ইচ্ছে

in আমার বাংলা ব্লগ8 months ago

balloon-3206530_1280.jpg
source

যেহেতু আগামী মাসের ১৪ তারিখে আমার জন্মদিন। তাই এবার আগে থেকেই একটা সিদ্ধান্ত নিয়েছি। মূলত এ শহরের কমবেশি সকল রিক্সাওয়ালা ভদ্রলোকের সঙ্গে আমার বেশ ভালোই সখ্যতা গড়ে উঠেছে। যেহেতু প্রতিদিন বিকেলে বাবুকে নিয়ে রিক্সায় চড়ে এ শহরের অলিগলিতে ঘুরে বেড়াই, তাই এবারের আমার জন্মদিনটা পালন করার ইচ্ছা আছে তাদেরকে সঙ্গে করে নিয়েই।

লিমন, লিটন, সোহাগ, আপেল,জাফিরুল, জহুরুল, মমিন, শহিদুল, কাওসার, আনারুল মনোয়ার, সজীব, শাফিউল, শহীদুল্লাহ আরো নাম না জানা অনেকেই, কমপক্ষে ৩০ জন। এই ভদ্রলোকেরাই প্রতিদিন বিকেল বেলার, আমার আর বাবুর সঙ্গী। দেখা যায় প্রায়ই, ওদের নিয়ে আমি অনেকটা দূরে গিয়ে চা খেয়ে আসি কিংবা খোশগল্প করে ঘুরে বেড়াই।

ওদের জীবনটাকে দেখে এক প্রকার আমার হিংসে হয়। ওরা সারাদিন ছুটে বেড়ায় আর সন্ধ্যেবেলার পরে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে আর শান্তির ঘুমে ঘুমিয়ে যায়। আর আমারা এত পয়সা ইনকাম করেও শান্তির ঘুমে দিন শেষে ঘুমোতে পারিনি। আমাদের আর ওদের মধ্যে পার্থক্য মনে হয় এখানেই। তাহলে সেই বিবেচনায় ওরাই অনেকটা সুখী এবং অনেকটাই এগিয়ে আছে।

এতদিন বহুৎ বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন নিয়ে নিজের জন্মদিন কিংবা বিভিন্ন অনুষ্ঠান পালন করে এসেছি, তাতে দেখা গিয়েছে কোন আয়োজনের একটু কম বেশি হলেই অনেক রকম তিক্ত কথা ও সমালোচনা আমাকে হজম করতে হয়েছে। তাই এবার আমার চিন্তাধারা সম্পূর্ণ ব্যতিক্রম। এবার আমার প্রধান অতিথি ওরাই, ওদের নিয়েই একটা বেলা বেশ ভালো সময় কাটাতে চাই।

বাসার সকলকে ইতিমধ্যেই আমি বলে দিয়েছি, যদি তোমাদের ওদের সঙ্গে অনুষ্ঠানে যেতে অসুবিধা হয়, তাহলে কিন্তু তোমাদেরকে এবার অনুষ্ঠান থেকে দূরে রাখবো, কেননা আমি আমার সিদ্ধান্তে অটল। তবে আনন্দের বিষয়, আমার পরিবারের লোকজন ব্যাপারটাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে।

চার পাউন্ডের একটা কেকের অর্ডার ইতিমধ্যেই করেছি, তাছাড়া খাবার আইটেম সিলেক্ট করে নিয়েছি, ওদের মাধ্যমেই। সাদা পোলাও, মুরগির রোস্ট, বুটের ডাল, সবজি, সালাদ, ডিম, দই-মিষ্টি ও কোল্ড ড্রিংকস এসবই হচ্ছে আমার জন্মদিনের খাবার আইটেম। শহর থেকে কিছুটা দূরে সরকারি কলেজের মাঠে আনন্দঘন মুহূর্তে সময়টা কাটাতে চাই ওদের নিয়ে।

ওরা নিজেরাই রান্না করবে, ওদের যেন পিকনিকের মত করে সময়টা কাটে এই লক্ষ্যেই আমার এই আয়োজন। দেখি এখনো তো কিছুদিন সময় আছে, তাই ধীরে ধীরে আগানোর চেষ্টা করছি। আমার প্রতিটা ইচ্ছার কথাই আপনাদের সঙ্গে কম বেশি, শেয়ার করি। তাই এই সুপ্ত ইচ্ছের কথাও আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

সত্যি কথা বলতে কি ভাইয়া আপনার পোস্ট টি পড়ার সময় আমার চোখ ক্ষণিকের জন্য ছলছল হয়ে এসেছিলো।এতো সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন ভাইয়া খুব ভালো লাগলো।ঠিক বলেছেন বন্ধু, বান্ধবীদেরকে নিয়ে জন্মদিন কিংবা কোন অনুষ্ঠান পালন করতে গেলে একটু কমতি হলেই তিক্ত কথা শুনতে হয়।আর যদি এই খেটে খাওয়া মানুষ দেরকে আপনি একটি চা ও পান খেতে দেন তাদের মুখের হাসি দেখলে প্রাণটা জু্রিয়ে যায়।জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো।খুব সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

