লাউ এর ছাল ভাজি করার রেসিপি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

B612_20221130_211020_261-02.jpeg

লাউ আমরা প্রায় সবাই পছন্দ করি। আর এই সবজিটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর স্বাদ ও অসাধারণ। কিন্তু লাউয়ের যে ছাল গুলো আমরা ফেলে দেই আপনারা কি জানেন সেটাও রান্না করে খাওয়া যায়। লাউয়ের ছাল ভাজি করে খেলে অসাধারণ লাগে খেতে। আর সাথে যদি একটু ধনেপাতা দেয়া যায় তাহলে তো কথাই নেই। আজ আমি লাউয়ের ছাল ভাজি করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।

প্রয়োজনীয় উপকরণ

অন্যান্য ভাজি করতে সাধারণ যে সকল উপকরণ এর দরকার হয় লাউ এর ছাল ভাজি করতেও সেই উপকরণ গুলোই লাগে। সয়াবিন তেল, লবণ, হলুদ গুঁড়া, জিরা গুড়া, পাঁচফোড়ন গুড়া, পেঁয়াজ, মরিচ এসব উপকর ব্যবহার করেই এই ভাজি রান্না করেছি।

image.png

প্রস্তুত প্রণালী

ধাপ-১

IMG20221130135524.jpgIMG20221130135412.jpg
IMG20221130142601.jpgIMG20221130135953.jpg

একটি মাঝারি সাইজের গোটা লাউ এর ছাল কুচি কুচি করে কেটে নিয়েছি। তিন চারটি আলু কুচি করে কেটেছি। পেঁয়াজগুলো কুচি করে কেটে নিতে হবে এবং মরিচগুলো মাঝখানে ফালি দিয়ে নিতে হবে। আর ধনের পাতাগুলো ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে।

ধাপ-২

IMG20221130140141.jpgIMG20221130140402.jpg
IMG20221130140425.jpgIMG20221130140455.jpg

চুলায় একটি করাই বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিতে হবে। তারপর কেটে রাখা পেঁয়াজ ও মরিচ হালকা ভেজে নিতে হবে। এরপর পরিমাণমতো জিরা গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো ও হলুদ গুঁড়ো এতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।

ধাপ-৩

IMG20221130140529.jpgIMG20221130140610.jpg

কুচি কুচি করে কেটে দেখা লাউ এর ছাল ও আলুগুলো এবার কড়াইয়ে দিয়ে তেল, মসলা ও পেঁয়াজ মরিচ এর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।

ধাপ-৪

IMG20221130140648.jpg

এবার এতে স্বাদমতো লবণ দিতে হবে।

IMG20221130140757.jpg

তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এবং কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়।

ধাপ-৫

IMG20221130142802.jpgIMG20221130143016.jpg

আলু ও ছাল সেদ্ধ হয়ে আসলে কুচি করে কেটে রাখা ধনেপাতা গুলো এতে দিতে হবে। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার চুলো একদম লো ফ্লেম এ দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে কিছুক্ষণ যাতে ভাজা ভাজা হয়।

B612_20221130_225259_022.jpg

ভাজি হয়ে যাওয়ার পর কড়াই থেকে নামিয়ে নিয়েছি।

লাউ এর ছাল ভাজি করার রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটি পোস্টে। সে অব্দি সবাই ভালো থাকবেন। শুভকামনা রইলো সকলের জন্য। ধন্যবাদ।

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসrealme c25s
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

লাউ এর ছাল ভাজি রেসিপি অনেক সুস্বাদু একটা রেসিপি।এই রেসিপি টা বাড়িতে থাকলে মাঝে মধ্যে খাওয়া হয়। বাড়িতে থাকলে মা এই গুলো রেসিপি তৈরি করে থাকে। খুবই মজা লাগে আমার কাছে। কিন্তু অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়না।এই ধরনের রেসিপি অনেক দিন পর দেখলাম। রান্নার ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি বেশ সুন্দর করে লাউয়ের ছালের মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন।এটাও জানতে পেরেছি যে লাউয়ের ছালের মধ্যে অনেক উপকারিতা রয়েছে।তবে আমার এভাবে কখনো লাউয়ের ছাল দিয়ে রেসিপি তৈরি করে খাওয়া হয়নি।তবে তৈরি করে খাবার ইচ্ছা আছে।

 2 years ago 

আজকাল শুনি যে মানুষ নাকি কোন কিছু ফেলায় না বিভিন্ন সবজির খোসা ভাজি করে খেয়ে থাকে। আজকে আবার আপনি লাউয়ের খোসা ভাজি করেছেন দেখে তো মনে হচ্ছে ভালো লাগে খেতে। আর ঠিক বলেছেন যে কোন ভাজিতে ধনেপাতা দিলে অন্যরকম একটি ফ্লেভার আসে খেতে ভালো লাগে। আমিও অবশ্য কোন ধরনের খোসা কখনো ভাজি করে খাইনি মানুষেরটা দেখি দেখতেই ভালো লাগে। আপনার ভজিটিও ভালো লাগলো রেসিপি শিখে নিলাম।

 2 years ago 
লাউ এর ছাল ভাজি খুব মজার একটি খাবার। আমি খেয়েছি ছোটবেলায়। অনেকদিন হল খাওয়া হয়না। আপনার রেসিপি দেখে আবার খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দরভাবে বর্ননা দিয়ে রেসিপি শেয়ার করেছেন। দেখতে মনে হচ্ছে খুব ভাল লাগবে ভাত দিয়ে খেতে। ধন্যবাদ আপু।
 2 years ago 

লাউ এর ছাল ভাজি করার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আমাদের মাঝে সুন্দর ভাবে পরিবেশন করলেন। দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81