কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ9 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কালী পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করবো। আজকে দ্বিতীয় পর্বে আরেকটি স্থানের পুজোর কিছু দৃশ্য উপস্থাপন করবো। তো প্রথমে বারাসাতের নবপল্লীর পুজো দেখার পরে আমরা চলে গিয়েছিলাম জাগৃতি সংঘ নামের একটি ক্লাবের পুজো দেখতে। এখানেও অনেক ভালো পুজো হয়ে থাকে। আর এটি অনেকটা স্পেচ নিয়ে করার সুযোগ পায়, কারণ সামনে বড়ো একটি মাঠ আছে। আর এখানে পুজোর সাথে সাথে মেলাও বসে, ফলে এই বিষয়গুলো পুজোতে একপ্রকার অনেক ভালো লাগে। তবে এই জাগৃতি সংঘে পুজো দেখতে এসে আমরা পড়েছিলাম এক বিপাকে। যে মুহূর্তেই গিয়েছি, ঠিক সেই মুহূর্তেই ওখানে লেগেছে গন্ডগোল, মারামারি। সে এক ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, যেন মেরেই ফেলবে এইরকম এক অবস্থা।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আসলে এরা এখানে ওই রাতে সব ছিল বেহুশের মতো, একপ্রকার মাতাল যারে বলে। মাতলামি করে আর ওই মারামারি করবে। শেষে পুলিশও পেরে উঠছিলো না,এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, পরে পুলিশ বাইকে করে দ্রুত ওখান থেকে নিয়ে গিয়েছিলো, নাহলে ওকে যে হারে মারছিলো তাতে মেরেই ফেলতো। লোকাল ছেলেপিলে আসলে পুলিশদেরও মানতে চায় না, আর পুজোর সময় পুলিশও তেমন কিছু একটা বলেও না। যাইহোক, আমরা খানিক্ষন পরে আস্তে আস্তে অন্য সাইট দিয়ে প্যান্ডেলের কাছে চলে গিয়েছিলাম। এইবার পুজোর প্যান্ডেলটি ছোটই করেছিল গতবারের তুলনায়, তবে থিমটাও একটু ভিন্ন এবং আনকমন ছিল।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এইবার তাদের যে থিম ছিল, সেটা হলো "মুখ ও মুখোশ"। এখানে প্রতিটা প্যান্ডেলের দৃশ্যগুলো দেখলে বুঝতে পারবেন যে, সবকিছুই মুখ আর মুখোশের আদলে তৈরি হয়েছে। এখানে বিভিন্ন ধরণের চেহারার মুখ আছে, আর সবগুলোতে ভিন্ন ভিন্ন ধরণের কালার দিয়ে উপস্থাপন করেছে যেটা দেখতেও অনেক ভালো লাগছিলো। এছাড়া তার উপর দিয়ে সারিবদ্ধভাবে মুখোশ দিয়ে সাজিয়ে তুলেছে এবং দেওয়ালের গায়ে তক্তার গায়ে চোখ, নাক, মুখ এঁকে কিছু মুখমন্ডলের দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

তবে নাকগুলো তৈরি করেছে, প্লাস্টিকের কাঁটা চামচ থাকে সেগুলো দিয়ে যা দেখলাম । বাইরে দাঁড়িয়ে এইসবের কিছু ছবি তুলতে তুলতে আর দেখতে প্যান্ডেলের ভিতরের দিকে যেতে থাকলাম এবং ভিতরগুলোও চারিপাশে মুখোশের ডিজাইন তৈরি করা দেখলাম, তাছাড়া উপরে লাইটিংগুলো করেছেও সেইরকম। আবার কিছু কিছু জায়গায় চোখের নিদর্শনও এঁকেছে, যেগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিলো।

Photo by @winkles

Photo by @winkles

মায়ের মূর্তির সামনে ছিল এক দৈত্যকারের মতো দেখতে মুখ, এটা কিন্তু আসলেই অনেক বড়ো ছিল। যাইহোক, এরপর আমরা মায়ের মূর্তি দর্শন করলাম এবং লাইটিংটা অসাধারন লাগছিলো। মায়ের মণ্ডপটির ডিজাইন মুখোশ আর মুখ দিয়ে করেছিল এবং নকশাটাও বেশ সুন্দর ছিল ব্যাকগ্রাউন্ড এর। যাইহোক, এই ছিল এই পর্বের কিছু আলোকচিত্র, পরে আবার আরেকটি পর্ব নিয়ে আসবো।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনবারাসাত
তারিখ১৩ নভেম্বর ২০২৩


