আমার বাগানের বৃষ্টিস্নাত ফুল গুলো

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত বৃষ্টিস্নাত কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ।আপনারা হয়তো অনেকেই জানেন আমি এখন আমার মায়ের বাসায় রয়েছি। তারপরেও যেহেতু আমার বাসার কাছে মেয়ের মাদ্রাসা সেহেতু প্রতিদিনই সকাল বেলায় মেয়েকে মাদ্রাসায় দিয়ে বাসায় যাওয়া হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে বাসার ছাদে যাওয়া হয় না ।সেদিন বাসায় যাবার আগে বৃষ্টি হয়েছিল। তাই হঠাৎ মনে হল বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দেখিতো গাছগুলোর কি অবস্থা ?সেই চিন্তা থেকে মূলত ছাদে গিয়েছিলাম, যাতে বৃষ্টিস্নাত ফুল গুলো দেখে আসতে পারি। সত্যি ফুল গুলো দেখে মুগ্ধ হয়েছিলাম। তাই কতগুলো ফটোগ্রাফি করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য । সেই ফটোগ্রাফিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

আমার বাগানের বৃষ্টিস্নাত ফুল গুলো


IMG20240703064829.jpg

IMG20240703064834.jpg

বৃষ্টিতে ভেজা যে কোন ফুল দেখলেই চমৎকার লাগে আমার কাছে। বৃষ্টির ফোঁটা ফুল গুলোর গায়ে লেগে থাকে সে এক অপরূপ সৌন্দর্য । যখন ছাদে গেলাম তখন প্রতিটি গাছে দেখলাম এরকম বৃষ্টির ফোঁটা পড়ে আছে । তার মধ্য থেকে কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম। এটি মূলত আমার বাগানের ডিপ গোলাপি কালারের ছোট কাটা মুকুট গাছের ফুল । বৃষ্টির ফোঁটা পড়ার কারণে ফুল গুলো দেখতে আরো বেশি চমৎকার লাগছিল। আর পাতাগুলো যেন আরো অনেক বেশি সবুজ হয়ে উঠেছিল।


IMG20240703064842.jpg

IMG20240703064856.jpg

এটিও আরো একটি কাটা মুকুট ফুলের গাছ । মূলত এটি হালকা গোলাপি রঙের । এই ফুল গুলো দেখতেও কিন্তু ভীষণ চমৎকার ।আর বৃষ্টির পানিতে ফুলগুলো যেন আরো বেশি সতেজ হয়ে উঠেছে যা দেখে যে কেউই মুগ্ধ হবে ।এমনিতেই কাটা মুকুট ফুল আমার ভীষণ পছন্দের ।বৃষ্টিতে ভেজার কারণে ফুল গুলো দেখতে আরো বেশি চমৎকার লাগছিল।


IMG20240703064908.jpg

IMG20240703064902.jpg

এই লাল রঙের কাটা মুকুট গাছের ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল । এই ফুলগুলো বেশ বড় সাইজের । পুরো গাছ ধরে থোকা থোকা ফুল ফুটে থাকে । দূর থেকে দেখলে মনে হয় যেন গোলাপ ফুল ফুটে আছে । লাল রঙের কাঁটা মুকুট ফুলগুলো দেখতে ভীষণ চমৎকার লাগে । আর বৃষ্টিতে স্নান করে এদের সৌন্দর্য যেন আরো বেড়ে গিয়েছে। আমি তো মুগ্ধ নয়নে বেশ কিছুক্ষণ ধরে ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করেছি । তারপরে কিছু ফটোগ্রাফি করেছি ।কেননা সবসময় বৃষ্টিস্নাত ফুলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়ে ওঠে না । কেননা আমাদের এখানে তো বৃষ্টি এখন নেই বললেই চলে । তারপরেও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে গাছগুলো যেন বেশ সজীব হয়ে উঠেছে। বৃষ্টি পেলে প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠে। আর গাছগুলো তাদের প্রাণ ফিরে পায়।


