"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা - ৩৬।। " স্টিম লোগো ক্যান্ডেল ও একুরিয়ামের জেল ক্যান্ডেল"

in আমার বাংলা ব্লগlast year

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তবে আজকে কনটেস্টের বিষয় নিয়ে সাজিয়েছি।প্রথমে ধন্যবাদ দিতে চাই মডারেটর দাদা ও দিদিদের এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। প্রতিবারই নতুন নতুন চমক দেয় আমার বাংলা ব্লগ। তবে এবার প্রতিযোগিতার বিষয় সত্যি অন্য রকম ছিলো। আর এমন নতুন নতুন প্রতিযোগিতা থাকলে অংশগ্রহণ না করে থাকা যায় না। আর এই প্রতিযোগিতার এমন একটা বিষয় হলো শেয়ার করো তোমার ইউনিক ক্যান্ডেল তৈরি। যা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। বিভিন্ন আচার অনুষ্ঠানে প্রয়োজন পরে।

তবে বিষয়টি যতটা সহজ ততটাই কঠিন আমার মনে হয়। আমি তো কনটেস্টের কথা আপনাদের দাদার মুখ থেকে শোনার পর থেকে ভাবছি যে কি তৈরি করা যায়। আসলে কোন কিছু ভেবে পাইনি। আসলে আমি কোনদিন মোমবাতি তৈরি করা দেখিনি। এমনকি নিজেও কোনদিন তৈরি করিনি। এই ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। মোমবাতির কি সেফ দেবো বুঝতে পারছিলাম না। পরে অনেক ভাবতে ভাবতে স্টিম লোগো বানানোর চিন্তা মাথায় এলো। কিন্তু স্টিম লোগো বানাতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। লোগো বানানোর চিন্তা করতে করতে ভাবলাম একুরিয়ামের জেল ক্যান্ডেল তৈরি করা যায় কি না। কিন্তু জেল মোম কোথায় পাবো এটা জানা ছিলো না। তাই অ্যামাজানে চার্চ দিলে অবশেষ সাকসেস হলাম। জেল মোম তো কিনলাম কিন্তু তৈরি করার কোন পথ পাচ্ছিলাম না। প্রথম তৈরি করতে গেলাম পুরোটা ঘেঁটে নষ্ট হয়ে গেল। তারপর রাগ করে আর চেষ্টা করা ছেড়ে দিলাম। এরপর আপনাদের দাদা বললো আমি তৈরি করছি তুমি আর একবার চেষ্টা করো তুমি পারবে। আর আমি তো তোমার আছি। আসলে আমি যখন কোন কাজ পারিনা তখন ওই আমার ভরসা দেয়। আর মনের জোর বাড়িয়ে দেয়। প্রায় দুই দিন ধরে তৈরি করেছি বাবুকে ঘুম পাড়িয়ে রেখে।
অবশেষে তৈরি করতে সক্ষম হয়েছি। তবে জানিনা কেমন হয়েছে। জানি খুব একটা ভালো হয়নি। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই।

IMG_20230517_023146.jpg

IMG_20230517_023141.jpg

IMG_20230517_023155.jpg

IMG_20230517_022250.jpg
উপকরণ:
১.দুই কালারের মোম
২. পেলেডো
৩.সুতো
৪.জেল মোম
৫. ছোট পাথর
৬. ছোট ছোট প্লাস্টিক গাছ

IMG_20230515_153954.jpg

IMG_20230513_172822.jpg

IMG_20230515_171838.jpg

IMG_20230515_172313.jpg
প্রস্তুত কারক:
১. প্রথমে একটা কাগজ কেটে স্টিম লোগো বানিয়ে নিলাম।এরপর সেগুলো পেলেদো এর উপর দিয়ে হালকা হাতে চেপে দিলাম। এভাবে ক্যান্ডেলের সেপ দেওয়ার জন্য ডাইস তৈরি করে নিলাম।

IMG_20230513_172822.jpg

IMG_20230513_173725.jpg

IMG_20230513_174835.jpg
২.এবার ওই ডাইস ৫ - ৬ ঘণ্টার মতো শুকাতে দিতে হবে। শুকিয়ে গেলে ওই ডাইসের ভিতরে সুতা দিয়ে দিতে হবে। একটা পাত্রে পার্পেল রঙের মোম চুলার উপরে দিয়ে গলিয়ে নিতে হবে। ওই গলা মোম ধীরে ধীরে সুতার উপর ঢেলে দিতে হবে।

IMG_20230515_154219.jpg

IMG_20230515_154354.jpg

IMG_20230515_154522.jpg

IMG_20230515_154428.jpg

IMG_20230515_154805.jpg

IMG_20230515_154838.jpg

IMG_20230515_154940.jpg

IMG_20230515_162237.jpg
৩. এবার ওই মোম শুকিয়ে গেলে ডাইস থেকে বের করে নিতে হবে। তৈরি হয়ে গেল স্টিম লোগো। এবার সুন্দর করে সেফ দিয়ে নিতে হবে।

