মায়ের অপারেশনের জন্য ঢাকার পথে যাত্রা || প্রথম পর্ব

in আমার বাংলা ব্লগlast month


আসসালামু আলাইকুম




হাই বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। ভ্রমণ করতে কার না ভালো লাগে। তাই সুযোগ পেলে আমারও ভ্রমণ করতে যেতে ইচ্ছে জাগে দেশের যে কোন প্রান্তে। ঠিক তেমনি ভ্রমণ কাহিনী আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। তবে এটা কোন শখের ভ্রমণ নয়। মায়ের অপারেশনের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা। আর সেই বিষয়ে বিস্তারিত শেয়ার করব।


IMG_20240519_082324_478.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


ফটোগ্রাফি সমূহ:



উনিশে মে- ২০২৪ রোজ রবিবার, সকাল আটটার পূর্ব মুহূর্তে বাড়ি থেকে বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে। বিষয়: আমার আম্মার এন্ডোস্কপির মাধ্যমে পলিপ অপারেশন। স্থান ঢাকা পান্থপথ "হেলথ এন্ড হোপ হাসপাতাল" দোতালা, ডঃ মাশফিক আহমেদ ভূঁইয়া। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডাক্তার মোঃ আরিফুল ইসলাম মায়ের অপারেশনের জন্য আমাদের ঠিকানা দিয়ে দিয়েছেন। তাই তার প্রেসক্রিপশন এবং টাকা ম্যানেজ করে রেডি হলাম। নিকটস্থ গাংনী বাজার SB Bus কাউন্টার থেকে ৩০০০ টাকা দিয়ে তিনজনার জন্য এসি বাসের টিকিট কাটা হয়েছিল। আমরা তিনজন বলতে আমি আমার আম্মা আর আমার খালা। যাইহোক গ্রামে অটো গাড়িতে উঠে গাংনীর উদ্দেশ্যে বের হলাম। চলতি পথে গ্রামের পার্ক এর গেট সামনে বাধলো। তবে বেশ টেনসনে থাকাই ভালোভাবে কোন কিছুতে মনোনিবেশ করতে পারলাম না। আর টেনশন দূর করতে মূলত মনটাকে আনমনা রাখতে এদিকে সেদিকে ফটো ধারণ করতে থাকলাম, এই কমিউনিটির কথা ভেবে ভেবে।


IMG_20240520_113337_958.jpg

IMG_20240519_075456_489.jpg

IMG_20240519_075853_815.jpg

IMG_20240519_075855_529.jpg
Photography device: Infinix hot 11s
Location Gangni



এরপর গ্রামের রাস্তা পেরিয়ে হাই রোডে উঠলাম। এই স্থানটার নাম কোরিম মোড়। এখান থেকে গাংনী শহর ৬ কিলো দূরে। মাঝে মাঝে মা টেনশন করছে, তাকে সান্ত্বনা দিয়েছিলাম এবং আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে আসছিলাম যেহেতু সকালের আবহাওয়া। তাই প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে করতে গাংনী বাজারের দিকে এগিয়ে আসছিলাম গাড়িতে। তবে আমাদের বাসা থেকে গাংনী বাজারে অটো গাড়িতে পৌঁছাতে আধা ঘন্টা সময় লাগে। যেহেতু এক ঘন্টার বেশি আগে থেকে বের হয়েছি তাই গাড়ি পাওয়া নিয়ে কোন ভয় ছিল না। একদিকে খালি মাছ ধরা জাল পাতা রয়েছে, দিকে ফসলের মাঠ। এমন সুন্দর দৃশ্য গুলো দেখতে দেখতে এগিয়ে আসতে থাকলাম।


IMG_20240519_080537_228.jpg

IMG_20240519_081200_738.jpg

IMG_20240519_081400_745.jpg
Photography device: Infinix hot 11s
Location Gangni



এরপর গাংনী বাজারে পৌঁছানোর পূর্বে রয়েছে মালসাদহ গ্রামে আরো একটি পার্ক। অবশ্য পার্কটি গাড়ির মধ্যে থেকে ক্যামেরা বন্দি করতে পারলাম না। আরো সামনের দিকে এগিয়ে আসতে থাকলাম, শুরুতেই রয়েছে গাংনী বাজারের মাছের আড়ত ও সবজি বাজার। দেখলাম সকাল সকাল মাছের আড়ত আর সবজি বাজারগুলো রানিং হয়ে গেছে। আর এখান থেকে গাংনী বাজারের শুরু। আমার যে হাই রোডে উঠেছি এটাকে বলা হয় হাট-বোয়ালিয়া টু গাংনী বাজার হাই রোড। আরো কিছুটা পথ এগিয়ে যেতে যেতে গাংনী বাজারের বড় মসজিদের পাশে উপস্থিত হলাম।


