কচুর লতি ও চিংড়ি শুটকির সুস্বাদু রেসিপি। ❤️প্রিয়@shy-fox 10% beneficiary।❤️

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগ পরিবারের সবাই কেমন আছেন?আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তা অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে। আজকে কিন্তু আমি রেসিপি পোস্ট করতে যাচ্ছি আপনাদের মাঝে। চিংড়ি শুটকি দিয়ে কচুর লতি রেসিপি😋😋।যদিও কচুর ও চিংড়ি এর পরিবারের সবার সাথে আমার শত্রুতা তবুও আমার অনেক পছন্দের তারা🤣🤭।আমার মতো অনেকেই আছেন তাদের খুব পছন্দ করেন।আচ্ছা যাই হোক একটু মজা করছিলাম। অনেক দিন পর শুটকি আর কচুর লতির রেসিপি খেতে সত্যি খুব সুস্বাদু হয়েছিল।।
আরও বিশেষ করে অনেক দিন পর মাটির চুলায় রান্না। এক কথায় অসম্ভব দারুণ হয়েছিল।
এখন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু আজকের শত্রুতার আবার পছন্দের রেসিপি।

Picsart_22-10-15_19-36-40-065.jpg

চিংড়ি শুটকি আর কচুর লতির সুস্বাদু রেসিপি।

IMG_20221015_191634.jpg

উপকরণ সমূহপরিমাণ
১.কচুর লতি, ৩০০গ্রাম।
২.চিংড়ি শুটকি১০০ গ্রাম।
৩.পেঁয়াজএকটি।
৪.রসুনতিনটি।
৫.ধনিয়াপাতাপরিমাণ মতো।
৬.কাঁচা মরিচপাঁচটি।
৭.শুকনো মরিচ গুঁড়োদুই চামচ।
৮.হলুদ গুড়োএক চামচ।
৯.ধনিয়া গুড়োএক চামচ।
১০.লবণপরিমাণ মতো।

IMG_20221015_191326.jpg

প্রস্তুত প্রণালী

😋😋😋😋😋😋🥘🥘🥘🥘🥘🥘

১ম ধাপ

IMG_20221015_191351.jpg

প্রথমে কচুর লতি গুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিবো। এরপর পরিষ্কার করে ধুয়ে নিবো।

২য় ধাপ

IMG_20221015_191339.jpg

চিংড়ি শুটকি নিয়ে পরিষ্কার পানিতে ৫ মিনিট ভিজিয়ে রেখে এরপর তিন থেকে চারবার ধুয়ে নিবো ভালো করে।

৩য় ধাপ

IMG_20221015_191405.jpg

IMG_20221015_191419.jpg

এবার একটি থালায় রসুন ও পেঁয়াজ খোসা ছাড়িয়ে। পেঁয়াজ, রসুন, ধনিয়াপাতা ও কাঁচা মরিচ ধুয়ে নিয়ে এরপর কুচি কুচি করে কেটে নিয়ে নিলাম।

৪র্থ ধাপ

IMG_20221015_191430.jpg

একটি থালায় শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও লবণ নিয়ে নিলাম।

৫ম ধাপ

IMG_20221015_191448.jpg

IMG_20221015_191504.jpg

এবার মাটির চুলায় একটি করিয়া বসিয়ে দিব। এরপর পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে তিন চামচ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ ও রসুন গুলো বাদামি রং করে নিব।

৬ষ্ঠ

IMG_20221015_191523.jpg

IMG_20221015_191535.jpg

এখন পেঁয়াজ ও রসুন ভালো ভাবে ভাজা হলে এতে চিংড়ি শুটকি ও কেটে রাখা কাঁচা মরিচ গুলো দিয়ে একটু ভেজে নিব।এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও লবণ দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিব।

৭ম ধাপ

IMG_20221015_191547.jpg

IMG_20221015_191601.jpg

পাঁচ মিনিট মসলা কষানো হলে এবার আমি ধুয়ে রাখা কচুর লতি গুলো দিয়ে দিব। এখন আবার পাঁচ মিনিট কষিয়ে নিব।

৮ম ধাপ

IMG_20221015_191621.jpg

IMG_20221015_191634.jpg

IMG_20221015_191648.jpg

এখন কষানো হলে আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে নিব।এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব।