IMG_20230515_162251.jpg

IMG_20230515_162728.jpg

৪. এবার একুরিয়ামের জেল মোম তৈরি করার জন্য একটা কাচের জার নিতে হবে। জারের ভিতর ছোট ছোট পাথর ও কিছু প্লাস্টিকের গাছ বসিয়ে দিলাম।

IMG_20230515_171850.jpg

IMG_20230515_171918.jpg

IMG_20230515_172056.jpg

IMG_20230515_172109.jpg

IMG_20230515_172116.jpg
৫. এবার চুলার উপর দিয়ে জেল মোম তাপ দিয়ে গলিয়ে নিতে হবে। মোম গলে গেলে ধীরে ধীরে জারের ভিতর ঢেলে দিতে হবে।

IMG_20230515_172423.jpg

IMG_20230515_172502.jpg

IMG_20230515_173257.jpg

IMG_20230515_173311.jpg
৬.এখন জার মোমে ভরে গেলে উপরে কয়েকটি ফুল দিয়ে দিতে হবে। জেল ক্যান্ডেল শুকাতে দিতে হবে।

IMG_20230516_160202.jpg

IMG_20230516_160226.jpg
৭. এরপর কিছু তৈরি করা ডাইসে মোম দিয়ে দিতে। স্টিম লোগো এর চারপাশ দিয়ে সাজানোর জন্য কয়েকটি ডাইসের ক্যান্ডেল বানিয়ে নিলাম।

IMG_20230515_155736.jpg

IMG_20230515_170904.jpg

IMG_20230515_170906.jpg

IMG_20230516_155342.jpg
৮. একটা গোলাপ ফুল বানানোর জন্য কিছু লাল মোম গলিয়ে নিয়ে নিচে অল্প করে ঢেলে দিয়ে সুতায় লাগিয়ে দিয়ে গোলাপ ফুল বানিয়ে নিলাম। কিন্তু ফুলটা খুব একটা সুন্দর হয়নি।

IMG_20230516_161845.jpg

IMG_20230516_161934.jpg

IMG_20230516_162335.jpg

IMG_20230516_162304.jpg

IMG_20230516_162413.jpg

IMG_20230516_165526.jpg

IMG_20230516_165512.jpg
৯. এবার সব ক্যান্ডেল গুলো তৈরি করে নিলাম।

IMG_20230517_015319.jpg
১০. এবার একটা প্লেটের উপর জেল ক্যান্ডেল বসিয়ে দিয়ে তার চারপাশ দিয়ে ছোট পাথর ও প্লাস্টিকের গাছ বসিয়ে দিলাম।

IMG_20230517_015413.jpg

IMG_20230517_015615.jpg

IMG_20230517_015635.jpg

IMG_20230517_015746.jpg
১১.এবার সাজানোর জন্য গাঁদা ফুলের পাঁপড়ি দিয়ে লাভ বানিয়ে নিলাম ।লাভের ভিতরে স্টিম লোগো বসিয়ে দিলাম।তার চারপাশ দিয়ে ডাইসের ক্যান্ডেল সাজিয়ে দিলাম।

IMG_20230517_015948.jpg

IMG_20230517_020038.jpg

IMG_20230517_020343.jpg

IMG_20230517_020746.jpg

IMG_20230517_021516.jpg

IMG_20230517_021946.jpg

IMG_20230517_022005.jpg

IMG_20230517_022030.jpg
১২. এবার ক্যান্ডেল গুলো জ্বালিয়ে দিলাম। এরপর জেল ক্যান্ডেল লাভের মাথায় বসিয়ে দিয়ে জ্বালিয়ে দিলাম।

IMG_20230517_022121.jpg

IMG_20230517_022145.jpg

IMG_20230517_022209.jpg

IMG_20230517_022250.jpg

IMG_20230517_022303.jpg

IMG_20230517_022526.jpg

IMG_20230517_022533.jpg

IMG_20230517_022702.jpg

IMG_20230517_022921.jpg

IMG_20230517_022925.jpg
১৩. এবার কয়েকটি ফটোশুট করে নিলাম।

IMG_20230517_022932.jpg

IMG_20230517_022940.jpg

IMG_20230517_023004.jpg

IMG_20230517_023046.jpg
এবার তৈরি হয়ে গেল নিজের তৈরি ইউনিক ক্যান্ডেল। এই মোমবাতি গুলো দিয়ে ঘর সাজালে ঘর অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।