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 9 months ago 

প্রথম পর্ব পড়েছিলাম কালী পূজার আলোচিত্রের প্রথম পর্ব। তবে দ্বিতীয় পর্বে যা শেয়ার করলেন আপনি তাহলে বেশ গন্ডগোল লেগে গেছিল। সত্যি দাদা রাতে মাতলামি করা আসলেই অনেকের কাছে খুবই বিরক্তি লাগে। যেহেতু লোকটাকে পাড়ার ছেলেপোলারা অনেক মারধর করছিল। ব্যাপারটা খুবই খারাপ অবস্থা ছিল দাদা। ভাগ্যিস পুলিশ এসে নিয়ে গেছিল তাহলে মেরে ফেলার অবস্থা হয়ে যেত। হয়ত মেরে ফেলতো। যাক এই পর্বের কালী পুজার আলোকচিত্র গুলো দেখে ভালো লাগলো।এক একটি পুজোর প্যান্ডেলের দৃশ্য এক এক রকমের ভালো লাগার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

দাদা কালী পুজোর কিছু আলোকচিত্রের প্রথম পর্বটা আমার পড়া হয়েছিল। এবং কি প্রথম পর্বের ফটোগ্রাফি গুলো আমি দেখেছিলাম। আর আজকে আপনি আমাদের মাঝে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছেন দেখে, আমার কাছে খুবই ভালো লেগেছে দ্বিতীয় পর্বটার ফটোগ্রাফি দেখতে। সেখানে তো দেখছি গন্ডগোল এবং মারামারি হয়েছিল। আসলে এরকম কিছু যদি একবার ছোট কিছু থেকে হয়ে যায়, তাহলে সেটা বড় আকার ধারণ করতেও পারে। এখানকার থিম আমার কাছেও কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক লেগেছে দাদা। মুখ এবং মুখোশ থিমটা সত্যি খুবই সুন্দর ছিল। আর ওই থিমের উপরে সব কিছুকে দেখছি অনেক সুন্দর করেই সাজানো হয়েছিল। সব মিলিয়ে আমার কাছে কালীপুজোর দ্বিতীয় পর্ব টাও খুব ভালো লেগেছে দাদা প্রথম পর্বের মতো। আশা করছি কালীপুজোর আরো কয়েকটা পর্ব আপনি আমাদের মাঝে শেয়ার করবেন। কালীপুজোর তৃতীয় পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 9 months ago 

জাগৃতি সংঘ দারুন আয়োজন করেছে। "মুখ ও মুখোশ" পুজোর থিম ছিল জেনে সত্যিই ভালো লাগলো দাদা। একেবারে ব্যতিক্রম একটি থিম ছিল। আর ডেকোরেশনের মাঝেও অনেকটা ভিন্নতা ছিল। দেখতেও বেশ ভালো লাগছে। ভিন্ন ধরনের একটি পুজো প্যান্ডেল দেখলাম। তবে মারামারি হয়েছে জেনে একটু খারাপ লাগলো দাদা। আসলে মাতলামি করে মারামারি করলে কেউ তাদেরকে থামাতে পারেনা। তারা তো একেবারে মাতাল হয়ে যায়। আর কিছু কিছু ছেলেপেলে আছে যারা পুলিশকেউ মান্য করে না। তাইতো তাদেরকে কন্ট্রোল করা আরও বেশি কঠিন হয়ে পড়ে। এই মারামারির মাঝেও আপনারা অন্য পথ দিয়ে পুজো প্যান্ডেলে গিয়েছিলেন জেনে ভালো লাগলো দাদা। আর এত সুন্দর সব ফটোগ্রাফি গুলো করেছেন দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল। পুজোর থিম যেমন দারুন ছিল তেমনি তাদের ডেকোরেশন। সবমিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছে। দারুন ভাবে পুজো প্যান্ডেলের ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 9 months ago 

মাতাল অবস্থায় রাস্তায় থাকলে বেশিরভাগ সময়ই মারামারির সৃষ্টি হয়। এটা ঠিক যে,স্থানীয় ছেলেরা পুলিশদের মানতে চায় না এখন। আর পুলিশদের মানবে কি করে, তারা তো টাকা পেলেই ঠান্ডা হয়ে যায়। তাইতো পুলিশেরা এখন সম্মান পায় না মানুষদের কাছ থেকে। আর এই অবস্থার জন্য তারা নিজেরাই দায়ী। যাইহোক কালী পূজা উপলক্ষে জাগৃতি সংঘ নামক ক্লাবটা চমৎকার আয়োজন করেছে দেখছি। তাদের "মুখ ও মুখোশ" নামের থিম অনুযায়ী প্যান্ডেল চমৎকার ভাবে সাজিয়েছে। প্যান্ডেলের সবদিকেই তো দেখছি মুখ আর মুখোশের ছড়াছড়ি। একেবারে চোখ ধাঁধানো লাইটিং করেছে। তাছাড়া পূজার মন্ডপটিও দারুণভাবে সাজিয়েছে। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন দাদা। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম দাদা। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 9 months ago 