আপনার পুরো পরিবারকে দাওয়াত দিলাম, আপনার যদি অসুবিধা না হয়, আমাদের সঙ্গে ঐ দিন অনুষ্ঠানে থাকতে পারেন।

 8 months ago 

কোন অসুবিধে নেই কাছাকাছি হলে অবশ্যই চলে যেতাম।

 8 months ago 

আপনার জন্মদিনের আগাম শুভেচ্ছা ভাইয়া। এবারের জন্মদিন পালনের যে উদ্যোগ আপনি নিয়েছেন তা এককথায় মহতী উদ্যোগ। আপনার জন্মদিন পালনের ইচ্ছে শিরোনামে বর্ননা পড়ে যা বুঝতে পারলাম, আপনার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। একটা পিকনিক পিকনিক আমেজ রিক্সা চালকদের যে আনন্দ আপনি দিবেন, তা অসধারণ। আপনার ইচ্ছা সফল হোক। শুভ কামনা সবসময়।

 8 months ago 

ধন্যবাদ আপু, আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল ।

 8 months ago 

সত্যি বলতে আপনার এই মহৎ উদ্যোগের জন্য আপনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গিয়েছে। ভাই আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হচ্ছে অকৃতজ্ঞ এবং বিবেকহীন। তাই খাবার যদি স্বাদ একটু কম হয়, তাহলেই কানাঘুষা শুরু হয়ে যায় এবং বদনাম করতে থাকে। অনেক সময় ইচ্ছেমতো খাওয়ার পরও অযথা সমালোচনা করে। তার চেয়ে খেটে-খাওয়া এসব মানুষদের খাওয়ালে মন থেকে দোয়া করবে। আপনার মন-মানসিকতা আসলেই খুব ভালো এটা বলতেই হয়। যাইহোক আপনাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনি যেন তাদের সবাইকে নিয়ে আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারেন সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবের সমালোচনা থেকে বেরিয়ে আসতেই মোটামুটি এবার এই উদ্যোগ নেওয়া।

 8 months ago 

খুবই খুবই ভালো একটা উদ্যোগ ভাইয়া। আপনি অনেক সুন্দর চিন্তাধারার একটা মানুষ। আমি বিশ্বাস করি এবং সকলেই আমরা জানি। আপনি এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আপনার জন্মদিনটা রিক্সাওয়ালা ভদ্রলোকেদের সঙ্গে উদযাপন করবেন। এই কাজটির জন্য আপনার প্রশংসার দাবিদার। এত সুন্দর চিন্তাধারার মানুষ। খুব কম দেখা যায় ভাইয়া। আপনি নামগুলো মনে রেখেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। এমনও অনেক মানুষ আছে যে একদিন দেখলে তারপরের দিন সে মানুষটাকে মনে রাখেনা। অনেক মানুষ আছে যারা দিন আনা দিন খায় মানুষকে মানুষই ভাবে না। তখন দেখে খুব খারাপ লাগে। আপনার মত প্রতিটা মানুষ যদি মানুষকে নিয়ে এভাবে ভাবে তাহলে জীবনটা কত সুন্দর হতো তাদের। আপনি যেদিন জন্মদিন উদযাপন করবেন সেদিন তারা যে কতই না খুশি হবে। ভাইয়া ওদের মধ্যে অনেক প্রশান্তি আছে তারা অল্প ইনকাম করে অল্পের মধ্যেই প্রশান্তি। তাদের কোন চিন্তা নাই কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করবো কিন্তু শান্তিতে ঘুমাতে পারিনা। দিন শেষে তাও অনেকে ব্যর্থতা থেকে যায়। আফসোস থেকে যায়। তারা কাজ করে এসে সাথে সাথে ঘুমায় পরে তাদের জীবনটাই অনেক সুন্দর। এখানেই জীবনের পার্থক্য বোঝা যায়। আমরা এতকিছু অর্জন করতেছি তাও একদিন ঠিক ভাবে ঘুমাতে পারি না। অনেক টেনশন কাজ করে মাথায়। আপনি যেমন সুন্দর চিন্তা ধারার মানুষ ও আপনার পরিবারের মানুষজন ও অনেক সুন্দর চিন্তাধার মানুষ। তারা তো অবশ্যই গ্রহণ করবে।আমি আস্তে আস্তে ভাইয়া আপনার প্রতিনিয়ত কার্যক্রম গুলো দেখি এবং আমি মুগ্ধ হই এবং সব থেকে আপনার কার্যক্রম গুলি আমি অনেক পড়ি। আপনি হয়তো জেনে থাকবেন। ৪ পাউন্ডের কেক অর্ডার দিয়েছেন দেখে আলহামদুলিল্লাহ। জন্মদিনের আইটেমে অনেক কিছু রেখেছেন ভাইয়া ভীষণ ভালো লাগলো। ইস আমি যদি অ্যাটেন্ড করতে পারতাম খুব ভালো লাগতো 😀।এমনিতে ভাইয়া মজা করে বললাম। আমি মন থেকে দোয়া করি আপনার ওই দিনটি অনেক স্মরণীয় হয়ে থাকুক আপনার জীবনে। অগ্রিম শুভ জন্মদিন ভাইয়া 💗🤲।পরিবার নিয়ে যেন সবাই সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারেন

