্রজাতির একটি পোকা ছিল। পোকাটা দেখতে বেশ সুন্দর, কিন্তু সাইজে অনেকটা বড়ো। এই পোকাগুলো হঠাৎ একদিন কথার থেকে ঘরের মধ্যে ঢুকে পড়লো, আর উড়ে যেখানে সেখানে যাচ্ছে আর বসছে, কিন্তু আমার কাছে ভয় লাগছিলো একটু। একে তো পোকাটা সাইজে বড়ো তারপর মুখের দিকে দেখতেও একটু অদ্ভুত টাইপের, তাই যেভাবে উড়ছে যেখান সেখান দিয়ে তাতে ভুল করে গায় এসে বসে কামড় দিয়ে দেয় কিনা। অচেনা পোকার বিষয়ে একটু ভয় থাকেই, কারণ পোকাটা বিষাক্তও হতে পারে। যাইহোক, এর ছবিটা তোলার একটাই কারণ ছিল, যে বিষাক্ত হোক আর যাইহোক এর গায়ের সবুজ রঙের সাথে মিক্স ধূসর বর্ণ আর সবুজ ডানা সহ দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর সেই ভালো লাগা থেকেই এই তোলা আর কি।

Photo by @winkles

Photo by @winkles

পঞ্চম আলোকচিত্রটি অনেকে চিনতে পারবেন আশা করি। কারণ এই ফুলগুলো প্রায় সবার চোখের সামনে পড়ে চলাচলের সময়। কারণ এইগুলো হয়েই থাকতে দেখা যায় সবসময় রাস্তার পাশ দিয়ে বা যেকোনো চলাচলের জায়গা দিয়ে। এইগুলো একধরণের ঘাস জাতীয় উদ্ভিদের ফুল। আর এইফুলগুলো কিন্তু বেশি বড়োও হয়না, স্বাভাবিক ভাবেই দেখলে অনেকটা ছোট ছোট। কিন্তু ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করলে আর ছবিগুলো বড়ো আসলে দেখতেও বেশ ভালো লাগে। কম আলোয় এই ফুলগুলো ক্লিয়ার আসতেও চায় না আবার ম্যাক্রো ক্যামেরায়। যাইহোক, ঘাস জাতীয় উদ্ভিদের ফুল হলেও দেখতে বেশ ভালো লাগছিলো সাদা সাদা, আর তাই তুলে নিয়েছিলাম কয়েকটা ফটো।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনরঙ্গপুর
তারিখ২৪, ৬ & ৭ জুন ২০২৩


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

প্রিয় দাদা আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই চমৎকার বর্ণনা আমাদের নিকট আপনি উপস্থাপন করেছেন। আপনার তোলা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আলোকচিত্রগুলি এলোমেলো হলেও অনেক সুন্দর দাদা।প্রথম কাঁটা উদ্ভিদটি রাস্তার পাশে ঝোপ মতো হয়ে থাকে।আর ফুলগুলি দেখতে বেগুনের মতো।তাছাড়া টাওয়ারগুলি খুবই আকর্ষণীয় দেখতে।দাদা শেষের ছবির ফুলগুলি আমাদের বাড়ির পাশে রয়েছে।গাছগুলো খুবই বড় হয়।প্রত্যেকটি আলোকচিত্র এর মাধ্যমে নতুন নতুন কিছু জানতে পারলাম।ধন্যবাদ দাদা।

 last year 

দাদা ছবিগুলো আমার কাছে একদমই এলোমেলো মনে হয়নি, বরং বেশ ভালো লেগেছে। আমাদের চারপাশে এমন অনেক কিছুই থাকে যা অবলীলায় তাদের সৌন্দর্য ছড়িয়ে থাকে, আমরা চাইলেই সুন্দর ছবি তুলতে পারি। প্রতিটি ছবি বেশ ভালো লেগেছে দাদা।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀

Posted using SteemPro Mobile

 last year 

এলোমেলো ফটোগ্রাফি হলেও দেখতে কিন্তু অসাধারণ ছিল দাদা। আপনার তুলা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক দারুণ লেগেছে। টাওয়ার গুলো দেখতে অনেক ভালো লাগছে এবং গোধূলি বেলার ছবি মনমুগ্ধকর ।ধন্যবাদ দাদা সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

