"মুচমুচে গরম গরম ফুলকফির পকোড়া"

in আমার বাংলা ব্লগ4 months ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন হয়েছে তেমন কোন রেসিপি শেয়ার করতে পারছি না। তাই আজ আপনাদের সাথে সন্ধ্যার মুখরোচক খাবার গরম গরম ফুলকফির পকোড়া।এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকফি পাওয়া যায়। আর শীতকালীন সবজি ফুলকফি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এটা কমবেশি সবাই খুব পছন্দ করেন। ফুলকপি দিয়ে অনেক ধরনের রান্না করা যায়। আজ আমি সবারই পরিচিত খাবার ফুলকফির পকোড়ার রেসিপি নিয়ে চলে আসছি। শীতকালে সন্ধ্যায় এক কাপ চা এর সাথে যদি ফুলকফির পকোড়া হয় তাহলে তো কথাই নেই। আমি নিজেও ফুলকফির পকোড়া খুবই পছন্দ করি। আর এখনতো বিয়ে বাড়ীতে ও ফুলকফির পকোড়া দেয়। তাই হটাৎ করেই মনে হলো বেশ কিছুদিন হলো কোনো প্রকার খাবার তৈরি করা হয় না। ঘরে ফুলকফি ও রয়েছে বেশ কয়েকটা। তাই ভাবলাম ফুলকফির পকোড়া তৈরি করা যাক। আপনারা তো এই ফুলকফির পকোড়া কতটা স্বাদের হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

IMG_20221104_194050.jpg

IMG_20221104_193721.jpg
উপকরণ:
১. ফুলকফি -২টি
২. বেসন - পরিমান মতো
৩.কাচা মরিচ কুচি - ২ চামচ
৪. লবুন - পরিমান মতো
৫. হলুদ - হাপ্ চামচ
৬. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ
৭. জিরা গুঁড়া - হাপ্ চামচ
৮. সাদা তেল - পরিমান মতো

IMG_20221104_181157.jpg
ফুলকপি

IMG_20221104_183120.jpg
লবণ, হলুদ, জিরা গুড়া, কাচা মরিচ কুচি ও শুকনো মরিচ গুঁড়া

IMG_20221104_183342.jpg
বেসন
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে ফুলকফি গুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর জল দিয়ে ধুয়ে নিতে হবে।

IMG_20221104_182128.jpg
২. এবার চুলার উপর কড়াইতে কিছুটা জলে ফুলকফির টুকরো গুলো হালকা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে।

IMG_20221104_183104.jpg
৩. ফুলকপি গুলো সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে।

IMG_20221104_190651.jpg
৪.এরপর একটা পাত্রে পরিমান মতো বেসন নিতে হবে। এর ভিতরে একে একে পরিমান মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া,কাচা মরিচ কুচি ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় বেটার তৈরি করে নিতে হবে।

IMG_20221104_183656.jpg

IMG_20221104_190702.jpg

IMG_20221104_190721.jpg
৫. এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে একটু বেশি করে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে একটা একটা করে ফুলকফির টুকরো গুলো গাঢ় বেটারে চুবিয়ে গরম তেলের ভিতর ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে।

IMG_20221104_190740.jpg

IMG_20221104_191008.jpg

IMG_20221104_191017.jpg

IMG_20221104_190954.jpg

IMG_20221104_191135.jpg
৬. এবার ফুলকফি গুলো হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20221104_192542.jpg

IMG_20221104_193143.jpg

IMG_20221104_193212.jpg

IMG_20221104_193721.jpg
তৈরি হয়ে গেল সুস্বাদু মুচমুচে ফুলকফির পকোড়া। ফুলকফির পকোড়ার সাথে টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে। আশা করি, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

IMG_20221104_194108.jpg

আজ এই পর্যন্তই আগামী দিন আবার নতুন কোন বিষয় নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 4 months ago 

শীতকাল আর ফুলকপির পাকোড়া হবে না তা কি হয়। খুব মজার একটি পাকোড়া আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

শীতকালীন সবজি হিসাবে ফুলকপি আমার সব থেকে প্রিয়। বৌদি আপনি দেখছি মুচমুচে গরম গরম ফুলকপির পকোড়া তৈরি করেছেন। দেখে তো খেতে ইচ্ছা করছে। আমাদের বাসায় ও মাঝে মধ্যেই তৈরি করে। খেতে অনেক মজা লাগে। আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো।