৯ম ধাপ

IMG_20221015_191725.jpg

IMG_20221015_191738.jpg

এখন ঢাকনা তুলে লবণ টেস্ট করে কুচি করে রাখা ধনিয়াপাতা পাতা গুলো দিয়ে দিব। এরপর কচুর লতি গুলো কে ভুনা করে নিব।

১০ম ধাপ

IMG_20221015_191751.jpg

IMG_20221015_191805.jpg

এবার কচুর লতি ভুনা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব।এরপর করিয়া থেকে নামিয়ে একটি হাঁড়িতে ঢেলে রাখবো

IMG_20221015_191908.jpg

IMG_20221015_191827.jpg

এখন পরিবেশনের জন্য একটি থালায় নিয়ে নিব।খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভাল লেগেছে। কেমন লেগেছে আমার আজকে রেসিপিটি দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে।

আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। ভাল থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ্! আপু তুমি খুবই সুন্দর করে কচুর লতি ও চিংড়ি শুটকির সুস্বাদু রেসিপিটি,,আমাদের সামনে উপস্থাপন করেছো। তোমার উপস্থাপনা দারুন ছিল। আরো বেশি ভালো লেগেছে মাটির চুলায় লাঠি দিয়ে রান্না করার বিষয়টি।এখন এসব দৃশ্য প্রায় বিরল।আসলে মাটির চুলায় লাঠির রান্নার স্বাদ। অন্য চুলায় সেই স্বাদ পাওয়া যায় না।♥♥

 2 years ago 

সত্যি বলেছেন আপু অনেক দিন পরে যেকোন খাবার খেলে অনেক মজা লাগে। আর যদি শুটকি, কচুর লতির বা চিংড়ি রেসিপি তাহলে তো কথাই নেই।মাটির চুলায় রান্নার স্বাদ অনেক আর আপনি অনেক দিন পর রান্না করেছেন,তাহলে তো আরো মজা।আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও আপু আপনি দেখছি একেবারে লাড়কির চুলায় রান্না সহ ছবি তুলেছেন। আসলেই গ্যাসের চুলার চাইতে লাড়কির চুলার রান্নার মজাই আলাদা। কচুর লতি এমনিতেই আমার অনেক পছন্দ। চিংড়ি শুটকি হলে তো কথাই নেই। দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। এই রেসিপিটি দিয়ে আমি অনেকগুলো ভাত খেতে পারব।

 2 years ago 

আপু আপনার মতো আমিও কচুর লতি আর চিংড়ি মাছের রেসিপি অনেক পছন্দ করি এ জন্যই বোধহয় ভাই বোনের মধ্যে এতটা মিল রয়েছে। দেখে একেবারে জিহ্বায় জল চলে আসছে মন চাইছে গরম ভাতের সাথে একটু টেস্ট করে দেখি। এমন লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

কচুর লতি এবং চিংড়ি মাছ দুটি আমার খুব প্রিয় খাবার আর এই দুইটি প্রিয় খাবারের সংমিশ্রণে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে এখনই উঠিয়ে নিয়ে খেয়ে ফেলি। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা দেখে লোভ সামলাতে পারছিনা।

 2 years ago 

মাটির চুলা রান্না খাওয়ার মজাটাই আলাদা। তবে মাটির চুলার রান্না অনেকদিন খাওয়া হয় না। আর শুটকি মাছ খেতে আমার খুবই ভালো লাগে। শুটকি দিয়ে লতি রান্নার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। গরম ভাতের সাথে রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। সাথে এক টুকরো লেবু হলে তো কথাই নেই।

 2 years ago 

মজার একটা রেসিপি তুমি শেয়ার করেছ। কচুর লতি চিংড়ি শুটকি সুস্বাদু রেসিপিটি আমার খুবই পছন্দের, আর তুমি এই রেসিপিটা তৈরি করেছ মাটির চুলায় আর মাটির চুলা তরকারি কতটা সুস্বাদু হয় এবার বাড়িতে গিয়ে বুঝতে পেরেছি।ধন্যবাদ,তোমাকে এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য 😋😋

 2 years ago 

আমার অনেক পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন আপু। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ বা শুঁটকি যাই রান্না করি না কেন খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি খুব সুন্দর ভাবে কচুর লতি দিয়ে চিংড়ি শুঁটকি রেসিপি তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64373.04
ETH 2775.53
USDT 1.00
SBD 2.66