IMG20240703064404.jpg

এটা কি ফুল আপনারা কি চিনতে পারছেন ?অনেকে হয়তো এই ফুলটি চিনতে পারবেন না । এটি হচ্ছে লজ্জাবতী গাছের ফুল । দেখুন গাছের পাতাগুলো কিভাবে কুঁকড়ে আছে । আমি গাছ টিকে লজ্জা দিয়েছিলাম ,যার কারণে এরকম হয়ে আছে ।লজ্জাবতী গাছে যে এত চমৎকার ফুল হয় তা আমার বাগানে না থাকলে বুঝতে পারতাম না।


IMG20240703064443.jpg

IMG20240703064437.jpg

IMG20240703064507.jpg

বেশ কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম । সেখান থেকে মূলত ছোট্ট একটি লজ্জাবতী গাছের চারা এনে লাগিয়েছিলাম । সেই গাছটি এখন বিশাল বড় গাছ হয়ে গিয়েছে । চারিপাশে ডালপালা ছড়িয়ে প্রায় জঙ্গলের মত অবস্থা। ডাল গুলো কেটে ছেঁটে দিতে হবে। আসলে অতিরিক্ত কোন কিছুই ভালো নয় । যার কারণে ডালগুলো কেটে সুন্দর রাখতে হবে । তবে ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এই গাছের কাছে গেলে একটা টোকা না দিলে যেন মনে শান্তি পাওয়া যায় না।


IMG20240703064548.jpg

আর এটি হচ্ছে বৃষ্টিস্নাত গোলাপ ফুলের কলি । বৃষ্টিতে ভিজে গাছ টিকে বেশ সজীব লাগছিল । আর দেখতেও ভীষণ ভালো লাগছিল। এমনিতে যখন কড়া রোদ ওঠে তখন গাছগুলো দেখে মনে হয় যেন গাছগুলো তাদের সজীবতা হারিয়ে ফেলেছে । কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছগুলো আবার নতুন রূপে জেগে উঠেছে । যেন তাদের প্রাণ ফিরে পেয়েছে। বৃষ্টি হলে যেমন আমাদের ভীষণ ভালো লাগে, তেমনি প্রকৃতিও প্রাণ ফিরে পায় । যা প্রকৃতির সজীব গাছ গুলোর দেখে তাকালেই বুঝতে পারা যায়।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 months ago 

বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি আপনার আমাদের মাঝে শেয়ার করেছেন বেশ ভালো লাগলো দেখে। প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর ছিল মনে হচ্ছিল যেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে এত সুন্দর কিলিয়ার ছিল ফটোগ্রাফি গুলো। এর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি এর আগে আমি লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি দেখেনি।

 2 months ago 

না ভাইয়া ফটোগ্রাফি গুলো আমার মোবাইল দিয়ে তোলা । আর লজ্জাবতী গাছের ফুলগুলো কিন্তু সত্যিই চমৎকার । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

অনেকদিন পর ছাদে গিয়ে দারুন সব ফটোগ্রাফি করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। বৃষ্টি ভেজা ফুলের গাছ গুলো দেখে অনেক ভালো লেগেছে। লজ্জাবতী গাছের ফুল অনেকদিন থেকে দেখিনা আপু। সত্যি আপু লজ্জাবতী গাছ দেখলেই টোকা দিতে ইচ্ছে করে।

 2 months ago 

হ্যাঁ আপু বৃষ্টি ভেজা গাছগুলো দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

ফটোগ্রাফি পোস্টগুলো আসলে চিন্তা ভাবনা করে বা নির্ধারিত করে খুব কমই করা হয়। ফটোগ্রাফি হচ্ছে একটি সৌন্দর্য। আপনি যখনই কোথাও গেলেন কিছু একটা ভালো লাগলো আপনার কাছে তখন একটা ফটোগ্রাফি করে ফেললেন। এই যেমন আপনি সেদিন ছাদে গিয়ে এই ফটোগ্রাফি গুলো তুলেছেন। আসলে আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝাই যায়না যেগুলো হঠাৎ করে করা কোন ফটোগ্রাফি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে কোন প্রফেশনাল ফটোগ্রাফার ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু এমন সুন্দর কিছু ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ভাইয়া আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার নই ।তবে চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো পরিষ্কার ভাবে তোলার জন্য ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য । ভালো থাকবে।