 4 months ago 

হ্যাঁ দিদি, সন্ধ্যার দিকে ফুলকপির পাকোড়া খাওয়ার মজাই আলাদা। আপনার এই রেসিপিটি বেশ চমৎকার হয়েছে। ফুলকপির পাকোড়ার সাথে টমেটোর সস্ হলে তো খুবই সুন্দর হয়। সুন্দর ব্লগিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

 4 months ago 

বাধাকপির পাকোড়া অনেক খেয়েছি তবে ফুলকপি দিয়ে কখনো খাওয়া হয়নি।দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো।খেতেও মনে হয় ভালোই স্বাদের ছিল।
খুব সুন্দর করে উপস্থাপন করেছেন বৌদি।শুভ কামনা রইলো।

 4 months ago 

শীতের সকালে মুচমুচে ফুলকপির পাকোড়া রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। এই মুচমুচে ফুলকপির পাকোড়া রেসিপি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। দেখে খেতে ইচ্ছা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 4 months ago 

শীতকালীন সবজি ফুলকপি খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ফুলকপির পাকোড়া খেতে দারুন লাগে। গরম গরম ফুলকপির পাকোড়া আর সাথে টমেটো সস একেবারে জমে যায়। আর যদি হয় এক কাপ চা তাহলে তো কথাই নেই। অনেকদিন পর আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো। দারুন ছিল আজকের রেসিপি।

 4 months ago 

ফুলকপির পাকোড়া দেখেই তো জিভে জল চলে আসলো বৌদি।যেভাবে পরিবেশন করেছেন একদম সস দিয়ে।খেতে তো খুব ভালো ছিল বোঝাই যাচ্ছে একদম মুচমুচে।আমিও শীতের সময় প্রায় পাকোড়া বানাই পাতাকফির।এবার দেখি ফুলকপির বানাবো।ধন্যবাদ বৌদি রেসিপিটি শেয়ার করার জন্য।

 4 months ago 

উফফ! শীতকালে মুচমুচে ফুলকপির পকোড়া খেতে মজাই আলাদা।আমিও কিছুদিন আগে ফুলকপির পাকোড়া বানিয়েছিলাম।তবে পোস্ট করা হয়নি।কিন্তু আপনার পাকোড়া দেখে জিহ্বে জল এসেই পড়ল।আর শীতকালে ফুলকপির পাকোড়া পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে।এত সুন্দর একটি পাকোড়া রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 months ago 

বর্তমান শীতের সময়ে বাজারে ফুলকপি খুবই বেশি পাওয়া যায় আর এই ফুলকপি খেতে খুবই সুস্বাদু লাগে। সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে ফুলকপি অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় হয়ে থাকে সেই সাথে যদি সাথে এক কাপ চা হয় তাহলে তার কোন কথাই নেই। মজাদার এবং লোভনীয় একটি ফুলকপির পাকোড়া রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ বৌদি।

 4 months ago 

শীতকালীন সবজির মধ্যে ফুলকপির স্বাদ অন্যরকম।হ্যাঁ ঠিক বলেছেন আপনি এখন বাজারে প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যাচ্ছে।ফুলকপি দিয়ে পাকোড়া বানালে মুচমুচে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে বিকেল বেলায়।আপনার আজকে তৈরি করা ফুলকপির পাকোড়া রেসিপিটা দেখতে অনেক ভালো লেগেছে

 4 months ago 

ঠিক বলেছেন বৌদি, শীতকালে সবজির মধ্যে ফুলকপি কম বেশি সবারই পছন্দ। আমার কাছেও বেশ ভালো লাগে। আর এইরকম পকোড়া করা হলে তো কথাই নেই। ফুলকপির পকোড়া আমার ভীষণ পছন্দ। তবে আমি কখনো জিরা গুড়ো দিয়ে তৈরি করিনি। রেসিপিটি দেখে বেশ লোভনীয় লাগছে বৌদি। খুব শীঘ্রই তৈরি করে খেতে হবে।

 4 months ago 

সসের সাথে ফুলকপির পকোড়া হলে তো সত্যিই জাস্ট জমে যায়!বৌদি কবে যে আপনার হাতের রান্না খেতে পারবো কে জানে!!!