Posted using SteemPro Mobile

 8 months ago 

সমস্যা নেই ভাই, আপনাকেও দাওয়াত দিলাম অগ্রিম, চলে আসেন।

 8 months ago (edited)

ভাইয়া আপনার পুরো পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। তবে আপনার সিদ্ধান্ত টি নেওয়া দারুণ হয়েছে। এইরকম লোক সমাজে খুবই কম দেখ যায়। সবাই সবার স্বার্থে ঘুরা ফেরা করে।আমাদের মত কেউ তাদের কথা ভাবি না।আপনি সব গুলো রিক্সাওয়ালা নিয়ে আপনার জন্মদিনের আয়োজন করবেন এটা খুবই চমৎকার একটা সিদ্ধান্ত। আমার কাছে এটা দারুণ লেগেছে। আবার তাদের সাথে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবেন তারা যেনো পিকনিকের মত করে খাওয়া দাওয়া করে।সত্যি বলতে কি ভাই আপনার মতো যতি এমন সৎ মানুষ থাকতো তাহলে কতই না ভালো হতো।যাইহোক আপনার নিজের অনুভূতি গুলো শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আশা করি তাদের সঙ্গে সুন্দর একটা দিন এবং সময় পার করাবেন এই প্রত্যাশায় করি।আপনাকে অগ্রিম শুভ জন্মদিন জানাই❤️❤️

 8 months ago 

বাহ! আপনার সিদ্ধান্তটা আমার কাছে ভীষণ ভালো লাগলো ভাইয়া। এবারের জন্মদিনটা শ্রমজীবী মানুষদের সাথে কাটাবেন। আসলে তাদের নির্ভেজাল হাসি আপনার কাছেও ভালো লাগবে। শ্রমজীবী এ মানুষগুলো সমাজে যথাযথ সম্মান পায়না। আপনি সবসময় সম্মানের চোখে দেখেন, আপন ভাবেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল 🍃

 8 months ago 

এমনটাই ইচ্ছে আছে ভাই, শ্রমজীবী মানুষগুলোর সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাবার।

 8 months ago 

চমৎকার একটি পরিকল্পনা নিলেন আপনি আপনাকে সাধুবাদ জানাই। আসলে দিনশেষে যারা ভালো মানুষ হয়ে পাশে থাকে তারাই তিক্ততার সঙ্গী হয়ে এক সময়। তবে এই ধরনের যারা সাধারণ মানুষ আছে পরিশ্রম করে তারাই হচ্ছে অনেক বেশি প্রশংসা করে সামান্য কিছুতেই। তো যেহেতু সারাদিন আপনার বাবুকে নিয়ে ছুটে বেড়ান রিক্সায় করে। আসলে এসব গরিব মানুষদেরকে নিয়ে যদি আপনার জন্মদিনটা পালন করেন সৃষ্টিকর্তা আপনার উপর অনেক বেশি সন্তুষ্ট হবেন। যেহেতু ভালো মন্দ কিছু খাবে অনেক খুশি হবেন। অনেক ভালো লাগলো আপনার এই ইচ্ছে টা যেন পূরণ হয়।

 8 months ago 

দেখি আপু, সবকিছু ঠিকঠাক থাকলে এমনটা পরিকল্পনা বাস্তবায়ন করার ইচ্ছা আছে।

 8 months ago 

খুবই ভালো লাগলো ভাইয়া আপনার মন মানসিকতা দেখে। এরকম কজনই বা চিন্তা করে। আমরা তো শুধু জন্মদিন পালন করি সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য। গরিব-দুঃখীদের নিয়ে জন্মদিন পালন করার কথা কয়জনই বা চিন্তা করি। আপনার জন্মদিনের আমন্ত্রণ পেয়ে তারাও মনে হয় খুবই খুশি হবে। সে পোস্ট গুলো দেখার অপেক্ষায় রইলাম। আর আপনার জন্মদিনের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।

 8 months ago 

অবশ্যই আপু, সবকিছু ঠিক থাকলে, আগামী মাসে সব শেয়ার করবো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64074.25
ETH 3195.10
USDT 1.00
SBD 2.62