ফোনকল

in আমার বাংলা ব্লগ29 days ago

1000029505.jpg
source

জীবনে কি সবটাই মনে থাকে, মোটেও না ! প্রতিদিন কত ঘটনাই তো ঘটে যাচ্ছে, সবটাই কি মনে রাখতে পারছি ! এ প্রশ্নের উত্তর কিছুটা জটিল। তবে দিনশেষে কিছু বিষয় মনে থেকে যায়, হয়তো তা আলতো করে ছুঁয়ে দিয়েছে নতুবা আঁচড় কেটেছে হৃদয় নামক স্থানটিতে।

শেষ কবে দীর্ঘ সময় কারো সঙ্গে মুঠোফোনে কথা বলেছি, তা এই মুহুর্তে মনে করা বড্ড মুশকিল। বাস্তবে দেখা, আলাপচারিতা কিংবা জমিয়ে আড্ডা সেই সব স্মৃতিই তো আজকাল কেউ মনে রাখে না। তবে কিভাবে, কবে কার সঙ্গে বেতার তরঙ্গের উপর ভিত্তি করে খানিকটা সময় কথা হয়েছিল, সেটাই যেন এখনো অতি যত্নে মস্তিষ্কে গেঁথে আছে।

বিগত চার বছর আগের ফেলা আসা স্মৃতি কখনোই মনে পড়েনি। হঠাৎই সেদিন অচেনা একটা কন্ঠস্বর যেন মুহূর্তেই বড্ড তীরের মত করে বিঁধলো, পিছনের ফেলে আসা স্মৃতি গুলো যেন বেশ সজাগ হয়ে উঠলো । তবে তা একদম ভিন্ন ভাবে। পৃথিবীতে এক মানুষের চেহারার সঙ্গে নাকি অন্য মানুষের চেহারার অনেকটাই সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে পরিচিত কণ্ঠস্বরের মতোও যে একই রকম কণ্ঠস্বর অন্য কারো হতে পারে, তা আমার সত্যিই অজানা ছিল।

একটু চিমটি কেটে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে তো, পর্যবেক্ষণে কোন ভুল হচ্ছে না তো, যা শুনছি তা একদম পরিষ্কার তো ! ঘূর্ণায়মান পৃথিবীতে এমনটা হওয়া নিতান্তই অস্বাভাবিক কিছু না।

নিজেকে বড্ড মানিয়ে নিলাম, অণুবীক্ষণ যন্ত্রের মত করে ঘেঁটেঘুঁটে বিস্তারিত তথ্যের হালনাগাদ করলাম। অতঃপর যে সিদ্ধান্তে উপনীত হলাম, তা আমার ভ্রান্ত ধারণাকে মোটামুটি মুছে দিয়েছে। কেননা যার কন্ঠস্বর শুনে তীর বিঁধেছিল, সে সত্যিই আগন্তুক, পুরনো কেউ না। তবে মিল শুধু একটা জায়গাতেই , সেটা কণ্ঠস্বর।

অবশেষে এক বুক সাহস নিয়ে সরাসরি মুঠোফোনে যোগাযোগ করলাম। কৌতুহল দূর করাই যেহেতু মুখ্য বিষয়, তাই নিজেকে স্থির রাখা বড্ড অযৌক্তিক। দুদিনে টানা ৬৮ মিনিট ৪৫ সেকেন্ড চোখ বন্ধ করে কথা বলে গিয়েছি। মনে হল কেউ যেন বহুদিন পরে, আমার মরিচাধরা সত্তাকে নিজের থেকে ঘষামাজা করতে সহযোগিতা করল।

জীবনে অনেক কিছুই তো ঘটে যাচ্ছে, সেই জায়গাটা থেকে না হয়, এই ৬৮ মিনিট ৪৫ সেকেন্ডের ফোনকলের কথোপকথনকে সুখ স্মৃতির পাতায় বড্ড যত্ন করে রেখেই দিলাম। যা হয়তো নিজেকে আরও উজ্জীবিত কিংবা রসদ জোগাতে ভূমিকা পালন করবে।

আপাতত আমি কৃতজ্ঞ ।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

হয়তো জীবন থেকে অনেক সময় হারিয়ে যায়। আর সময়ের সাথে সাথে অনেক মানুষ হারিয়ে যায়। হঠাৎ করেই অপরিচিত কারো কণ্ঠস্বরের সাথে সেই হারিয়ে যাওয়া মানুষটির কণ্ঠস্বরের মিল খুঁজে পাই আমরা। বেশ কিছু সময় তার সাথে কথা হয়েছে জেনে ভালো লাগলো ভাইয়া।