 4 months ago 

আমার একদম প্রিয় একটি সবজি দিয়ে পাকোড়া তৈরি করলেন বৌদি। সেদিন দাদাকেও বলছিলাম ফুলকপি আমার ভীষণ প্রিয় সবজি। আসলে এখন যেহেতু শীত এসেছে, বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি রয়েছে। কয়েকদিন আগে আমি ফুলকপির সবজি রান্না করেছিলাম। ভাবছি আপনার মত করে পাকোড়া তৈরি করব। আপনার ফুলকপির পাকোড়া দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে।

 4 months ago 

আমার কাছে মনে হয় শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে বেশি স্বাদের হচ্ছে ফুলকপি।এভাবে পাকোড়া কিংবা চপ যে টাই বলুক না কেন খেতে বেশ দারুন লাগে।বিকালের নাস্তায় আসলেই চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে।আর সাথে সস থাকে তাহলে তো কোন কথাই নেই। দেখেই মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 4 months ago 

এটা ঠিক বলেছেন শীতকালের এই সবজিটি পছন্দ করে না এমন মানুষ কমই রয়েছে, আর এখন বেশ ফুলকপি পাওয়া যাচ্ছে বাজারে। পাকোড়া সব সময়ই খেতে দারুণ লাগে। চিন্তা করতেছি আমারও একদিন রেসিপিটি করতে হবে হি হি হি।

 4 months ago 

শীতের দিনে ফুলকপির পকোড়া ছাড়া সন্ধ্যা টাই জমতো না ভার্সিটি লাইফে। খুব মনে পরে গেল পুরোনো দিন গুলো। আপনি এত চমৎকার করে প্রতিটি ধাপ দেখিয়ে দেন দিদিভাই, আমি তো কখনো রান্না করিনা, তারপরেও আমার সাহস হয় যে আমিও পারব বুঝি 😊। যদিও গরম তেল দেখে খুব ভয় করে। তবে এভাবে আমিও তৈরি করবো একদিন। পাক্কা 🙏

 4 months ago 

বৌদি আপনার প্রতিটি রেসিপি আমার অনেক ভালো লাগে। তবে আজকের ফুল কপির পাকুড়া আমার অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে এই মুহূর্তে উঠিয়ে নিয়ে খেয়ে ফেললি।রেসিপির প্রতিটি ধাপ ভালোভাবে দেখে নিয়েছি সময় পেলে খুব দ্রুতই তৈরি করবো।

 4 months ago 

খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন দিদি। এখন শীতকাল আসছে এমন কোন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না যেই ঘরে এই সবজির কোন রেসিপি তৈরি হয় না। আইটি এমন একটি সবজি যেকোনো কিছুর সাথেই মানানসই। ফুলকপির পকড়া সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে ভালই লাগে, আপনার রেসিপি দেখতে দেখতে তো আমার জিভে জল চলে এলো। আশা করি খেতে খুবই ভালো হয়েছিল।

 4 months ago 

শীতকালে এমন আমেজ আর কোথায় পাওয়া যায়? এই তো এইভাবে ফুলকপির বড়া বা পকোড়া ভাজলে মনে হয়, নাহ্, এবার শীতটা চলে এসেছে।আমাদের বাড়িতে আরো ছোট করে ফুলকপিটাকে কেটে একটু ভাঁপিয়ে নিয়ে, তারপরে পকোড়াটা ভাজা হয়।মা বলে এতে করে ফুলকপিটা একদম তুলতুলে নরম হয়ে যায়। খেতে খাসির চর্বির বরার মত লাগে।আপনিও দেখছি একইভাবে একটু ভাঁপিয়ে নিয়েছেন। আর বৌদি,ফুলকপিট কে ন একটু হলুদ জলে ভিজিয়ে রাখলে যত জার্ম আছে সেগুলো বেরিয়ে যায়। আর গ্যাসটাও কম ফর্ম করে পেটের মধ্যে। ধন্যবাদ এত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 4 months ago 

বেশ কিছুদিন আগেই ফুলকপির পকোড়া খেলাম,দারুণ টেস্টি।আর সন্ধ্যায় চায়ের সঙ্গে হলে তো কথাই নেই।ফুলকপি মনে হয় সকলের পছন্দের।তবে আমি এটি ভাজি করে বেশি খাই।আপনার রেসিপিটা ও ভালো হয়েছে বৌদি।তবে আমরা অবশ্য ফুলকপি বলে থাকি,ফুলকফি নয়।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.06
JST 0.025
BTC 27277.14
ETH 1775.31
USDT 1.00
SBD 2.74