এনালগ ফোন বা টেলিফোন এখন বিশেষ সরকারি বেসরকারি দপ্তর ছাড়া অন্য কোথাও তেমন দেখতে পাওয়া যায় না। ব্যবহার সেকেলে আর এত মেইনটেইনেন্স খরচ সামাল দিয়ে কে-ই বা তা নিত্য ব্যবহারে নিয়ে আসবে, তা আমার বোধগম্য নয়।
এখন স্মার্টফোনের একসেস প্রায় ৯০ ভাগ, আর এখন সেই নোকিয়া ১২০০ ২জি মডেলও খুঁজে মেলা দুস্কর। সে জায়গায় আপনি ল্যান্ডফোনে এতক্ষণ কথা বলেছেন তা ও ব্যক্তিগত - শুনে খুশি হলাম, হা হা।
যদিও আমাদের পুরনো বাড়িতে ল্যান্ডফোনের খোপ আর রিসিভার ডায়াল রয়েছে, তবে সম্প্রতি একটি জাদুঘরে পাকিস্তান আমলের ল্যান্ডফোন দেখে মনে পড়লো। যা হোক এত দীর্ঘ সময় কথা বলেছেন শুনে বেশ ভালো লাগলো।