ভারতীয় ক্রাইস্যান্থেমাম ফুলের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে ফুলের কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। সাথে সাথে এই ফুল সম্পর্কে জানা কিছু বিষয় আলোচনা করবো। এই ফুলগুলো নিয়ে এক সময় রিসার্চও করেছি ইউনিভার্সিটিতে। ফুলের প্রতিটা পার্ট মাইক্রোস্কোপে দেখতে হতো আর সেই বিষয় নিয়ে রিপোর্ট করতে হতো। এই ফুলগুলো আমরা খালি চোখে যখন দেখি তখন সাধারণ লাগে সবকিছু কিন্তু ফুলের পার্টগুলো মাইক্রোস্কোপে ১০০x এ দেখা হয় তখন সত্যি দেখার মতো, কতসুন্দর লাগে দেখতে ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টগুলো সে না দেখলে বোঝা যায় না। এছাড়া আরো যেমন ১০০০x দেখলে আরো ভালো দেখা যায় একদম যাকে বলে 3D এর মতো। যাইহোক এখন এই ফুলের বিষয়গুলো সম্পর্কে সাধারণ কিছু বিষয় আলোচনা করা যাক।

Photo by @winkles

Photo by @winkles

এইগুলো একধরণের প্রজাতিগত ফুলের উদ্ভিদ। এই ফুলগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, তবে বেশি একটা না, হাতে গোনা কয়েকটা প্রজাতির আছে এই ফুলগুলো। এই ফুলগুলো আমাদের এশিয়াতে পাওয়া যায় অনেক জায়গায়। এই ফুলটি সাধারণত আমাদের ইন্ডিয়ান প্রজাতিরই একটা ফুল। ফলে আমাদের এখানে সাধারণ ভাষায় একে ভারতীয় ক্রাইস্যান্থেমাম বলে থাকে। এছাড়া এর আরো অনেক নাম আছে যেগুলো বাইরের দিকে ব্যবহৃত হয়। এই ফুলগুলো অনেক জায়গায় চাষ করা হয়ে থাকে আবার কোথাও এইগুলো এমনিতেই হতে দেখা যায়।

Photo by @winkles

Photo by @winkles

তবে এগুলো মূলত চাষ করাই হয়ে থাকে আর এই ফুলগুলো আমাদের এখানে সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যাপক মানা গিয়ে থাকে। এই ফুলগুলো বাড়িতেও উপযুক্ত পরিবেশে লাগানো যায় এবং পরিবেশটাকে সৌন্দর্যে ভরিয়ে দেয় এই ফুল। এই ফুলের উদ্ভিদ দ্রুত বর্ধনশীল হয়ে থাকে এবং ফুলগুলোও প্রস্ফুটিত হয়ে থাকে একইসাথে অনেক। এই ফুলের উদ্ভিদগুলো বেশি একটা উচ্চতায় বৃদ্ধি পায় না কিন্তু এর ফুলগুলো আর কান্ডগুলো এতো বেশি বৃদ্ধি পায় যেন একটা ঝাড়ের মতো অবস্থা তৈরি করে ফেলে। তবে যদি অতিরিক্ত কান্ডগুলোকে ছেটে রাখা হয় তাহলে একটা দারুন লুকিং কাজ করে ফুলের সৌন্দর্যে।

Photo by @winkles

এই ফুলের প্রজাতি অনুযায়ী কালার সাধারণত কয়েক পদের হয়ে থাকে কিন্তু হলুদ কালারের ফুলগুলো আমি দেখেছি স্বচক্ষে এই পর্যন্ত। আর কালারের মধ্যে উদ্ভিদে এই হলুদ কালার দারুন ফুটে উঠেছে, এইগুলো আরো রৌদ্রৌজ্জ্বল জায়গায় যদি নিয়ে যাওয়া হয় তাহলে ফুলের পাপড়িগুলো যেন ঝলমল করতে লাগে। এই ফুলের পাপড়িগুলো গোলাকার আর অনেকগুলো হয়ে থাকে সার্কেলে, তবে দেখতে কার্ভ মতো হয়। আর এই ফুলের মাঝখানে যে গোলাকার অংশটা দেখা যাচ্ছে এইটায় পরিণত অবস্থায় বীজ উৎপন্ন হয়।

Photo by @winkles

Photo by @winkles

আর এই ফুলের উদ্ভিদগুলো সাধারণত বীজ রোপনের মাধ্যমেই হয়ে থাকে। আর এই ফুলের উদ্ভিদগুলো সাধারণত নাতিশীতোষ্ণ বা পুরো শীতকালে হয়ে থাকে কিন্তু এটি গ্রীষ্মকালেও ঠিক সমান তালে পরিবেশের তারতম্যের সাথে খাপখাইয়ে বেড়ে উঠতে পারে। তবে আলোকোজ্জ্বল জায়গায় অবশ্যই লাগাতে হবে না হলে দ্রুত বাড়তে পারবে না। এই ফুলের পাতাগুলো চিরসবুজ এবং অত্যাধিক লম্বা হয় যেটা একটা সাধারণ ফুলগুলোর থেকে বেশি। একপ্রকার বলা যায় লতানো গাছের মতো সবকিছুই।