দাদা আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখলে খুব ভালো লাগে আমার কাছে। আপনি বেশ এলোমেলো কিছু ফটোগ্রাফি করেছেন এবং উপস্থাপনার মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। চারিপাশে যেরকম সৌন্দর্যতা ক্যামেরায় বন্দি করলে অনেক বেশি ভালো লাগে দেখতে। আমার কাছেও অনেক নতুন মনে হয়েছে আপনার তোলা পোকাটির ফটোগ্রাফিটি। এই পোকা আমিও আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। পোকাটির কালার অনেক সুন্দর দেখতে, বড় সাইজের হওয়ার কারণে আর অচেনা হওয়ার কারণে আপনি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলেন। আর সেই সাথে লেকের ফটোগ্রাফিটাও অনেক বেশি ভালো লেগেছে দেখতে। দাদা সব মিলিয়ে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি আকর্ষণীয় ছিল বলতে হয়।

 last year 

দাদা আপনি এর আগেও বেশ কয়েকটা এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছিলেন যেগুলো দেখতে খুব ভালো লেগেছিল। আজকের এই ফটোগ্রাফি গুলো দেখেও খুব ভালো লাগলো। আসলে ঠিকই বলেছেন, প্রথম ফটোগ্রাফিতে থাকা এই উদ্ভিদ গাছের ফুল গুলো অনেক বেশি বিষাক্ত হয়। আর এর কাঁটাগুলো অনেক বড় বড় হয়ে থাকে। বিভিন্ন জায়গায় এই কাজগুলো জন্মায় এবং এই গাছগুলো সব জায়গাতে টিকে থাকতে পারে। লেকের মধ্যে টাওয়ারটি দেখতে খুব ভালো লাগছে। লেকটি বড় হওয়ার কারণে এই এই টাওয়ারটা আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। তারপরে যে পোকাটির ফটোগ্রাফি করেছেন সেই পোকাটি অনেক নতুন মনে হয়েছে। আজকে প্রথমবার দেখা হল এই পোকাটি তাও আপনার ফটোগ্রাফির মাধ্যমে। তারপরে আইসক্রিম চালকের ফটোগ্রাফি টা দেখে ভালো লাগলো। আসলে তারা অনেক পরিশ্রম করে। আমরা ঘরে বসে পাখার নিচে ও গরম সহ্য করতে পারি না আর তারা সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে। আর শেষে তোলা ফুলগুলোর ফটোগ্রাফি দেখে তো প্রথমেই চিনতে পারলাম। রাস্তাঘাটে চলাচলের সময় বেশিরভাগ এগুলো দেখা যায়। যাইহোক সব মিলিয়ে এলোমেলো ফটোগ্রাফি গুলো বেশ সুন্দরভাবে তুলে ধরলেন উপস্থাপনার মাধ্যমে। আপনার তোলা এরকম এলোমেলো আলোকচিত্র গুলো পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

স্যান্ড ব্রিয়ার প্রজাতির উদ্ভিদ টা দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু এই নামটা আজকে প্রথম আপনার কাছ থেকে জানতে পারলাম। আসলে এগুলো রাস্তার ধারে অনেক দেখা যায়। তাছাড়া আপনার ফটোগ্রাফি টাও খুবই দারুণ হয়েছে। আর একটা কথা ঠিকই বলেছেন আইসক্রিমওয়ালারা এই গরমের মধ্যে কত জায়গায় না ঘুরে। আমরা এতোটুকু গরম সহ্য করতে পারি না। লোকটার হাসি দেখে ভালই লাগলো। যা আপনি তো দেখছি সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি করতে গিয়ে সূর্য টাই ডুবে গেল। তবে ফটোগ্রাফি টা ভালই হয়েছে। তার সাথে দেখছি ঘরেই একটা পোকা উড়ে আসলো। পোকাটাকে দেখে খুবই দারুণ দেখাচ্ছিল। বিশেষ করে পোকাটার শরীরের কালারটা সুন্দর ছিল। তার সাথে সাথে ঘাস জাতীয় উদ্ভিটাও ভীষণ ভালো লেগেছে। আপনার সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল।

 last year 

দাদা আপনি তো দেখছি আজকে বেশ কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছেন। যদিও সবগুলো ফটোগ্রাফি সুন্দর কিন্তু যখন সূর্য অস্ত যাওয়ার পরের ছবিটা তুললেন আমার কাছে ভীষণ ভালো লাগলো। যদিও আমরা সবাই সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটাই ফটোগ্রাফি করার চেষ্টা করি। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরেও ফটোগ্রাফিটা তুলে ভালোই করেছেন। উপরের বনফুলের ফটোগ্রাফিতে ও ভালো লেগেছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাই অনেক। যাক আপনার তো দেখছি ঘরেই একটা পোকা উড়ে আসলো। মনে হচ্ছে পোকাটা আপনি যেন ফটোগ্রাফি করেন সেই জন্যই এসেছে। এই ধরনের পোকা গুলো মাঝে মাঝে উড়ে আসে ঘরে। তবে আপনার ফটোগ্রাফি টা অনেক ভালো লেগেছে। এমনিতে আপনার সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে।

 last year 

দাদা আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল বিশেষ করে বন্য প্রজাতির ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে সব সময়। কারণ ফুলগুলো এত অযত্নে অবহেলায় বড় হয় তারপরও দেখতে বেশ সুন্দর হয়। তাছাড়া বেশ বড় একটি পোকার ফটোগ্রাফি শেয়ার করলেন পোকাটি দেখে আমি ভয় পেয়ে গেছি কারণ পোকা দেখতে আমার অনেক ভয় লাগে। প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62209.21
ETH 2436.43
USDT 1.00
SBD 2.66