IMG_20230517_023141.jpg

IMG_20230517_023146.jpg

IMG_20230517_023155.jpg

IMG_20230517_023306.jpg

Sort:  
 last year 

আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি মুগ্ধ। এতো সুন্দর করে ক্যান্ডেল তৈরি করেছেন জাস্ট ওয়াও হয়েছে।খুব সুন্দর করে ডেকোরেশন ও করেছেন অনেক সুন্দর লাগছে দেখতে।আপনার জন্য শুভ কামনা রইলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বৌদি, আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অসাধারণ প্রক্রিয়ার মাধ্যমে খুবই সুন্দর ক্যান্ডেল তৈরি করেছেন। গাঁদা ফুল ফুলের পাপড়ির মধ্যে স্টিম এর লোগোটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। খুবই চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে সুন্দর একটি ক্যান্ডেল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বৌদি আপনি প্রথমবার ট্রাই করেই কিন্তু দারুণভাবে ক্যান্ডেল তৈরি করেছেন। আমিও গোলাপ ফুল বানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ পর্যায়ে এসে ব্যর্থ হয়েছি। আপনি তো অনেক সুন্দর করে গোলাপ গুলো তৈরি করেছেন। এছাড়া স্টিম লোগো ক্যান্ডেল ও একুরিয়ামের জেল ক্যান্ডেল অসাধারণ হয়েছে। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো বৌদি।

 last year 

জাস্ট অসাধারণ বৌদি, আপনি এত সুন্দরভাবে ক্যান্ডেল তৈরি করতে পারেন তা ভাবতেই পারিনি।
অসাধারণ ভাবে মোম বাতি দিয়ে ফুলগুলো তৈরি করেছে। আমি জাস্ট অবাক 😍😍😍

 last year 

আমি জাস্ট অবাক হয়ে গেলাম বৌদি, এত সুন্দর করে আপনি মোমবাতি গুলো তৈরি করেছেন। আসলে যে কোন কাজ চেষ্টা করলে পুরোপুরি না হলেও একদম ৯০% কাজ হয়ে যায়। আপনার মত আমিও কখনো মোম তৈরি করা দেখিনি বা মোম তৈরিও করিনি। এইবার ডাই প্রজেক্ট হিসেবে প্রথমবারের মতো চেষ্টা করেছি। তবে আমার কাছে খুব ভালো লাগে আপনি প্রতিবার প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করেন। কারণ প্রতিযোগিতা অংশগ্রহণ করা সর্বোপরি সবকিছু সেট করা কতটা কষ্টকর সেটা আপনি নিজেও করে থাকেন এবং সব কিছুই বুঝেন। আসলে এবারের প্রতিযোগিতা টা যতটা সুন্দর, ততটাই কঠিন ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করাটা তো বেশ ঝামেলার। আমি নিজেও বাবুকে ঘুম পাড়িয়ে রাতের এগারোটার পর থেকে কাজ শুরু করেছিলাম। অল্প অল্প করে কাজ করতে হয়েছে কারণ কারেন্টের যে সমস্যা ছিল বলে বোঝানোর মত না। গোলাপ ফুল টা সুন্দর হয়নি কে বলেছে বৌদি, দারুন হয়েছে। এমন ভাবে ফুল তৈরি করা কিন্তু বেশ কষ্টকর। সর্বোপরি অসাধারণ লাগছে আমার কাছে এটি। দাদার মতো একজন সাপোর্টিভ মানুষ থাকলে আর কি লাগে।

 last year 

চমৎকার বৌদি বেশ সুন্দর ইউনিক একটি থিম নিয়ে "আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা - ৩৬।। " এ অংশগ্রহণ নিশ্চিত করলেন। স্টিম লোগো ক্যান্ডেল ও একুরিয়ামের জেল ক্যান্ডেল" নামটি বেশ সুন্দর। আর আপনার বানানো ক্যান্ডেলটিও নজর কারা হয়েছে। এত সুন্দর একটি থিম নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।

 last year 

একসাথে আপনি অনেকগুলো প্রজেক্ট তৈরি করেছেন বৌদি। সব গুলো ক্যান্ডেল অসাধারণ লেগেছে আমার কাছে। সব থেকে ভালো লাগছে এই স্টিমিটের লোগো টি। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

বৌদি আপনার এই প্রতিযোগিতার পোস্ট দেখার অপেক্ষায় ছিলাম।বেশ দারুণ হয়েছে।আসলেই যতটা সহজ মনে হয় ততটা সহজ না।তবে আপনার থিমটা বেশ অসাধারণ হয়েছে। জেল জার মোমবাতিটা বেশ দারুন সাজিয়েছেন।সাথে বেলিফুল দেখতেই ভালো লাগছে।ধাপ গুলো দেখে মনে হচ্ছে বেশ সময় এবং কষ্ট করেছেন।ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

বৌদি শুরুতেই আপনার আইডিয়ার প্রসংশা করতে হয়। স্টিম লোগো ক্যান্ডেল ও একুরিয়ামের জেল ক্যান্ডেল" এই আইডিয়াটি এতো চমৎকার ভাবে আপনার মাথায় আসলো যেটা ভেবে আমি আপ্লুত হলাম।দাদা পৃথিবীর শ্রেষ্ঠতম উৎসাহ দিয়েছে আপনাকে আপনি পারবেন আর না পারলে সাথে তো আছি। পৃথিবীর শ্রেষ্ঠতম মোটিভেশন হচ্ছে তুমি পারবে
পারতে তোমাকে হবেই। খুবই চমৎকার হয়েছে দিদি আপনার প্রেজেন্টেশন। আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপনাকে। শুভকামনা আপনাদের জন্য♥♥

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 59013.49
ETH 2516.64
USDT 1.00
SBD 2.48