All Photos what3words location: https://w3w.co/copy.smirking.invite

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিন্যাচার ফোটোগ্রাফি
টাইপফুল
লোকেশনকৃষ্ণসায়ার পার্ক
তারিখ১২.০২.২০২২


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 
এর আগেও কৃষ্ণসায়ার পার্কে ক্যাপচার করা অনেক ফটোগ্রাফি দেখেছি। তবে আজকে ভারতীয় ক্রাইস্যান্থেমাম ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি খুবই ভালো লাগলো। এই ফুলগুলো দেখতে অনেকটা সূর্যমূখী ফুলের মতো। অবশ্য আমাদের এলাকার একটি পার্কে এই ফুল গুলো দেখেছি। আসলেই খুবই সুন্দর দেখতে। আপনি একটা কথা ঠিকই বলেছেন, এই ফুলগুলোর জুম করা ফটোগ্রাফি দারুণ লাগে। আপনার পোস্ট পড়ে আমি গুগলে সার্চ করে দেখছি।
দাদা, আপনি খুব সুন্দর ফটোগ্রাফির সাথে সাথে ক্রাইস্যান্থেমাম ফুলের অনেক অজানা তথ্য আমাদের সাথে শেয়ার করছেন। এটা যে ভারতীয় প্রজাতির একটি ফুল আমি আগে জানটাম না। আপনার পোস্টের মাধ্যমে জানা হলো। আর আপনি খুব নিঁখুত ফটোগ্রাফি করেছেন যা দেখতে অসাধারণ লাগছে।
দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি ও ফটোগ্রাফির পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন দাদা। পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম। ❣️❣️
 2 years ago 

ক্রাইস্যান্থেমাম ফুল ভারী সুন্দর দেখতে।হলুদ রং আমার খুব পছন্দের।এই ফুলগুলির মতো দেখতে আমাদের বাড়িতে সাদা রঙের রয়েছে ।তবে আমরা তাকে দেশি চন্দ্রমল্লিকা ফুল বলি।এই ফুলগুলি হলুদ রঙের হওয়ায় কিছুটা মিনি সূর্যমুখী ফুলের মতো লাগে দেখতে।তাছাড়া আপনার ফটোগ্রাফিগুলি দুর্দান্ত হয়েছে দাদা।ফুল দেখতে ও ফুলের বাগান করতে আমার খুবই ভালো লাগে।অসংখ্য ফুলের সমাহার যা মনকে প্রশান্তি দেয়।অনেক কিছু জানতে পারলাম দাদা আপনার পোস্ট পড়ে, ধন্যবাদ দাদা।ভালো থাকবেন।

 2 years ago 

ভারতীয় ক্রাইস্যান্থেমাম ফুলের আলোকচিত্র গুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। আসলে ভাইয়া ফুল দেখতে কার না ভালো লাগে সেটা ফটোগ্রাফিতে হোক আর বাস্তবে হোক। আর আপনার ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। কারণ আপনি আপনার ফটোগ্রাফি পোস্ট গুলোর মধ্যে যে বিষয়টা নিয়ে ফটোগ্রাফি করেন সে বিষয় সম্বন্ধে বিস্তারিত খুব সুন্দর করে উল্লেখ করেন। তাই আপনার ফটোগ্রাফি পোজ গুলো আমার খুবই ভালো লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মনটা জুড়িয়ে গেল। ফুল গুলো দেখতে কিছুটা সূর্যমুখী ফুলের মত। এই ফলের নামটা খুবই কঠিন কিন্তু ফুলটা দেখতে খুবই চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই ফুলগুলো নিয়ে এক সময় রিসার্চও করেছি ইউনিভার্সিটিতে। ফুলের প্রতিটা পার্ট মাইক্রোস্কোপে দেখতে হতো আর সেই বিষয় নিয়ে রিপোর্ট করতে হতো।

দাদা আপনি আজকে অনেক সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এবং সেইসাথে অনেক সুন্দর করে বর্ণনা দিয়েছেন। খালি চোখে যখন কোন কিছু দেখা হয় তখন এক রকম লাগে আর যদি মাইক্রোস্কোপে দেখা হয় তাহলে এই ফুলগুলোর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। আপনি যেহেতু ফুল নিয়ে রিসার্চ করেছেন তাই আপনি গভীর ভাবে ফুলের সৌন্দর্য উপভোগ করেছেন। আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের বায়োলজি ক্লাসে বিভিন্ন ধরনের ফুল, পেঁয়াজ ও অন্যান্য কিছু মাইক্রোস্কোপে দেখানো হতো। আসলে সেই দিনগুলো এখনো মনে পড়ে। তবে যাই হোক দাদা অনেক সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি এবং অনেক গুরুত্বপূর্ণ কথা গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।💗💗