IMG_20240519_081410_907.jpg

IMG_20240519_081646_130.jpg

IMG_20240519_081647_493.jpg
Photography device: Infinix hot 11s
Location Gangni



এরপর গাংনী বাজারের এসবি বাস কাউন্টারের পাশে এসে পৌঁছালাম। যখন আমরা এসে পৌছালাম তখন সকাল আটটা প্রায় 25 মিনিট। ৮:৩০ মিনিটে একটি নন এসি এসবি বাস এসে উপস্থিত হল। মনে করেছিলাম এই গাড়িটা তারপর কাউন্টারের ভাই বলল না আপনাদের এসি বাস ৮:৪৫এ আসবে। তাই আমাদের আরো কিছু সময়ের জন্য অপেক্ষা করা লাগলো।


IMG_20240519_082158_884.jpg

IMG_20240519_082213_332.jpg

IMG_20240519_082226_604.jpg

IMG_20240519_111649587_BURST0001_COVER.jpg
Photography device: Infinix hot 11s
Location Gangni


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ

ব্লগারsumon09
ডিভাইসInfinix Hot 11s
লোকেশনWhat3words
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনার মায়ের অপারেশন করার জন্য ঢাকাতে আপনারা তিনজন গিয়েছেন। তবে ভালোই করছেন আপনার খালাকে নিয়ে গিয়ে কেননা আপনার মায়ের দেখা শোনার জন্য আর একজন মহিলাকে খুবই প্রয়োজন। মনকে শান্ত রাখতে অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করেছেন। দোয়া করি আপনারা খুব দ্রুত ঠিকঠাক জায়গায় পৌঁছে যেতে পারবেন। আর আশা করছি সবকিছু ভালো হবে। আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল।

 last month 

আল্লাহ ভরসা,দোয়া করবে সকলে।

 last month 

প্রথমেই আপনার মায়ের সুস্থতা কামনা করছি। আপনার মায়ের অপারেশনের উদ্দেশ্যে বেশ লম্বা একটা জার্নি দিয়েছেন। গরমের মধ্যে এসি বাসের টিকেট কেটে ভালোই করেছেন। চলতি পথে বিভিন্ন ধরনের গ্রামীণ দৃশ্য ক্যাপচার করেছেন দেখে ভালো লাগলো। আপনার মায়ের জন্য দোয়া রইল।

 last month 

হ্যাঁ সব দিকে চিন্তা করে এসি বাসের টিকিট কাটা হয়েছিল

 last month 

আপনার মায়ের অসুস্থতার কথা অনেক আগেই শুনেছি ভাইয়া। সাথে করে মহিলা মানুষ নিয়ে গেলে সুবিধা হয় দেখাশোনা করতে। দোয়া করি আপনার মায়ের শরীর যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। মা অসুস্থ থাকলে সত্যি অনেক খারাপ লাগে। অনেক অনেক দোয়া রইল ভাইয়া।

 last month 

হ্যাঁ আমার আম্মুর জন্য দোয়া করবেন

 last month 

বাড়ির মানুষ বাড়িতে না থাকলে বাড়ির শূন্য লাগে। যে উদ্দেশ্য ঢাকায় গিয়েছেন আল্লাহ যেন সেই উদ্দেশ্য পূরণ করেন আম্মা যেন সুস্থ ও সুন্দরভাবে আমাদের বাড়িতে আবার ফিরে আসতে পারে আমার কাছে আমরা দোয়া প্রার্থী। আল্লাহ আমাদের আমাকে সুস্থ করে দিন।

 last month 

একদম ঠিক কথা

 last month 

আপনার মা যেন দ্রুত সুস্থ হয়ে যায় এই কামনাই করি। আপনি বেশ অনেক কষ্টের মধ্য দিয়ে দিন পার করতেছেন। আমি দোয়া করি যেন খুবই ভালো দিন আসে আপনার জীবনে। আপনাদের যাত্রা শুভ হোক।

 last month 

হ্যাঁ ভাইয়া আমার আম্মার জন্য দোয়া করবেন

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61423.30
ETH 3383.10
USDT 1.00
SBD 2.54