 28 days ago 

কথা বলার পরে অনেকটা ফুরফুরে মেজাজে ছিলাম দীর্ঘ সময়।

 29 days ago 

এনালগ ফোন বা টেলিফোন এখন বিশেষ সরকারি বেসরকারি দপ্তর ছাড়া অন্য কোথাও তেমন দেখতে পাওয়া যায় না। ব্যবহার সেকেলে আর এত মেইনটেইনেন্স খরচ সামাল দিয়ে কে-ই বা তা নিত্য ব্যবহারে নিয়ে আসবে, তা আমার বোধগম্য নয়।
এখন স্মার্টফোনের একসেস প্রায় ৯০ ভাগ, আর এখন সেই নোকিয়া ১২০০ ২জি মডেলও খুঁজে মেলা দুস্কর। সে জায়গায় আপনি ল্যান্ডফোনে এতক্ষণ কথা বলেছেন তা ও ব্যক্তিগত - শুনে খুশি হলাম, হা হা।
যদিও আমাদের পুরনো বাড়িতে ল্যান্ডফোনের খোপ আর রিসিভার ডায়াল রয়েছে, তবে সম্প্রতি একটি জাদুঘরে পাকিস্তান আমলের ল্যান্ডফোন দেখে মনে পড়লো। যা হোক এত দীর্ঘ সময় কথা বলেছেন শুনে বেশ ভালো লাগলো।

 28 days ago 

আপনার পোস্ট টা পড়ে মনে হচ্ছে ব‍্যাপার টা বেশ স্পর্শকাতর এবং একান্ত ব‍্যক্তিগত। মানুষের চাহিদা খুবই সামান্য হয়ে থাকে। অর্থাৎ খুশি হওয়ার জন্য অধিক কিছুর প্রয়োজন হয় না। যেমন আপনার এই ফোন কলটা হা হা। বেশ ভালো লাগল আপনার অনূভুতি টা পড়ে ভাই।

 28 days ago 

আমার কাছেও ঠিক তেমনটাই মনে হয়, ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

 28 days ago 

একজনের চেহারার সাথে যেমন আরেকজনের চেহারার মিল থাকে, তেমনি অনেকের কন্ঠস্বরও মিলে যায়। যাইহোক ব্যস্ততার কারণে এখন মুঠোফোনে দীর্ঘক্ষণ কথা বলার সময় আসলেই হয়ে উঠে না। কৌতুহল দূর করতে গিয়ে অপরিচিত মানুষের সাথে দীর্ঘ সময় কথা বলেছেন তাহলে। যাইহোক কথা বলার পর আপনার এতো ভালো লেগেছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

সুন্দর অনুভূতি প্রকাশ করলে। সত্যিই একটা সামান্য ফোনকল যে কতটা আলাদা অনুভূতির জন্ম দিতে পারে তা বোঝা গেল। জীবনে এমন অভিজ্ঞতা হয় বৈকি। একই দেখতে মানুষ যেমন হয়, একই কণ্ঠস্বরও সম্ভব৷ আর পুরনো স্মৃতি সততই সুখের৷ ভালো লাগলো পড়ে৷

 27 days ago 

কণ্ঠস্বর চেনা লেগেছে বিধায়, তোমাদের সঙ্গে হুট করে পরিচয় হয়ে উঠলো। শুভেচ্ছা রইল।

 26 days ago 

হৃদয়ের গভীরে জমে থাকা সুপ্ত প্রেমের বহিঃপ্রকাশ। 😭 পড়ে অন্য রকম একটা অনুভূতি কাজ করলো। এই ৬৮ মিনিট ৪৫ সেকেন্ডের উজ্জীবিত কিংবা রসদ জোগাতে ভূমিকা পালন করবে আজীবন এটাই প্রত্যাশা করছি। শুভ হোক আপনার আগামীর পথচলা।
💕💕

 26 days ago 

প্রেম, সে তো বহু আগেই বিলুপ্ত হয়েছে। কণ্ঠস্বর একই রকম ছিল বিধায় কিছুটা গুলিয়ে গিয়েছিলাম এর বাইরে আর কিছু নয়। তাছাড়া কর্ম, সংসার, বউ-বাচ্চা, জীবন, এসব রেখে প্রেমে মনোনিবেশ করার সময় কই বলুন।

তবে এটা সত্য, আকস্মিকভাবে ভাবে হলেও সময়টা মনে রাখার মতো ছিল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67144.34
ETH 3517.40
USDT 1.00
SBD 2.69