হ্যাপি নিউ ইয়ার ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ6 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটি আজকের বিশেষ দিনের উপলক্ষে তৈরি করেছি। এটি গতকাল রাতের দিকেই করেছিলাম। নতুন বছর উপলক্ষে ভাবছিলাম কি আঁকা যায়। প্রথমে ভাবছিলাম ম্যান্ডেলা আর্ট কিছু একটা করবো, কিন্তু এটা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আর এটা করতে গেলে রাতে অন্য কাজবাজ সব বন্ধ হয়ে যাবে। এইটা অনেকক্ষন ভাবছিলাম যে ছোটোখাটো এর মধ্যে ডিজাইন সম্পন্ন একটি আর্ট কিভাবে তৈরি করা যায়। তারপর ভাবলাম 'হ্যাপি নিউ ইয়ার' লেখার মাধ্যমে যদি একটি ডিজাইন তৈরি করা যায়, তাহলেও খারাপ হয় না। আজ নতুন বছরের প্রথম দিন থেকে এই শব্দটার মাধ্যমে ১-২ মাস সবার মুখে মুখে চলবে। একটা নতুন উন্মাদনা, নতুন সূচনা। দেখতে দেখতে ক্যালেন্ডারের ১২ টা মাস কেটে গেলো, ২০২৩ এ কি হয়েছে তা ভুলে গিয়ে আমাদের এই নতুন বছরের প্রত্যেকটা সময়ের সাথে সাথে সবকিছু নতুন করে শুরু করতে হবে। যাইহোক, এই আর্টটির এখন ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো।


☬উপকরণ:☬

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মার্কার পেন
রাবার

✎অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

❖প্রথম ধাপে, 'হ্যাপি নিউ ইয়ার' লেখাটা স্টাইলিশ ভাবে লিখে নিয়েছিলাম। এরপর তার নিচে একটি ক্যালেন্ডার এর মতো এঁকে নিয়েছিলাম এবং তাতে ২০২৪ সাল লিখে দিয়েছিলাম। এরপর ক্যালেন্ডারের এক পাশে একটি বালিকা এবং আরেক পাশে একটি বালকের চিত্র এঁকে দিয়েছিলাম। ক্যালেন্ডারের আরেকটি পাতায় ৩ লিখে দিয়েছিলাম অর্থাৎ বালকটি ২০২৩ এর ক্যালেন্ডারটি চেঞ্জ করে ২০২৪ এর পাতা উল্টিয়ে দিয়েছে এমনটা বোঝানোর জন্য। এরপর চারিপাশ দিয়ে বেলুন, ষ্টার এবং আরো অন্যান্য কিছু ডিজাইন এঁকে পরিপূর্ণ করে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে এক তরফা সবকিছু এঁকে নেওয়ার পরে সব ডিজাইনের বিষয়গুলোতে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, তিন ধরণের কালার পেন দিয়ে 'হ্যাপি নিউ ইয়ার' লেখাটাকে কালার করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, একইভাবে কালার পেন দিয়ে বেলুন, ষ্টার কালার করে দিয়েছিলাম। এরপর ক্যালেন্ডারের পাতায় লেখা ওয়ার্ডগুলোকে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, যে দুইজন বালক আর বালিকার চিত্র এঁকেছিলাম তাদের পুরোপুরিভাবে কালার করে অঙ্কনটির পরিসমাপ্তি ঘটিয়েছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 6 months ago 

নতুন বছর উপলক্ষে বেশ সুন্দর একটি আর্ট করলেন। এই আর্ট আমার অনেক ভাল লেগেছে। নতুন বছরে দাদাকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনার দিন ভাল যাবে। কখন যে ১২ টি মাস কেটে গেল টের ফেলাম না।

 6 months ago 

খুব ক্রিয়েটিভ আর্ট করেছেন আপনি। আপনার আর্ট গুলো বরাবরই চমৎকার হয় দাদা। আজকের আর্ট টিও দারুন হয়েছে। বিশেষ করে ক্যালেন্ডার চেঞ্জ করার বিষয়টা খুব ভালো লেগেছে আমার কাছে। কালার কম্বিনেশনটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা নিউ ইয়ার উপলক্ষে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

 6 months ago 

প্রথমেই আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দাদা। নতুন বছর উপলক্ষে আপনি দারুন একটি আর্ট করার চেষ্টা করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। আসলে নতুন বছরের আগমনে সবার মনে আনন্দের ছোঁয়া লেগেছে। আর এই বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করে সবার মাঝে শেয়ার করতে বেশ ভালো লাগে। দাদা আপনি রাত জেগে এত সুন্দর করে এই আর্ট করেছেন দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল। আসলে নতুন বছরের আগমন সবার মনে নতুন আশার সঞ্চার করেছে। নতুন বছরে সবাই নতুন আশায় নতুন স্বপ্ন দেখবে। হয়তো সময় আবার হারিয়ে যাবে কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে আবারও সেই স্মৃতিগুলো অতীত হয়ে যাবে। যাই হোক দাদা নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