 2 months ago 

বৃষ্টিতে ভেজা ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। এরপরে সেগুলো যদি হয়ে থাকে নিজের বাগানে তাহলে তো আরো বেশি ভালো লাগার। ঠিক তেমনি বৃষ্টির মুখ পরে ভিজে থাকা ফুলগুলো খুব সুন্দর ভাবে ফটো ধারণ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লেগেছে। এ জাতীয় ফটোগুলো আমি খুবই পছন্দ করি।

 2 months ago 

হ্যাঁ ভাইয়া বৃষ্টির পরে ভেজা ফুল গুলো দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে । এ ধরনের ফটোগ্রাফি আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

ওয়াও আপু , আমি এই প্রথম লজ্জাবতী গাছের ফুল দেখলাম। সত্যিই অনেক সুন্দর দেখতে। যাই হোক , আপনার প্রতিটা ফটোগ্রাফি কিন্তু অসাধারণ হয়েছে আপু। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফুলের ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপু এই গাছ লাগানোর আগে আমিও জানতাম না লজ্জাবতী গাছে এত চমৎকার ফুল ফোটে । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য । ভালো থাকবেন সবসময়।

 2 months ago 

আপনার পোস্টটি পড়ে আমি সত্যিই মুগ্ধ! বৃষ্টিস্নাত ফুলের সৌন্দর্য এবং আপনার বাগানের বর্ণনা অসাধারণ। আপনার ফটোগ্রাফির দক্ষতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা প্রশংসনীয়। এই ধরনের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

ভাইয়া আপনার এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য পড়ে সত্যিই মনটা ভালো হয়ে গেল ।অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 months ago 

বাহ ফুলগুলো তো বেশ সুন্দর এবং মনোমুগ্ধকর লাগছে। বৃষ্টির পানির ফোঁটায় যেন এগুলো আরো বেশি সতেজ হয়ে উঠেছে। তবে প্রথম কাঁটা মুকুটের ছবি দেখে মনে হল এটাও হালকা গোলাপি রঙের তবে আমি ঠিক বুঝতে পারছি না, চোখে ঝাপসা দেখছি কিনা😂। যাই হোক পরবর্তীতে লাল রঙের কাটা মুকুটের ছবি দেখলাম সেটা কিন্তু বেশ দারুন হয়েছে। সবগুলো গাছই যেন প্রাণ ফিরে পেয়েছে এবং সতেজ হয়ে উঠেছে।

 2 months ago 

আপু ফুলের কালার গুলো নিয়ে তো আমি নিজেই কনফিউসড হয়ে যাচ্ছি।যাই হোক ফুলগুলো কিন্তু বৃষ্টির পানি পেয়ে সত্যিই তার সতেজতা ফিরে পেয়েছে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 months ago 

হাহাহা, আপু আসলে আমি তখন কিন্তু অসুস্থ ছিলাম, আর তখন চোখে কিছুটা ঝাপসা দেখছিলাম। সেজন্য জিজ্ঞেস করলাম।

 2 months ago 

আপনার বাগানের বৃষ্টিতে ভেজা ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে, ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ লাগবে। আসলে বৃষ্টির পরে পরিবেশটা এত সুন্দর হয়ে যায় যে কোন ফটোগ্রাফি করতে অনেক সুন্দর লাগে। সবুজ প্রকৃতির দিকে তাকালে মনে হয় সুন্দর করে সেজেছে তেমনি ফুলগুলো মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এমন সুন্দর ফটোগ্রাফি দেখে সত্যিই অনেক ভালো লাগলো আমার।

 2 months ago 

হ্যাঁ আপু বৃষ্টির পরে প্রকৃতি এক নতুন রূপে সেজে উঠে। যা দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57930.87
ETH 2362.47
USDT 1.00
SBD 2.36