দাদা বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পুজো মন্ডবের প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। তবে আপনি কিন্তু দারুন সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে পুরো ‍পুজোটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 9 months ago 

কালী পুজোর ও প্যান্ডেলের ছবি দিয়ে সাজানো পর্বটি অনেক সুন্দর হয়েছে। সেই সাথে বিস্তারিত বর্ননা পর্বটিকে অন্য মাত্রা দিয়েছি। আজ আপনি জাগৃতি সংঘের পুজার ছবি শেয়ার করেছেন। মুখ ও মুখোশ থিমের প্যান্ডেলটি অসাধারণ হয়েছে, তা ছবি গুলো দেখলেই বোঝা যাচ্ছে। মুখোশ গুলো তৈরিতে প্ল্যাস্টিকের চামচ ব্যবহারটি দারুণ আইডিয়া। সব মিলে অনেক ভালো লেগেছে পোস্টি। ধন্যবাদ দাদা, শেয়ার দিয়ে আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য।

 9 months ago 

দাদা আপনার শেয়ার করা আলোকচিত্র গুলো আমার কাছে প্রতিনিয়তই খুব ভালো লাগে। আমার কাছে আপনার দুর্গাপুজোর আলোকচিত্রগুলো যেমন খুব ভালো লেগেছিল। তেমনি কালীপুজোর আলোকচিত্র গুলো ও খুব সুন্দর লাগতেছে। কালীপুজোর আলোকচিত্রের দুইটা পর্ব শেষ হয়ে গিয়েছে। প্যান্ডেলের দৃশ্যগুলো দেখে বুঝতে পেরেছিলাম মুখোশের থিমের উপরে এটা করা হয়েছে। আর এখন দেখলাম এই থিমের নাম ছিল মুখ ও মুখোশ। মুখ ও মুখোশের মাধ্যমেই পুরোটাকে সাজানো হয়েছে, যেটা দেখতেও সুন্দর লাগতেছে। দাদা ফটোগ্রাফির মাধ্যমে দেখে এত বেশি ভালো লেগেছে আমার কাছে। নিশ্চয়ই সরাসরি এই দৃশ্য গুলো দেখতে আরো বেশি ভালো লেগেছিল। উপরের লাইটিং টাও অনেক সুন্দর করে করেছে। সব মিলিয়ে দাদা আপনার কালীপুজোর আলোকচিত্র গুলো আমি যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আশা করছি কালীপুজোর সুন্দর সুন্দর আলোকচিত্রের আরো অনেকগুলো পর্ব আমাদের মাঝে আপনি একে একে শেয়ার করবেন। ধন্যবাদ দাদা এই পর্বটা সুন্দর করে শেয়ার করার জন্য।

 9 months ago 

মুখ ও মুখোশ কনসেপ্টটি দারুন ছিল ভাই। তবে মারামারির ব্যাপারটা জেনে বেশ ব্যথিত হলাম। তবে লোকাল ছেলেপেলেদের ভিতরে, এমনটা হরহামেশাই হয়ে থাকে। তারপরেও বেশ ভালোই উপভোগ করেছেন আপনি সময়টা ভাই।

শুভেচ্ছা রইল

 9 months ago 

জাগৃতি সংঘ ক্লাবের পুজোটির ডেকোরেশন অসম্ভব সুন্দর ছিল। সেই সাথে আলোকসজ্জা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে এসব পোস্টগুলো দেখলেই কেন জানি ঘুরতে ইচ্ছা করে, অনেকদিন যাবত কোথাও ঘুরতে যাওয়া হয় না। আজ যতগুলো পোস্ট পড়েছি বেশিরভাগ পোস্টেই হচ্ছে ভ্রমণ পোস্ট। তবে ঠিক বলেছেন দাদা, বড় জায়গা হলে অনেক কিছুই চিন্তা ভাবনা করে আর তৈরি করা যায়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67773.53
ETH 2617.28
USDT 1.00
SBD 2.71