প্রথমেই দাদা আপনাকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার দাদা। নতুন বছরের উপলক্ষে এত সুন্দর একটা কালারফুল আর্ট করেছেন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাপি নিউ ইয়ার লেখাটা সত্যি খুবই সুন্দর লাগতেছে দাদা। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে পুরো আটটি সম্পূর্ণ করেছেন যা দেখেই বুঝতে পারছি। অনেক সুন্দর করে সময় ব্যবহার করে এটা করেছেন আপনি। যদিও অল্প সময়ের মধ্যে এটা করতে চেয়েছিলেন, তবে আমার মনে হয় না কম সময়ের মধ্যে এটা অঙ্কন করেছেন। সময় তো নিশ্চয়ই লেগেছিল। ক্যালেন্ডারের দুই পাশে দুইটা ছেলে মেয়েকে অনেক সুন্দর করে আঁকার কারণে আরো বেশি সুন্দর লাগছিল। এই ধরনের নিখুঁত কাজ গুলো দেখলেই খুব ভালো লাগে দাদা। আসলে কিভাবে যে ২০২৩ সালটা আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে, এটা বুঝতেই পারিনি। ধন্যবাদ দাদা, নতুন বছর উপলক্ষে এত সুন্দর একটা আর্ট করে শেয়ার করার জন্য।

 6 months ago 

দাদা আপনার কালারফুল আর্ট গুলো বরাবর সুন্দর লাগে আমার ।নতুন বছরকে ঘিরে আপনার আজকের আর্ট টিও জাস্ট অসাধারণ ছিল।আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

জী দাদা দেখতে দেখতে ক্যালেন্ডারের ১২টা মাস অতিক্রম হয়ে গেল। আমার কাছে মনে হয় সেইদিন ২০২৩ সাল উৎযাপন করেছি। আর আজকে ২০২৪ সাল চলে আসলো। সফলতা ব্যর্থতা দুইটি মিলেই বছরটা অতিক্রম হয়েছে। গত কাল আমাদের কমিউনিটিতে নিউ ইয়ার নিয়ে স্পেশাল হ্যাংআউটও হয়েছে। গত কাল এত রাত পর্যন্ত হ্যাংআউট করে আপনি খুবই সুন্দর একটি আর্ট করেছেন। আসলে চিত্রটি সিম্পলের মধ্যে দারুন হয়েছে। প্রথমে দেখলাম পেন্সিল দিয়ে আর্ট করেছেন। তারপর আবার ব্ল্যাক পেনের মাধ্যামে উপর দিয়ে আর্ট করেছেন। তারপর ধীরে ধীরে কালার করেছেন। এখানে আপনি কয়েক ধরনের কালার করার কারনে চিত্রটি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। আর একটি বিষয় খেয়াল করলাম চিত্রটির সুন্দর্য বর্ধনে আপনি গুলো বেলুন আর গিফটের বক্সও দিয়েছে। চিত্রের মধ্যে একটি মেয়েকে দেখতে পেলাম চিত্রকার দিয়ে বলতেছে হ্যাপি নিউ ইয়ার আর একটি ছেলে ২০২৩ সাল পরিবর্তন করে ২৪ সাল বের করছে। আজ থেকে কয়েকটা মাস নিউ ইয়ার নিয়ে সবার মাঝেই কৌতুহল কাজ করবে।ধন্যবাদ দাদা।

 6 months ago 

দাদা অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরের। সত্যি দেখতে দেখতে ২০২৩ সালটাও চলে গিয়েছে আমাদের মাঝ থেকে। ক্যালেন্ডারের বারোটা মাস অতিক্রম হয়ে গিয়েছে কিভাবে এটা বুঝতেই পারিনি। গতকাল রাত থেকে চারিদিকে শুধু হ্যাপি নিউ ইয়ার এর উৎসব চলতেছে। এই আনন্দটা প্রত্যেকটা মানুষের ভেতর ১-২ মাস থাকবে। ক্যালেন্ডার থেকে ২০২৩ সালটা উঠিয়ে ২৪ সালটাকে বসানো হয়েছে, এই বিষয়টা সত্যি অনেক বেশি দারুন ছিল দাদা। ছেলেটা অনেক সুন্দর করে ২৩ সালটা উঠেছে। আর এরই মধ্যে ২৪ সালটা চলে আসলো। আসলে ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আর আপনি যদি ম্যান্ডেলা আর্ট করার জন্য বসতেন তাহলে অনেক বেশি সময় লেগে যেত। তাই আপনি একটু কম সময়ের ভেতরে অঙ্কন করার জন্য, এটা বেছে নিয়েছেন দেখে ভালো লেগেছে। happy new year 2024 লেখাটা ভিন্ন ভিন্ন কালার দিয়ে রং করার কারণে বেশি সুন্দর লাগছিল। পুরোটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে দাদা। যেটা দেখে আমি এক নজরে অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে ছিলাম। আসলে আপনারা আর্ট গুলো দেখলে আমার চোখ ফেরাতেই ইচ্ছে করে না একেবারে। নতুন বছরের জন্য এরকম একটা আর্ট করে শেয়ার করেছেন দেখেই ভালো লাগলো।

 6 months ago 

প্রথমেই দাদা আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার আর্ট বরাবরই দারুণ হয়! এই আর্টটিও চমৎকার হয়েছে। অনেকটা জটিল লেগেছে আমার কাছে। রঙ করাতে আবার সুন্দর লাগছে ভীষণ 🌼

 6 months ago 

ঠিকই বলেছেন দাদা নতুন বছরের উদ্মাদনা বেশ কয়েকমাস থাকবে। নতুন সূচনা নতুন মাস নতুন ক‍্যালেন্ডার। হ‍্যাপি নিউ ইয়ার এর আর্টটা বেশ চমৎকার করেছেন দাদা। অনেক সুন্দর লাগছে দেখতে। প্রথমে যদিও মান্ডালা আর্ট করার কথা ভেবেছিলেন। কিন্তু এটাও বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে সুন্দর আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43