 2 years ago 

ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল,
ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল।
চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়,
বেণুবন মর্মরে দক্ষিনাবায়

ক্রাইস্যান্থেমাম এই ফুলের আলোকচিত্র দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ এটি মনে পড়ে গেল। আসলে ফুলের সৌন্দর্য্য কেমন এটা মনের ভাব প্রকাশ করা অসম্ভব। কেননা ফুল শুধু সৌন্দর্য বিলিয়ে দিতে জানে। আর আমরা তাকে যেভাবে গ্রহণ করব ঠিক তেমনটাই আমাদের কাছে সুন্দর লাগবে। আপনি এই ফুলটি এত সুন্দর ভাবে বিভিন্ন তথ্য দিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ব্যাপারটি আপনার কাছে জেনে বেশ ভালো লাগলো যে আমরা সাধারণত যে ফুলগুলো দেখি সেগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখলে আরো কত কী জানা যায় একটি ফুল সম্পর্কে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে আমাদের মাঝে ক্রাইস্যান্থেমাম ফুলের আলোক চিত্র তুলে ধরার জন্য।

 2 years ago 

দাদা আমরা সবাই কমবেশি ফুলের জন্য পাগল এবং সে ফুলকে অনেক বেশি ভালোবাসি। আর ভালবাসার নিদর্শন হিসেবে ফুল দিয়েই ভালোবাসা প্রকাশ করে। আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন সেই সাথে বিস্তারিত গুছিয়ে লিখেছেন। ভারতীয় ক্রাইস্যান্থেমাম ফুলগুলো দেখে খুবই ভাল লেগেছে। এবং আমাদেরকে এতো সুন্দর ফুল উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

এই ফুলগুলো আমাদের এখানেও অনেক রয়েছে। তবে সাধারণত এমনিতেই হতে দেখেছি, কোথাও বিক্রি করতে দেখিনি। আর সব সময় এই হলুদ রং টাই দেখেছি এই ফুলের।

 2 years ago 

এই ফুলগুলো দেখতে আসলে খুবই ভালো লাগছে। আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন দাদা। আসলে এই ফুলগুলোর ফটোগ্রাফি দেখে আমি সত্যিই মুগ্ধ। ফটোগ্রাফি গুলো একদম পরিষ্কার ছিল যেকারনে দেখতে আরও বেশি ভালো লাগছে। আপনার পোষ্টের মাধ্যমে এই ফুল সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দাদা আমি মাইক্রোস্কোপে কৃষ্ণাচূড়া ও তেলাপোকা পরীক্ষা করেছিলাম কিন্তু ক্রাইস্যান্থেমাম ফুল দেখা হয়নি। আমি এই ফুল অনেক বার দেখেছি তবে এর নাম জানা ছিল না। আপনার পোস্টের মাধ্যমে এই সুন্দর ফুলের নাম জানতে পারলাম। ফুলটা দেখতে যেমন সুন্দর এর নামও তেমনি অনেক সুন্দর। দাদা একদম ঠিক বলেছেন ফুলগুলো খালি চোখে দেখলে সাধারণ লাগে কিন্তু মাইক্রোস্কোপে দেখলে ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টগুলো খুবই সুন্দর লাগে। এই ফুল গুলো দেখতে অনেকটা সূর্যমূখি ফুলের মতো লাগে। আমিও শুধু হলুদ কালার ফুল দেখেছি। দাদা আপনার এই ফুল নিয়ে আলোচনা থেকে অনেক কিছু জানতে পারলাম। এই ফুলগুলো কোন ঋতুতে বেশি হয়, কোন জায়গায় লাগাতে হবে সবকিছু জানতে পারলাম। যদি কখনো এই ফুল লাগানো হয় তাহলে আপনার এই কথাগুলো অনেক কাজে লাগবে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভারতীয় ক্রাইস্যান্থেমাম ফুলের আলোকচিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভারতীয় ক্রাইস্যান্থেমাম ফুলের আলোকচিত্র দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে দাদা আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে আমাদের দেখার সুযোগ করে দিলেন এবং ফুলগুলোর খুবই সুন্দর বর্ণনা দিয়েছেন। যার মাধ্যমে ফুল সম্পর্কে ভালোভাবে জানতে পারলাম। আসলে এই ফুলগুলো এশিয়া মহাদেশে বেশি পাওয়া যায় এবং বিশেষ করে এই ফুলগুলো চাষ করা হয়। এটা জানতে পেরে আরো বেশী ভাল লাগল। বাড়িতেও এগুলো লাগানো যায়, সত্যি ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আপনার বর্ণনা পড়ে আরো বেশি ভালো লেগেছে দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের মাঝে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55255.10
ETH 2314.82
USDT 1.00
SBD 2.33